একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

একতা এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তঃনগর ট্রেন, যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। এটি প্রথমে দিনাজপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত, পরে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি।

বাংলাদেশের অনেক যাত্রীগণ ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে থাকেন। তাদের মধ্যে অনেকেই এ কথা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেনা। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকাটি শেয়ার করতে চলেছে। পঞ্চগড় যাত্রার আগামী সকল যাত্রীদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩

এখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্য তা জানার চেষ্টা করব।একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার পূর্বে শুরুতেই আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। কারণ আমরা জানি যে ট্রেন সব সময় নিয়ম মেনে চলাচল করে। এই ট্রেনটি ঢাকা স্টেশন থেকে সকাল দশটা দশ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাত 9 টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে থামে। পরবর্তীতে আবার একই স্টেশন থেকে রাত ৯ঃ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং পরের দিন সকাল আটটা দশ মিনিটে কমলাপুর পৌঁছায়।

স্টেশনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু পঞ্চগড় নাই ১০ঃ১০ ২১ঃ০০
পঞ্চগড় টু ঢাকা নাই ২১ঃ১০ ০৮ঃ১০

একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

একতাএক্সপ্রেস ট্রেনে বেশ কয়েক ধরনের সিট রয়েছে। মধ্যম শ্রেণী থেকে প্রথম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির আসন থাকার কারণে একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাটি ও ভিন্ন ভিন্ন। আরামদায়ক ও বিলাসবহুল যাত্রা করার জন্য এসি সিট বা এসির বার্থ সিটগুলো অনেক উপযোগী। কিন্তু ভাড়ার দিক থেকে এই সিটগুলোর ভাড়া অনেকটা বেশি হয়ে থাকে। আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা খুঁজে পেতে চান তাহলে নিচের টেবিলটি অনুসরণ করতে পারেন।

স্টেশনের নাম শোভন চেয়ার এসি সিট স্নিগ্ধা
পঞ্চগড় ৫৫০ ১২৬০ ১০৫৩
ঠাকুরগাঁও ৫২০ ১১৯১ ৯৮৯
দিনাজপুর ৪৬৫ ১০৭০ ৮৯২
পার্বতীপুর ৪৪০ ১০০৭ ৮৪০
ফুলবাড়ি ৪২৫ ৯৭৮ ৮১১
বিরামপুর ৪১৫ ৯৫৫ ৭৯৪
পাঁচবিবি ৩৯৫ ৯০৯ ৭৫৯
জয়পুরহাট ৩৯০ ৮৯২ ৭৪২
আক্কেলপুর ৩৭৫ ৮৫৭ ৭১৯
সান্তাহার ৩৬০ ৮২৩ ৬৯০
নাটোর ৩২০ ৭৩৬ ৬১০
বি-বি-পৃর্ব ১৩৫ ৩১১ ২৫৯
টাঙ্গাইল ১১৫ ২৬৫ ২১৯

একতা এক্সপ্রেস কোথায় কোথায় থামে

ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচল করার সময় একতা এক্সপ্রেস ট্রেন মাঝপথে বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। আপনি যদি একতা এক্সপ্রেস কোথায় কোথায় থামে তা জানতে ইচ্ছে করে থাকেন। তাহলে নিচের টেবিল থেকে তা খুব সহজে জেনে নিতে পারবেন। যাত্রা বিরতি স্টেশনগুলোর নাম সময়সহ উল্লেখ করা হয়েছে।

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭০৫) দিনাজপুর থেকে (৭০৬)
ঢাকা ১০ঃ১০ ০৮ঃ১০
বিমান বন্দর ১০ঃ৩৭  —
জয়দেব পুর ১১ঃ০৫ ০৬ঃ৫০
টাঙ্গাইল ১২ঃ০৫ ০৫ঃ৪৬
বি-বি-পৃর্ব ১২ঃ২৭ ০৫ঃ২৪
শহীদ এম মনসুর আলী ১৩ঃ০৪
ঈশ্বরদী ১৪ঃ২০
নাটোর ১৫ঃ১০ ০৩ঃ১২
সান্তাহার ১৬ঃ০০ ০২ঃ১০
আক্কেলপুর ১৬ঃ২৫ ০১ঃ৩৫
জয়পুরহাট ১৬ঃ৫৩ ০১ঃ১৮
পাঁচবিবি ১৭ঃ০৬ ০১ঃ০৬
বিরামপুর ১৭ঃ৩৬ ০০ঃ৪২
ফুলবাড়ি ১৭ঃ৫০ ০০ঃ২৮
পার্বতীপুর ১৮ঃ১৫ ২৩ঃ৫০
চিরিরবন্দর ১৮ঃ১৪ ২৩ঃ২৯
দিনাজপুর ১৯ঃ০০ ২৩ঃ০৪
সেতাবগঞ্জ ১৯ঃ৩৫ ২২ঃ৩২
পীরগঞ্জ ১৯ঃ৫১ ২২ঃ১৬
ঠাকুরগাঁও ২০ঃ১৫ ২১ঃ৫১
রুহিয়া ২০ঃ৩৩ ২১ঃ৩৪
কিসমত ২০ঃ৪২ ২১ঃ২৫
বি সিরাজুল ইসলাম ২১ঃ০০ ২১ঃ১০
মোট সময় ১০ ঘন্টা ৫০ মি ১১ ঘন্টা

এই ট্রেনটি সপ্তাহে ৭ দিন ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে থাকে

সর্বশেষ কথা

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একতা ট্রেনের যাবতীয় তথ্য খুব সুন্দর ভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই ট্রেনের সময়সূচী সম্পর্কে এবং ভাড়ার তালিকা সম্পর্কে অবগত হতে পেরেছেন।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *