আরবি নাম মেয়েদের অর্থসহ – আরবী নামের তালিকা মেয়েদের

আরবি নাম মেয়েদের অর্থসহ
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

আরবি নাম মেয়েদের অর্থসহ
আরবি নাম মেয়েদের অর্থসহ

আরবি নাম মেয়েদের অর্থসহ বা ইসলামিক নাম মেয়েদের যাই বলেন না কেন, ধর্মীয় দিকটি বিবেচনায় নিয়ে সন্তানের নাম রাখা প্রতিটি মা-বাবা তথা গার্ডিয়ানদের প্রধান দায়িত্ব। তবে আপনি যদি লক্ষ্য করেন যে, তাহলে দেখতে পাবেন আমাদের গার্ডিয়ানদের অধিকাংশই নাম রাখার ক্ষেত্রে বেশ উদাসীন। আর মেয়েদের নাম রাখার ক্ষেত্রে এই উদাসীনতার পরিমাণ আরো বেশি লক্ষণীয়। তবে সমাজে এমনও গার্ডিয়ান রয়েছে, যেসকল মা-বাবা তাদের সন্তানের জন্মের পরই নাম রাখার জন্য ভালো একটি আরবিক তথা ইসলামিক নাম খুঁজে থাকে। যাইহোক, এখানে একটি বিষয় স্পষ্ট যে, সন্তানের নাম আরবিতে রাখাই মানি কিন্তু ইসলামিক নাম হবে, তা কিন্তু নয়। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নামটি যাচাই-বাচাই করে নিতে হবে। অন্যথায় মেয়ের জন্য ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল নাম চয়েজ করার বেশি চাঞ্জ থেকে যাবে। এখন হয়তো অনেক গার্ডিয়ান প্রশ্ন করতে পারেন যে, কিভাবে আমরা আমাদের মেয়ে সন্তানের জন্য ভালো একটি আরবি নাম পিক করতে সক্ষম হবো? এই ক্ষেত্রে কি আরবী নামের তালিকা মেয়েদের রয়েছে, সেখান হতে একটি নাম সিলেক্ট করলেই আমরা নাম রাখার ক্ষেত্রে সফল? এর উত্তর হলো অবশ্যই ”না” । অর্থাৎ আপনাকে মাত্র কয়েকটি জিনিসের উপর কড়া নজর রেখে একটি নাম চয়েজ করতে হবে। যাইহোক, আলোচনা বিলম্বিত না করে ক্রমান্বয়ে চলুন সেই কন্ডিশানগুলো সহ আরবি নাম মেয়েদের অর্থসহ জেনে নিই। ( সৌদি মেয়েদের নাম সহ মেয়েদের কিছু আধুনিক নাম সম্পর্কে ধারণা নিয়ে নিন )

আরবি নাম মেয়েদের অর্থসহ

এই পর্বে আমরা বেশ কিছু আরবি নাম জানবো, যেগুলো মেয়েদের জন্য বেশ উপযোগী এবং ধর্মীয়ভাবেও পজেটিব অর্থ বহন করে থাকে। এর পূর্বে চলুন জেনে নিই যেই বিষয়গুলো মেয়েদের নামর রাখার পূর্বে জ্ঞাত হওয়া জরুরি, সেগুলো জেনে নিই। মূলত ৩টি বিষয়ের উপর আমাদের জোড় দিতে হবে নাম রাখার ক্ষেত্রে। সেগুলো হলো-

  • নামটি ইতিবাচক অর্থবহন করে কি-না
  • নামটি ইসলামিক কি-না ও
  • নামের পূর্ব ইতিহাস সম্পর্কে কিছু জ্ঞাত থাকা

মূলত উপরোক্ত এই তিনটি বিষয়ের উপয় সাধারণ ধরণা থাকলেই যেকেউ তাঁর আত্মীয়-স্বজন কিংবা নিজের মেয়ের জন্যও চমৎকার একটি নাম চয়েজ করতে সক্ষম হবে। ( আরো পড়ুন- মেয়েদের কিছু আনকমন নাম )

আচ্ছা, পাঠকগণ হয়তো এগুলো কথা শুনে কিছুটা বিরক্ত বোধ করছে। তাই এবার চলুন অর্থসহ সকল আরবি নাম মেয়েদের অর্থসহ জানা যাক-

  • ওয়াজীহা = ইংরেজী -Wajiha = সুন্দরী
  • ওয়াহীদা = Wahida = একক / চিরণ
  • ওয়াসীমা = Wasima = সুন্দরী / লাবণ্যময়ী
  • ওয়াকীলা = Wakila = প্রতিনিধি
  • ওয়াহিদা = Waheda = এক / একলা / একাকী
  • ওয়ারিসা = Waresha = উত্তরাধিকারিনী
  • ওয়াসিফা = Wasefa = প্রশংসাকারিণী
  • ওয়াসিজা = Waeza = উপদেশ দাতা
  • ওয়ামিয়া = Wamea = বৃষ্টি
  • ওয়াসামা = Wasama = চমৎকার
  • ওয়াফীকা = Wafiqa = সামঞ্জস্য
  • ওয়াফিয়া আত্বিয়া = Wafia atia = অনুগতা দানশীলা

ইতিমধ্যে আমরা বেশ অনেকগুলো আরবী নাম সম্পর্কে জ্ঞাত হলাম, যেগুলো মেয়েদের জন্য বেশ চমৎকারভাবে প্রযোজ্য। এখানে একটি বিষয় স্পষ্ট যে, আপনি এখান হতে যদি একটি নাম চয়েজ করে থাকেন, তাহলে দয়া করে পুনরায় সেই নামটি একবার অভিজ্ঞ একজন আলেম দ্ধারা ভেরিফাই করে নিবেন। এতে করে নামের দিকটি থেকে আপনি কিছুটা হলেও সেইভ থাকলেন। যাইহোক, চলুন এবার আরবী নামের তালিকা মেয়েদের আর্টিকেলের পরবর্তী নামগুলো পড়ে নেই-

  • দাইশা = Daisha = সুন্দরি।
  • দাইফা = Daifa = প্রতিরক্ষা।
  • দানিন = Danin = একটি সুদৃশ্য তরুণ রাজকুমারী।
  • দায়েশা = Dayesha = জীবিত থাকার সারাংশ।
  • দাইবা = Daiba = সহায়ক, অধ্যবসায়ী।
  • দিমাহ = Dimah = বৃষ্টির জলের সৌন্দর্য।
  • দনিয়াহ = Doniyah = কাছাকাছি।
  • দিলরুবা = Dilruba = প্রিয়তমা।
  • দীনা = Dini = বিশ্বাসী।
  • দীবা = Diba = সোনালী।
  • ওয়ারিসা = Oyarisa = উত্তরাধিকারিনী।
  • ওয়াসামা = Oyasama = চমৎকার।
  • ওয়াসিজা = Oyasija = উপদেশ দাতা।
  • ওয়াসিফা = Oyasifa = প্রশংসাকারিণী।
  • ওয়াসিফা আনিকা = Oyasifa Anika = গুনবতী রূপসী।
  • ওয়াসীমা তায়্যেবা = Oyasima Taiyaoba = সুন্দরী পবিত্রা।
  • খাদীজা = Khadija = রাসূলুল্লাহ (সাঃ) এর প্রথম স্ত্রী।
  • খাদিজাতুল সায়মা = Khadijatul Saima = রোজা পালনকারী খাদিজা।
  • খালেছা = Khalesa = বিশুদ্ধা / সরল।
  • খাইরাতুন = Khairatun = সৎকর্মশীলী নারী।
  • খাইরিয়া = khairea = দানশীলা।
  • খালেদা সাদিয়াহ = Kalida sadiah = অমর সৌভাগ্যশালিনী।
  • খালেদা মাহফুজা = Khalida Mahfuza = চির সংরক্ষিত।
  • খালিদা রিফাত = Khalida Rifat = অমর উচ্চ মর্যাদাবান।
  • খায়রুন নিসা = Khairun Nisa = উত্তম রমণী।
  • খাদেমা হুসনা = Khadima Husna = পূণ্যবতী সেবিকা।
  • গাজীয়া = Gajiya = যােদ্ধা , বিজয়ীনি।
  • গাওসিয়া = Gaosiya = সাহায্য প্রার্থনা।
  • গানীয়া = Ganiya = সুন্দরী। 
  • গরিজাহ = Gorijah = অভ্যাস। 
  • গালিবা = বিজয়ীনি , শক্তিশালী। 
  • গুজাইলা = সাহাবীয়ার নাম। 

মেয়েদের আরবী নামের তালিকার অনেকগুলো  নাম ইতিমধ্যে আমরা পড়েছি। আশা করি আরবি নাম সম্পর্কে মোটামোটি হলেও একটি সম্মুখ জ্ঞান লাভ করেছি। যাইহোক, যদি এখনোও সিঙ্গেল একটি নামও সিলেক্ট করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে নিম্নোক্ত মেয়েদের আরবি নামগুলো আরেকবার পড়ুন।

  • আজরা‌ ‌তাহিরা‌ ‌ = Ajra Tahira = কুমারী‌ ‌সতী‌ ‌
  • আজরা‌ ‌রায়হানা‌ ‌=‌ Ajra Rayhana = কুমারী‌ ‌সুগন্ধী‌ ‌ফুল‌ ‌
  • আজরা‌ ‌রাশীদা‌ ‌= Ajra Rashida = কুমারী‌ ‌বিদুষী‌ ‌
  • আজরা‌ ‌রুমালী‌ ‌= Ajra Rumali ‌= কুমারী‌ ‌কবুতর‌ ‌
  • আজরা‌ ‌শাকিলা = Ajra Shakila = কুমারী‌ ‌সুরূপা‌ ‌
  • আজরা‌ ‌সাজিদা‌ ‌= Ajra Sajida = কুমারী‌ ‌ধার্মিক‌ ‌
  • উর্ণা = Urna = যাকে বেছে নেওয়া হয়েছে, আবরণ, আচ্ছাদন।
  • উর্বরা = Urbora = এক অপ্সরা, পৃথিবীর এক নাম, উর্বর।
  • উর্বশী = Urboshi = স্বর্গের অপ্সরা, খুব সুন্দর নারী।
  • উলানী = Ulani = সুখ, প্রসন্নতা।
  • ঊর্মিলা = Urmila = তরঙ্গের মালা।
  • ঊষাকিরণ = Ushakiron = ভোরের সূর্যের কিরণ।
  • ঊর্মিষা = Urmisha = সংবেদনায় পূর্ণ নারী।
  • ঊলা = Ula = সমুদ্রে পাওয়া যায় এমন রত্ন।
  • ঊষা = Usha = সকাল, ভোর।
  • ওয়াকীলা = Oyakila = প্রতিনিধি।
  • ওয়াজদিয়া = Oyajdiya = আবেগময়ী। 
  • ওয়াজিয়া = Oyajiya = সুন্দরী।
  • ওয়াফীকা = Oyafika = সামঞ্জস্য।
  • ছাদীকা = Chadika/ Sadika = সখি।
  • ছাদেকা = Chadeka/ Sadeka = সৎ।
  • ছাফিয়া = Chafiya/ Safia = খাঁটি।
  • ছায়মা = Chayma/ Sayma = রোজাদার।
  • ছালেহা = Chaleha/ Saleha = যোগ্য নারী।
  • ছিদ্দিকা = Chiddika/ Siddika = সত্যবাদীনী।
  • ছিফাত আরা = Chifat/ Sifat = গুণসম্পন্ন।
  • ছাফা = Chafa/ Safa = পবিত্রতা।
  • ছবুরা = Chobura/ Sobura = সহনশীল।
  • টিংকল = Tingcal = সুন্দরী।
  • টিউলিপ = Tiulip = একটি ফুল, পুস্প।
  • টিশ্যা = Tisha = এক্টি তারা, উজ্জ্বল, ঝলমলে।
  • টুকা = Tuka = সকলের প্রতি যত্নবান।
  • টিয়শী = Tiyoshi = রূপা, সম্পদ।
  • টিয়ারা = Tiyara = মুকুত, সাজসজ্জা।
  • টেগরূপ = Tegrup = সুন্দর তলোয়ার।
  • টোরল = Toorol = নেত্রী, বিখ্যাত।
  • ট্বেসা = Tesa = ঝল্মলে, চমৎকার।
  • টূর্বী = Turbi = যেমন জয় করে, পুস্প। 
  • গিশাওয়াহ = Gishaoyah = আবরণ। 
  • গলিবা = Goliba = বিজায়িনী।
  • গালীয়া = Galiya = মূল্যবান। 
  • গানিয়াহ = Ganiyah = সুন্দরী, সুশ্রী
  • ছাকিফা = Chakifa/ Sakifa = সভ্য।

আরবী নামের তালিকা মেয়েদের অর্থসহ আর্টিকেলের এটি হলো শেষ পর্ব। মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকলে আপনারা ইতিমধ্যে এখান হতে যেকোনো একটি নাম চয়েজ করতে পারবেন। আর মনোযোগ সহকারে নামগুলো নাম পড়ে থাকেন, তাহলে দয়া করে পুনরায় নিম্নের নামগুলো সহ উপরোক্ত তুলে ধরা মেয়েদের নামগুলো পড়ুন। তাহলে আশা করি, সবগুলো আরবী নাম হতে আপনার মেয়ের জন্য যেকোনো একটি নাম চয়েজ করতে সক্ষম হবেন।

  • পরমা = Poroma = উৎকৃষ্ট/ উত্তম।
  • পরী = Pori = অতিসুন্দরী নারী/ নিখুত সুন্দরী নারী।
  • পলি = Poli = নরম মাটির স্তর।
  • পায়েল = Payel = নূপুর/ ঘুঙুর।
  • পারভীন = Parvin = দ্বীপ্তিময় তারা।
  • শাফিয়া = Shafiya = মধ্যস্থতাকারিনী।
  • শাফীকা = Shafika = সুপারিশ কারিনী।
  • শাবানা = Shabana = উপস্থিত।
  • হেনা = Hena = নম্র, একটি ফুল
  • হিমা = Hima = বরফ, ঠাণ্ডা, শীতল, চাঁদ
  • হান্বী = Hani = মনের সৌন্দর্য
  • হৃদি = Hridi = মন, হৃদয়
  • হৃদয়া = Hridoya = যার খুব পবিত্র ও দয়াশীল মন আছে
  • হেমাঙ্গী = Hemanggi = সোনার মতো বা সোনালী শরীর যার
  • হিতাশা = Hitasha = যে সবার ভালো চায়, মঙ্গলকামনা
  • যাকেরা = Zakera = স্মকারিণী, মেধ।
  • যাবীহা = Zabiha = উৎসগী কৃত, কোরবানী।
  • যারিয়া = Zaria = মাধ্যম, উপায়।
  • যাকিয়াহ = Zakiah = তীব্র সুগন্ধী যুক্ত কস্তরী।
  • যুবায়দা = Zubaida = খোদাভীরু।
  • যায়িমা = Zayema = নেত্রী।
  • কাত্বরুন্নাদা = Quatrun nada = মহত্ত্বের বিন্দু
  • কুতরুন্নাদা = Quatru8n nada = সুগন্ধময়কাঠের টুকরো
  • ক্বিসমাত = Qismat = ভায়, অংশ, ভাগ
  • কামারুন = Qumarun = চাঁদ
  • কাতরুন = Qatrun = মহত্ত্ব
  • কাসীবা = Kaseba = উপার্জনকারী
  • কাবশা = Kabsha = দুম্বা
  • কুবরা = Kubra = বৃহৎ, বড়
  • কাদিমা = Qadema = অগ্রসর, আগত
  • কুদরত = Qudrat = শক্তি, ক্ষমতা
  • কুদওয়া = Qudwa = বাংলা অর্থ = আদর্শ
  • কাদীরা = Qadira = বাংলা অর্থ = শক্তিশালী, সমর্থ
  • কুররাতুল আইন = Qurratul’ain = বাংলা অর্থ = নয়নমনি
  • কারীনা = Qarina = সঙ্গিনী স্ত্রী
  • কাসীদা = Qasida = গীত, কবিতা
  • কামেলা = Kamela = পরিপূর্ণ, পূর্নাঙ্গ
  • কিনানা = Kinana = সাহাবির নাম
  • কাওয়াবাত = Kawkabat = সন্ধ্যা তাঁরা
  • কাতেমা = Katima = যে নারী অপরের দোষ গোপন রাখে
  • ওরদাহ ক্বাসিমাত = Wordah Quasimad = গোলাপী চেহারা
  • ওয়াসীমা তায়্যেবা = Wasima Taiybah = সুন্দরী পবিত্রা
  • ওয়াফীয়া জিন্নাত = Wafia Zinnat = অনুগতা সম্ভ্রান্ত স্ত্রীলোক
  • ওয়াদীয়াত খালিসা = Wadeatkhalisa = কোমলমতী উত্তম স্ত্রীলোক
  • ওয়াফিয়া তায়িবা = Wafea Taiyaba = অনুগতা পবিত্রা
  • ওয়াসিফা আনিকা = Wasefa anika = গুনবতী রূপসী
  • ওয়াসীকা = Wasiqa = প্রমাম / বিশ্বাস / প্রত্যয়পত্র
  • ওয়াজিয়া = Oajia = সুন্দরী (ও দিয়ে মেয়েদের নামের তালিকা)
  • ওয়াফিয়া সানজিদা = Wafeeasan zeeda = অনুগতা সহযোগিনী
  • ওয়াসীমা জিন্নাত = Waseemat zinnat = সুন্দরী সম্ভ্রান্ত স্ত্রীলোক
  • ওয়াফিয়া সাদিকা = Wafeeasadiqa = অনুগতা সত্যবাদিনী
  • পারভেজ = Parvej = বিজয়।
  • পুষ্প = Pushpo = ফুল।
  • পূর্ণিমা = = পরিপূর্ণ চাঁদ।
  • প্রত্যাশা = Prottasha = আশা/ কামনা।
  • প্রভা = Prova = আলো/ উজ্জ্বল।
  • মাহমুদা‌ ‌= Mahmuda = প্রশংসিতা।‌ ‌
  • অজিফা = Ojifa/ Ajifa = মজুরী বা ভাতা।
  • অজেদা = Ojeda/ Ajeda = প্রাপ্ত, সংবেদনশীল।
  • অনান = Onan/ Anan = একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি মেঘের ছায়া।
  • অনিন্দিতা = = Onindita/ Anindita = সুন্দরী।
  • অনীশা = Onisha/ Anisha = কেউ রহস্যময় বা খুব ভাল বন্ধু বলতে পারেন।
  • অশীতা = Oshita/ Ashita = অনেকের দ্বারা পছন্দ করা হয় এমন কেউ।
  • অসিলা = Osila/ Asila = উপায় বা মাধ্যম।
  • অসীমা = Osima/ Asima = রমনীয়া, সুন্দরী, সুন্দর মুখশ্রী।
  • অহিদা = Ohida/ Ahida = অদ্বিতীয়, অনুপমা।
  • অহিনুদ = Ohinud/ Ahinud = একক বা অদ্বিতীয়।
  • আকলিমা‌ = ‌Aklima‌ = দেশ।‌ ‌
  • আকিলা‌ = ‌Akila = বুদ্ধিমতি।‌ ‌
  • আক্তার‌ = Akter = ‌ভাগ্যবান‌ ‌
  • আছীর‌ ‌= Achir = পছন্দনীয়।‌ ‌
  • মাহাসানাত‌ ‌=‌ ‌Mahasanat = محاسناتة = সতী-সাধবী।‌ ‌
  • মাহিয়া‌ ‌=‌ ‌Mahiya = নিবারণকারীনি‌ ‌
  • মাহিরা‌ ‌= Mahira = একটি‌ ‌মেয়ে‌ ‌যে‌ ‌কানায়‌ ‌কানায়‌ ‌প্রাণবন্ত‌ ‌
  • মাহেরা‌ ‌=‌ ‌Mahera = নিপুনা।‌ 
  • মিনা‌ ‌=‌ ‌Mina = স্বর্গ‌ ‌= বিদুষী।‌ ‌

উপরে যতোগুলো নাম ছিল, সবগুলো নাম হলো মুসলিম মেয়েদের জন্য বাচাই ও যাচাইকৃত আরবী নাম। আপনারা উক্ত নামগুলো থেকে যেকোনো এক বা একাধিক নাম চয়েজ করে আপনাদের মেয়ে সন্তানের জন্য রাখতে পারেন। আশা করি নাম চয়েজের ক্ষেত্রে উপরোক্ত মেয়েদের আরবী নামগুলো আপনাদের সহায়ক হবে। তবে নিম্নে আরো কিছু আরবি নাম আমি যোগ করে দিয়েছি। চলুন সেগুলোও পড়া যাক।

  • রিমা‌ ‌=‌ ‌Rima = সাদা‌ ‌হরিণ।‌ ‌
  • শবনম = Shobnom = অশ্রুর ফোঁটা/ পানি মেশানো।
  • শাকিলা = Shakila = সুন্দরী।
  • শানিমুন = Shanumun = মেজাজ/ অভ্যাস।
  • শান্তা = Shanta = শান্ত।
  • শাফাকাত = Shafakat = আরোধ্য।
  • শাফাকাত তাইয়্যিবা = Shafakat Taiyiba = অনুগ্রহ পবিত্র।
  • শাফাত = shafat = বুদ্ধিমতী/ মহিলা কবি।
  • কাওছার = Kawsar = জান্নাতের ঝরনা
  • কায়েদা = Qaieeda = নেত্রী, প্রধান, লিডার
  • কামরুন্নিসা = Qamrun Nisa = মহিলাদের চাঁদ
  • কানিজ ফাতিমা = Kanji Fatimah = অনুগতা নিষ্পাপ শণ্ড
  • কারীমা = Karima = দানশীলা, উচ্চমনা
  • কালিমা = Kalmia = কথোপকথন কারিনী
  • কানিজ = Kanji = অনুগতা
  • ওয়াদীফা = Wadifa = সবুজঘন বাগান
  • ক দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ | মেয়েদের নামের তালিকা | মেয়ে বাবুর ইসলামিক নাম
  • কুহল = Kuhl = সুরমা
  • কুলছুম = Kulsum = দানশীলা
  • কানিজ মাহফুজা = Kanji mahfuza = অনুগতা সুরক্ষিতা
  • কারিমা দিলশাদ = Karma Dilshad = উচ্চমনা মনোহাবিরনী
  • করিনা হায়াত = Qarina Hayat = জীবন সঙ্গিনী
  • কাওকাব হাসনা = Kaukab hasna = চমৎকার তারকা

মেয়েদের সুন্দর আরবি নাম

ধর্মীয়ভাবে ইসলামে মেয়েদের সুন্দর আরবি নাম রয়েছে। তবে আমরা সেগুলোকে ইগনোর করে বর্তমানে প্রচলিত নান-ইসলামিক নামগুলো রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর এই কারণেই পরোক্ষণে আমাদের মধ্যে অনেকেই পুনরায় নাম রাখতে হয়। তাই নাম রাখার ক্ষেত্রে প্রথম হতেই আমাদেরকে এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি। উপরের সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে নিম্নে আমি কিছু মেয়েদের সুন্দর আরবি নাম তুলে ধরেছি, যেগুলো আপনারা কোনো রকম সংকোচন বোধ ছাড়াই নাম রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আলোচনা বিলম্ব না করে চলুন মেয়েদের আরবি নামের তালিকাটি পুনরায় পড়ে নিই। তবে এখানে বলে রাখা ভালো যে, এখানে তুলে ধরা সবগুলো নামই হলো ইসলামিক নাম মেযেদের জন্য। তাই আপনারা ‍এখানে আমার তোরৈ ধরা নামগুলো থেকে যেকোনো একটি নাম চয়েজ করতে পারেন। চলুন মেয়েদের আরবি নামের তালিকাটি দেখে নিই-

  • কিসমত গালিবা = Qismat Galiba = ভাগ্য বিজয়ীনি
  • কুবরা মারজানা = Kubrab Marjana = বড়মুক্তা, বৃহৎ প্রবাল
  • কালিমা মুশতারী = Kalim Moshtr = কথোপকথন কারি বৃহস্পতি গ্রহ
  • কাওকাব = Kaukab = তারকা
  • করিবা = Qariba = নিকটবর্তী, ঘনিষ্ঠ
  • কাজেমা = Kazema = ক্রোধ সম্বরণকারিণী
  • কাদিরা = Qudera = শক্তশালো
  • কাসিদা মুকাররামা = Quasida Mukarrama = সংবাদ বহনকারিনী সম্মানিত
  • কাসি মাতুত তায়্যিবাহ = Quasima tut Taiyabj = পবিত্র চেহারা
  • কাসিমাতুন নাযীফাহ = Quasimatun Naziah = পরিচ্ছন্ন চেহারা
  • কালিমাতুনমুন্নিসা = Kalimatun Nisa = কথোপকথন কারি রমণী
  • কুলছুম বেগম = Kulsum beegom = দানশীলা মহিলা
  • যাকিয়া = Zakia = পুণ্যবতী।
  • যাহরা = Zahra = রূপবতী, ফুটন্ত ফুল।
  • যীনাত = Zinat = সৌন্দর্য, শোভা।
  • যুলফা = Zulfa = বাগান।
  • ওয়াফীয়া মুকারামা = Wafia mokarama = অনুগতা সম্মানিতা
  • ওয়াজীহা মুবাশশিরাহ = Wazeeh mubsaihira = সম্ভ্রান্ত সুসংবাদ বহন কারিণী

আরবী নামের তালিকা মেয়েদের

আরবী নামের তালিকা মেয়েদের
আরবী নামের তালিকা মেয়েদের

আজকের আর্টিকেলের এই পর্বটি হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কেননা এখানে আমরা মেয়েদের এমন কিছুৃ আরবি নাম তুলে ধরবো, যেগুলো অর্থসহ দেওয়া থাকবে আবার একই সাথে ইংরেজি বানানও দেওয়া থাকবে। যদিও উপরের নামগুলোতেও ইংরেজি বানান সহ বাংলা অর্থ তুলে ধরেছি, তারপরও পাঠকদের সুবিধার্থে এই পর্বেও আমরা এমন কিছু নাম সম্পর্কে অবগত হবো। আর সেই নামগুলো হলো-

  • ওয়ালীদা = Walida = বালিকা
  • ওয়ালীয়া = Waliya = বান্ধবী / হিতকারী
  • ওয়াসিলা = Wasela = সাক্ষাৎ কারিণী
  • ওয়াজেদাহ = Wazada = সংবেদনশীলা
  • ওয়াফিয়াহ = Wafiah = অনুগত / যথেষ্ট
  • ওয়ালীজা = Waliza = বাংলা অর্থ = প্রকৃত বন্ধু
  • ওয়াশিজাত = Washezat = পরস্পরের আত্মীয়তা
  • ওয়াহফুন = Wahfun = ঘন কালো কেশ
  • ওয়াদীয়াত = Wadeeat = গ কোমলমতি / আমানত
  • ওয়াহফাত = Wahfat = আওয়াজ / কালো পাথর
  • ওয়াস্বীক্কা = Waseqa = বিশ্বাসী
  • ওয়াসীমা মাকসূরা = Waema maksura = সুন্দরী পর্দানশীন স্ত্রীলোক
  • ওয়াজীহা শাকেরা = Wazeeha shakira = সম্ভ্রান্ত কৃতজ্ঞতা প্রকাশকারিণী 
  • ওয়াজদিয়া = Wazdea = আবেগময়ী / প্রেমময়ী
  • ওয়াফা = Waafa = অনুরক্ত
  • ওরদাত = Ordat = গোলাপী (ঔ দিয়ে মেয়েদের নামের তালিকা)
  • করিরা = Qarira = আনন্দিতা
  • করিনা = Qarina = সঙ্গিনী
  • কামরা = Qamra = জোৎস্না, শুভ্র
  • কাসিমাত = Qasimat = সৌন্দর্য, চেহারা

আরবি নাম মেয়েদের অর্থসহ

গুগল সার্চে আপনি বেশ অনেকগুলো আরবি নাম মেয়েদের অর্থসহ পাবেন, তবে তার মধ্যে কোন নামগুলো মেয়েদের নাম রাখার ক্ষেত্রে কার্যকারী, সেটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়। যাইহোক, নাম রাখার ক্ষেত্রে যে কি-পয়েন্টগুলো একজন পিতা-মাতার বিবেচনা করা দরকার, সেগুলোকে ফোকাসে রেখেই আজকের আমাদের এই আর্টিকেলটি। অর্থাৎ এখানে যেসকল নামগুলোর তালিকা তুলে ধরা হয়েছে, প্রথমত সবগুলো নাম হলো ইসলামিক বা আরবি নাম, সবগুলো নাম মেয়েদের জন্য প্রযোজ্য, সবগুলো নামের অর্থ ইতিবাচক এবং নামগুলো অবশ্যই সুনামধন্য। তাই যদি আপনি একজন সচেতন গার্ডিয়ান হয়ে থাকেন এবং অর্থসহ জেনে আপনার মেয়ের জন্য সুন্দর ও অমায়িক নাম রাখতে চান, তাহলে উপরে উল্লেখিত নামগুলো অনুসরণ করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি চয়েজ করতে পারেন। আশা করি আরবী নামের তালিকা মেয়েদের আর্টিকেল দ্ধারা আপনারা চমৎকারভাবে উপকৃত হতে পারবেন। যাইহোক, যদি আপনি এখনো একটি আরবি নামও চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুনরায় মেয়েদের সুন্দর আরবি নাম এর তালিকাটি পড়ুন। আশা করি এখান হতে যেকোনো একটি মেয়েদের আরবী নাম আপনি পিক করতে সক্ষম হবেন।

আরবি নাম মেয়েদের অর্থসহ নিয়ে শেষ কথা

সাধারণত আমরা সবাই চাই আমাদের কণ্যা সন্তান তথা মেয়ে সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ একটি আরবী তথা ইসলামিক নাম রাখতে। তবে স্থান ভেদে এবং পর্যাপ্ত তথ্যের অভাবে আমাদের কে অনেক সময় মনের অজান্তে নন-ইসলামিক নাম রাখতে হয়। পরোক্ষণে যখন তা সম্পর্কে জ্ঞাত হই, তখন অধিকাংশ সময় আমরা নাম চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। তবে এই বিষয়টিকে আমরা সহজেই এড়িয়ে যেতে পারি যদি নাম রাখার প্রথম দিকেই একটু সচেতন থাকি। কিভাবে? যদিও এই বিষয়ে আমাদের পূর্ববর্তী আর্টিকেলগুলোতে ডিটেইলস সহ আলোচনা হয়েছে এবং আজকের আর্টিকেলের প্রথমাংশেও আলোচনা হয়েছে। আপনি মনোযোগ সহকারে পড়ে থাকলে এতোক্ষণে তা জেনে যাওয়া কথা কিন্তু তারপরও যদি না জেনে থাকেন, তাহলে দয়া করে পুনরায় সম্পূর্ণ আর্টিকেলটি আরেকবার রিভিশন দিন। সর্বপরি বলতে চাই যে, সত্যিকার অর্থে আপনি যদি আপনার মেয়ের জন্য সুন্দর ও অর্থবহ একটি ইসলামিক তথা আরবী নাম রাখতে চান, তাহলে আশা করি আজকের আর্টিকেল হতে আপনারা সেটি সিলেক্ট করতে সক্ষম হবেন। যাইহোক, ধৈর্য্য সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

মেয়েদের আরবী নাম অর্থসহ আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *