বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর – পিডিএফ

বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এই কবিতার অনেক গুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে। এই প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সৃজনশীল প্রশ্নের জন্য এই জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করবেন। নিচে থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করুন।

বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো পিডিএফ দেওয়া আছে। যারা জ্ঞানমূলক প্রশ্ন পড়ার জন্য খুজতেছিলেন এখান থেকে প্রশ্ন গুলো পড়ুন।

প্রশ্ন-১। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
উত্তর: বঙ্গভূমির প্রতি কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা প্রকাশ পেয়েছে।

প্রশ্ন-২। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন।

প্রশ্ন-৩। কবির মতে, তিনি কী কারণে স্মরণীয় হতে পারবেন না?
উত্তর: কবির মতে, তার মহৎ গুণ নেই বলে তিনি স্মরণীয় হতে পারবেন না।

প্রশ্ন-৪। ‘নীর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নীর’ শব্দের অর্থ পানি ।

প্রশ্ন-৫। মধুসূদন দত্তের নামের আগে ‘মাইকেল’ কথাটি যুক্ত হয় কেন?
উত্তর: খ্রিষ্টধর্ম গ্রহণ করায় মধুসূদন দত্তের নামের আগে মাইকেল কথাটি যুক্ত হয়।

প্রশ্ন-৬। ‘বর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বর’ শব্দের অর্থ আশীর্বাদ।

প্রশ্ন-৭। মানস’ শব্দের অর্থ কী?
উত্তর: মানস’ শব্দের অর্থ মন।

প্রশ্ন-৮। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি কার রচনা?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচনা।

প্রশ্ন-৯. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি কোন ধরনের কবিতা?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতাটি একটি গীতিকবিতা।

প্রশ্ন-১০। বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী?
উত্তর: বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম ‘মেঘনাদবধ কাব্য’।

প্রশ্ন-১১। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম লেখাে।
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম ‘বীরাঙ্গনা কাব্য।

প্রশ্ন-১২। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৩। কবি কার কাছে প্রণতি জানান?
উত্তর: কবি দেশমাতৃকার কাছে প্রণতি জানান।

প্রশ্ন-১৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় শ্যামা জম্মদে’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতায় শ্যামা জন্মদে’ কথাটি শ্যামল জন্মভূমি অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন-১৫। কবি দেশমাতৃকার স্মৃতিতে কোন ফুলের মতাে ফুটে থাকতে চান?
উত্তর: করি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতাে ফুটে থাকতে চান।

প্রশ্ন-১৬। শৈশব থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কী হওয়ার তীব্র বাসনা ছিল?
উত্তর: শৈশব থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল।

প্রশ্ন-১৭। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত যশােরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৮। ‘তামরস’ শব্দের অর্থ কী?
উত্তর: তামরস’ শব্দের অর্থ ‘পদ্ম’।

প্রশ্ন-১৯। মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-২০। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় মৃত্যুবরণ করেন।

বঙ্গভূমির প্রতি কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

প্রশ্ন-২১। কবি কীসের বর প্রার্থনা করেছেন?
উত্তর: কবি অমরত্বের বর প্রার্থনা করেছেন।

প্রশ্ন-২২। কবি দেশমাতৃকার স্মৃতিতে কোন ফুলের মতাে ফুটে থাকার কামনা করেছেন?
উত্তর: কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতাে ফুটে থাকার কামনা করেছেন।

প্রশ্ন-২৩। কোথায় পড়লে মক্ষিকাও গলে না?
উত্তর: অমৃত-হ্রদে পড়লে মক্ষিকাও গলে না।

প্রশ্ন-২৪। ‘পরমাদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পরমাদ’ শব্দের অর্থ ভুল-ভ্রান্তি।

প্রশ্ন-২৫। বঙ্গভূমির প্রতি কবিতায় কোন দুটি ঋতুর উল্লেখ রয়েছে?
উত্তর: বঙ্গভূমির প্রতি কবিতায় শরৎ ও বসন্ত ঋতুর উল্লেখ রয়েছে।

প্রশ্ন-২৬৷ মনের সাধ পূরণ করতে গিয়ে কী হতে পারে বলে কবি মনে করেছেন?
উত্তর: মনের সাধ পূরণ করতে গিয়ে ভুল-ভ্রান্তি হতে পারে বলে কবি মনে করেছেন।

প্রশ্ন-২৭। কবি দেবের বশে প্রবাসে কী ঘটার কথা বলেছেন?
উত্তর: কবি দেবের বশে প্রবাসে জীব-তারা খসার কথা বলেছেন।

প্রশ্ন-২৮। জীবন-নদের কী চিরস্থির নয়?
উত্তর: জীবন-নদের নীর চিরস্থির নয়।

প্রশ্ন-২৯। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কার কাছে বর প্রার্থনা করেছেন?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশমাতৃকার কাছে বর প্রার্থনা করেছেন।

প্রশ্ন-৩০। কৃবি কাকে ভয় পান না?
উত্তর: কবি শমনকে ভয় পান না।

প্রশ্ন-৩১। ‘কোকনদ’ শব্দটির অর্থ কী?
উত্তর: কোকনদ’ শব্দটির অর্থ লাল পদ্ম।

প্রশ্ন-৩২। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কে অমৃত-হ্রদে পড়লেও গলে না?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতায় মক্ষিকা অমৃত-হ্রদে পড়লেও গলে না।

প্রশ্ন-৩৩। কবি বঙ্গভূমিকে কী বলে সম্বােধন করেছেন?
উত্তর: কবি বঙ্গভূমিকে মা বলে সম্বােধন করেছেন।

প্রশ্ন-৩৪। ‘শমন’ অর্থ কী?
উত্তর: ‘শমন’ অর্থ— মৃত্যুর-দেবতা।

প্রশ্ন-৩৫। মক্ষিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: মক্ষিকা’ শব্দের অর্থ মাছি।

প্রশ্ন-৩৬। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কার কাছে দয়া প্রার্থনা করেছেন?
উত্তর: বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি মাতৃভূমির কাছে দয়া প্রার্থনা করেছেন।

প্রশ্ন-৩৭। ‘মিনতি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মিনতি’ শব্দের অর্থ বিনীত প্রার্থনা।

বঙ্গভূমির প্রতি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন

এখানে বঙ্গভূমির প্রতি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো ক নাম্বারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। নিচে থেকে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেখুন।

প্রশ্ন-১। জীব-তারা যদি খসে / এ দেহ- আকাশ হতে’—চরণটি বুঝিয়ে দাও।

উত্তর: আলােচ্য চরণটি দ্বারা জীবনাবসান বা মৃত্যুকে বােঝানাে হয়েছে।কবি দেহকে আকাশের রূপকে তুলে ধরেছেন। আর জীবনকে কল্পনা করেছেন সে আকাশের তারা রূপে। আকাশ থেকে তারা খসে পড়ার বিষয়টির মধ্যে ধ্বংসের ইঙ্গিত স্পষ্ট। এরই পরিপ্রেক্ষিতে দেহ-আকশ থেকে জীব-তারা খসে পড়ার প্রসঙ্গটি উপস্থাপন করেছেন কবি। এর মধ্যে দিয়ে মূলত জীবদেহ থেকে আত্মার প্রস্থান তথা মৃতুবরণকে বােঝানাে হয়েছে।

প্রশ্ন-২। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে?

উত্তর: দেশমাতৃকার কাছে স্মরণীয় হয়ে থাকার প্রার্থনার মধ্য দিয়ে আলােচ্য কবিতায় কবির দেশপ্রেম প্রকাশিত হয়েছে।বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি প্রবাসে থাকেন। কিন্তু প্রবাসে থাকলেও দেশের প্রতি তার ভালােবাসা বিন্দুমাত্র কমেনি। তাই দেশকে ভালােবেসে দেশমাতৃকার হৃদয়ে স্থান পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়েছেন। তিনি মৃত্যুর পরও দেশ ও দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চেয়েছেন। দেশের প্রতি গভীর ভালােবাসাই তার এই আকুলতার কারণ।

প্রশ্ন-৩। ‘কিন্তু যদি রাখ মনে, নাহি, মা, ডরি শমনে’- কবির এ উক্তির কারণ কী?

উত্তর: বঙ্গভূমির হৃদয়ে কবির চিরস্মরণীয় হয়ে থাকার ব্যাকুলতা প্রকাশিত হয়েছে উদ্ধৃতাংশে।প্রকৃতির নিয়মে কবিকেও একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুকে কবির ভয় নেই। কিন্তু কবির ভয় হয় যে মৃত্যুর পর আর সব সাধারণ মানুষের মতই তিনিও বিস্মৃত হয়ে যাবেন। নিজের কোনাে কীর্তির মাধ্যমে যদি তিনি দেশমাতৃকার হৃদয়ে বা দেশের মানুষের মনে চিরস্থায়ী আসন গড়ে নিতে পারেন তাহলে মরণেও কোনাে ভয় নেই কবির।

প্রশ্ন-৪। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমির কাছে অমরত্ব লাভের প্রার্থনা করতে চান কেন? 

উত্তর: কবি মাইকেল মধুসূদন দত্ত চিরকাল তার জন্মভূমির স্নেহচ্ছায়ায় থাকতে চান বলেই তিনি জন্মভূমির নিকট অমরত্ব লাভের প্রার্থনা করেন।কবি তার জন্মভূমিকে গভীরভাবে ভালােবাসেন। তিনি জানেন, পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছেন তখন তার মৃত্যুও অবধারিত। কিন্তু তিনি স্বদেশের বুকে মৃত্যুর পরও বেঁচে থাকতে চান। এক্ষেত্রে তার ইচ্ছা দৈহিক মৃত্যু ঘটলেও তিনি যেন স্বদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় চিরকাল বেঁচে থাকতে পারেন। তাই তিনি জন্মভূমিকে ভালােবেসে তার কাছে অমরত্ব লাভের প্রার্থনা করতে চান।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

PDF বঙ্গভূমির প্রতি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি

বঙ্গভূমির প্রতি কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও MCQ। পিডিএফ

বঙ্গভূমির প্রতি কবিতা ও কবিতার ব্যাখ্যা। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি

মানব ধর্ম কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ – অষ্টম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *