জিপি ইনকামিং কল বন্ধ করার নিয়ম
ইনকামিং কল কি? সংক্ষিপ্তে বললে, আমাদের মোবাইল ফোনে যে সমস্ত ফোনগুলো আসে, আর আমরা যেগুলো রিসিভ করে থাকি, সেগুলোই হলো মূলত ইনকামিং কল। সাধারণত আমরা যারা যারা গ্রামীণফোন তথা জিপি ইউজার রয়েছি, নানা সময় নানা কারণে এই ইনকামিং কল বন্ধ করে রাখতে হয়।