রকেট কাস্টমার কেয়ার নাম্বার, যোগাযোগ ও সকল ব্রাঞ্চ এর ঠিকানা

রকেট কাস্টমার কেয়ার নাম্বার
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

রকেট হচ্ছে একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাঙ্খিত ব্যক্তির কাছে অতি সহজেই টাকা পাঠানো এবং নিয়ে আসতে পারি এছাড়া আরও বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজ রকেটের মাধ্যমে সম্পন্ন করা যায় যেমন আপনার মোবাইলে রিচার্জ করা পানির বিল, গ্যাস বিল, কারেন্ট বিল সহ আরও বিভিন্ন রকম বিল পরিশোধ করতে পারবেন।

অনেক সময় দেখা যায় রকেট একাউন্ট ব্যবহার করতে করতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। এজন্য আমরা অনেকেই রকেট কাস্টমার কেয়ারে যোগাযোগ করি অথবা ফোনে কথা বলতে চাই। এজন্য আমরা আজকের পোষ্টে আপনাদেরকে জানাবো আপনি কিভাবে রকেট কাস্টমার কেয়ারের নাম্বার টি পেতে পারেন এবং তাদের সাথে কথা বলে আপনার সমস্যা গুলোর সমাধান করতে পারেন। আশা করি আমাদের পোস্টে আজকে সম্পূর্ণ পড়বেন এবং আপনার কাঙ্খিত রকেট কাস্টমার কেয়ার নাম্বার ও সকল শাখা সমূহের যোগাযোগের ঠিকানা গুলো জেনে নিতে পারবেন।

রকেট কি?

অনেক নুতুন মোবাইল ব্যাবহার কারীদের মাঝে প্রশ্ন থাকতে পারে। তাই একটু রকেট সম্পর্কে কথা বলে নেই। রকেট হলো ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা যাকে বাংলাদেশের Mobile banking সেবা বলা হয়।

রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালিত মোবাইল থেকে মোবাইলে টাকা পাঠানোর একটি সহজ পদ্দতি। দেশের অভ্যন্তরীণ অর্থ স্থানান্তর ব্যবস্থাকে প্রথম গতিময় করেছে রকেট মোবাইল ব্যাংকিং সেবা। রকেটে টাকা স্থানান্তর করার খুবই সহজ এবং সুরক্ষিত উপায় সমূহের মধ্যে একটি।

In addition, এখন রকেট থেকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন, যেমন Electricity bill, Water bill, Gas bill, Internet connection bill ইত্যাদি সহজেই দিতে পারেন একটি রকেট অ্যাকাউন্ট থেকে।

রকেট কাস্টমার কেয়ার নাম্বার

আমাদের মাঝে অনেক রকেট ব্যবহারকারী রয়েছেন যারা ইন্টারনেটে রকেট কাস্টমার কেয়ারের নাম্বার খুঁজে না কেন। আপনিও যদি গুগলে রকেট কাস্টমার কেয়ারের নাম্বারটা খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য উপযুক্ত। কেননা এখন আমরা রকেট কাস্টমার কেয়ারের নাম্বার এবং তাদের সাথে কখন যোগাযোগ করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন।

এখানে রকেট কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য দুইটি নাম্বার রয়েছে একটি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে কল করার জন্য এবং আরেকটি হচ্ছে আপনি দেশের বাইরে থেকেও কল করতে পারবেন। লোকাল রকেট হেল্পলাইন নাম্বারটি হচ্ছে 16216 এবং আন্তর্জাতিক কল সেন্টারের জন্য 09666716216। আপনি চাইলে এই দুটি নাম্বারে সপ্তাহের 7 দিন এবং দৈনিক 24 ঘন্টা যেকোন সময় যেকোন প্রয়োজনে এই নাম্বারটিতে কল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন এবং তাদের কাছ থেকে সমাধান নিতে পারেন। রকেট কাস্টমার কেয়ার প্রতিনিধির আপনাকে সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

রকেট হেড অফিস ঠিকানা

অনেক রকেট ব্যবহারকারী আছেন যারা রকেট এর হেড অফিস কোথায় তা জানতে চাই, আমার অনেক কাস্টমার আছে যারা লকেট এর হেড অফিস ভিজিট করতে চাই অথবা বিভিন্ন কারণে তাদের সাথে যোগাযোগ করতে চাই। এজন্য আমরা আপনাদের সুবিধার জন্য রকেট হেড অফিসের ঠিকানা দিয়ে নিচের অংশে শেয়ার করে দিলাম।

  • ঠিকানাঃ Sena Kalyan Bhaban, 4th Floor 195 Motijheel Commercial Area Dhaka-1000, Bangladesh.
  • টেলিফোনঃ (8802) 47110465, 47115155, 47114795 ইমেইলঃ ccs.cmc@dutchbanglabank.com

রকেট হেল্পলাইন লাইভ চ্যাট

রকেট হেল্পলাইন নাম্বার সরাসরি কথা বলা গেলেও দুঃখজনক হলেও সত্যি যে রকেট হেল্পলাইন লাইভ চ্যাট করার কোন ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি অর্থাৎ আপনি চাইলেও রকেট কাস্টমার কেয়ারে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন না তবে আশা করছি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর মত এত বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই রকেট হেলপ্লাইন লাইভ চ্যাট সেবা চালু করবে।
তবে আপনি চাইলে রকেট হেল্পলাইন নাম্বার ১৬২১৬ এ বা কাস্টমার কেয়ার নাম্বারে কল করে সরাসরি কথা বলে আপনার রকেট বা ডাচ বাংলা ব্যাংক একাউন্ট সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান পেতে পারেন খুব সহজেই।

রকেট হেল্পলাইন লাইভ চ্যাট

রকেট হেল্পলাইন নাম্বার সরাসরি কথা বলা গেলেও দুঃখজনক হলেও সত্যি যে রকেট হেল্পলাইন লাইভ চ্যাট করার কোন ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি অর্থাৎ আপনি চাইলেও রকেট কাস্টমার কেয়ারে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন না তবে আশা করছি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর মত এত বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই রকেট হেলপ্লাইন লাইভ চ্যাট সেবা চালু করবে। তবে আপনি চাইলে রকেট হেল্পলাইন নাম্বার ১৬২১৬ এ বা কাস্টমার কেয়ার নাম্বারে কল করে সরাসরি কথা বলে আপনার রকেট বা ডাচ বাংলা ব্যাংক একাউন্ট সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান পেতে পারেন খুব সহজেই।

  • রকেট কাস্টমার কেয়ার নাম্বার (শুধু বাংলাদেশ) ১৬২১৬
  • রকেট কাস্টমার কেয়ার নাম্বার (সব জায়গা থেকে) ০৯৬৬৬৭১৬২১৬

রকেট কাস্টমার কেয়ার ব্রাঞ্চ এর ঠিকানা

রকেট গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে রকেট বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর এবং কিছু কিছু জেলা শহরের বাহিরে ও তাদের কাস্টমার কেয়ার ব্যবস্থা চালু করেছেন। অনেক কাস্টমার আছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলার রকেট কাস্টমার কেয়ারের ঠিকানা ও যোগাযোগের নাম্বার টি জানতে চাই। সুতরাং তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা এ পর্যায়ে বাংলাদেশ যতগুলো রকেট কাস্টমার কেয়ার রয়েছে তাদের ঠিকানা যোগাযোগের নাম্বার সহ আরও বিস্তারিত তথ্য তুলে ধরলাম। নিচের অংশ থেকে আপনার নিকটস্থ যে কোন রকেট কাস্টমার কেয়ারের তথ্যটি সংগ্রহ করে নিন।

রকেট কাস্টমার কেয়ার ঢাকা বিভাগ

ঢাকা বিভাগের অধীনে যে সকল সম্মানিত রকেট ব্যবহারকারী আছেন তাদের জন্য এ পর্যায়ে ঢাকা বিভাগের সবগুলো রকেট কাস্টমার কেয়ারের ঠিকানা তুলে ধরা হলো

  • 1050 (2nd Floor), Nayapara, Dania, Dhaka-1236.
  • Baipail, Ashulia, Savar, Dhaka.
  • 117/1, Bata Signal, Elephant Road, Dhaka.
  • 27/Kha (1st floor), Indira Road, Tejgoan, Dhaka.
  • Plot # 9, Road # 2, Block # B, Mirpur-10, Dhaka.
  • 16/2, Azam Road, Mohammadpur, Dhaka.
  • 31, Jhonson Road, (3rd floor), Bangshal, Dhaka.
  • 88/1, (3rd floor), North Badda, Dhaka.
  • Chayanir (2nd Floor), 89, Malibag DIT Road, Dhaka.
  • Plot # C/556, Holding # 933/C, Khilgaon (Main Road), Dhaka-1219.
  • House # 78, Road # 2/2, Slamat Molla Road, Tongi, Gazipur.
  • Plot # 7, Road # 7, Sector # 4, Uttara Residential Area, Uttara, Dhaka-1230.
  • Bismillah Super Market (2nd floor), B-72/1, Bazar Road, Savar, Dhaka.
  • K-286, 2nd Floor, BIDC Road, West Joydebpur, Gazipur.
  • Wazed Ali Chowdhury Mansion (1st Floor), Shakal Bazar, Sadar, Jamalpur
  • 3rd Floor, Rahman Center, Victoria Road, Tangail Sadar, Tangail.
  • Rahmania Plaza (2nd Floor), Barobazar (Teripotti), Kishoregonj.
  • 60, B. B. Road, Narayangonj.
  • Bhuiyan Shopping Complex (2nd floor), 03, Sadar Road, Narsingdi.
রকেট কাস্টমার কেয়ার চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের অধীনে যে সকল রকেট কাস্টমার কেয়ারের ব্রাঞ্চ রয়েছে তাদের সকল ঠিকানা ও যোগাযোগের নাম্বার নিম্নে দেওয়া হল

  • Islam Tower (3rd floor), 59, CDA Avenue Muradpur, Chittagong.
  • Khan Bhaban (3rd Floor) 429, Munsurabad D T Road, Double Muring, Chittagong.
  • 216, Jhawtola (2nd floor), Main Road, Cox’s Bazar.
  • HB Plaza (2nd Floor), Rangamati Sadar, Rangamati.
রকেট কাস্টমার কেয়ার কুমিল্লা বিভাগ

যারা কুমিল্লা বিভাগের অধীনে আছেন তাদের জন্য রকেট কাস্টমার কেয়ার কুমিল্লা বিভাগের সকল ঠিকানা নিচে দেওয়া হল

  • 333, Jhawtola (3rdFloor), Badurtola, Comilla.
  • 567, Bhuiyan Plaza (2nd floor), Post Office Road, Feni.
  • Akota Super Market (2nd floor), Main Road, Laxmipur Sadar.
  • 1st Floor, Sarak Bazar, Brahmanbaria.
  • Priyangan Shopping Centre (2nd Floor), Chandpur Sadar, Chandpur.
  • Janata Shopping Complex (2nd floor), Maijdi Court, Noakhali.
রকেট কাস্টমার কেয়ার রংপুর বিভাগ

রকেট কাস্টমার কেয়ার রংপুর বিভাগের সকল ব্রাঞ্চ এর ঠিকানা নিম্নে দেওয়া হল

  • 1st floor, Gulshan Plaza, Station Road, Rangpur.
  • Muktijoddah Sarok, 1st floor, Palashpole, Satkhira Sadar, Satkhira.
  • 1st Floor, Khalek Super Market, Tetulia Road (Near Girls’ School), Panchagarh Sadar, Panchagarh.
  • 1st floor, Bajaj Showroom Building, Hospital Road, Chowrongi Circle, Shariatpur.
  • Holding # 04, 1st Floor, Munshipara, Narayonpur, Sherpur.
  • 1st Floor, Oishy Motors Market, S.S. Road, Sirajgonj Sadar, Sirajgonj.
  • Prodhan Super Market (1st Floor) College Road, Sadar, Thakurgaon.
  • 1st floor, Maldha Potti, Dinajpur Sadar, Dinajpur.
  • 30, North Faridpur (1st floor), Alimuzzaman Road, Faridpur Sadar, Faridpur.
  • 1st floor, Master para, Gaibandah Sadar, Gaibandah.
  • 1st floor, Boro Mosjid Road, Nilphamari Sadar, Nilphamari.
রকেট কাস্টমার কেয়ার খুলনা বিভাগ

রকেট কাস্টমার কেয়ার খুলনা বিভাগের সকল ব্রাঞ্চ এর ঠিকানা নিম্নে দেওয়া হল

  • 1st floor, 34, KDA Avenue, Khulna City, Khulna.
  • 1st floor, U. A Plaza, Shapla Chattar, Bazar Road, Kurigram.
  • 2nd Floor, Ektara More, N. S. Road, Kushtia.
  • Shahan Shopping Complex (2nd floor), Puran Bazar, Lalmonirhat.
  • Bhuiyan Market (2nd Floor), Main Road, Puran Bazar, Madaripur.
  • 2nd floor, M. R. Road, Magura Sadar, Magura.
  • Rafi Plaza (1st floor), 46, Shahid Rafique Sarak, Manikgonj Sadar, Manikgonj.
  • H-46, Hotel Bazar, Meherpur.
  • 1st Floor, H-62/63, Gail Road Beltola, Jessore.
রকেট কাস্টমার কেয়ার রাজশাহী বিভাগ

রকেট কাস্টমার কেয়ার রাজশাহী বিভাগের সকল ব্রাঞ্চ এর ঠিকানা নিম্নে দেওয়া হল

  • Tutun Plaza (1st floor), 45, Kumarpotti Road, Jhalokathi Sadar, Jhalokathi.
  • Alhaz Shopping Complex (2nd floor), Sher-e-Bangla Sarak, Jhenaidah Sadar, Jhenaidah.
  • 1st Floor, Mousumi Market, 555, Sadar Road, Joypurhat.
  • 1st Floor, Shapla Chattar, Court Road, Khagrachari.
  • Jalil Khan Super Market (2nd floor), Station Road, Rajbari Sadar, Rajbari.
  • Al Noman Complex (2nd floor), Tula Potti, Pabna Sadar, Pabna.
  • 1st Floor, Gausia Super Market, 259, Station Road, Rajshahi.
রকেট কাস্টমার কেয়ার ময়মনসিংহ বিভাগ

রকেট কাস্টমার কেয়ার ময়মনসিংহ বিভাগের সকল ব্রাঞ্চ এর ঠিকানা নিম্নে দেওয়া হল

  • 23/8, Maskanda (1st Floor), Mymensingh Sadar, Mymensingh.
  • Zilla Parishad Bhaban (2nd floor), Netrokona Sadar, Netrokona.
  • 2nd Floor, Doyaler Moor, Naogaon Sadar, Naogaon.
  • 1st Floor, Old Bus Stand, Narail Sadar, Narail.
  • Sabia Plaza (2nd floor), Kanaikhali, Natore Sadar, Natore.
  • 1st Floor, Firoza Ahmed Plaza, Holding # 67, Boro Indira Road, Chapai Nawabgonj.
  • Holding # 04, 1st Floor, Munshipara, Narayonpur, Sherpur.
রকেট কাস্টমার কেয়ার সিলেট

রকেট কাস্টমার কেয়ার সিলেট বিভাগের সকল ব্রাঞ্চ এর ঠিকানা নিম্নে দেওয়া হল

  • Khalekabad Bhaban (1st floor), Sunamgonj Pouro Commercial Area, Sunamgonj.
  • Nach Shopping Complex (1st floor), Sobhanighat, Sylhet.
  • 05, 1st floor, Madrasha Road, Gopalgonj Sadar, Gopalgonj.
  • Shapla-49 (1st floor), Holding # 39, Town Masjid Road, Hobigonj Sadar, Hobigonj.
  • Abu Lais Tower (1st Floor), Old Hospital Road, Mooulvibazar Sadar, Moulvibazar.
  • Bani Market (3rd Floor), Bazar Road, Munshiganj.
রকেট কাস্টমার কেয়ার বরিশাল

রকেট কাস্টমার কেয়ার বরিশাল বিভাগের সকল ব্রাঞ্চ এর ঠিকানা নিম্নে দেওয়া হল

  • Birprotik Plaza, 1st floor, Hospital Road, Barisal.
  • 1st Floor, 116, Sadar Road, Patuakhali.
  • Master Guest House (1st Floor), Main Road, Bandarban.
  • Mollah Jalal Uddin Bhaban, 2nd floor, Nazrul Islam Road, Barguna Sadar, Barguna.
  • 1st floor, 119/2, K.Ali Road, Bagherhat Sadar, Bagherhat.
  • Yousuf Complex (2nd floor), 1437, Sadar Road, Sadar, Bhola.
  • 2nd Floor, Zerin Tower, Holding No # 365, Ward No # 10, Sherpur Road, Rahmannagar, Bogra.
  • Aysha Plaza (1st floor), Post Office Road (Opposite of Sonali Bank), Pirojpur Sadar, Pirojpur.
  • Jannat Plaza (1st floor), Chuadanga Sadar, Chuadang

রকেট কাস্টমার কেয়ার হেড অফিস

আপনি যদি রকেট এর কাস্টমার কেয়ারের হেড অফিসে যেতে চান। অথবা আপনার কোন সমস্যা হেড অফিসের সাথে শেয়ার করতে চান। তাহলে আপনি নিম্নে উল্লেখিত নাম্বার অথবা ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ঠিকানাঃ Sena Kalyan Bhaban, 4th Floor 195 Motijheel Commercial Area Dhaka-1000, Bangladesh. টেলিঃ (8802) 47110465, 47115155, 47114795

রকেট একাউন্ট চেক নাম্বার

আপনি যদি আপনার রকেট একাউন্ট চেক করতে চান তাহলে আপনি একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজে আপনার রকেট একাউন্ট কোড চেক করতে পারবেন। রকেট একাউন্ট চেক নম্বর: *৩২২#

রকেট হেল্প লাইন নাম্বার

রকেট প্রতিনিধির সাথে কথা বলার জন্য কয়েকটি মাধ্যম রয়েছে। সে মাধ্যমগুলো এখানে দেয়া হলো। আপনি চাইলে উল্লেক্ষিত নাম্বারে কল করে আপনার সমস্যার কথা বলতে পারবেন। রকেট হেল্পলাইন নাম্বার দেওয়া হল: রকেট হেল্প লাইন নাম্বার: 16216

শেষ কথা

ধন্যবাদ সম্পন্ন পোস্টটি পড়ার জন্য আশা করি আপনি রকেট কাস্টমার কেয়ার সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি আপনার এই পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা রকেট কাস্টমার কেয়ার নাম্বার এবং সকল ব্রাঞ্চ এর ঠিকানা সহ আরও বিভিন্ন তথ্য জানতে পারে। আপনার যদি রকেট কাস্টমার কেয়ার সম্পর্কে কোন কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাবেন।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *