E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
হাসবিয়াল্লাহু এর ফজিলত সম্পর্কে জানার জ্ঞাতে আমাদের মধ্যে অনেকে ইন্টারনেট সার্চ করে থাকে আর সেই প্রেক্ষিতেই আজকের আমরা হাসবিয়াল্লাহু এর ফজিলত নিয়ে আলোচনা করবো। যাইহোক, আলোচনা বিলম্বিত না করে চলুন জেনে নেওয়া যাক হাসবিয়াল্লাহু এর ফজিলত ও দোয়া সম্পর্কে বিস্তারিত ভাবে।
নোট: আমাদের সাইটে হাসবুনাল্লাহু এর বিষ্ময়কর ফজিলত সম্পর্কে ও ইতিমধ্যে আলোচনা করা হয়েছে।
আর্টিকেলের প্রথমে আমরা হাসবিয়াল্লাহু এর দোয়া সম্পর্কে জানবো। দোয়াটি বাংলা উচ্চারণ সহ থাকবে এবং এরপরই আমরা হাসবিয়াল্লাহু এর ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করি মূল আলোচনা। ( কাক ডাকলে কি হয় সে সম্পর্কে জেনে নিন )
হাসবিয়াল্লাহু এর দোয়া
হাসবিয়াল্লাহু এর বিষ্ময়কর ফজিলত জানার পূর্বে চলুন হাসবিয়াল্লাহু এর দোয়া সম্পর্কে জেনে নিই। আমাদের মধ্যে অনেকে রয়েছে, যারা হাসবিয়াল্লাহু এর দোয়া সম্পর্কে জানি না কিংবা শুদ্ধ করে পড়তেও পারি না। সে জন্যই প্রথমে চলুন হাসবিয়াল্লাহু এর দোয়া সম্পর্কে জেনে নিই।
হাসবিয়াল্লাহু আয়াতটির বাংলা উচ্চারণ
”হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম।”
সূরা আত তাওবা আয়াত নং ১২৯
হাসবিয়াল্লাহু এর ফজিলত
পবিত্র হাদিস শরীফে আছে হযরত আবু দারদা রা: হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম হযরত মুহাম্মদ সা: বলিয়াছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ফজরের নামাজ ও মাগরিবের নামাজ পড়িয়া উপরোক্ত আয়াতটুকু ৭ বার পাঠ করিবে, মহান আল্লাহ তা’আলা তার দুনিয়ার ও আখেরাতের সকল ধরনের চিন্তা ও পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন।
সুতরাং উক্ত আমল তথা হাসবিয়াল্লাহু এর আমলটি যদি আমরা সঠিক ভাবে করতে পারি, তাহলে মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হইয়া যাবে। দুনিয়াবি সকল ধরনের বালা-মসিবত সহ অন্য সকল পেরেশানি হতে মুক্তি দিবে।
যাইহোক, আশা করি ইতিমধ্যে আপনারা বোঝতে সক্ষম হয়েছেন যে, হাসবিয়াল্লাহু এর ফজিল, দোয়া, আমল সম্পর্কে। আশা করি এখন হতে আপনারা পাঠকবৃন্দ উক্ত দোয়া ও আমলের মাধ্যমে নিজেকে দৃঢ় রাখবেন।
হাসবিয়াল্লাহু এর ফজিলত নিয়ে শেষ কথা
আমাদের পাঠকদ্ধয়ের মধ্যে যারা যারা হাসবিয়াল্লাহু এর ফজিলত ও আমল নিয়ে জানতে চেয়েছেন, আশা করি আপনারা উক্ত প্রশ্নে উত্তর যথাযথ ভাবে পেয়ে গেছেন।
আজকের আর্টিকেলে আমরা উক্ত দোয়াটি বাংলা উচ্চারণ সহ তুলে ধরেছি এবং এর ফজিলত ও কিভাবে আমল করবেন, সে নিয়েও আলোচনা করেছি। সর্বপরি, আশা করি আপনারা হাসবিয়াল্লাহু এর ফজিলত, দোয়া ও আমল নিয়ে বিস্তারিত জানতে পেরে উপকৃত হতে পেরেছেন।
হাসবিয়াল্লাহু এর ফজিলত সম্পর্কে আরো জানতে
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.