এ কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। এ কালাে কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে, কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের কালাে। আর এ কালাে কৃষকই পৃথিবীর সবকিছু জয় করেছে। কালাে কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদশী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। নিচে রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে পড়ে নিন।
রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
এখানে রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো শেয়ার করা হয়েছে। যারা যারা mcq প্রশ্ন পড়ার জন্য খুজতেছিলেন তারা এখান থেকে পড়ে নিন।
১. কোন মাসের তমালতরুর মতো রুপাইয়ের শরীর?
ক. শাওন
খ. আশ্বিন
গ. ভাদ্র
ঘ. মাঘ
উত্তরঃ ক
২. রং পেলে কবি জসীমউদ্দীন কী গড়তে পারেন?
ক. সোনার হার
খ. মাথার তাজ
গ. রামধনুকের হার
ঘ. হাতের বালা
উত্তরঃ গ
৩. রং পেলে কবি জসীমউদ্দীন কী গড়তে পারেন?
ক. সোনার হার
খ. মাথার তাজ
গ. রামধনুকের হার
ঘ. হাতের বালা
উত্তরঃ ক
৪. ‘কালো মুখেই কালো ভ্রমর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কালো ভ্রমরের কথা
খ. কালো মুখের প্রসঙ্গ
গ. ভ্রমরের কালো মুখ পছন্দ
ঘ. পল্লির অপরূপ সৌন্দর্য ও সম্পর্ক
উত্তরঃ ঘ
৫. ‘এক কালেতে ওরই নামে গাঁ হবে নামি’—‘রুপাই’ কবিতায় এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ওকে সবাই সম্মান দেবে
খ. সবাই ওকে স্মরণ করবে
গ. ওর পরিচয়ে সবাই পরিচিত হবে
ঘ. সবাই ওকে পরিচয় করিয়ে দেবে
উত্তরঃ ক
৬. ‘রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার।’—এখানে ‘রামধনুকের হার’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. সাত রঙের হার
খ. প্রকৃতির অলংকার
গ. রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে
ঘ. রামের ধনুক দিয়ে হার তৈরি
উত্তরঃ গ
৭. ‘তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া’—এ চরণ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. নতুন ঘাসের বর্ণনা
খ. দূর্বাঘাসের বর্ণনা
গ. রুপাইয়ের মায়াবি মুখের ছবি আঁকতে বলা হয়েছে
ঘ. রুপাইয়ের সঙ্গে ঘাসের তুলনা
উত্তরঃ গ
৮. কোন গানে রুপাইয়ের গলা সবার আগে থাকে?
ক. জারি
খ. সারি
গ. ভাটিয়ালি
ঘ. পল্লি
উত্তরঃ ক
৯. জসীমউদ্দীন রচিত ‘কবর’ কবিতাটি কেন বিশেষভাবে প্রশংসিত হয়?
ক. পল্লির প্রসঙ্গ বলে
খ. ধর্মীয় অনুভূতির বলে
গ. শিক্ষণীয় বিষয় বলে
ঘ. কবির ছাত্রাবস্থায় প্রকাশ পায় বলে
উত্তরঃ ঘ
১০. ‘রুপাই’ কবিতায় চাষির ছেলের বরণ কেমন?
ক. ডালিমের মতো
খ. দুধের মতো
গ. কালো
ঘ. আলতার মতো
উত্তরঃ গ
১১. জালি লাউয়ের ডগার সঙ্গে রুপাইয়ের হাতের তুলনা করে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. লাউয়ের ডগার মতো চিকন হাত
খ. লাউয়ের ডগার মতো সবুজ হাত
গ. প্রকৃতির বর্ণনা
ঘ. প্রাণবন্ত, সতেজ ও কচি
উত্তরঃ ঘ
রুপাই কবিতার MCQ
১২. জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. হাসু
খ. রাখালী
গ. বালুচর
ঘ. কবর
উত্তরঃ ক
১৩. ‘বেদের মেয়ে’ জসীমউদ্দীনের কোন জাতীয় সাহিত্য?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাহিনিকাব্য
ঘ. শিশুতোষ গ্রন্থ
উত্তরঃ ক
১৪. কবি জসীমউদ্দীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তাঁর কোন কবিতা বিশেষ প্রশংসা পায়?
ক. রুপাই
খ. কবর
গ. আমার বাড়ি
ঘ. নিমন্ত্রণ
উত্তরঃ খ
১৫. রুপাইয়ের মাথার চুল কেমন?
ক. ফর্সা
খ. মলিন
গ. কালো
ঘ. হলদে
উত্তরঃ ঘ
১৬. ‘রুপাই’কবিতায় রুপাইকে কিসের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে?
ক. শাল-সুন্দি-বেত
খ. পাগাল লোহা
গ. কচি ধানের পাতা
ঘ. দোয়াতের কালি
উত্তরঃ ক
১৭. চাষার ছেলের বাহু দুটি দেখতে কেমন?
ক. জালি লাউয়ের ডগার মতো
খ. শাওন মাসের তমালতরুর মতো
গ. কাঁচা ধানের পাতার মতো
ঘ. শাল-সুন্দি-বেতের মতো
উত্তরঃ ক
১৮. ‘রুপাই’ কবিতায় জনম কেমন?
ক. কঠিন
খ. শক্ত
গ. মধুময়
ঘ. কালো
উত্তরঃ ঘ
১৯. জালি লাউয়ের ডগার মতো রুপাইয়ের বাহু দেখতে কেমন?
ক. নরম
খ. কোমল
গ. সরু
ঘ. সতেজ
উত্তরঃ গ
২০. বিজলি মেয়ে কী ছড়িয়ে পিছলে পড়ে?
ক. ধুলো
খ. ধান
গ. শাড়ির আঁচল
ঘ. আলোর খেল
উত্তরঃ ঘ
২১. ‘রুপাই’কবিতায় কালো চোখ দিয়ে আমরা কী দেখি?
ক. আলো
খ. বাতাস
গ. ধরা
ঘ. নীল আকাশ
উত্তরঃ গ
রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর PDF
২২। চাষার ছেলের মাথার চুল কেমন?
ক) খাটো
খ) কোঁকড়ানো
গ) লম্বা
ঘ) মাঝারি
উত্তরঃ গ
২৩। রূপাইয়ের কচিমুখের মায়া কিসের মতো?
ক) জালি লাউয়ের ডগার মতো
খ) বাদল ধোয়া মেঘের মতো
গ) কালো ভ্রমরের মতো
ঘ) কাঁচা ধানের পাতার মতো
উত্তরঃ ঘ
২৪। রূপাইয়ের বাঁশের লাঠি কোথায় খেলা হয়?
ক) গ্রামে
খ) মাঠে
গ) আখড়ায়
ঘ) বাজারে
উত্তরঃ গ
২৫।রূপাইয়ের বাহু দুই খান কিসের মতো সরু?
ক) জালি লাউয়ের ডগা
খ) কাঁচা ধানের পাতা
গ) কালো ভ্রমর
ঘ) তমাল তরু
উত্তরঃ ক
২৬। ‘ছেলে নয় ও, পাগাল লোহা যেন’— ‘রূপাই’ সম্পর্কে এ মন্তব্য কারা করেছে?
ক) গ্রামবাসী
খ) আখড়ার লোকেরা
গ) বুড়োরা
ঘ) লাঠিয়ালরা
উত্তরঃ গ
২৭। একদিন রূপাইয়ের নামে সব গ্রাম নামি হবে—
i. অসাধারণ লাঠি খেলে বলে
ii. জারিগানে দক্ষ বলে
iii. সবার কাজে সাহায্য করে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
২৮। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০১ সালে
খ) ১৯০২ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯০৪ সালে
উত্তরঃ গ
২৯। ‘রূপাই’ কতািয় জসীমউদ্দীন বলেছেন—
i. জনম কালো
ii. মরণ কালো
iii. সমগ্র পৃথিবী কালো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
৩০। রূপাইয়ের মুখের মায়া—
i. কাঁচা ধানের পাতার মতো
ii. জালি লাউয়ের ডগার মতো
iii. নবীন তৃণের ছায়া মিশ্রিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ
৩১। রূপাইকে ‘শাল-শুন্দি-বেত’-এর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
ক) সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে
খ) লাঠি খেলায় পারদর্শী বলে
গ) সবার কাজে লাগে বলে
ঘ) কালো-বরণ গায়ের কারণে
উত্তরঃ গ
৩২। ‘রূপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) সোজন বাদিয়ার ঘাট
খ) নক্সী কাঁথার মাঠ
গ) বালুচর
ঘ) মাটির কান্না
উত্তরঃ খ
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
রুপাই কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণি
রুপাই কবিতা– জসীমউদ্দীন। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি