ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম
ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম

সদ্য জন্ম নেওয়া মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা মা-বাবা কিংবা আত্মীয়রা বেশ এক্সসাইট হয়ে থাকি। যে বিধায় সুন্দর সুন্দর মেয়েদের নামগুলো তখন আমাদের ধারণায় আসে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা ইন্টারনেটের সাহায্য নিয়ে মেয়েদের জন্য ছোট সুন্দর নাম রাখতে পারি যেমনটা আজকে আমরা ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম সম্পর্কে জানবো। ( সৌদি মেয়েদের নামপাকিস্তানি মেয়েদের নাম সম্পর্কে জানুন )

মুসলিম সকল মা-বাবাই চায়, তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে ইসলামিক নিয়ম-নীতি মান্য করে নাম রাখতে। কিন্তু নাম বাঁচাই করার যথাযথ অভিজ্ঞতা ও ধর্মীয়ভাবে জ্ঞান না থাকায় অধিকাংশ ক্ষেত্রে অনেকে গার্ডিয়ান ব্যর্থ হয়। যাইহোক, সেই প্রেক্ষিতে আজকের আর্টিকেলে আমরা জানার চেষ্টা করবো এমন কিছু মেয়েদের নাম, যা ম দিয়ে সম্পূর্ণ ইসলামিক নাম এবং একই সাথে দুই অক্ষরের আধুনিক মিষ্টি নাম। সংক্ষেপে বললে ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম। যাইহোক, যেহেতু দুই অক্ষরের নাম হবে, তাই এখানে আমি কিছু ম বর্ণ দিয়ে তৈরি হওয়া মেয়েদের নাম নিম্নে তুলে ধরেছি, যা আপনি আপনার মেয়ে বা কণ্যা সন্তানের নাম রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম

আজকের আমাদের আর্টিকেলটি যদিও ম দিয়ে মেয়েদের দুই অক্ষরের নামের কিন্তু পাঠকদের ডিমান্ডের উপর নির্ভর করে ম দিয়ে মেয়েদের দুই অক্ষরের আধুনিক নামের পাশাপাশি ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নামগুলো সম্পর্কেও জানবো। এখানে আমরা সর্বমোট ৪০+ বাঁচাই করা নাম তুলে ধরেছি। যা নাম রাখার সকল নিয়ম-কানুন মান্য করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে, নাম রাখার ক্ষেত্রে আবার কি সব নিয়ম কানুন মান্য করতে হয়? সত্যিকার অর্থে একটি নাম রাখার পূর্বে পিতা-মাতা তথা গার্ডিয়ানদের সেই নামটি সম্পর্কে ভালোভাবে রিসার্চ করতে হয়। পৃথিবীতে অনেক নাম রয়েছে, যেগুলো কোনো সচেতন ব্যক্তি তাঁর সন্তান তথা কণ্যা/মেয়ের জন্য কখনই রাখতে পারে না। যেমন একটি উদাহরণ দেওয়া যাক- যদি এমন একটি নাম আপনি রাখতে চান, যারা অর্থ নেতিবাচক তাহলে কি আপনি সেই নামটি আপনার মেয়ের নাম রাখার ক্ষেত্রে ব্যবহার করবেন? অবশ্যই না। আর সেই কারণেই নিম্নে উল্লেখিত ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নামগুলো বাঁচাই করা। কোনো রকম সংকোচন ছাড়াই আপনারা উক্ত নামগুলোর যেকোনো একটি সিলেক্ট করতে পারেন। আলোচনা বিলম্ব না করে চলুন জেনে নেওয়া যাক ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম সম্পর্কে।

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নামগুলো হলো-

  • মিতা = Mita = মিএ, সখা, বন্ধু, সুহৃদ
  • মিত্রা = Mitra = সখী, বান্ধবী
  • দীনা = Dina = বিশ্বাসী
  • মিনা = Mina = মক্কার নিকটবর্তী সুবিখ্যাত উপতাকা
  • মিন্না = Minna = অনুগ্রহ, দয়া, উপকার
  • মিষ্টি = Mishti = মধুর, মিষ্টান্ন
  • মীনা = Mina = বন্দর, পোতাশ্রয়
  • মীযা = Miza = বৈশিষ্ট্য, শ্রেষ্টত্ব, গুণ
  • মুক্তা = Mukta = মোতি, স্বাধীনা
  • মুক্তি = Mukti = নিষ্কৃতি, রেহাই, স্বাধীনতা
  • মেধা = Medha = ধীশক্তি, স্মৃতিশক্তি, বুদ্ধি
  • মিম = Mim = আরবি ভাষার একটি অক্ষর
  • মনি = Moni = মূল্যবান পাথর
  • মুনা = Muna = আকাঙ্ক্ষিত
  • মৌ =  Mou = মধু বা মিষ্টি
  • মাহি = Mahi = অবিশ্বাস দুরকারি
  • মাফি = Mafi = বিনামূল্যে ক্ষমা
  • মোনা = Mona = বন্ধুত্বপূর্ণ বা মনোযোগী
  • মৌরি = Mouri = যিনি মানুষের মধ্যে ভালো জিনিস ছড়িয়ে দেন
  • মিন্নি = Minni = ছোট
  • মিনু = Minu = ভাগ্যবান

উপরে অনেকগুলো দুই অক্ষরের মেয়েদের নাম পড়লেন। যার সবগুলোই ছিল আধুনিক নাম। তেমনিভাবে নিম্নে আরো অনেকগুলো মেয়েদের আধুনিক নাম দেওয়া হয়েছে। আশা করি উপরের নামগুলো পড়ে আপনারা মোটামোটি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যদিও এখনও কোনো একটি নাম সিলেক্ট করতে না পেরে থাকেন, তাহলে নিম্নে দেওয়া মেয়েদের দুই অক্ষরের আধুনিক নামগুলো পুনরায় পড়ুন। চলুন তাহলে আরো কিছু নাম সম্পর্কে জানা যাক।

  • মুক্তা = Mokta = মূল্যবান রত্ন
  • মুন্নি = Munni = ছোট
  • মুক্তি = Mukti = নিষ্কৃতি বা রেহাই
  • মিনু = Minu = ভাগ্যবান
  • মিনা = Mina = পুষ্প বৃক্ষ
  • মিমো = Mimo = বন্ধুত্বপূর্ণ বা উদার
  • মম = Mom = সিল, মোহর
  • মিকা = Mika = উপযুক্ত বা ভাগ্যবান
  • মিমি = Mimi = বিদ্রোহী
  • মিশু = Mishu = আনন্দদায়ক বা উদার
  • মায়া = Maya = মমতা বা স্নেহ
  • মনু = Monu = সক্রিয় বা উপযুক্ত
  • মিলি = Mili = ভাগ্যবান বা আধুনিক
  • মিরা = Mira = সক্রিয় বা বন্ধুত্বপূর্ন
  • মনডা = Monda = গোলাকার সন্দেশ জাতীয় মিষ্টান্ন বিশেষ
  • মিতু =  Mitu= ছোট এক বা মূল্যবান এক
  • মেরি = Meri = স্বাভাবিক বা সক্রিয়
  • মিষ্টি = Misti = মিঠা
  • মালা = Mala = ফুলের হার
  • নিলু = Nilu = সংযোগ বা সন্ধি
  • মেঘা = Mega = বৃষ্টি বা মেঘ
  • মিলা = Mila = একত্র হওয়া , মিলিত হওয়া বা যুক্ত হওয়া
  • মেঘ = Megh = মানব বা চুপি চুপি মন

ইতিমধ্যে আমরা মেয়েদের আধুনিক ২ অক্ষরের অনেকগুলো নাম পড়েছি। আশা করি পাঠকদের মধ্যে অনেকে সক্ষম হয়েছেন মেয়ের জন্য দুই অক্ষরের সুন্দর একটি নাম সিলেক্ট করতে। যাইহোক, এটাও সত্য যে, আমাদের মধ্যে অনেকে এখনোও একটি নামও সিলেক্ট করতে পারি নি। তাদের জ্ঞাতে বলা হচ্ছে যে, দয়া করে পুনরায় সম্পূর্ণ আর্টিকেলটি আরেকবার পড়ুন। আশা করি মূহর্তেই সুন্দর ও অর্থবহ একটি মেয়ের নাম পছন্দ করতে পারবেন।

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম নিয়ে শেষ কথা

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম নিয়ে শেষ কথা

সত্যি বলতে আজকের আর্টিকেলটি যারা যারা পড়ছেন, মূলত সুন্দর একটি নাম সিলেক্ট করে মেয়ের নাম রাখার উদ্দেশ্যেই পড়া হচ্ছে। কিন্তু আমরা সবাই চাই, বর্তমানের সাথে তাল মিলিয়ে আমাদের মেয়ের জন্য সুন্দর একটি নাম রাখতে। কিছু কিছু ক্ষেত্রে অনেকেই এই ক্ষেত্রে ব্যর্থ হয়। কারণ, নাম রাখা বা চয়েজ করার ক্ষেত্রে পারদর্শী নয়। অথবা অনেক সময় দেখা যায় যে, ভালো ও অর্থবহ একটি নাম চয়েজ করতে ব্যর্থ হয়। এরকম নানা রকম বিষন্নতা ও ‍ব্যর্থতাকে পিছু ঠেলতেই মানুষগণ ইন্টারনেটে সার্চ করে। যেমনটা আপনারাও করেছেন।

যেহেতু প্রথম হতে এখন অবধি মনোযোগ সহকারে আপনারা এই আর্টিকেলটি পড়েছেন এবং আশা করি আপনাদের কণ্যার জন্য ভালো ও সুন্দর নাম সিলেক্ট করতে পারবেন। আর অনেকেই আছে, যারা নাম রাখার ক্ষেত্রে দ্ধিধাগ্রস্ততা করে। যে কারণে সঠিক একটি নাম ফাইনালাইজড করতে অনেক দেরী হয়। তাদের জ্ঞাতে বলছি, এখানে যে সকল ম দিয়ে তৈরি হওয়া দুই অক্ষরের নামগুলো তুলে ধরা হয়েছে, সবগুলো আধুনিক নাম এবং আপনারা কোনো রকম দ্ধিধাগ্রস্ততা ছাড়াই যেকোনো একটি নাম চয়েজ করতে পারেন। সর্বপরি বলা চলে যে, আজকের আর্টিকেলটি দ্ধারা পাঠকগণ তাদের মেয়ে সন্তানের দুই অক্ষর বিশিষ্ট ম দিয়ে নাম রাখার ক্ষেত্রে বেশ চমৎকারভাবে উপকৃত হতে পারবে।

ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *