স্বপ্নের ব্যাখ্যা – স্বপ্নে কি দেখলে কি হয় (shopne ki dekhle ki hoy)

BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নের ব্যাখ্যা

স্বপ্নে ব্যাখ্যা কিংবা স্বপ্নে কি দেখলে কি হয় এটি জানার পূর্বে স্বপ্ন সম্পর্কে সংক্ষিপ্তে জানা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আর পরোক্ষণে আপনিও কিছু স্বপ্নে ব্যাখ্যা দিতে সক্ষম হবেন।

স্বপ্ন কি? স্বপ্ন হলো মানুষের জাগ্রত অবস্থায় চিন্তা-চেতনা ও ভাবনার প্রতিচ্ছবি যা মানুষগণের ঘুমন্ত অবস্থায় তাঁর মনে একটি আবেগের সমষ্টি ও ছবি তৈরি করে। হতে পারে এটি মানুষের অবচেতন মনের কথা অথবা কল্পনা। এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গির উপর। তবে ঘুমন্ত অবস্থায় মানুষ যা  স্বপ্নে বা কল্পনায় দেখে, তার ৯০% জাগ্রত অবস্থায় মনে করতে অক্ষম। মূলত এটিই হলো স্বপ্ন।

স্বপ্ন কি তা আজ সঠিক ভাবে আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারে নি। এটি একটি রহস্য হিসেবেই আমাদের মধ্যে প্রবাহমান রয়েছে। মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস তাঁর দীর্ঘ রিসার্চের ৩০ বছর শুধু স্বপ্ন নিয়েই গবেষণা করেছেন। এবং তিনি সর্বমোট তাঁর জীবন-দশায় ৫০ হাজার স্বপ্ন বিশ্লেষণ করেছেন। এর মধ্যে তিনি কমন ৯টি স্বপ্ন ফাইন্ড আউট করেছেন, যেগুলো আমরা সবাই কম-বেশি দেখে থাকি। আর সেগুলো আর্টিকেলের একদম নিম্নে তুলে ধরা হয়েছে। যারা শর্টকার্টে স্বপ্নে ব্যাখ্যা সম্পর্কে জানতে চান, তাদের জন্য প্রথমে বুলেট-পয়েন্ট আকারে সর্বমোট ১০০টি স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হলো।  ( স্বপ্ন নিয়ে উক্তি ও কোন স্বপ্ন দেখলে কি হয়, তা সম্পর্কে জানুন )

স্বপ্নে কি দেখলে কি হয় ? ( shopne ki dekhle ki hoy )

স্বপ্নে কি দেখলে কি হয়
স্বপ্নে কি দেখলে কি হয়

স্বপ্নে কি দেখলে কি হয় এটি জানা নিয়ে আমাদের মধ্যে রয়েছে নানা রকম আকাঙ্খা ও আগ্রহ। আর সেই বিধায় এখন আমরা কমন ১০০টি স্বপ্নের ব্যাখ্যা সংক্ষিপ্তে জানবো। আশা করি নিম্নোক্ত স্বপ্নে ব্যাখ্যাগুলো সম্পর্কে জানলেই উপকৃত হতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে কি দেখলে কি হয় –

  • স্বপ্নে শিয়াল দেখে – প্রতারণার আশঙ্কা
  • স্বপ্নে বানরদের দেখা – পরিবারের কাউকে শঙ্কিত করা
  • স্বপ্নে টিকটিকি দেখে – ঘরে চুরির লক্ষণ
  • স্বপ্নে মৌমাছি দেখা – স্বপ্নে মৌমাছি দেখার অর্থ অর্থ উপকার।
  • স্বপ্নে কুমির দেখে – একজন ব্যক্তিকে সমস্যায় পড়তে হতে পারে।
  • স্বপ্নে নদী দেখে – শুভকামনা বাড়বে
  • স্বপ্নে একটি গাভী দেখে – সম্পত্তি এবং ব্যবসায় লাভ
  • স্বপ্নে মাছ দেখছি – সম্পদ পাচ্ছে
  • স্বপ্নে সিংহ দেখা – জয় করা
  • কুকুর স্বপ্ন দেখা – একটি পুরানো বন্ধুর সাথে দেখা
  • স্বপ্নে একটি বিড়াল দেখে – কারও সাথে লড়াই করুন
  • একটি স্বপ্নে একটি মংগুজ দেখে – শত্রু ভয় থেকে মুক্তি
  • স্বপ্নে স্বপ্ন দেখা – রোগ থেকে মুক্তি পান
  • বাজ স্বপ্ন – সংকট
  • স্বপ্নে একটি কূপে জল দেখা – অর্থ উপার্জন
  • স্বপ্নে আকাশ দেখে – পুত্র অর্জন
  • স্বপ্ন দেখা রামধনু – সেরা স্বাস্থ্য
  • স্বপ্নে কবরস্থান দেখে – সমাজে খ্যাতি
  • স্বপ্নে পদ্ম ফুল দেখে – রোগ থেকে মুক্তি পান
  • স্বপ্নে স্বস্তিকা দেখে – অর্থোপার্জন করুন
  • স্বপ্নে ছুরি দেখে – সংকট থেকে মুক্তি
  • স্বপ্নে পোস্ট অফিস দেখে – ব্যবসায়ের অগ্রগতি
  • স্বপ্নে চন্দন দেখে – সুখবর
  • স্বপ্নে জাহাজটি দেখে – ঝামেলা থেকে দূরে সরে যাওয়া
  • স্বপ্নে জলপ্রপাত দেখা – দুঃখ দূর হয়
  • স্বপ্নে অ্যালকোহল পান করা – খারাপ হয়ে যায়
  • স্বপ্নে সমুদ্র দেখছি – অর্থোপার্জন করো
  • স্বপ্নে একটি ঘোড়া দেখা – সংকট শেষ করে
  • স্বপ্নে কি দেখলে কি হয় ব্যাখ্যা
  • স্বপ্নে তরোয়াল দেখছি – জিতেছে
  • স্বপ্নে দুধ দেখছেন – অর্থ উপার্জন করুন
  • স্বপ্নে চা দেখা – অ্যাশ রিলাক্সিং
  • স্বপ্নে দই দেখে – অর্থোপার্জন করুন
  • স্বপ্নে তুলা দেখা – স্বাস্থ্যকর হওয়া
  • স্বপ্নে তপস্যা দেখে দান করুন
  • স্বপ্নে আঙ্গুর খাওয়া – স্বাস্থ্য উপকারী
  • স্বপ্নে ডিম খাওয়া – পুত্র অর্জন
  • স্বপ্নে দানা দেখে-উদ্বেগ পাওয়া
  • স্বপ্নে পেয়ারা খাওয়া – সম্পদের যোগফল
  • স্বপ্নে নিমসি দেখে – সম্পদ ও সম্মান পাচ্ছি
  • স্বপ্নে ত্রিশূল দেখে – শত্রুদের থেকে মুক্তি
  • স্বপ্নে মন্দির দেখা – শুভ কাজ সম্পন্ন
  • স্বপ্নে গুরুদ্বার দেখে – জ্ঞান বাড়ছে
  • স্বপ্নে রৌপ্য দেখা – প্রেমের উপর প্রতারণা করা
  • স্বপ্নে ঘুম দেখে অর্থের সংকট বেড়ে যায়
  • স্বপ্নে লোহা দেখে – হঠাৎ বিপর্যয়
  • স্বপ্নে মিলটি দেখে – শ্রদ্ধা বাড়ছে
  • স্বপ্নে লড়াই দেখতে – ভাল খবর পাওয়া
  • স্বপ্নে ডাক্তার দেখা – হতাশার লক্ষণ
  • স্বপ্নে আঁশ দেখে – কোনও বিষয়ে সুষ্ঠু তদন্ত.
  • স্বপ্নে ভল্ট দেখে – সম্পদের যোগফল
  • স্বপ্নে একটি প্রদীপ দেখে – সম্মান পাওয়ার মূল্য
  • স্বপ্নে ধনুক দেখা – কাজে সাফল্য পাওয়া
  • স্বপ্নে পাহাড় দেখে – শত্রু জয় করে
  • স্বপ্নে বৃষ্টি দেখা – সুখের লক্ষণ
  • স্বপ্নে তুষার দেখা – উদ্বেগ দূর করা
  • স্বপ্নে ভিক্ষুককে দেখা – কর্মের শুভ ফল পান
  • একটি স্বপ্নে একটি দানব দেখে – একটি সংকটে আটকা পড়ে
  • স্বপ্নে লক্ষ্মীর ছবি দেখে – ক্রমবর্ধমান ধন, শস্য এবং সৌভাগ্যের লক্ষণ
  • স্বপ্নে আইনজীবী দেখা – ঝামেলা বা ঝগড়া হওয়ার লক্ষণ
  • স্বপ্নে বিমান দেখে – অর্থ লোকসানের লক্ষণ
  • স্বপ্নে শ্মশান – বয়স বৃদ্ধি
  • স্বপ্নে হাড় – সুসংবাদ বা পুনরুদ্ধারের লক্ষণ
  • স্বপ্নে সবুজ দেখা – মন সুখের লক্ষণ
  • স্বপ্নে দরজা দেখে – কারও সাথে বন্ধুত্ব করুন
  • স্বপ্নে রুটি খাওয়া – অর্থ উপার্জন
  • স্বপ্নে মই দেখা – সম্পদ বৃদ্ধি
  • স্বপ্নের ফাঁক দেখে – সম্পদ এবং খ্যাতি অর্জন করা
  • স্বপ্নে একটি কলম দেখা – দুর্দান্ত কারও সাথে দেখা করা
  • স্বপ্নে নিমসি দেখে – অদূর ভবিষ্যতে ধন এবং সম্মান অর্জনের লক্ষণ
  • একজন শিক্ষকের স্বপ্ন দেখে- জীবনে সাফল্য
  • একটি স্বপ্নে একটি আয়না দেখে – পূর্ণতা কামনা
  • স্বপ্নে আকাশ দেখা – অর্জনের লক্ষণ
  • স্বপ্নে আগুন দেখে – সম্পদের অপব্যবহারের লক্ষণ
  • স্বপ্নে কলুষ দেখা – সাফল্যের লক্ষণ
  • স্বপ্নে কাফন – দীর্ঘায়ুর লক্ষণ
  • স্বপ্নে ক্ষেত্র দেখা – যোগের লক্ষণ, শিক্ষা এবং ভ্রমণের ধন
  • স্বপ্নে রক্ত ​​দেখে – সম্পদের যোগফল
  • স্বপ্ন দেখা – ভ্রমণে যাওয়ার লক্ষণ

উপরোক্ত বিশাল একটি তালিকা হতে আশা করি কিছুটা হলেও স্বপ্ন সম্পর্কে ধারণা পেয়েছন এবং স্বপ্ন কি দেখলে কি হয় তা সম্পর্কেও অবগত হয়েছেন। যাইহোক, যারা যারা স্বপ্নে ব্যাখ্যা জানতে চাই বা জানতে চেয়েছেন, বিশেষ করে তাদের প্রেক্ষিতেই আজকের আর্টিকেল। চলুন এবার সেই কমন ৯টি স্বপ্নে ব্যাখ্যাতে চলে যাই।

কমন ৯টি স্বপ্নের ব্যাখ্যা

কমন ৯টি স্বপ্নের ব্যাখ্যা
কমন ৯টি স্বপ্নের ব্যাখ্যা

এখানে মূলত মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস এর সেই কমন ৯টি স্বপ্নের ব্যাখ্যা নিয়েই আলোচনা হবে। যেগুলো তিনি স্বপ্ন নিয়ে গবেষণা করতে গিয়ে ফাইন্ড আউট করেছেন। এখন সেই সংক্ষিপ্তে চলুন সেই ৯টি স্বপ্ন জেনে নিই। সেগুলো হলো-

  1. উপর থেকে পড়ে যাওয়া
  2. অব্যবহৃত ঘর
  3. অপ্রত্যাশিত পরীক্ষা
  4. স্বপ্নে ওড়া
  5. অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো
  6. নিজেকে নগ্ন দেখা
  7. কারো দ্বারা ধাওয়া খাওয়া
  8. দাঁত পড়ে যাওয়া
  9. মৃত্যু

আলোচনা বিলম্ব না করে চলুন উপরোক্ত এই ৯টি স্বপ্নে ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক, সেগুলো মনোবিজ্ঞানী গবেষণা করেছেন।

স্বপ্নে মধ্যে উপর থেকে পড়ে যাওয়া

এটি হচ্ছে আপনি বাস্তব জীবনে কোনো কিছু পরে যাচ্ছে কিন্তু আপনি সেটিকে পড়ে যাওয়া থেকে আটকানোর প্রাণ চেষ্টা করছেন, কিন্তু এত আপনি সক্ষম নন। আর ঐ সময় আপনি এরকম স্বপ্ন দেখেবেন।

অব্যবহৃত ঘর

যখন কেউ বাস্তব জীবনে নতুন কোনো কিছু আয়ত্ত করবে বা কোনো একটি প্রতিভা প্রকাশ পাবে, তখন উক্ত স্বপ্ন অনেকে দেখে থাকে।

অপ্রত্যাশিত পরীক্ষা

আমাদের মধ্যে অনেকে এরকম স্বপ্ন দেখে থাকি। অর্থাৎ ঘুমের মধ্যে দেখছেন আপনি প্রস্তুত নয় কিন্তু হঠাৎ একটি কঠিন পরীক্ষা আপনার সামনে। এর মানে হলো আপনি বাস্তব জীবনে আপনার জীবনকে নিয়ে যেকোনো একটি পরীক্ষা চালাচ্ছেন।

স্বপ্নে ওড়া

আবার অনেকে নিজেকে স্বপ্নের মধ্যে উড়তে দেখে। এর মানি কি? আপনি যদি দেখেন আপনি স্বপ্নে উড়ছেন, তাহলে বোঝে নিবেন সম্প্রতি আপনি এমন কোনো একটি বিষয় হতে রেহাই পেয়েছেন যাতে আপনি প্রচন্ড বিরক্ত ও লজ্জিত ছিলেন। এখন আপনি এর থেকে রেহাই পেয়েছেন।

অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো

যদি কোনো ব্যক্তি স্বপ্নে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালাতে দেখে, তাহলে এর অর্থ সাধারণত ২টি হয়। একটি হলো আপনি বাস্তব জীবনে সঠিক পথ নির্বাচন করেন নি। এবং অন্যটি হলো বাস্তব জীবনে আপনি আপনার পার-পার্শ্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন।

নিজেকে নগ্ন দেখা

যারা প্রতিনিয়ত সমাজ তথা পরিবারে নিজে বাহ্যিকভাবে সমালোচনার স্বীকার হোন, তারাই মূলত ঘুমের মধ্যে স্বপ্নে নিজেকে নগ্ন দেখে।

কারো দ্বারা ধাওয়া খাওয়া

এই স্বপ্নটি হলো কমন একটি স্বপ্ন এবং মানুষগণ ঘুমের মধ্যে প্রায় সময় দেখে থাকে। তবে এই স্বপ্নে ব্যাখ্যা কি? এই স্বপ্নে ব্যাখ্যা হলো আপনি বর্তমানে কিংবা আসন্ন কোনো একটি বিপদে রয়েছেন। যার কোনো রকম ধার-কিনারা নেই। কিন্তু আপনি তা সঠিক ভাবে বোঝে উঠতে পারেন নি। এই ক্ষেত্রে আপনি আপনার নিজস্ব পরিবেশ ও মানুষ সম্পর্কে আরো সচেতন হতে হবে।

দাঁত পড়ে যাওয়া

সাধারণত আমাদের সমাজে দাঁত হলো আত্মবিশ্বাসের একটি প্রতীক। এবং নানা ক্ষেত্রে দাঁতকে আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করে থাকে। এখন আপনি বা কেউ যদি স্বপ্নে দেখে তাঁর দাঁত পড়ে গেছে তাহলে ঐ স্বপ্নে ব্যাখ্যা হবে দৈনন্দিন জীবনে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে কোনো কারনে তার আত্মবিশ্বাস ক্রমান্বয়ে হারাচ্ছে।

স্বপ্নে মৃত্যু দেখাার ব্যাখ্যা

যখনই কোনো ব্যক্তি তাঁর স্বপ্নের মধ্যে মৃত্যু দেখে তখন স্বপ্নে ব্যাখ্যা কি দাঁড়ায়? এর মানে হলো বাস্তব জীবনে আপনি কোনো বিশেষ কিছুর সমাপ্তি ঘটাতে যাচ্ছেন।  অথবা কোনো ঘটার শেষ হতে যাচ্ছে আপনার সাথে। মূলত স্বপ্নে মৃত্যু দেখার ব্যাখ্যা এটিই।

আশা করি মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস এর গবেষণা উঠে আসা সেই কমন ৯টি স্বপ্ন এবং স্বপ্নে ব্যাখ্যা আপনার সাথেও অনেকটাই মিলে গেছে। আর এগুলো তিনি তাঁর দীর্ঘ গবেষণা হতে তুলে ধরেছেন। যাইহোক, স্বপ্নে ব্যাখ্যা তথা কোন স্বপ্ন দেখলে কি হয়, সেটিই ছিল আজকের তুলে ধরার বিষয়। আশা করি উপকৃত হয়েছেন।

স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে কমন কিছু সার্চ টার্ম

মানুষের রয়েছে নানা রকম জিনিস নিয়ে জানার আগ্রহ এবং সেই প্রেক্ষিতে যেকোনো সময় এখন তাঁরা ইন্টারনেট সার্চ করে থাকে। আর স্বপ্ন নিয়ে জানার আগ্রহের কথা না বললেই নয়। ইন্টারনেট তথা গুগলে প্রচুর পরিমাণে এই নিয়ে গুগল সার্চ হয়। আর সেই বিধায় চলুন জেনে নেওয়া যাকা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চেয়ে মানুষের কমন কিছু সার্চ টার্ম সম্পর্কে। সেগুলো হলো-

  • shopne ki dekhle ki hoy
  • স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই
  • ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
  • স্বপ্নের ব্যাখ্যা অক্ষর
  • স্বপ্নের ব্যাখ্যা বই
  • স্বপ্নের ব্যাখ্যা ও তাবীর

মূলত উপরোক্ত সার্চ টার্ম তথা কিওয়ার্ডগুলো ব্যবহার করেই পাঠকগণ স্বপ্ন নিয়ে তাদের কাঙ্খিত তথ্য জানতে চায়। যাইহোক, আশা করি স্বপ্নে ব্যাখ্যা তথা কোন স্বপ্ন দেখলে কি হয়, সে সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পেয়েছেন।

স্বপ্নের ব্যাখ্যা নিয়ে শেষ কথা

স্বপ্নের ব্যাখ্যা নিয়ে শেষ কথা

আপনারা যারা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সম্পূর্ণ ভাবে জানতে চেয়েছেন আশা করি এখন আপনাদের মধ্যে অনেটাই বোধগম্য যে কোন স্বপ্ন দেখলে কি হয় সেটি সম্পর্কে। আজকের আর্টিকেলে আমরা প্রথমে সর্বমোট ১০০টি স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরেছি। এরপর মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস এর গবেষণা হতে উঠে আসা কমন  ৯টি স্বপ্নে ব্যাখ্যাও করেছি। ( স্বপ্নে সাপ দেখা সম্পর্কে জানুন )

এখন স্বপ্ন নিয়ে আমাদের মধ্যে যারা যারা নানা রকম বিষন্নতায় থাকি এবং অনেকে এর ইসলামিক ব্যাখ্যা চায়, যা আমরা আমাদের পূর্ববর্তী আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি। যাইহোক, একটি বিষয় লক্ষ্যণীয় যে, স্বপ্ন কারো সাথে শেয়ার করতে নেই। যদি সম্ভব হয়, তাহলে স্বপ্নের ব্যাখ্যা বই পড়ে নিজেই স্বপ্নের ব্যাখ্যা তৈরি করুন। এবং জানার চেষ্টা করুন কোন স্বপ্ন দেখলে কি হয় সেই সম্পর্কে। এটি আপনি ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf লিখে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। ( স্বপ্নে দোয়া ইউনুস পড়া সম্পর্কে বিস্তারিত জানুন )

সর্বপরি, আশা করি স্বপ্নে ব্যাখ্যা সহ কোন স্বপ্ন দেখলে কি হয় এই নিয়ে আপনাদের মধ্যে মোটামোটি একটি সচেতনতাবোধ এসেছে। এর থেকে আশা করা যায়, উক্ত আর্টিকেলটি দ্ধারা পাঠকগণ চমৎকারভাবে উপকৃত হতে পারবে।

স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আরো জানতে

Leave a Comment