E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
চিকন মেয়েদের ড্রেস কেমন হলে সবচেয়ে ভালো দেখায়? অথবা কোন ড্রেস তাদের সাথে ভালো পারপোমেন্স করে? এমন কিছু কমন প্রশ্ন রয়েছে চিকন মেয়েদের ড্রেস সম্পর্কিত। সাধারণত দেহের কাঠামো ও গড়নের উপর ভিত্তি করে পোশাক সিলেক্ট করা সবারই উচিত। তবে ক্ষেত্রভেদে আরো কিছু ক্রাইটেরিয়া যোগ করা যেতে পারে যেমন- ট্রেন্ড, সিজন, উৎসব সহ ইত্যাদি।
ড্রেস বা পোষাক সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গায়ের রং। আমাদের কারো গায়ের রং ফর্সা, তামাটে, কালো, শ্যামলা ইত্যাদি। তাই চিকন মেয়েদের ড্রেস চয়েজের ক্ষেত্রে নিম্নোক্ত পয়েন্টগুলো অনুসরণ করা যেতে পারে।
- গায়ের রং
- উচ্চতা
- দৈহিক গঠন
- ট্রেন্ড
- সিজন
- উৎসব সহ ইত্যাদি
উপরোক্ত এই কয়েকটি পয়েন্ট যদি আপনারা নিজেদের মধ্যে আয়ত্ত করে পোষাক চয়েজ করেন, তাহলে আশা করি চিকন মেয়েরা তাদের জন্য বেস্ট পোষাক সিলেক্ট করতে সক্ষম হবেন। আর আজকের আর্টিকেলে আমরা এমন কয়েকটি চিকন মেয়েদের কাপড়ের পিকচার তুলে ধরেছি। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
নোট: চিকন মেয়েদের পোষাকে সৌন্দর্য নিয়ে আসার জন্য অবশ্যই টাইট কাপড় পরিহার করে ঢোলা টাইপের ড্রেস পড়তে হবে, গায়ের সাথে একদম লেগে থাকে এমন সেলোয়ার কিংবা কামিজ যতদূর সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে। শাড়ির ক্ষেত্রেও ফোলে থাকে এমন শাড়ি বা কাপড় পড়তে হবে। এই ক্ষেত্রে বেশি বেশি কুচি দিতে হবে। হালকা কিংবা ভারী রঙ্গের সব কাপড়ই পড়তে পারবেন। আর সর্বপরি, অলওয়েজ চেষ্টা করবেন বড় কিংবা লং ড্রেস ব্যবহার করতে।
চিকন মেয়েদের ড্রেস এর ছবি – Slim Girls Dress
উপরের বিষয়গুলোর উপর যেহেতু পোষাকের সৌন্দর্য নির্ভর করে, তাই এখানে আমি এমন কিছু মেয়েদের ড্রেসের ছবি তুলে ধরেছি, যেগুলো প্রায় সকল চিকন মেয়েদের জন্য পারফেক্ট। যাইহোক, চলুন ক্রমান্বয়ে চিকন মেয়েদের ড্রেসের ছবিগুলো দেখা যাক-
উপরে যে ড্রেসের ছবিগুলো দিয়েছি, সেগুলো হলো কমন কিছু ড্রেস। এই ড্রেসগুলো মূলত ডিজাইন করা হয়েছে চিকন মেয়েদেরকে কেন্দ্র করেই। তাই, আপনার দেহের গঠন যদি চিকন হয়ে থাকে এবং আপনাকে মানাবে এমন ড্রেস সার্চ করে থাকেন, তাহলে দয়া করে উপরোক্ত ছবিগুলো হতে যেকোনো একটি মেয়েদের ড্রেসের ছবি সিলেক্ট করতে পারেন।
চিকন মেয়েদের ড্রেস/পোশাক নির্বাচনের ক্ষেত্রে টিপস
- প্রথমেই গায়ের রং কে প্রাধান্য দিন। গায়ের রঙ্গের সাথে ম্যাচ করে বা আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে, এমন কালারের পোষাক সিলেক্ট করুণ।
- এরপর অবশ্যই আপনার উচ্চতা ও দৈহিক ওজনের দিকটি বিবেচনায় নিবেন।
- চিকন মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যতদূর সম্ভব টাইট বা ফিট জামা-কাপড় এড়িয়ে চলা। এই ক্ষেত্রে আপনি সেমি ফিট বা ঢোলা ড্রেস চয়েজ করতে পারেন।
- হাতার ক্ষেত্রে থ্রি-কোয়ার্টার বা ফুল হাতা-ওয়ালা জামা বা ড্রেস নির্বাচন করতে পারেন। এই দুই হাতার ড্রেস মেয়েদেরকে বেশ সৌন্দর্যপূর্ণ করে তুলে।
- শুধুমাত্র চিকন মেয়েদের ক্ষেত্রে, শাড়ি পড়ার সময় বেশি বেশি কুচি দিতে হবে। এতে করে আপনার শরীরের এক্সেক্ট রূপ কেউ সহজেই আচ করতে পারবে না।
- যখন ব্লাউজ সিলেক্ট করতে যাবেন, তখন কাপড়ের দিকটি বিবেচনায় নিবেন। এই ক্ষেত্রে চিকন মেয়েরা ছোট ছোট অল্প প্রিন্টের অথবা চেকের মধ্যে কাপড় ক্রয় করার চেষ্টা করবেন। তবে এখানে বিশেষ দ্রষ্ট্রব্য যে, চিকন মেয়েদের শাড়ি কিংবা ব্লাউজের ক্ষেত্রে নিজের মন থেকে বাহ্যিকভাবে আপনাকে কেমন লাগে, সেই দিকটিকে প্রাধান্য দিতে হবে।
উপরোক্ত পয়েন্টগুলো মাথায় রেখে চিকন মেয়েরা তাদের পোষাক বা ড্রেস খুব সহজেই নির্বাচন করতে পারে। আপনারা যারা যারা Banglateach এর আর্টিকেলটি পড়ছেন তাদের অধিকাংশই হলো চিকন, তাই ড্রেস সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে বিবেচনা করার চেষ্টা করবেন। এত করে আশা করি সার্বিকভাবে আকর্ষণীয় একটি ড্রেস আপনার জন্য চয়েজ করতে সক্ষম হবেন।
চিকন মেয়েদের পোশাক বা কাপড় নিয়ে শেষ কথা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকলে চিকন মেয়েদের ড্রেস নিয়ে আপনার মনে কোনো ধরনের কনফিউশন থাকার কথা নয়। তবে, যদি এই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে, তাহলে দয়া করে কমেন্ট অথবা কন্টাক্ট ফেজ ব্যবহার করে যোগাযোগ করতে পারেন।
চিকন মেয়েদের ড্রেস বা কাপড় কেমন পরিধান করা উচিত কিংবা কেমন পোষাক নির্বাচন করা উচিত, আশা করি এই নিয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন। পাশাপাশি আপনাদের জন্য (চিকন মেয়ে) আমাদের থেকে যে সমস্ত ড্রেস সাজেস্ট করা হয়েছে, সেগুলো থেকেও যেকোনো একটি বা একাধিক ড্রেস চয়েজ করতে সক্ষম হবেন। সামাগ্রিকভাবে বললে ধের্য ও মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকলে আপনি বেশ চমৎকারভাবে উপকৃত হতে পারবেন।
চিকন মেয়েদের ড্রেস সম্পর্কে আরো জানতে
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.