E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
যেহেতু আমাদের দেশের জনগণ তথা ছাত্র-ছাত্রী সহ প্রায় সবাই খেলা প্রেমিক, সেহেতু আমরা যারা স্টুডেন্ট আছি তাঁরা প্রধান শিক্ষকের নিকট গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন করতে হয় অনেক সময়। প্রাইমারি লেভেল হতে শুরু করে উচ্চ মাধ্যমিক সহ কলেজ প্রায় সব জায়গাতেই প্রায় সময় নানা কারণে আমাদেরকে আবেদনপত্র লিখতে হয়। হোক সেটা ভর্তির জন্য আবেদন কিংবা খেলা দেখার জন্য আবেদন। তবে যেহেতু স্পেসিফিকভাবে পাঠকগণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন সম্পর্কে জানতে চেয়েছে, তাই আজকের আর্টিকেলে আমরা প্রধানত এটি নিয়েই আলোচনা করবো। আলোচনা বিলম্ব না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটির আবেদন করতে হয় সে সম্পর্কে। ( ভর্তির জন্য আবেদনপত্র লিখার নিয়ম সহ প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন জেনে নিন )
খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি ফুটবল কিংবা ক্রিকেট খেলা দেখার জন্য ছুটির আবেদন করতে হয়, তাহলে কি উক্ত আবেদনটি ব্যবহার করা যাবে? উত্তর হলো- হ্যাঁ, অবশ্যই আপনি একাধিক খেলার প্রেক্ষিতে নিম্নোক্ত আবেদনপত্রটি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে দেশ, ক্রিকেট/ফুটবল খেলা সহ তারিখ আপডেট করে নিবেন। আশা করি এগুলো সম্পাদন করার মাধ্যমেই ভালো ও সুন্দর একটি খেলা দেখার জন্য ছুটির আবেদন লিখতে পারবেন। যাইহোক, চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। ( ছাত্র জীবনে সফল হওয়ার ১০ উপায় এবং দৈনিক পড়ার রুটিন দেখুন )
গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন লিখ : ক্রিকেট খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন : ফুটবল খেলা দেখার জন্য অর্ধদিবস ছুটি চেয়ে আবেদন লিখ।
মনে করো তোমার বিদ্যালয়ের নাম জিলা উচ্চ বিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ দেখার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ: গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন নিয়মটি হলো-
২১.০৬.২০২২
বরাবর
প্রধান শিক্ষক
জিলা উচ্চ বিদ্যালয়
কুমিল্লা
বিষয়: গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন
জনাব,
সবিনয় বিনত নিবেদন এই যে, আজকে দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। আর আমাদের দেশীয় ম্যাচ হওয়ায় আমাদের বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থীর উক্ত খেলা দেখার জন্য তীব্র আকাঙ্খায় রয়েছে। মূলত আমরা সবাই আজকের এই আকর্ষণীয় খেলা উপভোগ করতে চাই। আর সেই প্রেক্ষিতেই দুপুরের ৪ ঘন্টা তথা অর্ধদিবস ছুটি চেয়ে আবেদন করছি।
অতএব, সবিনয়ের নিকট আকুল আবেদন এই যে, আপনি আমাদেরকে দুপুরের পর ছুটি দিয়ে বাধিত করিবেন, এতে করে আমরা সকল ছাত্র-ছাত্রীরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকিবো।
নিবেদক,
সকল ছাত্র-ছাত্রীবৃন্দের পক্ষে
তৌহিদ খোকা
জিলা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
মূলত উপরোক্ত আবেদনপত্রটিই হলো গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র। এছাড়াও যদি কেউ খেলা দেখার জন্য অর্ধদিবস ছুটি চেয়ে আবেদন করতে চায়, তাহলেও এই আবেদন পত্রটি ব্যবহার করতে পারেন।
গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন করা নিয়ে শেষ কথা
অনেকে ডিরেক্ট ফুটবল খেলা দেখার জন্য অর্ধদিবস ছুটি চেয়ে আবেদন লিখে সার্চ করে আবার অনেকে ক্রিকেট খেলা দেখার জন্য ছুটির আবেদন লিখেও সার্চ করে। কেউ বা ফুটবল খেলা দেখার জন্য অর্ধদিবস ছুটি চেয়ে আবেদন লিখেও সার্চ করে। তবে সার্বিকভাবে আপনারা আজকের আবেদন পত্রটিকে ব্যবহার করতে পারেন। যেকোনো খেলা দেখার জন্য ছুটি দরকার হলে এখানে উল্লেখিত আবেদনটি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র তারিখ, স্থান, বিদ্যালয়ের নাম, খেলার নাম, দেশ এই কয়েকটি জিনিস পরিবর্তন-পরিমার্জন করে রি-ইউজ করতে পারেন এই ছুটির আবেদন পত্র টি।
যাইহোক, যেহেতু আপনারা আপনাদের সার্চকৃত টার্মের সাথে মিলকৃত আবেদনপত্রটি পেয়েছেন, তাহলে বলা চলে যে, আজকের আর্টিকেলটি তথা গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদনটি দ্ধারা উপকৃত হতে পারবেন।
গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন সম্পর্কে আরো জানতে
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.