জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৩

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

জামালপুর কমিউটার বাংলাদেশ রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন। দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকা যাত্রাপথে জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে। জামালপুর কমিউটার বৃহত্তর ময়মনসিংহ বাসীর ঢাকা যাওয়ার একটি জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে প্রায় সবসময় যাত্রীচাপ থাকে।এই ট্রেনটি জামালপুর কমিউটার নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেলপথে চলাচল করে।

মানে তো যাত্রা গান আপনারা যারা ঢাকা থেকে জামালপুর যাতায়াত করে থাকেন তাদের জন্য জামালপুর কবিতার একটি গুরুত্বপূর্ণ ট্রেন। অনেক যাত্রীগণ ইন্টারনেটে এই ট্রেনের সময়সূচী খুজে থাকেন। তাই আমি আজকের এই বসতে আপনাদের সাথে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা শেয়ার করব। এর পাশাপাশি এই সাইট থেকে আপনি জামালপুর কম্পিউটার ট্রেন সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবেন।

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী

এ ট্রেনটি জামালপুরবাসীর একটি স্বপ্নের ট্রেন, কারণ প্রতিদিন হাজারো যাত্রী এ ট্রেনে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় যাতায়াত করে থাকে। অন্যান্য দাঁতের ব্যবস্থার মধ্যে এই ট্রেনে যাতায়াত করা যায় সবচাইতে কম খরচে। এজন্য জামালপুরের বেশিরভাগ মানুষ আমার কম্পিউটার ট্রেনে চলাচল করে থাকেন। এই ট্রেনে চলাচল করতে হলে আপনাকে শুরুতেই সময়সূচি সম্পর্কে জেনে নিতে হবে। নিচের অংশ থেকে জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী টি সংগ্রহ করে নিন।

  • ঢাকা ছাড়ে বিকাল ৩টা ৪০ মিনিটে, দেওয়ানগঞ্জ বাজার পৌঁছায় রাত ৭টা ১০ মিনিটে।
  • দেওয়ানগঞ্জ বাজার ছাড়ে ভোর ৫টায়, ঢাকা পৌঁছায় সকাল ১১টা ১০ মিনিটে।

জামালপুর কমিউটার ট্রেনের ভাড়ার তালিকা

যেকোনো ট্রেনে ভ্রমণ করতে হলে শুরুতে আপনাকে একটি টিকিট ক্রয় করতে হবে। বিনা টিকিটে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই স্টেশনে প্রবেশের পূর্বে অবশ্যই আপনার ট্রেনের টিকিটটি সংগ্রহ করবেন।

যে সকল যাত্রীগণ জামালপুর থেকে ঢাকা শহরে চলাচল করার জন্য জামালপুর কমিউটার ট্রেন ব্যবহার করে থাকেন। তারা ইন্টারনেটে জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া থাকে। এজন্য আমি আপনাদের সাথে এ ট্রেনের পূর্ণ তালিকাটি নিচের টেবিলে শেয়ার করেছি।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ১৮৫ টাকা
শোভন চেয়ার ২২০ টাকা
প্রথম সিট ২৯৫ টাকা
প্রথম বার্থ ৪৪০ টাকা
স্নিগ্ধা ৪২০ টাকা
এসি সিট ৫০৬ টাকা

জামালপুর কম্পিউটার কোন কোন স্টেশনে থাম

যেহেতু এটি একটি লোকাল ট্রেন তাই যাত্রা পথে জামালপুর কমিউটার ট্রেনটি প্রায় সকল স্টেশনেই বিরতি নিয়ে থাকে। জামালপুর কমিউটার জামালপুর> ময়মনসিংহ> গাজীপুর> ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

জামালপুর কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:

  • দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন
  • মোশারফগঞ্জ রেলওয়ে স্টেশন
  • ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন
  • দুরমুঠ রেলওয়ে স্টেশন
  • মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন
  • জামালপুর কোর্ট রেলওয়ে স্টেশন
  • জামালপুর বাজার রেলওয়ে স্টেশন
  • নান্দিনা রেলওয়ে স্টেশন
  • নরুন্দি রেলওয়ে স্টেশন
  • পিয়ারপুর রেলওয়ে স্টেশন
  • মশিউরনগর রেলওয়ে স্টেশন
  • নিমতলী বাজার রেলওয়ে স্টেশন
  • বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন
  • বাইগনবাড়ী রেলওয়ে স্টেশন
  • ময়মনসিংহ রোড রেলওয়ে স্টেশন
  • ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
  • কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
  • সুতিয়াখালী রেলওয়ে স্টেশন
  • ফাতেমানগর রেলওয়ে স্টেশ
  • আহমদবাড়ী রেলওয়ে স্টেশন
  • আউলিয়ানগর রেলওয়ে স্টেশন
  • ধলা রেলওয়ে স্টেশন
  • গফরগাঁও রেলওয়ে স্টেশন
  • মশাখালি রেলওয়ে স্টেশনকাওরাইদ রেলওয়ে স্টেশন
  • সাত খামাইর রেলওয়ে স্টেশন
  • শ্রীপুর রেলওয়ে স্টেশনইজ্জতপুর রেলওয়ে স্টেশন
  • রাজেন্দ্রপুর রেলওয়ে স্টে
  • শনভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন
  • জয়দেবপুর রেলওয়ে স্টেশন
  • ধীরাশ্রম রেলওয়ে স্টেশন
  • টঙ্গী রেলওয়ে স্টেশন
  • বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
  • বনানী রেলওয়ে স্টেশন
  • তেজগাঁও রেলওয়ে স্টেশন
  • কমলাপুর রেলওয়ে স্টেশন

সর্বশেষ কথা

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকায় চলাচল করার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ট্রেন জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী এবং এর পূর্ণাঙ্গ ভাড়ার তালিকাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার কাঙ্কিত এই ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকাটি সংগ্রহ করতে পেরেছেন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *