সকল সিমের এমবি চেক দেওয়ার কোড ও নিয়ম

সকল সিমের এমবি চেক

সকল সিমের এমবি চেক কোড বলতে বর্তমানে বাংলাদেশে যে’কটি সিম অপারেটর রয়েছে, সেই সিমগুলোর আলাদা আলাদাভাবে এমবি কিংবা ইন্টারনেট অথবা ডাটা চেক দেওয়ার কোডকেই বোঝানো হয়। কিভাবে বাংলাদেশের সকল সিমের এমবি চেক দেওয়া যায়? একই উপায় অনুসরণ করার মাধ্যমে এবং একই সময়ে কি সবগুলো সিমের এমবি চেক দেওয়া সম্ভব?

সকল সিমের কোড (প্রয়োজনীয় সকল কোড সমূহ)

সকল সিমের কোড

সকল সিমের কোড জানা বর্তমানে প্রায় প্রত্যেকের প্রয়োজন। কেননা আমরা কম-বেশি প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করি এবং একই সাথে ইন্টারনেট ব্রাউজ, ফোনকল ও এসএমএসের জন্য একটি যেকোনো অপারেটরের সিম ব্যবহার করে থাকি। তাই আপনি যে নির্দিষ্ট অপারেটরের সিম ব্যবহার করছেন, ঐ সিমের সকল প্রয়োজনীয় কোড জানা আপনার গুরুত্বপূর্ণ, যা ক্ষেত্রবেদে আপনাকে অনেক সহায়তা করবে।