সবাই তো সুখী হতে চায় লিরিক্স Lyrics by Manna Dey

সবাই তো সুখী হতে চায় লিরিক্স
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

সবাই তো সুখী হতে চায় লিরিক্স
সবাই তো সুখী হতে চায় লিরিক্স

সবাই তো সুখী হতে চায় লিরিক্স – Sabai To Sukhi Hote Chay With Lyrics সম্পর্কে জানতে চেয়ে অনেকে গুগলে সার্চ করে থাকে। যে বিধায় আজকের আমাদের এই আর্টিকেলে উক্ত গান তথা সবাই তো সুখী হতে চায় সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি এর সম্পূর্ণ বাংলা লিরিক্সটি জানবো। ( এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স সম্পর্কে জানুন )

মূলত এটি হলো একটি বাংলা গান যা পরবর্তীতে বাংলা ছায়াছবিতে টোন দেওয়া হয় এবং সেখান হতেই বেশি পরিচিত লাভ করে থাকে বাঙ্গালীদের মধ্যে। আর সেই প্রেক্ষিতেই বর্তমান দশকে এসেও আমাদের যুব সমাজ ও বয়স্ক সমাজ এখনো সবাই তো সুখী হতে চায় এর লিরিক্স – Sobai to shokhi hote cay Lyrics জানতে চায় এবং গাইতে চায়। যাইহোক, চলুন প্রথমে জেনে নেই সবাই তো সুখী হতে চায় লিরিক্স সম্পর্কে।

সবাই তো সুখী হতে চায় লিরিক্স (Bangla Lyrics)

সবাই তো সুখী হতে চায় লিরিক্স Lyrics by Manna Dey
সবাই তো সুখী হতে চায় লিরিক্স Lyrics by Manna Dey

যেহেতু একটা সময় বাংলা  গানের অনেক কদর ছিল দক্ষিণ এশীয় দেশে এবং ভারতবর্ষ এবং বাংলাদেশে এর কদর সম্পর্কে না বললেই নয়। আর এর মধ্যে কিছু কিছু গান মাত্রতিরিক্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এরমধ্যে ”সবাই তো সুখী হতে চায়” গানটি হলো অন্যতম। যে বিধায় এখনোও এসে মানুষগণ এর লিরিক্স সম্পর্কে জানতে চায় তথা পড়তে চায়। সবাই তো সুখী হতে চায় লিরিক্স হলো-

সবাই তো সুখী হতে চাই

সবাই তো সুখী হতে চায়,

তবু কেউ সুখী হয়, কেউ হয়না।

জানিনা বলে যা লোকে সত্যি কিনা?

জানিনা বলে যা লোকে সত্যি কিনা?

কপালে সবার নাকি সুখ সয় না।

সবাই তো সুখী হতে চাই।

আশায় আশায় তবু এই আমি থাকি,

যদি আসে কোনোদিন সেই সুখপাখি

আশায় আশায় তবু এই আমি থাকি,

যদি আসে কোনোদিন সেই সুখপাখি ।

এই চেয়ে থাকা আর প্রাণে সয় না,

সবাই তো সুখী হতে চাই।

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?

রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়।

আমিও রাধার মতো ভালোবেসে যাবো,

হয় কিছু পাবো নয় সবই হারাবো

এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।

সবাই তো সুখী হতে চাই

তবু কেউ সুখী হয়, কেউ হয়না।

জানিনা বলে যা লোকে সত্যি কিনা?

কপালে সবার নাকি সুখ সয় না।

সবাই তো সুখী হতে চাই

তবু কেউ সুখী হয়, কেউ হয়না।

উপরোক্ত লাইনগুলোই হলো মূলত ”সবাই তো সুখী হতে চায়” গানের লিরিক্স। তবে উক্ত গানের ভিডিও এবং অডিও ইন্টারনেট তথা গুগল, ইউটিউব এবং ফেসবুকে প্রচুর রয়েছে (Audio or video lyrics in YouTube, Facebook or Google)। আপনারা যারা এর লিরিক্সটি চাচ্ছেন, তাদের জন্যই মূলত আজকের আর্টিকেলটি।

সবাই তো সুখী হতে চায় লিরিক্স সম্পর্কে শেষ কথা

সবাই তো সুখী হতে চায় লিরিক্স সম্পর্কে শেষ কথা

মূলত মধ্য-বয়সী তথা ২৫ থেকে শুরু হওয়া বয়সের মানুষেরা বাংলার স্বর্ণযুগী গান সম্পর্কে বেশি ধারনা রাখবে। একটা সময় বাংলার গান এমন জনপ্রিয় ছিল যে, দেশের ঘন্ডি পেরিয়ে তা অন্য অনেক দেশে বাজানো হতো এবং মানুষগণও পছন্দ করতো। আর তার মধ্যে কিছু কিছু গান মার্কেটে অনেক হিট করতো তথা জনগণের অনেক পছন্দের ছিল। মূলত সেই সকল এক জাক গানের মধ্যে সবাই তো সুখী হতে চায় গানটি হলো অন্যতম। যদিও পূর্বে ইন্টারনেটের সহলভ্যতা না থাকার কারণে তখন সবাই তো সুখী হতে চায় লিরিক্স পায় নি। কিন্তু বর্তমানে তা অহোরোহ সম্ভব। অর্থাৎ যখনই আপনি ইন্টারনেটে সার্চ করবেন “সবাই তো সুখী হতে চায় লিরিক্স” তখনই দেখবেন একগুচ্ছ আপনার সামনে গুগল রেজাল্ট এসে হাজির। আর সবগুলো সাইটে উক্ত সার্চকৃত গানের সম্পূর্ণ লিরিক্স দিয়ে রেখেছে। অর্থাৎ বর্তমানে তা খুব সহজেই পাওয়া সম্ভব। যাইহোক, সর্বশেষ বলা চলে যে, আজকের আর্টিকেলের মাধ্যমে সবাই তো সুখী হতে চায় লিরিক্স – Sabai To Sukhi Hote Chay With Lyrics সম্পর্কে জেনে আপনারা উপকৃত হতে পেরেছেন। ( সকল সিমের কোড এবং সকল সিমের এমবি চেক কোড সম্পর্কে জানুন )

সবাই তো সুখী হতে চায় লিরিক্স নিয়ে প্রশ্ন-উত্তর

সবাই তো সুখী হতে চায় কি একটি গান?

হ্যাঁ, মূলত এটি হলো একটি নাম এবং সবাই তো সুখী হতে চায় এর লিরিক্স নিয়েই আজকের আর্টিকেল।

সবাই তো সুখী হতে চায় লিরিক্স টি কিসের উপর ভিত্তি করে তৈরি?

মুলত এটি হলো একটি বাংলা গান এবং শিল্পীদের গাওয়া অডিও গানের উপর ভিত্তি করেই সবাই তো সুখী হতে চায় গানের লিরিক্সটি তৈরি হয়েছে।

সবাই তো সুখী হতে চায় লিরিক্স সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *