রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। পিডিএফ

রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। নক্সী কাঁথার মাঠ’ নামক কাহিনিকাব্যের একটি অংশ থেকে রি কবিতাটি সংকলিত হয়েছে। তাই এটি  নক্সী কাঁথার মাঠ কাব্যগ্রন্থের। নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। নিচে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সংগ্রহ করুন।

রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করা হয়েছে। এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে দেওয়া থাকে। তাই আপনারা সবাই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো পড়ে নিবেন।

প্রশ্ন-১। ‘শাল-সুন্দি-বেত’ কী?
উত্তর: ‘শাল-সুন্দি-বেত’ বলতে একত্রে বিবিধ কাজের প্রয়ােজনীয় উপকরণকে বােঝানাে হয়েছে।

প্রশ্ন-২। কবির মতে, কার শ্রমে সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়েছে?
উত্তর: কবির মতে, কৃষকের শ্রমে সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়েছে।

প্রশ্ন-৩। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় জসীমউদ্দীনের কোন কবিতাটি প্রশংসিত হয়?
উত্তর: বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রশংসিত হয়।

প্রশ্ন-৪। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার সবকিছুই কালাে?
উত্তর: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সবকিছু কালাে।

প্রশ্ন-৫। কবি জসীমউদদীন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি জসীমউদ্দীন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-৬। রুপাই’ কবিতায় উল্লিখিত ‘পাগাল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রূপাই’ কবিতায় উল্লিখিত ‘পাগাল’ শব্দের অর্থ ইস্পাত।

প্রশ্ন-৭। রুপাই’ কবিতাটি কার লেখা?
উত্তর: রুপাই’ কবিতাটি জসীমউদ্দীনের লেখা।

প্রশ্ন-৮। রুপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: রুপাই’ কবিতাটি নক্সী কাঁথার মাঠ’ কাহিনিকাব্যের অন্তর্গত।

প্রশ্ন-৯। কৃষকের শরীরের রং কীসে পুড়ে কালাে হয়?
উত্তর: কৃষকের শরীরের রং রােদে পুড়ে কালাে হয়।

প্রশ্ন-১০। কবির দৃষ্টিতে, কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে কী কারণে?
উত্তর: কবির দৃষ্টিতে, কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে সকল কাজে পারদর্শী হওয়ার কারণে।

প্রশ্ন-১১। রুপাই কবিতায় জীবন’-এর রং কী?
উত্তর: ‘রুপাই’ কবিতায় জীবন’-এর রং কালাে।

প্রশ্ন-১২। কবি মরণকে কোন রঙের সাথে তুলনা করেছেন?
উত্তর:কবি মরণকে কালাে রঙের সাথে তুলনা করেছেন।

প্রশ্ন-১৩। কে সব জয় করেছে?
উত্তর: চাষিদের ওই কালাে ছেলে সব জয় করেছে।

প্রশ্ন-১৪। কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি জসীমউদদীন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৫। কবি জসীমউদদীন কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন?
উত্তর: কবি জসীমউদ্দীন কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।

প্রশ্ন-১৬। ‘নক্সী কাঁথার মাঠ’ কী ধরনের রচনা?
উত্তর: ‘নক্সী কাঁথার মাঠ’ একটি কাহিনিকাব্য।

প্রশ্ন-১৭। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে জসীমউদ্দীন কোন সম্মানসূচক ডিগ্রি পান?
উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে জসীমউদ্দীন সম্মানসূচক ডি.লিট ডিগ্রি পান।

প্রশ্ন-১৮। জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: জসীমউদ্দীন ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-১৯। কর্মজীবনের শুরুতে জসীমউদদীন কয় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন?
উত্তর: কর্মজীবনের শুরুতে জসীমউদ্দীন পাঁচ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

প্রশ্ন-২০। জসীমউদ্দীনের কবিতায় আমরা কীসের সহজ-সুন্দর রূপটি দেখতে পাই?
উত্তর: জসীমউদ্দীনের কবিতায় আমরা পল্লির মানুষ ও প্রকৃতির সহজসুন্দর রূপটি দেখতে পাই।

প্রশ্ন-২১। রুপাই’ কবিতায় কবি কোন দিকটি অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন?
উত্তর: রুপাই’ কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষককের রূপ ও কর্মোদ্যোগের দিকটি অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন।

প্রশ্ন-২২। কৃষকের বাহু দুইখানি কীসের মতাে বলে মনে হয়?
উত্তর: কৃষকের বাহু দুইখানি জালি লাউয়ের কচি ডগার মতাে বলে মনে হয়।

রুপাই কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

প্রশ্ন-২৩। গায়ের চাষার ছেলেটির নাম কী?
উত্তর: গায়ের চাষার ছেলেটির নাম রুপাই।

প্রশ্ন-২৪। কালাে দাত’ বলতে কী বােঝায়?
উত্তর: কালাে দাত’ বলতে কালি রাখার কালাে পাত্রকে বােঝায়।

প্রশ্ন-২৫। ‘পদ-রজ’ মানে কী?
উত্তর: ‘পদ-জ’ মানে পায়ের ধুলা।

প্রশ্ন-২৬। চাষার ছেলের মাথার চুল কেমন?
উত্তর: চাষার ছেলের মাথার চুল লম্বা।

প্রশ্ন-২৭। কাঁচা ধানের পাতার মতাে কীসের মায়া?
উত্তর: কাঁচা ধানের পাতার মতাে রুপাইয়ের কচি-মুখের মায়া।

প্রশ্ন-২৮। কালাে দাতের কী দিয়ে কবি কেতাব কোরান লেখেন?
উত্তর: কালাে দাতের কালি দিয়ে কবি কেতাব কোরান লেখেন।

প্রশ্ন-২৯। ‘সিনা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সিনা’ শব্দের অর্থ গােসল।

প্রশ্ন-৩০। জালি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জালিশব্দের অর্থ কচি।

প্রশ্ন-৩১। রুপাই’ কবিতায় দাতের কালির রং কী?
উত্তর: রুপাই’ কবিতায় দাতের কালির রং কালাে।

প্রশ্ন-৩২। আখড়া কী?
উত্তর: আখড়া হলাে নৃত্যগীত শিক্ষণ ও মূল্পবিদ্যা অভ্যাসের স্থান।

প্রশ্ন-৩৩। রূপাইয়ের শরীর কেমন ছিল?
উত্তর: রুপাইয়ের শরীর ছিল শ্রাবণ মাসের তমাল গাছের মতাে।

প্রশ্ন-৩৪। রুপাই’ কবিতয় রং পেলে কী গড়তে পারার কথা বলা হয়েছে?
উত্তর: রুপাই’ কবিতয় রং পেলে রামধনুকের হার গড়তে পারার কথা বলা হয়েছে।

প্রশ্ন-৩৫। কোন গানে রূপাইয়ের গলা সবার আগে ওঠে?
উত্তর: জরিগানে রুপাইয়ের গলা সবার আগে ওঠে।

প্রশ্ন-৩৬। রুপাইকে পাগাল লােহা বলেছে কারা?
উত্তর: রুপাইকে পাগাল লােহা বলেছে বুড়ােরা।

প্রশ্ন-৩৭। এককালে কার নামে সকল গ্রাম খ্যাতি পাবে?
উত্তর: এককালে রুপাইয়ের নামে সকল গ্রাম খ্যাতি পাবে।

প্রশ্ন-৩৮। ‘শাওন’ শব্দের অর্থ কী?
উত্তর: শাওন’ শব্দের অর্থ শ্রাবণ।

প্রশ্ন-৩৯। বিজলি মেয়ে কী ছড়িয়ে পিছলে পড়ে?
উত্তর: বিজলি মেয়ে আলাের খেল ছড়িয়ে পিছলে পড়ে।

প্রশ্ন-৪০। খেলার দলে কাকে নিয়ে সবার টানাটানি হয়?
উত্তর: খেলার দলে রুপাইকে নিয়ে সবার টানাটানি হয়।

প্রশ্ন-৪১। রুপাই কবিতায় বাপের বেটা বলা হয়েছে কাকে?
উত্তর: রুপাই’ কবিতায় বাপের বেটা বলা হয়েছে রুপাইকে।

প্রশ্ন-৪২। রুপাই কীসের চেয়ে দামি?
উত্তর: রুপাই রুপার চেয়ে দামি।

প্রশ্ন-৪৩। রুপাই’ কবিতায় গলার হার হিসেবে কোনটিকে কল্পনা করা হয়েছে?
উত্তর: ‘রুপাই’ কবিতায় গলার হার হিসেবে অর্ধবৃত্তাকার রংধনুকে কল্পনা করা হয়েছে।

প্রশ্ন-৪৪। রুপাই’ কবিতায় চাষির ছেলের বরন কেমন?
উত্তর: রুপাই’ কবিতায় চাষির ছেলের বরন কালাে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

পিডিএফ- রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি

রুপাই কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণি

রুপাই কবিতা– জসীমউদ্দীন। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *