E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত প্রায় ১শ’ বছরের পুরোনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন ঈশ্বরদী রেল জংশন স্টেশন ও ইয়ার্ড’। এটি বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তম রেল স্টেশন এবং জংশন। ঈশ্বরদী রেলওয়ে জংশন ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত।
ঈশ্বরদী থেকে প্রতিদিন অনেক ট্রেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলাফল করে থাকে। যেসকল যাত্রীগণ ঈশ্বরদী থেকে ট্রেনে ভ্রমন করে থাকে তারা প্রতিনিয়ত ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ইন্টারনেটে খুজে থাকে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন সম্পূর্ণ পোস্ট শুরু করা যাক।
ঈশ্বরদী স্টেশনে কোন কোন ট্রেন চলে
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন গুলোর মধ্যে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অন্যতম। প্রতিদিনই এই স্টেশন দিয়ে অনেক গুলা ট্রেন চলাচল করে থাকে। আন্তঃনগর ও লোকাল সহ যেসকল ট্রেন চলাচল করে তার একটি তালিকা নিচে শেয়ার করা হল।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
- রূপসা এক্সপ্রেস
- সীমান্ত এক্সপ্রেস
- কপোতাক্ষ এক্সপ্রেস
- মধুমতি এক্সপ্রেস
- টুঙ্গীপাড়া এক্সপ্রেস
- সাগরদাঁড়ি এক্সপ্রেস
- সুন্দরবন এক্সপ্রেস
- চিত্রা এক্সপ্রেস
- মৈত্রী এক্সপ্রেস
- বেনাপোল এক্সপ্রেস
- মহানন্দা এক্সপ্রেস
- রকেট এক্সপ্রেস
- রাজশাহী কমিউটার
- রাজশাহী এক্সপ্রেস
- ঢালারচর সাটল
- ঢাকা কমিউটার ও কিছু
- লোকাল ট্রেন।
ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ২০২৩
যেহেতু প্রতিদিন অনেক গুলো ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে থাকে তাই অনেকেই ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ২০২৩ খুজে থাকে। আমি আপনাদের সাথে পোস্ট এর এই অংশে আন্তঃনগর ও লোকাল উভয় ট্রেনের সময় সূচি ও বন্ধের দিন সহ শেয়ার করব। নিচের দেয়া টেবিল থেকে সময় সূচি টি ডাউনলোড করে নিন।
ঈশ্বরদী ট্রেনের সময়সূচী আন্তঃনগর
বর্তমানে বাংলাদেশের ৭ টি অতি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে থাকে। নিচের টেবিলে এই ৭ টি আন্তঃনগর ট্রেনের সময় ও বন্ধের তালিকা নিচের টেবিলে উল্লেখ করা হল।
Train No | Name | Off Day | From | Departure | To | Arrival |
715 | Kapotaksha Express | Saturday | Ishurdi | 11:05 | Rajshahi | 12:20 |
716 | Kapotaksha Express | Saturday | Ishurdi | 15:35 | Khulna | 20:00 |
725 | Sundarban Express | Tuesday | Ishurdi | 00:45 | Dhaka | 05:40 |
726 | Sundarban Express | Wednesday | Ishurdi | 11:30 | Khulna | 15:40 |
727 | Rupsha Express | Thursday | Ishurdi | 11:30 | Chilahati | 17:17 |
728 | Rupsha Express | Thursday | Ishurdi | 13:30 | Khulna | 17:40 |
747 | Simanta Express | No | Ishurdi | 01:20 | Chilahati | 06:20 |
748 | Simanta Express | No | Ishurdi | 00:05 | Khulna | 04:15 |
755 | Madhumati Express | Thursday | Ishurdi | 19:10 | Rajshahi | 20:25 |
756 | Madhumati Express | Thursday | Ishurdi | 08:35 | Goaland Ghat | 12:20 |
761 | Sagordari Express | Monday | Ishurdi | 20:10 | Rajshahi | 21:40 |
762 | Sagardari Express | Monday | Ishurdi | 08:05 | khulna | 12:45 |
763 | Chitra Express | Monday | Ishurdi | 12:55 | Dhaka | 17:40 |
764 | Chitra Express | Monday | Ishurdi | 23:40 | khulna | 03:50 |
ঈশ্বরদী ট্রেনের সময়সূচী লোকাল
আন্তঃনগর ট্রেনের পাশাপাশি বাংলাদেশের ৪ লোকাল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে থাকে। নিচের টেবিলে এই ৪ টি আন্তঃনগর ট্রেনের সময় ও বন্ধের তালিকা নিচের টেবিলে উল্লেখ করা হল।
Train No | Name | Off Day | From | Departure | To | Arrival |
5 | Rajshahi Express | No | Ishurdi | 18:25 | ChapaiNawabgonj | 22:20 |
6 | Rajshahi Express | No | Ishurdi | 13:45 | Sirajgonj | 17:10 |
15 | Mohananda Express | No | Ishurdi | 17:45 | ChapaiNawabgonj | 21:40 |
16 | Mohananda Express | No | Ishurdi | 09:50 | Khulna | 16:40 |
23 | Rocket Express | No | Ishurdi | 16:35 | Parbatipur | 22:00 |
24 | Rocket Express | No | Ishurdi | 18:00 | Khulna | 23:45 |
57 | Rajshahi Commuter | No | Ishurdi | 07:00 | ChapaiNawabgonj | 11:10 |
শেষ কথা
ট্রেনে ভ্রমন করতে হলে শুরুতেই সেই ট্রেনের সময় সূচি সম্পর্কে জেনে নোট হবে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী শেয়ার করেছি। আশা করি ইতোমধ্যেই আপনি সময়সুচি সহ ভাড়ার তালিকা টিও সংগ্রহ করতে পেরেছেন। আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভাল লেগে থাকলে সকলের সাথে শেয়ার করুন।
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.