Bangla application – আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
Bangla application কিভাবে লিখতে হয় কিংবা এর কতগুলো ফরম্যাট আপনাদের সামনে তুলে ধরলে আশা করি আপনারা এখান হতে ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। বাংলা অ্যাপ্লিকেশন, দরখাস্ত বা আবেবদনপত্র যাই বলেন না কেন,মূলত প্রায় একই মিনিং বহন করে। তবে ক্ষেত্র বিশেষে এর ফরম্যাটগুলোও ভিন্ন হয়।