রবি থেকে এয়ারটেল টাকা ট্রান্সফার করার সহজ নিয়ম
সম্প্রতি রবি থেকে এয়ারটেল টাকা ট্রান্সফার সেবাটি যথাক্রমে রবি ও এয়ারটেল কর্তৃপক্ষ যৌথভাবে চালু করেছে। যদিও রবি ও এয়ারটেল হলো একটি সম্মেলিত মোবাইল অপারেটর কোম্পানি। তবে করোনা কালীন এই মহামারীতে গ্রাহকদের সেবা উন্নত করতে কোম্পনিটি তাদের সিম ব্যবহারকারীদের জন্য উক্ত সেবা চালু করছে।