E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম কি বা কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়, তা নিয়ে অনেকেই জানতে চায়। বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর যুগে টিকে থাকতে হলে, আমাদের সবাইকে যুগের চলমান বাহ্যিক সবকিছুর সাথেই তাল মিলিয়ে খাপ খাইয়ে যেতে হয়। ঠিক যেহেতু বর্তমানে চলমান যুগটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, তাই আমাদেরকেও নূন্যতম একটি জ্ঞান রাখা দরকার তথ্য ও প্রযুক্তি সম্পর্কে। আর সেই জ্ঞান আহরণের জন্য সবচেয়ে সেরা মাধ্যম হলো ইন্টারনেট তথা গুগল। এখন প্রায় সময় গুগলের কিছু সার্ভিস কিংবা ইন্টারনেটে ভিন্ন কারণে গুগল একাউন্ট তথা জিমেইলের প্রয়োজন হতে পারে। কি করবেন, যখন প্রয়োজনের মূহর্তে আপনার একটি জিমেইল একাউন্ট না থাকে? ( ইন্টারনেট থেকে আয় করার কয়েকটি উপায় এবং এডসেন্স থেকে টাকা তোলার উপায় সম্পর্কে জানুন )
অবশ্যই এটি অত্যান্ত দুঃখজনক ব্যাপার যে, ২১ দশকে তথা ২০২২-২৩ এসেও একজন প্রাপ্ত বয়স্ক হিউম্যান কিংবা মানুষের নিকট গুগলের একাউন্ট নেই অথবা সে সম্পর্কে তাঁর সম্মুখ জ্ঞান নেই। তবে যাইহোক, জন্ম হতে মৃত্যু অবধি মানুষের শিক্ষা এবং তার শেষও নেই। আর সেই প্রেক্ষিতেই আজকের আর্টিকেল দ্ধারা আমরা জানার চেষ্টা করবো যে, কিভাবে একটি নতুন গুগল একাউন্ট খোলতে পারি এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য কোন কোন সেটিংসগুলো প্রাথমিক অবস্থায় অপরিহার্য। ( ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করার সঠিক উপায় )
বর্তমানে বিশ্বে সর্বমোট জিমেইল একাউন্ট কিংবা গুগল একাউন্টের সংখ্যা হলো ১.৫ বিলিয়ন। চিন্তা করা যায়, এতো হিউজ সংখ্যক গুগল একাউন্ট রয়েছে, যার মধ্যে আপনি সংযুক্ত নয়! অবশ্যই এই সংখ্যা হতে গুগল একাউন্টের গুরুত্বের দিকটিও বোধগম্য হবে। যাইহোক, আলোচনা দীর্ঘায়িত না করে চলুন জেনে নেওয়া যাক নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
নতুন গুগল একাউন্ট খোলার সঠিক নিয়ম
প্রযুক্তি নির্ভর এই বিশ্বে বর্তমানে ইন্টারনেটের প্রায় প্রতিটি কাজেই গুগল একাউন্টের প্রয়োজন পড়ে। অফিস, জব, বিভিন্ন রকম কর্মস্থল হতে শুরু করে শিক্ষা-ব্যবস্থা পর্যন্ত গুগল একাউন্টের দরকার হয়। সুতরাং দৈনন্দিন জীবনে গুগল একাউন্টের প্রয়োজনীয়তা কেমন, তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই এখন নির্দিষ্ট একটি জিমেইল একাউন্ট প্রয়োজন এবং কিভাবে নতুন জিমইল একাউন্ট খোলতে হয়, সেটাও জেনে রাখা প্রয়োজন।
একজন নিউবি কিংবা নুতন কিভাবে গুগল একাউন্ট খোলতে পারে, সে নিয়মেই আজকের আর্টিকেলটি। এমনিতে স্বাভাবিকভাবে একাধিক উপায়ে গুগল একাউন্ট খোলা যায় কিন্তু আজকের আর্টিকেলে আমরা প্রধান ২টি উপায় নিয়ে আলোচনা করবো, যেগুলোর মাধ্যমে আপনিও নতুন গুগল একাউন্ট খোলতে পারবেন। সে উপায়গুলো কি কি?
- গুগল প্লে স্টোর ব্যবহার করে গুগল একাউন্ট খোলা
- ইন্টারনেট ব্রাউজার/গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগল একাউন্ট খোলা
মূলত জনপ্রিয় এই দু’টি মাধ্যমে আমরা আজকের গুগল একাউন্ট খোলে শিখবো এবং নিজেদের জন্যও একটি গুগল একাউন্ট তথা জিমেইল তৈরি করে নিবো। তাহলে চলুন বিস্তারিত জানা যাক-
গুগল প্লে-স্টোর ব্যবহার করে নতুন গুগল একাউন্ট খোলা
আপনি একটি নতুন স্মার্টফোন ক্রয় করলেন এবং সেটাতে যখন আপনার পছন্দের অ্যাপস-খানা Google Play Store থেকে ডাউনলোড করতে চাচ্ছেন, ঠিক তখনই আপনাকে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে। অথবা আপনার মোবাইলের অ্যাপস আপডেট Mobile Apps update চাচ্ছে, কিন্তু শত চেষ্টা করেও গুগল জিমেইলের মাধ্যমে সেটা আপডেট দিতে পারছেন না। কি করবেন এমতোবস্থায়? অথবা আপনি কি জানেন ক্রমাগত আপনার সাথে কেন এমন হচ্ছে?
অবশ্যই হ্যাঁ, আপনার মোবাইলে জিমেইল কিংবা গুগল একাউন্টের সাথে সাইন ইন না থাকার কারণে এমনটা হচ্ছে। আপনি ডাউনলোড করতে পারছেন না কোনো মোবাইল অ্যাপস এবং কি আপনার মোবাইল সেটটি আপডেটও দিতে পারছেন না। কি একটা বিরক্তকর অবস্থা, তাই না? আপনি কিন্তু ইচ্ছা করলেই কয়েক মিনিটের ভিতর এই বিরক্তকর সমস্যা কাটিয়ে উঠতে পারেন মোবাইলের প্লে স্টোর দ্ধারেই। কিভাবে? নুতন গুগল একাউন্ট খোলার মাধ্যমে। কিভাবে নুতন গুগল একাউন্ট খোলা যায়, সে নিয়ম সম্পর্কে চলুন জেনে নিই-
- প্রথমে আপনাকে আপনার মোবাইলটি ওপেন করে মোবাইলের প্লে-স্টোর অ্যাপসটিতে ডুকে যেতে হবে।
- যেহেতু আপনার পূর্বের কোনো একাউন্ট নেই, সুতরাং স্বাভাবিক অবস্থায় আপনি তাদের লগ-ইন কিংবা সাইন-ইন ফেজে আটকে থাকবেন।
- সেখানে Sing in এবং Create an Account নামে অপশান থাকবে। আপনার যেহেতু পূর্বের কোনো রকম গুগল একাউন্ট নেই, সেহেতু আপনি অবশ্যই Create an Account নামে অপশানে স্মুথলি ক্লিক করুণ।
- Create an Account এ ক্লিক করার পর এবার আপনার সামনে নতুন একটি ইন্টারফেজ চলে আসবে। সেখানে আপনাকে গুগল একাউন্ট তৈরি করা নিয়ে দু’টি অপশান দিবে। আপনাকে প্রশ্ন করবে আপনি নতুন গুগল একাউন্টটি কিসের জন্য খোলতে চান? এবং সেখানে দুটি অপশান থাকবে। সেগুলো হলো- “For Myself” এবং অন্যটি হলো “To Manage my business” এই দু’টি অপশান থেকে আপনাকে অবশ্যই যেকোনো একটি অপশান টেক করতে হবে। যেহেতু আপনার জিমেইলটি আপনি মূলত আপনার নিজেই টুক-টাক কাজের জন্যই নিয়েছেনে,, সেহেুত আপনি এখানে অবশ্যই For Myself নামে অপশানে ক্লিক করবেন।
- For Myself এ ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটি ফেজে নিয়ে যাবে। নতুন ফেজে দেখুন লিখা রয়েছে Create a Google Account নামে একটি লিখা। আপনি তার উপর ক্লিক করুণ।
- এবার দেখুন সম্পূর্ণ নুতন আরেকটি ফেজে আপনাকে ট্রান্সফার করে নিয়ে যাবে।
- নুতন ফেজে Create a Google Account এর পাশে দু’টি খালি ঘর রয়েছে। প্রথমটি হলো First Name এবং দ্ধিতীয়টি হলো Last Name
- এখন আপনি যে নামে নতুন গুগল একাউন্টটি খোলতে চান, সেটি চিন্তা করুণ এবং অবশ্যই সে নামের দুটি ওয়ার্ড থাকতে হবে।
- First Name এর জায়গায়, আপনার নতুন জিমেইলের প্রথম ওয়ার্ডটুকু রাখুন অথবা লিখুন এবং Last Name এর খালি ঘরে জিমেইলের শেষের পার্ট তথা ওয়ার্ডটুকু লিখুন।
- উদাহরণসরূপ, ধরুণ আপনি চাচ্ছেন Banglateach নামে একটি জিমেইল বা নতুন গুগল একাউন্ট খোলতে চাচ্ছেন। যে বিধায় First Name এ আপনি Bangla কে রাখলেন এবং Last Name এ আপনি teach ওয়ার্ডটিকে রেখেছেন।
- এভাবে লিখা টাইপ করার পর সাথে থাকা Next অপশানে ক্লিক করুণ।
- যখনই আপনি Next অপশানটিতে ক্লিক করবেন, ঠিক তখনই আপনার বেসিক সকল ধরনের তথ্য ইনপুট দেওয়ার জন্য নুতন আরেকটি পেজ ওপেন হবে।
- এখানে আপনাকে Basic information দিতে হবে। ব্যাসিক তথ্য বলতে জন্ম সাল, দিন ও তারিখ এবং লিঙ্গ সম্পর্কিত তথ্যগুলো। আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, Birth of Month, Date, Year খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনাকে উক্ত খালি ঘরগুলো পূর্ণ করতে হবে অর্থার্ৎ প্রথমে আপনার জন্ম মাসটি সিলেক্ট করুণ তারপর জন্ম তারিখ এবং সর্বশেষ জন্ম সাল। যখনই এগুলো সিলেক্ট করা শেষে হবে, তখনই আপনি নিম্নে দেখুন আরো কতগুলো তথ্য গুগল আপনার নিকট হতে চাচ্ছে। যেমন আপনার জেন্ডার বা লিঙ্গ। আপনার Gender টাতে আপনি যদি ছেলে হোন, তাহলে male দিয়ে দিন এবং যদি মেয়ে হোন, তাহলে Female দিয়ে দিন। এখানে অবশ্যই একটি ড্রপ মেন্যু থাকবে, আপনি সেখানে ক্লিক করে সেটা জাস্টি সিলেক্ট করে দিন। Basic Information দেওয়ার পর আপনি দেখুন নিম্নে Next লিখা রয়েছে। সেখানে ক্লিক করুণ এবং পরের পাতায় চলে যান।
- এবার আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখানে দেখুন How you’ll sign in নামে ফেজটিতে আপনার নিকট হতে বেশ কয়েকটি তথ্য চাচ্ছে। এখানে আপনাকে Username নামে একটি অপশান পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যে নামে জিমেইলটি করতে চান, সেখানে হুবহু সে নামটি ছোট বর্ণে লিখতে হবে। অবশ্যই ইংরেজিতে। ধরুন আমরা চাচ্ছি bangateach@ নামে একটি নতুন গুগল একাউন্ট কিংবা ইমেইল খোলতে, তাই ইউজার নামে আপনাকে অবশ্যই উল্লেখিত নিয়মে পূরণ করতে হবে। উক্ত নাম লেখার সময় কোনো রকম স্পেস, বড় হাতের বর্ণ ব্যবহার করা যাবে না। খালি ঘরটি পূর্ণ করার পর এবার আপনি দেখুন নিম্নে Next নামে আরেকটি অপশান আছে। সেখানে ক্লিক করুণ।
- আপনি যে জিমেইলটি দিয়েছেন username এ, যদি গুগলের নিকট জিমেইল হিসেবে উক্ত ইউজার নামটি Available থাকে, তাহলে আপনাকে রিডাইরেক্ট করে গুগল Create a strong password নামে নতন আরেকটি ফেজে নিয়ে যাবে। আর যদি উক্ত ইনপুট দেওয়া ইউজার নামটি Available না থাকে, তাহলে গুগল প্রাথমিকভাবে আপনাকে বেশ কয়েকটি রিলেটেড ইউজারনেম সাজেস্ট করবে। নিচে দেখলে আপনি বোঝতে পারবেন। যদি আপনার ইউজার নামটি Available না থাকে, তাহলে গুগলের সাজেস্ট করা ইউজার নাম হতে যেকোনো একটি নাম পিক করে নিন। অথবা যদি অ্যাভেইলএবল থাকে, তাহলে তো ভালোই।
- যেহেতু গুগলের সাজেস্ট করা একটি ইউজার নেম আপনি সিলেক্ট করেছেন কিংবা আপনার দেওয়া ইনপুট কৃত নামটি অ্যাভেইল্এবল রয়েছে, সেহেতু গুগল আপনাকে ডিরেক্ট Create a strong password নামে ফেজটি তে নিয়ে যাবে।
- এখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন। অর্থাৎ আপনার চলমান তৈরি হওয়া নতুন গুগল একাউন্টের পাসওয়ার্ড দিবেন। এমন একটি পাসওয়ার্ড দিবেন, যেটাতে ছোট-বড় উভয় ধরনের লেটার সহ সংখ্যা থাকে, সেই সাথে কিছু সাইন দিয়ে দিবেন। এতে করে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ডটি বেশ শক্তিশালী হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি পুনরায় নেক্সট নামে অপশনটিতে ক্লিক করুণ।
- এবার দেখুন আপনার সামনে Confirm you’re not a robot নামে একটি নুতন ফেজ সামনে এসেছে। সেখানে আপনাকে আপনার কান্ট্রি বা দেশ সিলেক্ট করতে বলছে। আপনি সিম্পলি আপনার দেশের পতাকাটি সিলেক্ট করে দিন। এরপর দেখুন, পাশেই একটি খালি ঘর রয়েছে, যেখানে আপনার সিলেক্টকৃত দেশের মোবাইল নাম্বার চাচ্ছে। আপনি আপনার ১১ ডিজিটের কিংবা সংখ্যার মোবাইল নাম্বারটি দিয়ে দিন। নাম্বারটি ইনপুট দেওয়ারপর আপনি next ক্লিক করুণ।
- যখনই Next অপশানটিতে ক্লিক করবেন, ঠিক তখনেই আপনার সেই ইনপুট দেওয়া মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড গুগল সেন্ড করবে। আপনাকে সেই কোডটি পিক করে নতুন ফেজের খালি ঘরটিতে দিতে হবে। দেওয়ার পর আবার আপনাকে Next অপশানটিতে ক্লিক করতে হবে।
- নতুন আরেকটি ফেজ আসবে এবং সেখানেও আপনাকে আপনার একাউন্টে একটি নাম্বার এড করতে জিজ্ঞাসা করবে। আপনি জাস্ট Next এ ক্লিক করে দিন।
- এবার দেখুন আপনার এতোক্ষণ দেওয়া সকল তথ্যগুলো ঠিক আছে কি-না, তা যাচাইয়ের জন্য Review your account info নামে ফেজ আসবে। আপনি যেখানে থাকা সকল তথ্যগুলো আরেকবার দেখে নিবেন। যদি সম্ভব হয়, সবগুলো তথ্যের একটি স্ক্রীনশট নিয়ে রাখতে পারেন। একাউন্ট হ্যাক Account Hack হলে পরোক্ষণে উক্ত তথ্যগুলো বেশ দরকার পড়বে তাই।
- এবার দেখুন Privacy and Terms নামে নতুন আরেকটি ফেজ ওপেন হয়েছে। সেখানে আপনি গুগল একাউন্টের প্রাইভেসিগুলো পড়তে পারেন এবং সর্বনিম্নে চলে আসুন। সেখানে দেখুন I agree নামে আরেকটি অপশান রয়েছে। সেখানে আপনি ক্লিক করে দিন।
- ব্যাস, আপনার নুতন গুগল একাউন্ট খোলার কাজ প্রায় শেষ। এখন আপনার একটি নুতন জিমেইল কিংবা গুগল একাউন্ট রয়েছে এবং তা এখন হতে ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম ইন্টারনেটের কাজে।
মূলত উপরোক্ত স্টেপগুলো অনুসরণ করার মাধ্যমে একজন যেকেউ তাঁর মোবাইল ফোন ব্যবহার করে নতুন একটি গুগল একাউন্ট খোলতে পারে। এখানে আমরা মূলত আমাদের মোবাইলে থাকা গুগল প্লে-স্টোরের সাহায্যে কিভাবে গুগল একাউন্ট খোলা যায় create a google account by using Google Play Store, সে বিষয়ে বিস্তারিত জানলাম। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার create a new Gmail or email use by internet browser করে নতুন একটি গুগল একাউন্ট খোলতে পারি।
ইন্টারনেট ব্রাউজার/গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগল একাউন্ট খোলা
যদিও ইন্টারনেট তথা গুগল ক্রোম ব্রাউজার দ্ধারা খুব কম সংখ্যক লোক গুগল একাউন্ট খোলে থাকে, তবে সংখ্যাটা একেবারে নগন্যও নয়। এখন প্রযুক্তি নির্ভর এই বিশ্বে আপনাকে সার্ভাইব করতে হলে যেকোনো জিনিসের একের অধিক টেকনিক অথবা নিয়ম জেনে রাখা অত্যান্ত প্রয়োজনীয় একটি ব্যাপার। তাই চলুন, আমরা জেনে নেই ইন্টারনেট ব্রাউজার তথা গুগল ক্রোম ব্রা্রউজার ব্যবহার করে গুগল একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জানি-
- প্রথমে আপনার মোবাইলের ডাটা অন করুণ
- ডাটা অন করার পর আপনাকে অবশ্যই যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যেতে হবে। সুবিধার্থে, আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করি।
- গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদেরকে ব্রাউজারের সার্চ বক্সে যেতে হবে।
- সার্চ বক্সে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে Create a new Google Account এবং তা লিখে সার্চ করতে হবে।
- এখানে দেখুন একাধিক রেজাল্ট আসছে। সেখান থেকে আপনি account.google .com/signup/ এই লিংকে ক্লিক করুণ।
- অথবা উল্লেখিত লিংকটি কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করুণ।
- ক্লিক কিংবা পেস্ট করার সাথে সাথে আপনাকে গুগল একাউন্ট খোলার ইন্টারফেজে নিয়ে যাবে।
- এখন দেখুন উপরের ন্যায় সকল তথ্য চাচ্ছে। অর্থাৎ উপরের যে নিয়মটি আপনি আমি অনুসরণ করেছি, ঠিক একই নিয়ম এখানেও।
- তাই আপনি যদি উপরের স্টেপগুলো সঠিক ও মনোযোগ সহকারে ফলো করে থাকেন, তাহলে এখন আপনার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করে নতুন একটি একাউন্ট তৈরি করা কষ্ট সাধ্য হবে না।
- স্টেপ বাই স্টেপ গুলো মান্য করে সঠিক তথ্য দিন, এবং সর্বশেষ আপনি একটি নতুন গুগল একাউন্ট খোলতে সক্ষম হবেন।
- এভাবেই মূলত উপরের স্টেপগুলো ফলো করার মাধ্যমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে নতুন একটি জিমেইল আইড তৈরি করতে পারেন।
মূলত উপরের ২টি নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে আপনিও সম্পূর্ণ নতুন গুগল একাউন্ট তৈরি করে নিতে পারেন। এখানে সংক্ষিপ্তে বিস্তারিত নতুন গুগল একাউন্ট অথবা Google অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি প্রথম হতে এখন অবধি মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়েছেন। সুতরাং এখন আপনি উপরোক্ত ২টি পদ্ধতির যেকোনো একটিতে আপনি ট্রাই করতে পারেন।
নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম নিয়ে শেষ কথা
নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম নিয়ে আমরা উপরে যে দুটি পদ্ধতি বা উপায় শিখেছি, সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে খুব সহজেই একটি জিমেইল আইডি তথা গুগল একাউন্ট খোলে নিতে পারি। যদিও বেশিরভাগ মানুষ তাদের গুগল একাউন্ট খোলতে গুগল প্লে স্টোরকেই ব্যবহার করে থাকে। তবে ইন্টারনেট ব্রাবউজার ব্যবহার করেও যে আপনি খুব সহজেই কোনো রকম প্রতিবান্ধকতার মধ্যে না পড়ে একটি জিমেইল খোলতে পারেন, সেটাই এখানে দেখালাম। এখন উক্ত জিমেইল দিয়ে আপনি ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটে কমেন্ট সহ ইত্যাদি রকম কাজ-কর্ম চালিয়ে যেতে পারেন। তাই, যদি এখনো আপনার কোনো রকম গুগল একাউন্ট না থাকে, তাহলে উপরোক্ত নিয়মগুলোর যেকোনো একটিকে ফলো করে আপনিও নিজে একটি জিমেইল অথবা Google অ্যাকাউন্ট খোলে নিতে পারেন। সর্বপরি, আশা করি আজকের আর্টিকেল তথা নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পেরে বেশ চমৎকারভাবে উপকৃত হতে পেরেছেন।
নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম নিয়ে প্রশ্ন-উত্তর
অবশ্যই খোলা যাবে। আপনি আপনার হাতে থাকা সাধারণত মোবাইল বা স্মার্টফোনটি দ্ধারাই নতুন গুগল একাউন্ট খোলতে পারেন।
সাধারণত গুগল একাউন্ট খোলার একাধিক নিয়ম রয়েছে, তবে এখানে যে দু’টি নিয়ম সম্পর্কে আলোচনা করেছি, আপনি ইচ্ছা করলে উক্ত উপায়গুলোকে অনুসরণ করেও গুগল একাউন্ট খুলতে পারেন।
নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আরো জানতে
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.