পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩, টিকিট ও ভাড়ার তালিকা

পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

পারাবত এক্সপ্রেস (ট্রেন নং ৭০৯/৭১০) বাংলাদেশ রেলওয়ের পরিষেবার একটি আন্তঃনগর ট্রেন যা রাজধানী ঢাকা থেকে সিলেট জেলার সিলেট রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। এটি কমলাপুর থেকে সিলেট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি। এই ট্রেন সেবাটি ১৯৮৬ সালে চালু করা হয়।

১৯৮৫ সালের ৪ঠা ডিসেম্বর এরশাদ সরকার ১ জোড়া যাএীবাহী লোকো দিয়ে এই ট্রেন উদ্বোধন করেন। এটি আন্তঃনগর ট্রেন হিসাবে চালু হয়েছিল যা বিলাসবহুল এবং দ্রুত পরিষেবা প্রদান করে। প্রতিদিন অনেক রাত্রে কল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করার জন্য পারাবত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করে থাকে।

আমি লক্ষ্য করেছি যে অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে পারাপাত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট ও ভাড়ার তালিকা খুঁজে থাকেন। আজকের এই পোস্টটা আমি আপনাদের সাথে পারাবত এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সময়সূচী ও পূর্ণাঙ্গ ভাড়া তালিকাটি শেয়ার করব।

পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনি যদি ঢাকা টু সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেনে চলাচল করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে এ ট্রেনের সময়সূচি জেনে নিতে হবে। এখন আমি আপনাদের সাথে পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী শেয়ার করব। এই ট্রেনটি মঙ্গলবার ব্যতীত সপ্তাহে ছয় দিন ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে চলাচল করে।

পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬ টা ২০ মিনিটে ছেড়ে যায় এবং তার গন্তব্যস্থলে এসে পৌঁছায় দুপুর ১ টা ১০ মিনিটে। আবার পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন থেকে দুপুর ৩টা ৪৫ মিনিটে ছেড়ে যায় এবং তার গন্তব্যস্থলে এসে পৌঁছায় রাত ১০ টা ৪০ মিনিটে।

স্টেশনের নাম ছাড়ার সময় পৌছানোর সময় ছুটির দিন
ঢাকা থেকে সিলেট সকাল ৬ টা ২০ দুপুর ১ টা ১০ মঙ্গলবার
সিলেট থেকে ঢাকা দুপুর ৩টা ৪৫ রাত ১০টা ৪০ মঙ্গলবার

পারাবত এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য

যেকোনো ট্রেনে ভ্রমণ করতে হলে শুরুতে আপনাকে টিকেট ক্রয় করতে হবে। কারণ টিকেট বেরতে তো বাংলাদেশ রেলওয়েতে ভ্রমন করা আইনত দণ্ডনীয় অপরাধ। অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য তালিকা বা ভাড়া কত তা জানতে চায়। পারাবত এক্সপ্রেসে চার ধরনের টিকিট রয়েছে যেমন- শোভন চেয়ার, স্নিগ্ধা ,প্রথম আসন এবং এসি সীট।

নিচের একটি টেবিলে আপনাদের সাথে আসনের ধরন অনুযায়ী বিভিন্ন সিটের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকাটি শেয়ার করেছি। তাহলে চলুন নিচের টেবিল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনের মূল্য তালিকা সম্পর্কে জেনে নেই।

আসন টিকিটের মূল্য প্রাপ্তবয়স্ক (১৫% ভ্যাট) টিকিটের মূল্য শিশু (১৫% ভ্যাট)
শোভন চেয়ার ৩২০ টাকা ২১৫ টাকা
স্নিগ্ধা ৬১০ টাকা ৪০৩ টাকা
প্রথম আসন ৪২৫ টাকা ২৮০ টাকা
এসি সিট ৭৩৬ টাকা ৪৮৯ টাকা

পারাবত এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

সিলেট থেকে ঢাকা যাত্রা পথে দীর্ঘ এই যাত্রায় পারাবত এক্সপ্রেস ট্রেনটির বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। অনেক যাত্রী ইন্টারনেটে এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে তা জানতে চায়। আমি আপনাদের জন্য নিচের টেবিলে সকল স্টেশনের বিরতির সময় শেয়ার করেছি।

বিরতি স্টেশন ঢাকা থেকে (৭০৯) সিলেট থেকে(৭১০)
বিমানবন্দর সকাল ০৬:৪৭ রাত ১০:২০
ভৈরব সকাল ০৭:৫৩ রাত ০৮:৫৩
ব্রাহ্মণবাড়িয়া সকাল ০৮:১৬ রাত ০৮:৩০
আজমপুর সকাল ০৮:৪০ রাত ০৮:০৮
নোয়াপাড়া সকাল ০৯:২০ রাত ০৭:১৮
শায়েস্তাগঞ্জ সকাল ০৯:৪৯ রাত ০৬:৫২
শ্রীমঙ্গল সকাল ১০:৩০ সন্ধ্যা ০৫:৫৫
ভানুগাছ সকাল ১০:৫৩ বিকেল ০৫:৩৩
কুলাউড়া সকাল ১১:২৭ বিকেল ০৪:৫৮
মাইজগাঁও দুপুর ১২:০০ বিকেল ০৪:২৩

সর্বশেষ কথা

পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পারাবত এক্সপ্রেস ট্রেনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ এর সময়সূচি ও ভারাত তালিকাটি শেয়ার করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এ সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরেছেন।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *