দুরুদে নারিয়া (durude nariya) – দুরুদে নারিয়া ফজিলত ও পড়ার নিয়ম
কিন্তু আপনাকে যদি বলি দুরুদে নারিয়া কি? দুরুদে নারিয়া অর্থ হলো আগুন থেকে বাঁচার দোয়া। এটির সাধারণত মূল নাম হলো সালাতে কুরতুবিয়্যাহ। মূলত যে দোয়া বা আমল করিলে মহান আল্লাহ তা’আলা মাকসাদকে পূর্ণ করেন, সে আমল বা দোয়াকেই দুরুদে নারিয়া বলে। আলোচনা বিলম্ব না করে চলুন দুরুদে নারিয়ার আনুসাঙ্গিক খুঁটি-নাটি সকল তথ্য নিয়ে আলোচনা করা যাক।