E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
মহানগর এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন, যা চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। ১৯৮৫ সালের ৪ঠা ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। এরপর থেকেই নিয়মিত এই ট্রেনটি চলচল করছে। প্রতিদিন হাজারো যাত্রি এই ট্রেনে ভ্রমন করে থাকেন।
আমি লক্ষ করেছি যে অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী খুজে থাকে। তাই আজকের এই পোস্টে আমি আপনার সাথে এই ট্রেনের সময়সূচী ও আপডেট ভাড়ার তালিকা শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে মহানগর এক্সপ্রেস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাহলে চলুন আজকের পোস্টটি শুরু করা যাক।
মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনি যদি মহানগর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে শুরুতেই আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। কারণ সঠিক সময়ে আপনি যদি রেলস্টেশনে পৌঁছাতে না পারেন তাহলে আপনি এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী খুঁজে থাকে। তাই এখন আমি আপনার সাথে এই ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচি শেয়ার করব।
মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে যাত্রা করে থাকে। প্রতি রবিবার ব্যতীত এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ৯ঃ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি পরের দিন ভোর চারটা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি দুপুর বারোটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সন্ধ্যা সাতটা 10 মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছে থাকে।
মহানগর এক্সপ্রেস ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচী টি সংক্ষিপ্ত আকারে পেতে চাইলে নিচের দেওয়া টেবিলটি অনুসরণ করতে পারেন। নিচের টেবিলে আমি আপনার সুবিধার্থে ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকার ছুটির দিনসহ সময়সূচী টি শেয়ার করেছি।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু চট্রগ্রাম | রবিবার | ২১ঃ২০ | ০৪ঃ৫০ |
চট্রগ্রাম টু ঢাকা | রবিবার | ১২ঃ৩০ | ১৯ঃ১০ |
মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যদি মহানগর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ট্রেনের টিকেট ক্রয় করতে হবে। ট্রেনের টিকিট ব্যতীত ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং আপনাকে অবশ্যই টিকিট ক্রয় করে ভ্রমণ করতে হবে। অনেকেই ইন্টারনেটে মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা খুঁজে থাকেন। তাই এখন আমি আপনার সাথে পূর্ণাঙ্গ ভাড়ার তালিকাটি শেয়ার করব।
মহানগর এক্সপ্রেস একটি বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটিতে বেশ কয়েক ধরনের আসন রয়েছে। সাধারণ আসন থেকে শুরু করে অনেক বিলাসবহুল আসন এই ট্রেনে রয়েছে। সুতরাং আসনের ধরন অনুযায়ী এ ট্রেনের ভাড়ার তালিকা কম বেশি হয়ে থাকে। নিচে দেওয়া টেবিল থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা সংগ্রহ করুন।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ২৬৫ টাকা |
প্রথম সিট | ৪৮০ টাকা |
স্নিগ্ধা | ৬৭৫ টাকা |
এসি সিট | ৮০৮ টাকা |
ঢাকা টু চট্টগ্রাম বিরতিস্থান এবং সময়সূচী
ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা সময় দীর্ঘ এই যাত্রায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। আপনি যদি এই ট্রেনের যাত্রা বিরতি স্টেশনগুলোর নাম এবং সময় জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের টেবিল থেকে তা সহজে জানতে পারবেন।
স্টেশনের নাম | পৌছানোর সময় |
ঢাকা | ২১ঃ২০ |
বিমান বন্দর | ২১ঃ৪৭ |
ভৈরব বাজার | ২৩ঃ০৫ |
ব্রাহ্মণ বড়িয়া | ২৩ঃ৩৩ |
আখাউড়া | ০০ঃ০৫ |
কুমিল্লা | ০১ঃ৪৭ |
লাকসাম | ০২ঃ১৫ |
ফেনী | ০৩ঃ০৩ |
চট্টগ্রাম | ০৪ঃ৫০ |
চট্টগ্রাম টু ঢাকা বিরতিস্থান এবং সময়সূচী
চট্টগ্রাম থেকে ঢাকায় চলাচল করার সময় মহানগর এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নাই। অনেকেই ইন্টারনেটে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশনগুলোর নাম এবং সময় জানতে চায়। তাই আপনার জন্য নিচের টেবিলে মহানগর এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে তা শেয়ার করেছি।
স্টেশনের নাম | পৌছানোর সময় |
চট্টগ্রাম | ১২ঃ৩০ |
ফেনী | ১৪ঃ০৪ |
লাকসাম | ১৪ঃ৫৩ |
কুমিল্লা | ১৫ঃ২০ |
আখাউড়া | ১৬ঃ২০ |
ব্রাহ্মণ বড়িয়া | ১৬ঃ৪২ |
ভৈরব বাজার | ১৭ঃ১০ |
বিমান বন্দর | ১৮ঃ৩২ |
ঢাকা | ১৯ঃ১০ |
শেষ কথা
আপনি যদি বাংলাদেশের রেলওয়েতে ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা জেনে নেওয়া অবশ্যই জরুরী। আজকের এই পোস্টে আমি আপনার সাথে মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও পূর্ণাঙ্গ ভাড়ার তালিকাটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যেই আপনি এই পোষ্টের মাধ্যমে সময়সূচি এবং ভাড়ার তালিকাটি সংগ্রহ করতে পেরেছেন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.