এই পোস্টে মানব ধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যাদের প্রয়োজন তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। সব জাত ও ধর্মের মানুষই জন্মের সময় একইভাবে পৃথিবীতে আসে। সদ্যোজাত মানবসন্তানের গায়ে আলাদা কোনাে জাতের চিহ্ন থাকে না। তেমনি মৃত্যুর পর মানবদেহ যখন ধুলায় পরিণত হয়, তখন তাও কোনাে জাতের চিহ্ন বহন করে না।একটা নতুন জন্ম নেওয়া শিশু এবং মৃত কঙ্কাল দেখে তার জাত পরিচয় শনাক্ত করা যায় না। নিচে থেকে মানব ধর্ম কবিতার সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সংগ্রহ করেনিন।
মানব ধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১। লােকে যথা-তথা কী নিয়ে গৌরব করে?
উত্তর: লােকে যথা-তথা জাত নিয়ে গৌরব করে।
প্রশ্ন-২। হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক কী?
উত্তর: হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক গঙ্গার জল।
প্রশ্ন-৩। লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?
উত্তর: লালন জেতের ফাতা’ সাত বাজারে বিকিয়েছেন।
প্রশ্ন-৪। গগাজল’ শব্দটি মানবধর্ম’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘গঙ্গাজল’ শব্দটি ‘মানবধর্ম’ কবিতায় পবিত্র অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন-৫। জাতের ফাতা কোথায় বিক্রি করার কথা বলা হয়েছে?
উত্তর: জাতের ফাতা সাত বাজারে বিক্রি করার কথা বলা হয়েছে।
প্রশ্ন-৬। লালন সাত বাজারে কী বিকিয়ে দিয়েছেন?
উত্তর: লালন সাত বাজারে জাত-ধর্মের চিহ্ন বা বৈশিষ্ট্যকে বিকিয়ে দিয়েছেন।
প্রশ্ন-৭। জেতের অর্থ কী?
উত্তর: জেতের অর্থ হলাে— ‘জাতের’।
প্রশ্ন-৮। যাওয়া কিংবা আসার বেলায় বলতে কী বােঝায়?
উত্তর: যাওয়া কিংবা আসার বেলায় বলতে জন্ম বা মৃত্যুর সময় বােঝায়।
প্রশ্ন-৯। ‘কূপজল’ অর্থ কী?
উত্তর: কূপজল’ শব্দের অর্থ— কুয়াের পানি।
প্রশ্ন-১০কোন গানটি মানবধর্ম কবিতা হিসেবে পাঠ্যবইয়ে গৃহীত হয়েছে?
উত্তর: সব লােকে কয় লালন কী জাত সংসারে’ গানটি মানবধর্ম” কবিতা হিসেবে পাঠ্যবইয়ে গৃহীত হয়েছে।
প্রশ্ন-১১। মানবধর্ম কবিতায় লালন ফকির কোন বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন?
উত্তর: মানবধর্ম’ কবিতায় লালন ফকির মানুষের লাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন।
প্রশ্ন-১২। জেতের ফাতা’ অর্থ কী?
উত্তর: ‘জেতের ফাতা অথ’ জাত বা ধর্মের বৈশিষ্ট্য।
প্রশ্ন-১৩। মানবধর্ম’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: মানবধর্ম’ কবিতাটির রচয়িতা লালন শাহ্।
প্রশ্ন-১৪। কয়’ শব্দটির অর্থ কী?
উত্তর: কয়’ শব্দটির অর্থ- বলে।
প্রশ্ন-১৫। ‘ফাতা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ফাতা’ শব্দের অর্থ পার্থক্য।
মানব ধর্ম কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
প্রশ্ন-১৬, লালন কোন বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন না?
উত্তর: লালন জাতকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন না।
প্রশ্ন-১৭। লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
উত্তর: লালন শাহ সাধক সিরাজ সাঁই বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করেন।
প্রশ্ন-১৮। লালন শাহের গুরু কে ছিলেন?
উত্তর: লালন শাহের গুরু ছিলেন সিরাজ সাঁই।
প্রশ্ন-১৯। মনুষ্যধর্মকে মূলকথা বলে মনে করেন কে?
উত্তর: লালন শাহ মনুষ্যধর্মকে মূলকথা বলে মনে করেন।
প্রশ্ন-২০। লালন শাহ্ কী ধরনের কবি?
উত্তর: লালন শাহ্ মানবতাবাদী মরমি কবি।
প্রশ্ন-২১। লালন শাহের গানের বৈশিষ্ট্য কী?
উত্তর: লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য হলাে অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনী।
প্রশ্ন-২২। অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা কার গানের বিশেষ বৈশিষ্ট্য?
উত্তর: অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য।
প্রশ্ন২৩। লালন শাহ্ গানের মধ্যে নিজেকে কী নামে উল্লেখ করেন?
উত্তর: লালন শাহ গানের মধ্যে নিজেকে ফকির লালন নামে উল্লেখ করেন।
প্রশ্ন-২৪। লালন তার দর্শন কীসের মধ্য দিয়ে প্রকাশ করেছেন?
উত্তর: লালন তার দর্শন গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন।
প্রশ্ন-২৫। কবি লালন শাহ্ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবি লালন শাহ্ ১৮৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-২৬। লালন শাহের জন্ম কত সালে?
উত্তর: লালন শাহের জন্ম ১৭৭২ সালে।
প্রশ্ন-২৭। লালন কীসের ভিন্নতার কথা বিশ্বাস করেন না?
উত্তর: লালন জাত ও ধর্মভেদে মানুষে মানুষে ভিন্নতার কথা বিশ্বাস করেন না।
প্রশ্ন-২৮। লালন কোন বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেন?
উত্তর: লালন হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন।
মানব ধর্ম কবিতার সাধারণ প্রশ্ন
প্রশ্ন-২৯। সব লােক লালনের কোন বিষয়টি নিয়ে কথা বলে?
উত্তর; সব লােক লালনের জাত বা ধর্মের পরিচয় নিয়ে কথা বলে।
প্রশ্ন-৩০। জলকে কখন কূপজল বলা হয়?
উত্তর: জল যখন গর্তে থাকে তখন তাকে কূপজল বলা হয় ।
প্রশ্ন-৩১। জল গর্তে গেলে তার কী নাম হয়?
উত্তর: জল গর্তে গেলে তার নাম হয় কূপজল।
প্রশ্ন-৩২। কূপজল ও গাজলকে কখন ভিন্ন বলা যায়?
উত্তর: কূপজল ও গাজলকে পাত্ৰ-অনুসারে ভিন্ন বলা যায়।
প্রশ্ন-৩৩। জগৎ জুড়ে কী নিয়ে কথা হয়?
উত্তর: জগৎ জুড়ে জাত-ধর্ম নিয়ে কথা হয়।
প্রশ্ন-৩৪। তসৃবি, মালা এগুলােকে লালন শাহ্ কী বলেছেন?
উত্তর: তসবি, মালা এগুলােকে লালন শাহ্ জাতের চিহ্ন বলেছেন।
প্রশ্ন-৩৫। জন্ম বা মৃত্যুর সময় কীসের চিহ্ন থাকে না?
উত্তর: জন্ম বা মৃত্যুর সময় জাতের চিহ্ন থাকে না।
প্রশ্ন-৩৬। জগৎজুড়ে লােকে কী নিয়ে গৌরব করে?
উত্তর: জগৎজুড়ে লােকে জাত নিয়ে গৌরব করে।
প্রশ্ন-৩৭। কবি জগৎ বেড়ে কীসের কথা সম্পর্কে বলেছেন?
উত্তর: কবি জগৎ বেড়ে জেতের (জাতের) কথা সম্পর্কে বলেছেন।
প্রশ্ন-৩৮। লালন কীসের রূপ দেখেননি বলে মত দিয়েছেন?
উত্তর: লালন জাতের কী রূপ তা দেখেননি বলে মত দিয়েছেন।
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে মানব ধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
মানব ধর্ম কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ – অষ্টম শ্রেণি
মানব ধর্ম কবিতা – লালন শাহ। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি ২০২৩