দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন

দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন
দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন

আচ্ছা, দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো ধরনের আইডিয়া রয়েছে? এই প্রশ্নের ৯৯% উত্তর হবে- না। আসলেই সত্যিটা এমনই। যাইহোক, ডিজাইন হলো ডিজাইনই। এতে কোনো রকম জটিল পার্থক্য থাকে না। জাস্ট ক্ষেত্র ভেদে সামান্যতম পার্থক্য থাকে।

যাইহোক, আজকে আমরা বেশ অনেকগুলো স্পেসিফিক আনকমন মেহেদি ডিজাইনের ছবি তুলে ধরবো, যেগুলো থেকে আপনি যেকোনো একটি পছন্দ করে নিজের হাতে ডিজাইন করতে পারেন। আলোচনা বিলম্ব না করে চলুন ডিজাইনকৃত ছবিগুলো দেখা যাক।

দেশ ভিত্তিক মেহেদি ডিজাইনের ছবি

দেশ ভিত্তিক মেহেদি ডিজাইনের ছবি

শুধু দেশভিত্তিক নয় বরং বর্তমানে মহাদেশ ভিত্তিকও মেহেদি ডিজাইন হয়ে থাকে। যেন ডিজাইন নিয়ে প্রতিযোগিতা চলছে বিশ্বে। আচ্ছা যাইহোক, আজকের আর্টিকেলে আমরা দক্ষিণ এশিয় দেশ সহ আরব দেশ ও ইউরোপ দেশের বেশ কিছু জনপ্রিয় মেহেদি ডিজাইন এর ছবি দেখবো। আলোচনার সুবিধার্থে প্রথমে দেশগুলোর নাম চলুন জেনে নিই-

  • বাংলা তথা বাংলাদেশী মেহেদি ডিজাইন – bengali mehndi design
  • ইন্ডিয়ান মেহেদি ডিজাইন
  • পাকিস্থানী মেহেদি ডিজাইন
  • আরবিক arabic মেহেদি ডিজাইন
  • ইউরোপীয় মেহেদি ডিজাইন সহ ইত্যাদি

আপাতত আলোচনা ও পাঠকদের সুবিধার্থে উপরোক্ত দেশগুলোর মধ্যে থাকা সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোই নিম্নে তুলে ধরা হয়েছে। চলুন সেগুলো দেখা যাক-

বাংলাদেশী মেহেদি ডিজাইন – Bengali Mehndi Design

সাধারনত আমাদের দেশীয় মেহেদি ডিজাইনগুলোকেই বাঙ্গালী মেহেদি ডিজাইন বলা হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমাদের দেশীয় মেহেদি ডিজাইনগুলো তুলনামূলকভাবে ইজি বা সহজ এবং সিম্পল হয়ে থাকে। যা খুব সহজেই যেকেউ আর্ট করতে পারবে। চলুন এমন কয়েকটি দেশীয় মেহেদি ডিজাইনের ছবি দেখা যাক-

Bengali-Mehndi-Design
বাংলাদেশী মেহেদি ডিজাইন

ইন্ডিয়ান মেহেদি ডিজাইন – Indian Mehndi Designs

বাংলাদেশীদের পরের স্থানে রয়েছে ইন্ডিয়া বা ভারত। উক্ত দেশের জনগনও হাত ও পায়ে মেহেদি ব্যবহারে বেশ রসিক। অর্থাৎ তাঁরাও মনের আনন্দের সাথে হাতে মেহেদি লাগিয়ে থাকে। এছাড়াও ভারতের কয়েকটি নিজস্ব মেহেদি ডিজাইনও রয়েছে। যা তাদের জনসংখ্যার অধিকাংশ মানুষ মেহেদি ব্যবহার করার সময় তাদের ডিজাইনে কাজে লাগায়। তাহলে চলুন, ইন্ডিয়ান কয়েকটি মেহেদি ডিজাইন এর ছবি দেখি-

Indian Mehndi Designs
ইন্ডিয়ান মেহেদি ডিজাইন

পাকিস্থানী মেহেদি ডিজাইন – Pakistani mehndi design

পাকিস্থানীদের মেহেদি ডিজাইনের সাথে অনেকটাই বাঙ্গালীদের মেহেদি ডিজাইন মিল আছে। তারপরও সব দেশের কিছু নিজস্ব স্বকীয়তা থাকে। অসংখ্য সোর্স খুঁজে আমি বেশ কয়েকটি পাকিস্থানী সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন একত্র করেছি। চলুন সেগুলো দেখে নিই-

pakistani mehndi design
পাকিস্থানী মেহেদি ডিজাইন

আরবিক arabic মেহেদি ডিজাইন – Arabic mehndi design

সাধারণত বর্তমানে কয়েকটি মেহেদি সংক্রান্ত ছবি প্রচলিত রয়েছে আরবিক ডিজাইন হিসেবে। কিন্তু উক্ত ছবিগুলোর অধিকাংশই হলো ফেক। যাইহোক, পাঠকদের দিক বিবেচনা করে নিম্নে আমি বেশ অনেকগুলো আরবিক মেহেন্দি ডিজাইন এর ছবি সিরিয়াল বাই তুলে ধরেছি, যেগুলো আপনারা হাতে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আরবিক ছবিগুলো হলো-

Arabic mehndi design
আরবিক arabic মেহেদি ডিজাইন

ইউরোপীয় মেহেদি ডিজাইন – EU mehndi design

সাধারণত, ইউরোপীয় ডিজাইন বলতে তাদের সর্বমোট 28-30টি দেশকেই বোঝানো হয়েছে। সেখানে রয়েছে আমেরিকা, লন্ডন বা যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, রোমানিয়া, তুরস্ক/তুরকি, নেদারল্যান্ড, ম্যাক্সিকো সহ ইত্যাদি রাষ্ট্রগুলো। এই সমস্ত দেশগুলোর কমন কয়েকটি মেহেদি ডিজাইনের ছীব নিম্নে তুলে ধরেছি। চলুন এক এক করে সেই ছবিগুলো দেখা যাক-

EU mehndi design
ইউরোপীয় মেহেদি ডিজাইন

উপরোক্ত সবগুলো ইমেইজ হলো দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন। যা ইতিমধ্যে আমরা হেডিং আকারে বলে দিয়েছি। যাইহোক, এখান হতে আপনারা আপনাদের রুচি ও চিন্তা-চেতনা থেকে যেকোনো একটি বা একাধিক ডিজাইনএবল ছবি সিলেক্ট করতে পারেন। পাশাপাশি নিজে বা অন্যদেরকে ডিজাইন করে দিতে পারেন। এখানে একটি বিষয স্পষ্ট যে, বর্তমানে মেহেদি শুধুমাত্র ডিজাইনেই সীমাবদ্ধ নয়, বরং শরীর ও ত্বকের যত্নেও ব্যাপক ব্যবহার হয়। যেমন চুলের যত্নে মেহেদি ব্যবহার, স্কিনের যত্নে, শীতকালে মেহেদির ব্যবহার সহ ইত্যাদি।

উপরোক্ত মেহেদি ডিজাইনগুলোর জনপ্রিয়তা যদি আপনি দেশ ভিত্তিক আলোচনা করেন কিংবা টেস্ট করেন, তাহলে তুলনামূলকভাবে দক্ষিণ এশীয় দেশগুলো অনেকটাই এগিয়ে থাকবে। এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে। অর্থাৎ, বাংলাদেশের ছেলে কিংবা মেয়ে উভয়ে প্রচুর পরিমাণে হাতে মেহেদি ডিজাইন করে থাকে। এখানে একটি বিষয় স্পষ্ট যে, উপরে যে সমস্ত ছবিগুলো আমরা তুলে ধরেছি, সেগুলো শুধুমাত্র হাতেই ব্যবহারযোগ্য। পায়ের ব্যবহারের জন্য আমাদের আলাদা আর্টিকেল নিয়ে আসার বিস্তর পরিকল্পনা রয়েছে। যাইহোক, সর্বপরি বলা চলে যে, আপনারা যারা যারা দেশের উপর ভিত্তি করে ইউনিক ও আকর্ষণীয় মেহেদি ডিজাইন চেয়েছেন, বিশেষ করে সেই সকল পাঠকগণ চমৎকারভাবে উপরোক্ত ডিজাইনকৃত ছবিগুলো দ্ধারা উপকৃত হতে পারবে।

দেশ ভিত্তিক মেহেদি ডিজাইন সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *