পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৩

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ২০১৯ সাল থেকে বাংলাদেশের রাজধানী এবং পঞ্চগড় জেলার যোগাযোগ স্থাপনকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। এটি পঞ্চগড় জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ট্রেন। এই ট্রেনটি অন্যান্য ট্রেন গুলোর মত সকল স্টেশনেই যাত্রা বিরতি নেয় না। বলতে গেলে যারা বিরতিহীন পছন্দ করেন তাদের জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উপযোগী। সপ্তাহের সাত দিন এই ট্রেন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচল করে থাকে।

পঞ্চগড় গামী অনেক যাত্রীগণ ইন্টারনেটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুজে থাকেন। তাই আজকের এই পোস্টে আমি আপনার সাথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে মোটামুটি সকল ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করব। ট্রেনে ভ্রমণ করার আগে আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে অবগত থাকা জরুরী। সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং এই ট্রেনের ভাড়া এবং সময়সূচী জেনে নিন।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩

বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার সাথে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ের বেশ কয়েকটি ট্রেন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। অনেকেই ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা করে থাকেন। যাত্রার পূর্বে শুরুতেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তাই অনেকেই ইন্টারনেটে এই সময়সূচির তালিকা খুঁজে থাকেন।

আপনাদেরকে জানাতে চাই যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৭ দিন ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে পুনরায় ঢাকায় চলাচল করে থাকে। এই ট্রেনটি প্রতিদিন ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরের দিন সকাল ৮:৫০ মিনিটে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছায়। কিছু সময় বিরত নিয়ে দুপুর বারোটা ত্রিশ মিনিটে একই ট্রেন টি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকার কমলাপুর রেলস্টেশনে রাত ৯ঃ৫৫ মিনিটে পৌছায়।

স্টেশনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু পঞ্চগড় নাই ২২ঃ৪৫ ০৮ঃ৫০
পঞ্চগড় টু ঢাকা নাই ১২ঃ৩০ ২১ঃ৫৫

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন

ঢাকা থেকে পঞ্চগড় জেলার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটারের বেশি। দীর্ঘ এই যাত্রায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মাত্র কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে সর্বমোট ১০ ঘন্টা ৫ মিনিটের মতো সময় নিয়ে থাকে এবং পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা সময় ৯ ঘন্টা ২৫ মিনিট সময় নিয়ে থাকে। আপনি যদি যাত্রা বিরতি স্টেশনগুলোর নাম এবং সময় জানতে ইচ্ছে করে থাকেন তাহলে নিচের টেবিলটি অনুসরণ করতে পারে।

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭৯৩) পঞ্চগড় থেকে (৭৯৪)
ঢাকা ২২ঃ৪৫ ২১ঃ৫৫
বিমান বন্দর ২৩ঃ১২ ২১ঃ২৫
নাটোর ০৩ঃ০৮ ১৭ঃ৫০
সান্তাহার ০৪ঃ১০ ১৭ঃ০৫
জয়পুরহাট ০৪ঃ৪৭ ১৬ঃ৩০
পার্বতীপুর ০৫ঃ৫০ ১৫ঃ১৫
দিনাজপুর ০৬ঃ৩২ ১৪ঃ২০
পীরগঞ্জ ০৭ঃ২১ ১৩ঃ৩৩
ঠাকুরগাঁও ০৭ঃ৪৭ ১৩ঃ০৭
পঞ্চগড় ০৮ঃ৫০ ১২ঃ৩০
মোট সময় ১০ ঘণ্টা ৫ মি ৯ ঘণ্টা ২৫ মি

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তঃনগর অন্যতম বিলাসবহুল ট্রেন।  এ ট্রেনে শোভন চেয়ার থেকে শুরু করে প্রথম সিট, এসি এবং এসির বার্থ রয়েছে। সিটের ধরন অনুযায়ী এর ভাড়ার তালিকা বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে শোভন চেয়ারে যাতায়াত করতে পারেন এবং বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে এসি সিট অথবা এসি বার্থ সিটে যাতায়াত করতে পারবেন।  নিচের টেবিল থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নিন।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার ৫৫০ টাকা
প্রথম সিট ১০৩৫ টাকা
এসি সিট ১২৬০ টাকা
এসি বার্থ ১৮৯২ টাকা

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস

পঞ্চগড় এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সুতরাং এর আসন বিন্যাস অনেকটা বিলাসবহুল হাওয়া স্বাভাবিক। অনেক লোকজন ইন্টারনেটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস কেমন তা খুঁজে থাকেন। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাতায়াতের জন্য সর্বমোট ৮৯৬ টি এবং পঞ্চগড় থেকে ঢাকা যাত্রার জন্য ৮৭১ টি সিট বিদ্যমান। ট্রেনটির মোট আসনের ৩০ শতাংশ পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ আসন দিনাজপুরের জন্যে, ২৫ শতাংশ আসন ঠাকুরগাঁও এর জন্যে এবং ১৫ শতাংশ আসন পার্বতীপুরের জন্য আসন নির্ধারিত ।

এই ট্রেনে শোভন শ্রেণীর সিট হতে শুরু করে  এসি এবং এসি বার্থ পর্যন্ত সিট রয়েছে। আপনার যাত্রার বাজেট অনুযায়ী যেকোনো ধরনের টিকিট কেটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ করতে পারেন। আশা করি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস সম্পর্কে জানতে পেরেছেন।

সর্বশেষ কথা

ট্রেনে ভ্রমণ করা সবচাইতে নিরাপদ। সর্বদা ট্রেনের টিকিট কেটে ঢাকা থেকে পঞ্চগড় অথবা পঞ্চগড় থেকে ঢাকায় চলাচল করবেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকাটি শেয়ার করার চেষ্টা করেছে। আশা করি ইতিমধ্যে আপনি এই পোস্টের মাধ্যমে এই ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকাটি খুব সহজেই সংগ্রহ করতে পেরেছেন। সুতরাং আপনার যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। যাতে তারাও খুব সহজে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানতে পারে।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *