২৬ মার্চ স্বাধীনতা দিবসের কবিতা ২০২৩

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কবিতা
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ পাকিস্তানি পাক হানাদার বাহিনীদেরকে পরাজিত করে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আজকে 26 শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে হাজারো সালাম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা বাংলাদেশ জুড়েই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।

আমরা লক্ষা করেছি যে অনেকেই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কবিতা খুঁজে বেড়াচ্ছে। কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীগণ ইন্টারনেটে ২৬ মার্চ এর কবিতা খুজে থাকে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যম থেকে অনেক সুন্দর সুন্দর বাছাই করে 26 শে মার্চ স্বাধীনতা দিবসের কবিতা শেয়ার করেছি।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কবিতা ২০২৩

আজকে মহান স্বাধীনতা দিবস। দীর্ঘ ৯ মাস রক্ত হয়ে যুদ্ধের পর আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন করার সংকল্প করা হয়। বিজয়ের প্রায় ৫০ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতিবছর ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যারা ইন্টারনেটে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কবিতা খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য আজকের এই পোস্ট। এখানে আপনি মহান স্বাধীনতা নিয়ে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কবিতা সংগ্রহ করতে পারবেন। আমি ধাপে ধাপে আপনাদের সাথে এ সকল কবিতা গুলো শেয়ার করব। তাহলে চলুন আজকের পোস্টটি শুরু করা যাক।

স্বাধীনতা দিবস কবিতা

আমরা সকলেই জানি যে মার্চ মাস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মাস। রোজ রবিবার সারা বাংলাদেশ জুড়েই মহান এই দিবসটি পালন করা হবে। আপনারা যারা মহান এই দিবস উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কবিতা খুঁজে বেড়াচ্ছেন তারা এই মুহূর্তে সঠিক জায়গায় রয়েছেন। কারন এখন আমি আপনাদের সাথে স্বাধীনতা দিবস কবিতা শেয়ার করব। আশা করি শেয়ার কিন্তু কবিতাগুলো আপনার অনেক পছন্দ হবে।

সংগ্রাম চলবেই – সিকান্দার আবু জাফর

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি
আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি
তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া
তুমি বাংলা ছাড়ো

অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে
দিয়েছি ফুল হৃদয় সুরভিত
সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা
আজকে যখন তাদের স্মৃতি অসন্মানের বিষে
তিক্ত প্রানে শ্বাপদ নখের জ্বালা
কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি
আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা
তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধূলো
তুমি বাংলা ছাড়ো

একাগ্নতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি
ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি
বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি
আমার প্রীতি তোমার প্রতারনা
যোগ বিয়োগে মিলিয়ে
নিলে তোমার লাভের জটিল অন্কগুলো
আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধূলো

আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখে সর্বনাশা বজ্র দিয়ে গড়া
কাজ কি দ্বিধায় বিষন্নতায় বন্দী রেখে ঘৃনার অগ্নিগিরি
আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষীপ্ত বাঘের থাবা
তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো
তুমি বাংলা ছাড়ো।

কবিতা – ০২

মা ও মাটির প্রতি

——রিয়েল আবদুল্লাহ

এই মা কিংবা মাটিই পৃথিবীর তাবৎ মানুষের  আশ্রয়স্থল।

নিশ্বাসের শুরু কিংবা শেষ।

বিরতিহীন কর্মযজ্ঞের প্রারম্ভিকতা বা সমাপনী।

এক মা জন্ম দিয়ে আরেক মায়ের হাতে তুলে দেয়

আর সেই মা আলো বাতাস খাদ্য দিয়ে লালন করে আমৃত্যু।

শব্দদুটি থাকে আত্মার গভীরে

যেখান থেকে নেমে আসে অমৃতধারা

আর সে অমৃতধারা বিনে কেউ কখনোই বাঁচতে পারে না।

মা ও মাটির প্রতি গভীর শ্রদ্ধা রাখি চিরদিন।

কবিতাঃ স্বাধীনতা আমার স্বাধীনতা

কবিঃ সালমান আহমদ

স্বাধীনতার সেরা কবিতা

কবিতা – ০৩

স্বাধীনতা আমার স্বাধীনতা 

লেখকঃ সালমান আহমদ 

স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা!

তুমি জাগ্রত জনতার গৌরবগাথাঁ।

লাখো জনতার হৃদয়বিদারক

স্মৃতিকথা তুমি স্বাধীনতা ।

যেদিন বাংলা বলাতে ছিল যত বাধা

সেদিন স্বাধীনতা ।

সেই কালো রাতের অস্থির অবস্থা

সেই তুমি স্বাধীনতা।

২৫ শে মার্চের করুন স্মৃতিকথা

সেই তুমি স্বাধীনতা।

২৬ শে মার্চের ডাক দেয়া জনতা

সেই তুমি স্বাধীনতা।

শত মা বোনের মানহানির যত কথা

সেই তুমি  স্বাধীনতা ।

দামাল ছেলের প্রাণের অস্থিরতা

সেই তুমি স্বাধীনতা

বাঙালির থাবায় শত্রুদের পরাধীনতা

সেই তুমি  স্বাধীনতা

এক ঝাক তরুনের জেগে ওঠার কথা

সেই তুমি স্বাধীনতা।

১৬ ডিসেম্বরের ইতিকথা

সেই তুমি স্বাধীনতা।

স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা

তুমি জাগ্রত জনতার গৌরবগাথাঁ।

কবিতা – ০৪

অমর পিতা (২৬ শে মার্চের কবিতা) 

———-আল-মামুন।
কবরে শুয়ে আছে দেখ মা আমারি বংশ
চারিদিকে ঘোর অন্ধ
নিবিড় নিশিতে বক্ষে জড়িয়ে তোমায় শুনাতো মা সে
কতনা রূপ কথার গল্প,
ঐ যে একাত্তরের পৈচাশিক আততায়ী
আজ তাকে করিয়াছে ধ্বংস।
পঁচিশেই মার্চ ঘোর অন্ধকার চারিদিকে জনপদ
গহিন তন্দ্রার কোলে আচ্ছন্ন
হঠাৎ গোলা-বারুদের প্রকম্পিত শব্দে চারিদিকে শুরু হলো ঘাতকের দৌরাত্ন্য।
মাগো, তোমার সঙ্গ ছাড়িয়া উৎক্ষিপ্ত হয়ে সে হাতে নিল বন্দুক
অভিপ্রায় ছিল তার ধ্বংস করিবে ঘাতকের দল!
যেতে নাহি দিতে তুমি চেয়েছিলে মাগো আছলে বাধতে পারলেনা তাকে,
দেহের পরতে শিহরিয়া উঠিল শোনিত জল
আবাস ছেড়ে বের হয়ে ঠাহর করতে পাইলো সে
চারিদিকে রক্তের ঢলাঢল,
এযে মোর সবি বঙ্গেতে বাসস্থল!
বুলেট বিদ্ধ হয়ে মুক্তির কাধে লয়ে ফিরে আসিল সে
দ্যাখো মা এ যে তোমারি প্রিয়জন!
আজ দেশের জন্য করেছে সে মৃত্যুবরণ।
নিজের জীবন বিপন্ন করে সে রক্ষা করলো দেশের সম্মান
আমিতো মা আজ মুক্তি যোদ্ধার সন্তান!
চারিদিকে সবে গর্ব দেখে করছে মোরে পরশ্রীকাতর
তোমারি জন্য পেয়েছি হে অমর
কতনা দেশের আদর।

স্বাধীনতার কবিতা

কবিতা – ০৫

অতীত নিয়ে বর্তমানের কথা

আলমগীর হোসাইন
শোন শোন আমার কথা,
শোনাই তোমাদের সেই দিনের কথা।
মনে রেখ ১৯৭১ সালে ২৬ শে মার্চ,
যুদ্ধ চলেছিল দীর্ঘ ৯ মাস।
হানাহানি,বর্বর হত্যাকাণ্ডের খেলা,
চারিপাশে ভেসে ওঠেছিল রক্তের মেলা।
এক ডাকে সাড়া দিয়েছিল মুক্তিবাহিনীর দল,
শক্ত হস্তে অস্ত্র ধরেছিল বাঙ্গালী মুক্তিসেনার দল।
সর্বত্র ছড়িয়ে পড়েছিল পাক হানাদার,
মুক্তিসেনারা উচ্ছেদ করে নিয়ে আসে উদ্ধার।
অবশেষে যুদ্ধ বিনাশ হয় ১৬ই ডিসেম্বর,
প্রত্যেক জাতির কাছে পায় তা দেশের সমাদর।
অনেক মায়ের সন্তান হারায় যুদ্ধে জীবন দিয়ে,
ধন্য তারা জননীর সন্তান দিয়েছে যারা প্রাণ বিলিয়ে।
স্বাধীন করেছে আমার দেশকে,
পশ্চিম পাকিস্তানের হস্তে থেকে।
দেশের প্রতি আনো ভালবাসা,
দেশকে করো উন্নতির আশা।
মনে রেখ আমার কথা,
ভেবে নিয়ো দেশের কথা।
শোন আমার মনের কথা,
জানাই আমার দেশের কথা।
দেশের প্রতি এনেছি কর্তব্যবোধ,
সন্ত্রাস মুক্ত করব রোধ।
জীবন দিব দেশের প্রতি,
দেশ থেকে দুর করব যত আছে দুর্নীতি।
এই আমার জবানের কথা,
রক্ষা করব দেশের কথা।

কবিতা – ০৬

এ লাশ আমরা রাখবো কোথায়-হুমায়ুন আজাদ

এ লাশ আমরা রাখবো কোথায় ?

তেমন যোগ্য সমাধি কই ?

মৃত্তিকা বলো,পর্বত বলো

অথবা সুনীল-সাগর-জল-

সব কিছু ছেঁদো,তুচ্ছ শুধুই !

তাইতো রাখি না এ লাশ আজ

মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,

হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।

কবিতা – ০৭

স্বাধীনতা

লেখাঃ সাব্বির রহমান

অগ্নিঝরা স্বাধীনতার মাস

নাম ছিলো তার মার্চ,

এই মাসেতেই পাকিস্তানিরা

করেছিলো অপারেশন সার্চ।

রাঁওফরমান আর টিক্কা খাঁন

ছিলো তাদের নেতা,

ঢাকা সহ পূর্ব পাকিস্তানে

করলো নর হত্যা।

বাঙালি নিধনে সেদিন তারা

হয়েছিলো উম্মাদ,

কেউ তো শোনেনি সেদিন এই

বাঙালির আর্তনাদ।

মুজিব নামটি সবাই জানে

ছিলো বাংলার ছেলে,

২৬ শে মার্চের প্রথম প্রহরে

ভরলো তাকে জেলে।

তার আগেই হয়েছিলো পূরণ

সুপ্ত বাসনা,

বঙ্গবন্ধু করে গিয়েছিলো

স্বাধীনতার ঘোষণা।

স্বাধীনতা দিবস নিয়ে কবিতা

কবিতা – ০৮

লিখেছি তোমারই  নাম স্বাধীনতা

লিখেছি তোমারই  নাম স্বাধীনতা

রক্তে রক্তে লিখে যাই

তোমার উজ্জ্বল নাম

তুমি পুষ্ট পুণ্য প্রাণ ধন্য হয়ে ওঠে

তুমি এক স্রোতস্বিনী

পাহাড়ে –পাথরে জন্ম

দূরগামী সমুদ্রের সন্নিধানে

শুধু চলা শুধুমাত্র বেগ

উৎকণ্ঠা ও বিসর্জন আশঙ্কা উদ্বেগ

প্রতিকুল পথ পাড়ি দিয়ে তুমি

সাগর সন্ধানে ছোট

অমৃতের সুধারসে পুষ্প হয়ে ফোটো

অগণিত প্রাণবীজ,ত্যাগের অঙ্কুর

রক্তমূল্যে অর্জিত সে প্রগতির নাম

লাখো প্রাণ বিসর্জনে

ইতিহাসে আমরা সেই কীর্তিগাথা

অহঙ্কারে দুর্বিনীত লিখে রাখলাম

কবিতা – ০৯

স্বাধীনতা তুমি-শামসুর রাহমান

স্বাধীনতা তুমি

রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।

স্বাধীনতা তুমি

কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো

মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা

স্বাধীনতা তুমি

পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা তুমি

ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি

রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

স্বাধীনতা তুমি

মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।

স্বাধীনতা তুমি

অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

স্বাধীনতা তুমি

বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর

শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।

স্বাধীনতা তুমি

চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।

স্বাধীনতা তুমি

কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।

স্বাধীনতা তুমি

শ্রাবণে অকূল মেঘনার বুক

স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।

স্বাধীনতা তুমি

উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

স্বাধীনতা তুমি

বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।

স্বাধীনতা তুমি

বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

স্বাধীনতা তুমি

গৃহিণীর ঘন খোলা কালো চুল,

হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।

স্বাধীনতা তুমি

খোকার গায়ের রঙিন কোর্তা,

খুকীর অমন তুলতুলে গালে

রৌদ্রের খেলা।

স্বাধীনতা তুমি

বাগানের ঘর, কোকিলের গান,

বয়েসী বটের ঝিলিমিলি পাতা,

যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

২৬ শে মার্চ এর কবিতা ২০২৩

কবিতা – ১০

একটি পতাকা পেলে-হেলাল হাফিজ

কথা ছিলো একটি পতাকা পেলে

আমি আর লিখবো না

বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা

কথা ছিলো একটি পতাকা পেলে

ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস

ব্যর্থ চল্লিশে বসে বলবেন,‘পেয়েছি,পেয়েছি’।

কথা ছিলো একটি পতাকা পেলে

পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে

ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।

কথা ছিলো একটি পতাকা পেলে

ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,

বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।

কথা ছিলো একটি পতাকা পেলে

আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,

সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ

সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

কবিতা – ১১

কবিতার নাম-আমার দেশ স্বাধীনতা

কলমে-মিলি কবিরাজ

মানুষের অনুভূতি যত গুলো

সুন্দর অনুভূতি ভালোবাসা

যা কিছু করণীয় পৃথিবীতে

মাতৃভূমির জন্য মধুর সবচেয়ে

এই ভালোবাসা হয়নি যাদের অনুভব

নেইতো কিছু তারমধ্যে দুর্ভোগ ্

হয়েছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধ

মাতৃভূমিকে বাঁচাবার জন্য

জানবে ভবিষ্যৎ প্রজন্ম

স্বাধীন বাংলার ইতিহাস

গর্বে ফুলবে বুক বীরত্বআত্মত্যাগ

জাগবে ভালোবাসা দেশের জন্য

সোনালী ঊষালগ্নে নব কিশলয় নন্দিত

হিমসকালে তুষার স্নিগ্ধা কুমারী

কুড়ায় আঁচলে স্বাধীনতা  অঞ্জলী ভরি

গণহত্যা ২৫ শে মার্চের রাতে

স্বাধীনতা ২৬ শে মার্চের প্রভাতে

গণযুদ্ধ নেই কোন মানবতা

গ্লানি নিঃশংস নিষ্ঠুরতা

ঝরে পরলো তাজা প্রাণ লক্ষ লক্ষ

রঞ্জিত হল বিদেশি অস্ত্র

বাঙালি বক্ষ রক্ত

লক্ষ শহীদ প্রাণ দিয়

দেখেছেন ভবিষ্যৎ স্বপ্ন

প্রিয় মাতৃভূমিতে মুক্তিযোদ্ধার হাতে

হাত রেখে নতুন প্রজন্ম

বলবে এনেছ স্বাধীনতা প্রিয় ভাই বন্ধু

তাইতো এনেছি অনেক ভালোবাসা

শুধুই তোমাদের জন্য

বলবে মধুর স্বরে

যে স্বপ্ন তোমরা দেখেছিলে

গড়ে তুলবো সেই সোনালি বাংলাদেশআঁকবো সবুজের রংগে লাল পতাকা

সবুজ-শ্যামল ধানক্ষেত

গড়ে তুলবো সেই বাংলাদেশ

গরবো সেই সোনালী বাংলা

শোধ করবো তোমাদের রক্তের ঋণ।

শেষ কথা

মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের কথা কখনোই ভুলবার নয়। বাঙালি জাতি হিসেবে আমাদের সকলেরই উচিত তাদেরকে শ্রদ্ধাবোধে স্মরণ করা। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের কবিতা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই পোষ্টের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনেক সুন্দর সুন্দর কবিতা সংগ্রহ করতে পেরেছেন।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *