একুশের গান কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। পিডিএফ

একুশের গান কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে একুশের গান কবিতার বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এই ধরনের বহুনির্বাচনি বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে। তবে পাঠ্য বইয়ে কয়েকটি mcq দেওয়া আছে। অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়ার জন্য গাইড বই ফলো করতে হবে। সেখানে বিভিন্ন বোর্ডের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়া আপনারা এই পোস্ট থেকেই mcq ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবেন।

একুশের গান কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

১. ছেলেহারা মায়েদের অশ্রু দিয়ে গড়া কোন দিনটি? (জ্ঞান)
● ২১শে ফেব্রুয়ারি
খ ২৫শে ফেব্রুয়ারি
গ ৩রা নভেম্বর
ঘ ১৪ই ডিসেম্বর

২. কোন দিনটি ভাইয়ের রক্ত দিয়ে রাঙানো? (জ্ঞান)
● ২১শে ফেব্রুয়ারি
খ ৭ই মার্চ
গ ২৩শে নভেম্বর
ঘ ১৬ই ডিসেম্বর

৩. ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে পাকিস্তানি শাসকগোষ্ঠী। এর মাধ্যমে তাদের কোন আচরণের বহিঃপ্রকাশ ঘটে? (প্রয়োগ)
● শোষণ ও নির্মমতা
খ অন্যায় ও অবিচার
গ ত্যাগ ও তিতিক্ষার
ঘ অসমতা ও অত্যাচার

৪. ‘একুশের গান’ কবিতায় ‘একুশে ফেব্রুয়ারি’ কথাটি কয়বার ব্যবহৃত হয়েছে? (জ্ঞান)
ক পাঁচ বার
● আট বার
গ দশ বার
ঘ বারো বার

৫. কবি কী ভুলতে পারবেন না? (জ্ঞান)
● ভাষা আন্দোলন
খ মুক্তিযুদ্ধ
গ গণহত্যা
ঘ সামরিক শাসন

৬. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শত শত মা কী হারিয়েছেন? (জ্ঞান)
ক জমিজমা
● সন্তান
গ স্বামী
ঘ জীবন

৭. ‘একুশের গান’ কবিতাটিতে বর্ণিত পথে পথে কী ফুল ফোটে? (জ্ঞান)
ক গন্ধরাজ
খ ঝুমকো জবা
● রজনীগন্ধা
ঘ বুনোলতা

৮. কারা এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শান্তি কেড়ে নিয়েছে? (জ্ঞান)
ক ভারতীয় সৈন্যরা
● পাকিস্তানি হানাদাররা
গ রাজাকার বাহিনীরা
ঘ আলবদর বাহিনীরা

৯. বাংলার বুকে কাদের ঘৃণ্য পদাঘাত পড়ে? (জ্ঞান)
ক উপজাতিদের
খ রোহিঙ্গাদের
● পাকিস্তানিদের
ঘ ইংরেজদের

১০. ‘একুশের গান’ কবিতা অবলম্বনে কারা দেশের ভাগ্যকে বিক্রি করে? (জ্ঞান)
ক ফরাসিরা
খ ইংরেজরা
● পাকিস্তানিরা
ঘ ভারতীয়রা

১১. কবি আবদুল গাফ্ফার চৌধুরী কীসের বিক্ষোভে নাগিনী-কালবোশেখীদের জাগতে বলেছেন? (জ্ঞান)
ক বুদ্ধিজীবী হত্যার
খ নারী হত্যার
● শিশু হত্যার
ঘ কিশোর হত্যার

১২. বাংলাদেশকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন? (জ্ঞান)
● সোনা
খ রুপা
গ তামা
ঘ হীরা

১৩. একুশে ফেব্রুয়ারিকে কবি কী হিসেবে আখ্যা দিয়েছেন? (জ্ঞান)
ক জীবনের ইতিহাস
● খুন-রাঙা ইতিহাস
গ ভাষার ইতিহাস
ঘ যুদ্ধের ইতিহাস

১৪. একুশের গানের মাধ্যমে কাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে? (জ্ঞান)
ক পাঞ্জাবি সেনাদের বিরুদ্ধে
খ রাজাকার বাহিনীর বিরুদ্ধে
গ ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে
● পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে

১৫. ‘ডানপিটে শওকত’ আবদুল গাফ্ফার চৌধুরীর কী জাতীয় রচনা? [খুলনা জিলা স্কুল]
ক কাব্য
খ প্রহসন
গ নাটক
● শিশুতোষ

১৬. আমরা কোন দিনটির কথা ভুলতে পারি না? (জ্ঞান)
ক ৭ই নভেম্বরের কথা
খ ৩রা এপ্রিলের কথা
গ ১০ই মার্চের কথা
● ২১শে ফেব্রুয়ারির কথা

১৭. ‘দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?’- কাদেরকে এই প্রশ্ন করা হয়েছে? (অনুধাবন)
ক ভাষা শহিদদের
খ সন্তানহারা মা-বোনদের
● পাকিস্তানিদের
ঘ বাঙালিদের

১৮. কালবোশেখীরা কীসের প্রতীক? (অনুধাবন)
ক ধাবমান কালের
খ বৈশাখি ঝড়ের প্রতীক
● বলিষ্ঠ তরুণ সমাজের
ঘ জাগ্রত সমাজের

১৯. ‘জাগো মানুষের সুপ্তশক্তি’ -কোথায়? (জ্ঞান)
ক রাস্তার মোড়ে
খ পার্কে
● হাটে মাঠে ঘাটে বাঁকে
ঘ কারাগারে

২০. ‘একুশে ফেব্রুয়ারি’ ছেলেহারা শত মায়ের কী দিয়ে গড়া? (জ্ঞান)
ক ঘৃণা
● অশ্রু
গ ক্রোধ
ঘ রক্ত

২১. কবি আবদুল গাফ্ফার ‘ক্ষ্যাপা বুনো’ বলতে কাদের বুঝিয়েছেন? (অনুধাবন)
ক বনের হিংস্র জন্তুদের
● পাকিস্তানি শোষকদের
গ ইংরেজ শাসকদের
ঘ একাত্তরের দালালদের

২২. আবদুল গাফ্ফার চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
● ১৯৩৪
খ ১৯৩৬
গ ১৯৩২
ঘ ১৯৪৩

২৩. নিচের কোন রচনাটি আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা? (জ্ঞান)
● আঁধার কুঠির ছেলেটি
খ নিমজ্জ্বন
গ বন্দি শিবির থেকে
ঘ নেমেসিস

২৪. ‘ওরা এদেশের নয়’-‘একুশের গানে’ কাদের কথা বলা হয়েছে? (অনুধাবন)
● পশ্চিমা শোষকরা
খ ইংরেজ বেনিয়ারা
গ মিয়ানমারের রোহিঙ্গারা
ঘ রোহিঙ্গা শরণার্থীরা

২৫. ‘ক’ নামক রাষ্ট্রের শাসকগোষ্ঠী ছাত্রজনতার দাবি পূরণ না করে তাদের ওপর বিনা অপরাধে গুলিবর্ষণ করে হত্যা করে। ‘ক’ রাষ্ট্রের ঘটনার সঙ্গে আমাদের দেশের কোন ঘটনাটি সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
ক মুক্তিযুদ্ধ
খ স্বাধীনতা আন্দোলন
● ভাষা আন্দোলন
ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন

একুশের গান কবিতার MCQ

২৬. ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’-এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
ক একাত্তরের মুক্তিযুদ্ধের
● বায়ান্নর ভাষা-আন্দোলনের
গ উনসত্তরের গণঅভ্যুত্থানের
ঘ নব্বুইয়ের গণআন্দোলনের

২৭. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ বলতে বোঝানো হয়েছে পাকিস্তানি-
● শাসককে
খ সৈন্যকে
গ নেতৃত্বকে
ঘ জনতাকে

২৮. পাকিস্তানি পশুদের প্রতি চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কাদের?
র. ভাইয়ের
রর. বোনের
ররর. মায়ের

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ ররর
● রর ও ররর
র, রর ও ররর

২৯. আব্দুল গাফফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক যশোর
খ কুড়িগ্রাম
● বরিশাল
ঘ কুমিল্লা

৩০. ‘একুশের গান’ কবিতায় ‘খুন’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক হত্যা
● রক্ত
গ আঘাত
ঘ মৃত্যু

৩১. ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’। এর মাধ্যমে বোঝানো হয়েছে শহিদদের-
● ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে
খ আত্মার জাগরণ ঘটেছে
গ পরিচয় ছড়িয়ে পড়েছে
ঘ আত্মার মুক্তি পেয়েছে

৩২. ‘মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে’-উদ্দীপকের ‘ওরা’ একুশের গান কবিতায় কবির দৃষ্টিতে?
র. আঁধারের পশু
রর. ক্ষ্যাপা বুনো ররর. নাগিনীরা

নিচের কোনটি সঠিক?
● র
র ও রর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৩৩. বাঙালিদের হাতে পাকিস্তানিদের ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিল-
র. অন্যায় রর. অপরিহার্য ররর. অগণতান্ত্রিক

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৩৪. ‘একুশের গান’ কবিতায় ‘আমি কি ভুলিতে পারি’ চরণটি কয় বার ব্যবহৃত হয়েছে?
ক দুই বার
● তিন বার
গ চার বার
ঘ পাঁচ বার

৩৫. শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।- এই শিশু কারা?
ক শাসকরা
খ মুক্তিযোদ্ধারা
● ভাষা শহিদরা
ঘ পাকিস্তানিরা

৩৬. ‘একুশের গান’ কবিতার কবির মতে বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য কেমন?
ক ধূলি ধূসর
খ ভাঙা চোরা
● খুন রাঙা
ঘ অতি কাল্পনিক

৩৭. ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী?
● পরিবর্তন
খ ক্লান্ত
গপরিশ্রান্ত
ঘ শেষ

৩৮. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা এদেশের নয়’-বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
ক আমলাদের
খ সেনাবাহিনীর
● শাসকদের
ঘ পুলিশদের

৩৯. পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তান থেকে সম্পদ পাচার করে সমৃদ্ধ করে পশ্চিম পাকিস্তানকে। এদিকে পূর্ব পাকিস্তান হয়ে পড়ে অন্তঃসারশূন্য- এ বিষয়টি একুশের গান কবিতার কোন চরণে ফুটে উঠেছে?

ক আমি কি ভুলিতে পারি
● দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
গ রাতজাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে
ঘ আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে

৪০. ‘এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে’-উদ্ধৃতাংশের সাথে ‘একুশের গান’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে-
● জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
খ দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?
গ তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ঘ আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে

৪১. ‘একুশের গান’ কবিতায় ‘নাগিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক ভাষা শহিদদের
খ পাক সেনাদের
● ছেলেহারা মায়েদের
ঘ ভাষা সংগ্রামীদের

৪২. ‘বীর ছেলে বীর নারী’ কোথায় পড়ে মরে?
ক রাজপথে
খ ক্ষ্যাপা বুনো বাড়ে
গ হাসপাতালের বিছানায়
● জালিমের কারাগারে

৪৩. ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’- কবি এখানে ঝড় বলতে কী বুঝিয়েছেন?
ক পালাবদলের আভাস
খ জালিমের অত্যাচার
● শোষকদের আক্রমণ
ঘ আসন্ন বিপদ

৪৪. যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যে শিশুর কান্না-হাসিতে আমার বিশ্ব ঢাকা, সেই স্বপ্নের শিবির বাঁচাতে আজকে লড়ি।- উদ্ধৃতাংশের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি?
ক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
খ জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা
● দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি
ঘ তাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

৪৫. ‘১৯৪৭ সালের দেশ ভাগের পরেই পাক শাসকরা প্রথমেই আঘাত আনে ভাষার ওপর। ক্ষোভে ফেটে পড়ে কোটি কোটি বাঙালি।’ উক্ত কথার সাথে ‘একুশের গান’ কবিতার কোন বৈশিষ্ট্যটি মিলে যায়?
ক পাক শাসকদের শোষণ
খ শিশু হত্যার প্রতিবাদ
গ বাঙালির জাতীয়তাবাদ
● পাক শাসকদের অত্যাচার এবং বাঙালির প্রতিবাদ

৪৬. মুহম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালে এক জনসভায় ভাষণ দেন ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ বক্তব্যটি দ্বারা আঘাত হানা হয়েছে কোনটির ওপর?
ক জনগণের ওপর
● ভাষার ওপর
গ দেশের ওপর
ঘ সরকারের ওপর

৪৭. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালিরা এ দিনটি অসংখ্য শহিদের আত্মত্যাগের মাধ্যমে অর্জন করেছে- এ বিষয়টি নিচের কোন কবিতায় ফুটে উঠেছে?
ক নারী
● একুশের গান
গ মানবধর্ম
ঘ বঙ্গভূমির প্রতি

৪৮. একুশ আমাদের অহংকার, একুশ আমাদের গর্ব, একুশ আমাদের ইতিহাস, একুশ মানেই বাঙালি জাতি – ‘একুশের গান’ কবিতার কোন বিষয়টি এখানে ফুটে উঠেছে?
● বাঙালি জাতীয়তাবাদ
খ বাঙালির স্বাধীনতা
গ বাঙালির আত্মত্যাগ
ঘ পাকবাহিনীর নৃশংসতা

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে একুশের গান কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

একুশের গান কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর- পিডিএফ

একুশের গান কবিতা – আবদুল গাফফার চৌধুরী। ৮ম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *