E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
উপবন এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। উপবন এক্সপ্রেস উদ্বোধন হয় ৪ই মে ১৯৮৮ খিস্টাব্দে। এ রূটে আরো তিনটি আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস চলাচল করে। এই সকল ট্রেনগুলোর মধ্যে উপবন এক্সপ্রেস ট্রেনটি অন্যতম।
প্রতিদিন হাজারো যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা চলাচল করে থাকে। এজন্য অনেক যাত্রীগণ ইন্টারনেটে উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি খুঁজে বেড়ায়। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই পোস্টে আমি এই ট্রেনের সময়সূচী টিকেট ও উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা শেয়ার করব। আপনি যদি সিলেট গামী একজন ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সর্বপ্রথম আপনাকে উপপান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সংগ্রহ করতে হবে। কারণ এই ট্রেনটি নির্দিষ্ট সময়ে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং সিলেট থেকেও একই নিয়মে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আপনি যদি এই ট্রেনের সময়সূচী সম্পর্কে না জেনে থাকেন তাহলে নিচের দেওয়া টেবিল থেকে তা জেনে নিতে পারবেন।
উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকা টু সিলেট ও সিলেট টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। ঢাকা টু সিলেটগামী উপবন এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে, প্রতি সপ্তাহের বুধবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি। অপরদিকে সিলেট টু ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কোন ছুটি না থাকায় প্রতিদিন চলাচল করে। নিচের ছকে ট্রেনটির সময়সূচী দেওয়া হয়েছে।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | বুধবার | ২০ঃ৩০ | ০৫ঃ০০ |
সিলেট টু ঢাকা | নাই | ২৩ঃ৩০ | ০৬ঃ৪৫ |
উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
অন্যান্য যানবাহনের চেয়ে ট্রেনে ভ্রমণ অত্যন্ত আরামদায়ক এবং টিকেটের দাম কম হওয়ার কারণে প্রতিদিন অনেক যাত্রী ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় চলাচল করে থাকে। আমরাইতোমধ্যে জেনেছি যে উপবন এক্সপ্রেস হচ্ছে সিলেট জেলায় চলাচল করে একটি আন্তঃনগর ট্রেন। বাংলাদেশের সকল আন্তঃনগর ট্রেন এই বেশ কয়েক ধরনের সিট থাকে।
সিটের ধরন অনুযায়ী টিকিটের মূল্যটি কম বেশি হয়ে থাকে। আমি লক্ষ্য করেছি যে অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা সার্চ করে। নিচের টেবিলে আমি আপনাদের সাথে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সিটের টিকেটের দাম শেয়ার করেছি।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ২৮৫ টাকা |
শোভন চেয়ার | ৩৪০ টাকা |
প্রথম সিট | ৪৪৫ টাকা |
প্রথম বার্থ | ৭১০ টাকা |
এসি বার্থ | ১১৬৯ টাকা |
উপবন এক্সপ্রেস কোথায় কোথায় থামে
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সিলেট জেলার দূরত্ব প্রায় ২৩০ কিলোমিটার। দীর্ঘ এই যাত্রায় উপবন এক্সপ্রেস ট্রেন টি মাঝপথে বেশ কয়েকটি স্টেশনে বিরতি নিয়ে থাকে। অনেকেই উপবন এক্সপ্রেস কোথায় কোথায় থামে তা জানতে চায়। সুতরাং এখন আমি আপনাদের সাথে এই ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলোর নাম সময়সহ শেয়ার করব।
উপবন এক্সপ্রেস ট্রেন যাত্রা পথে অনেক ষ্টেশনে বিরতি দেয়। নিচে ছক থেকে ট্রেনটির বিরতি স্টেশন ও সময়সূচী সম্পর্কে জেনে নিন।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৩৯) | সিলেট থেকে (৭৪০) |
বিমান বন্দর | ২০ঃ৫৭ | ০৬ঃ০০ |
নরসিংদী | ২১ঃ৪৫ | — |
ভৈরব | ২২ঃ২০ | ০৪ঃ৪৭ |
শায়েস্তাগঞ্জ | ০০ঃ২০ | ০২ঃ৫৭ |
শ্রীমঙ্গল | ০১ঃ২৭ | ০২ঃ১২ |
ভানুগাছ | ০১ঃ৫০ | ০১ঃ৩৮ |
শমসের নগর | ০২ঃ০৫ | ০১ঃ২০ |
কুলাউড়া | ০২ঃ৪০ | ০০ঃ৪৮ |
বরমচাল
|
০৩ঃ০০ | ০০ঃ৩১ |
মাইজগাঁও | ০৩ঃ২৮ | ০০ঃ১০ |
সর্বশেষ কথা
এতক্ষণ আমরা আপনাদের সাথে উপবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে ইতিমধ্যে আপনি উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়া তালিকাটি সংগ্রহ করতে পেরেছেন। বিনা টিকিটে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং অবশ্যই নির্দিষ্ট মূল্য পরিশোধ করে উপবন এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করবেন।
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.