তাকমিনা নামের অর্থ কি? বাংলা ও আরবি অর্থ জেনে নিন।

BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

আপনি কি জানেন তাকমিনা নামের অর্থ কি? তাকমিনা নামের অর্থ হচ্ছে ক্ষমতাশালী বা শক্তিশালী। এই নামটি চার বর্ণ ও এক শব্দের একটি ইসলামিক নাম। সাধারণত মুসলিম মেয়েদের ক্ষেত্রে এ নামটি প্রযোজ্য। সদ্য ভুমিষ্ট হওয়া কন্যা সন্তান অথবা অন্য অন্য কোন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নতুন করে নামকরণ করার ক্ষেত্রে তাকমিনা নামটি একটি সুন্দর নাম।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে তাকমিনা নামের অর্থসহ এই নামের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আপনি তাকমিনা নামের আরবি এবং বাংলা অর্থসহ এই নামের সাথে উপাধি যোগ করে একটি পূর্ণ নামের তালিকা ও খুঁজে পাবেন। সুতরাং মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং তাকমিনা নামের তাৎপর্য জানুন।

তাকমিনা নামের অর্থ কি?

পারমিনা নামটি একটি ইসলামিক এবং আধুনিক নাম। এই নামের দুইটি অর্থ রয়েছে, একটি হচ্ছে ক্ষমতাশালী এবং অপরটি হচ্ছে শক্তিশালী। এই নামের মানে হচ্ছে কোন ক্ষমতাধর বা শক্তিশালী কাউকে বোঝানো। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে তাকমিনা নামটি বহুল প্রচলিত। কেননা এটি একটি শব্দ বিশিষ্ট অর্থবহুল সংক্ষিপ্ত নাম। আপনিও চাইলে আপনার সদ্য ভুমিষ্ট হওয়া কন্যা সন্তানের জন্য এই নামটি পছন্দ করতে পারেন।

উৎসঃ আরবি।
অর্থঃ ক্ষমতাশালী, শক্তিশালী।
লিঙ্গঃ মেয়ে।

তাকমিনা নামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

এ পর্যায়ে আমরা তাহমিনা নামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। এই নামটি একটি আরবি নাম, পাশাপাশি নামটি আধুনিক। এটি এক শব্দ ও চার বর্ণ বিশিষ্ট একটি শ্রুতি মধুর সংক্ষিপ্ত নাম। যার কারণে এই নামটি বহুল প্রচলিত। এছাড়াও এই নামের একটি সুন্দর অর্থ রয়েছে। আপনি যদি এই নামটি নির্বাচন করার জন্য আরও তথ্য জানতে ইচ্ছে করে থাকেন তাহলে নিচের দেওয়া টেবিলটি অনুসরণ করতে পারেন। আশা করি টেবিলে তথ্যগুলো জানার পর আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে।

নাম তাকমিনা
লিঙ্গ মেয়ে
অর্থ ক্ষমতাশালী, শক্তিশালী।
উৎস আরবি
ভাগ্য
ইসলামিক নাম হ্যাঁ
ইংরেজি বানান Takmina
আধুনিক নাম হ্যাঁ
ছোট নাম হ্যাঁ
নামের দৈর্ঘ্য ৪ বর্ন এবং ১ শব্দ

তাকমিনা নামের সাথে উপাধি

আপনি যদি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তাকমিনা নামটি আপনার কন্যা সন্তানের জন্য রাখবেন তাহলে অবশ্যই এ নামের আগে এবং পরে উপাধি যোগ করে একটি পূর্ণাঙ্গ নাম তৈরি করতে হবে। এখন আমি আপনার সাথে বিভিন্ন মাধ্যম থেকে বাছাই করে সংগ্রহকৃত বেশ কিছু পূর্ণ নামের তালিকা শেয়ার করব। আশা করি এই তালিকা থেকে আপনি পূর্ণাঙ্গ নামের একটি ধারণা পাবেন।

শারমিন তাকমিনা।
তাকমিনা আক্তার মিম।
তাকমিনা হাসাান।
তাকমিনা সাবেরা।
তাকমিনা ইসলাম।
তাকমিনা বেগম।
তাকমিনা হোসেন।ছামিয়া খান তাকমিনা।
উম্মেহানি তাহামিনা।
আয়েশা তাহামিনা।
বদরুন্নেসা তাহামিনা।
মিশকাত তাকমিনা।
তাকমিনা খান।
তাকমিনা পারভীন।
নাফিসা তাহামিনা।
তাকমিনা খাতুন।
তাকমিনা হাসান।
তাকমিনা আলম।
তাকমিনা জুবায়ের।
তাকমিনা মুস্তাকিম ।
তাকমিনা বকর।
তাকমিনা আক্তার।
তাকমিনা খাতুন।
হোসনে আরা তাকমিনা।
তাকমিনা চৌধুরী।
তাকমিনা রহমান।
তাকমিনা শেখ।
তাকমিনা হক।
তাকমিনা মাহতা।
তাকমিনা নাওয়ার।
উম্মে আক্তার তাকমিনা।
আনিকা তাকমিনা।
আনিসা তাহামিনা।
তাহামিনা জামান।
তাকমিনা জুনায়েদ ।
আনোয়ার আক্তার তাকমিনা।
তাকমিনা সরকার।
তাকমিনা খান আয়াত।
তাকমিনা আহমেদ।
তাকমিনা  আলী।

সর্বশেষ কথা

তাহমিনা নামের অর্থ কি তা নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে থাকবেনা নামের বাংলা ও আরবি অর্থ শেয়ার করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমি আপনাদের সাথে তাকমিনা নামের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলোও শেয়ার করার চেষ্টা করেছি। আপনার যদি আজকের এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

আরও দেখুনঃ

রওশন নামের অর্থ কি? এর বাংলা এবং আরবি অর্থ জেনে রাখুন।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

Leave a Comment