E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
বাংলাবান্ধা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি রাজশাহীর রাজশাহী রেলওয়ে স্টেশন ও পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের (বী.মু.সি.ই.) মধ্যে চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাকে সংযুক্ত করেছে।
তোমাদের মধ্যে যারা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী খুজে থাকে তাদের জন্য আজকের এই পোস্ট। এই পোষ্টের মাধ্যমে আপনি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট ও ভাড়া তালিকাটি সংগ্রহ করতে পারবেন।
বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২০ সালের ৫ই অক্টোবর ট্রেনটির নামকরণ করা হয়। পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থল বন্দরের নামের সাথে মিল রেখে ট্রেনটির নাম রাখা হয়। একই সালের ১৫ই অক্টোবর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেনটি উদ্বোধন করেন এবং পরের দিন ট্রেনটি রেলসেবায় যুক্ত হয়। ট্রেনটির বেজ রাজশাহী রেলওয়ে স্টেশন।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সময়সূচী | |||||
সিরিয়াল নং | উৎস | গন্তব্য | ছাড়ার সময় | পৌছানোর সময় | বন্ধের দিন |
০১ | পঞ্চগড় | দিনাজপুর | ৮.৩০ | ১০.৩০ | শনিবার |
০২ | রাজশাহী | দিনাজপুর | ৯.১৫ | ০৩.০৫ | —- |
০৩ | রাজশাহী | বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে | ৯.১৫ | ০৫ ১০ | শুক্রবার |
০৪ | বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে | রাজশাহী | ৮.৩০ | ০৫.৩০ | —— |
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে হলে শুরুতে আপনাকে এই ট্রেনের টিকিট ক্রয় করতে হবে। অনেক যাত্রী গ্রহণ রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচলকারী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা খুঁজে থাকেন। তাই নিচের টেবিলে আমি আপনাদের সাথে এই ট্রেনের পূর্ণ করার শেয়ার করেছি।
ভাড়ার তালিকা | ||
সিরিয়াল নং | আসনের নাম | টিকিটের মূল্য (১৫% ভ্যাট) |
০১ | সুলভ শ্রেণি | 170 টাকা |
০২ | শোভন শ্রেণি | 280 টাকা |
০৩ | শোভন চেয়ার | 335 টাকা |
০৪ | ফার্স্ট ক্লাস | 665 টাকা |
০৫ | স্নি গ্ধা | 565 টাকা |
০৬ | এসি সিট | 665 টাকা |
০৭ | এসি বার্থ | 995 টাকা |
বাংলাবান্ধা এক্সপ্রেস কোথায় কোথায় থামে
আমরা সকলেই জানি যে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে পঞ্চগড় ও পঞ্চগড় থেকে রাজশাহীতে চলাচল করে থাকে। চলাচল করার সময় এই ট্রেনটি মাঝপথে বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। অনেক যাত্রীগণ বাংলা-বান্দা এক্সপ্রেস কোথায় কোথায় থাকে তা জানতে চাই। তাই নিচের টেবিলে আমি আপনাদের সাথে যাত্রা বিরতি স্টেশন ও সময়সূচী শেয়ার করেছি।
স্টেশন | কোড | প্রবেশ | ত্যাগ |
---|---|---|---|
রাজশাহী | RJHI | – | ২১:১৫ |
আব্দুলপুর জংশন | AUP | ২২:১০ | ২২:৩০ |
নাটোর | NTE | ২২:৪৬ | ২২:৪৯ |
মাধনগর | MGA | ২৩:০৫ | ২৩:০৭ |
আহসানগঞ্জ | AHG | ২৩:১৬ | ২৩:১৮ |
সান্তাহার জংশন | STU | ০০:০০ | ০০:০৫ |
আক্কেলপুর | ACP | ০০:২৫ | ০০:২৭ |
জয়পুরহাট | JY | ০০:৪১ | ০০:৪৪ |
পাঁচবিবি | PIB | ০০:৫৫ | ০১:১১ |
বিরামপুর | BARP | ০১:৩১ | ০১:৩৩ |
ফুলবাড়ী | PLB | ০১:৪৪ | ০১:৪৬ |
পার্বতীপুর জংশন | PBT | ০২:১০ | ০২:৩০ |
চিরিরবন্দর | CN | ০২:৪৫ | ০২:৪৭ |
দিনাজপুর | DGP | ০৩:০৫ | ০৩:১০ |
সেতাবগঞ্জ | STGJ | ০৩:৪১ | ০৩:৪৩ |
পীরগঞ্জ | PIX | ০৩:৫৭ | ০৪:০০ |
শিবগঞ্জ | SIS | ০৪:১৪ | ০৪:১৬ |
ঠাকুরগাঁও রোড | THRD | ০৪:২২ | ০৪:২৫ |
রুহিয়া | RUH | ০৪:৪০ | ০৪:৪২ |
কিসমত | QST | ০৪:৫০ | ০৪:৫২ |
বী.মু.সি.ই. | PCGH | ০৫:১০ | – |
শেষ কথা
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করেছি। আশা করি যে সকল যাত্রীগণ এই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক তারাই তোমার দেই সকল তথ্য জানতে পেরেছেন। আজকের সম্পূর্ণ পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.