E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স জানতে চেয়ে ইন্টারনেটে প্রচুর পরিমাণে সার্চ হয়। আর যে বিধায় সেই পাঠকদেরকে কেন্দ্র করেই আজকের আর্টিকেলেটি। শুধুমাত্র এক সাগর রক্তের বিনিময়ে লিরক্সি লিখিয়েই মানুষগণ ইন্টারনেটে সার্চ করে না, পাশাপাশি অন্য আরো কিছু টার্ম ব্যবহার করে থাকে। যেমন সেগুলো হলো-
- এক সাগর রক্তের বিনিময়ে গান
- এক সাগর রক্তের বিনিময়ে লেখক
- এক সাগর রক্তের বিনিময়ে রিংটোন
তবে যাইহোক, সামগ্রিকভাবে দেশাত্মবোধক গান হিসেবে এক সাগর রক্তের গানটি হলো সেরা একটি সংগীত। যা আমাদের মহান স্বাধীনতা লাভের পর থেকে বাঙ্গালীদের মুখে মুখে হিমাহিত হয়ে আসছে। আর তারই প্রেক্ষিতে বর্তমানের জেনারেশনও উক্ত দেশাত্মবোধক গান কিংবা সংগীত এর উপর আকর্ষিত। যাইহোক, আলোচনা দীর্ঘায়িত না করে চলুন জেনে নিই এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স। ( ছাত্র জীবনে সফল হওয়ার কিছু উপায় এবং বাবাকে নিয়ে যুগ-উপযোগী উক্তি সম্পর্কে জানুন )
এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স
কবিতা আকৃতিতে উক্ত সংগীতের লিরিক্সকে তুলে ধরা হয়েছে। যাতে করে পাঠকদ্ধয়ের বোঝতে সুবিধা হওয়ার পাশাপাশি তৃক্ততা না আসে। এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্সটি হলো-
এক সাগর রক্তের বিনিময়ে
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
ভুলব না… ভুলব না…
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
ঝংকৃত হবে… ঝংকৃত হবে… ঝংকৃত হবে….
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।।
ভুলব না….ভুলব না….ভুলব না…
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।
উপরোক্ত লেখাটুকুই ছিল এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স। এখানে সম্পূর্ণ বাংলা লিরিক্সটি তুলে ধরা হয়েছে। আপনার ইচ্ছা অনুযায়ী দেশাত্মবোধক গান তথা সংগীতের লিরিক্সটি কপি করে আপনার নোটে রাখতে পারেন যাতে করে সময় সাপেক্ষে পুনরায় পড়তে পারেন। ( স্বপ্নে কি দেখলে কি হয় সে সম্পর্কে জানুন )
এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স নিয়ে শেষ কথা
সাধারণত আমরা যারা আমাদের দেশীয় সংগীতের উপর অত্যান্ত আকর্ষিত এবং বিমুগ্ধ, বিশেষ করে সেই জিনিয়াসরাই আজকের বর্তমানেও এসে উক্ত দেশত্মবোধক গান তথা এক সাগর রক্তের বিনিময়ের লিরিক্সখানা খুঁজে থাকি।
আবার অন্যদিকে অনেকে নতুন করে বাংলার গানের উপর প্রভাবিত হয়, যে বিধায় সেই সংগীতটি শিখতে চেয়েও তাঁর লিরিক্সখানা গুগল তথা ইন্টারনেটে সার্চ দিয়ে থাকে। আর সেই সকল ব্যক্তি তথা পাঠকদের কষ্ট কিছুটা লাঘব করতেই আজকের আমাদের এই আর্টিকেলটি। আশা করি পাঠকগণ এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স পড়তে পেরে বেশ চমৎকারভাবে উপকৃত হতে পেরেছে।
এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স সম্পর্কে আরো জানতে
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.