BanglaTeach – বাংলাটিচ সাইট সম্পর্কিত সকল তথ্য এক-নজরে!

BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

BanglaTeach
BanglaTeach

Bangla Teach অথবা বাংলা-টিচ সাইট কি বা কাকে বলে? Bangla Teach কিংবা বাংলা-টিচ সাইটটি মূলত শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিবিদ্যা, মার্কেটিং ( Digital Marketing, CPA marketing, crypto currency, Social Marketing etc ), ধর্মীয়, ব্যাংকিং, বিউটি এন্ড ফ্যাশন ইত্যাদি এসবের উপর ভিত্তি করে তৈরি করা। এই প্রজেক্টে বিশেষ করে শিক্ষার্থীরা বেশ ভালোভাবে উপকৃত হতে পারবে। এছাড়াও  মার্কেটিং রিলেটেড যেহেতু হিউজ আর্টিকেল থাকবে, সেহেতু মার্কেটাররাও বেশ চমৎকার ওয়েতে উপকৃত হবে। এছাড়াও মাদার ক্যাটাগরির আন্ডারে থাকবে আরো অনেকগুলো সাব-ক্যাটাগরি। যেগুলো থেকে একজন নিউবিও জ্ঞান আহোরণ করার পাশাপাশি বাস্তব জীবনে বাস্তবায়নের মাধ্যমে উপকৃত হবে। আসুন, সংক্ষেপে বাংলাটিচ সম্পর্কে স্বল্প সময়ে বাস্তবমুখী একটি ছোট্ট ধারণা নেওয়া যাক।

Banglateach অথবা বাংলাটিচ

উপরের ইন্ট্রো-তে প্রায় মূল ধারণা দেওয়া হয়েছে। কিন্তু সবার দিক বিবেচনা করে আমাদের ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরির একটি সম্মুখ ধারণা দেওয়া যাক। আমাদের ক্যাটাগরিগুলো হলো-

  1. Education
  2. Health ( beauty and fashion )
  3. Marketing
  4. Banking
  5. Religious
  6. Various Tips

মূলত এই ৬টি মাদার ক্যাটাগরির উপর ভিত্তি করেই বাংলা-টিচ বা Bangla Teach সম্পূর্ণ সাইটটি রান করবে। আশা করি আপনাদের সহযোগিতা ও দোয়ায়/আশির্বাদে Banglateach সাইটটি বেশ দূর এগিয়ে যাবে।

মজাদার ওয়েতে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করার পাশাপাশি প্রকাশিত সকল তথ্যগুলো থাকবে অথেন্টিক বা বিশ্বস্ত। অবশ্যই ডিটেইল লিখার পূর্বে যথেস্ট রিসার্চ করে নেওয়া হবে। একইভাবে যদি আপনাদের কোনো রকম সন্দেহ কিংবা তথ্যে ভুল বা ক্রটি থেকে থাকে, তাহলে অবশ্যই কোনো রকম দ্ধিধা বা সংকোচ ছাড়াই সেই আর্টিকেলের কমেন্ট বক্সে অথবা আমাদের Contact US ফেইজটি ব্যবহার করে আমাদেরকে সেই বিষয়ে inform করতে পারেন। এতে করে আমাদের গভীর সচেতনতা তৈরি হতে যেমন সহায়তা হবে তেমনি একইভাবে সম্মানীত পাঠকগণও খাঁটি তথ্যগুলো সম্পর্কে অবগত হলো। তাই এই ব্যাপারে আপনাদের যথা-যুক্তি সম্পন্ন জ্ঞান অবশ্যই আমাদের প্রাপ্য হিসেবে ধরে নেওয়া হলো। সর্বোপরি, BanglaTeach এর সাথে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন, আশা করি আমরাও সামনের দিনগুলোতে আপনাদের জন্য আমাদের বেস্ট-টা উপহার দিতে পারবো।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

Leave a Comment