দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর- পিডিএফ

দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে। সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। দুই বিঘা জমি’ একটি কাহিনী কবিতা। দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়াতে সে জমি দখল করে নেয়।

হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ল তার কোলের কাছে। আমটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করল। কিন্তু তখনই ছুটে এল মালি। উপেনকে জমিদারের নিকট হাজির করা হলাে। জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। নিচে থেকে জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করুন।

দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। নিচে থেকে প্রশ্ন গুলো পড়ে নিন।

প্রশ্ন-১৷ জমিদার মাছ ধরার সময় তার সাথে কারা ছিল?
উত্তর: জমিদার মাছ ধরার সময় তার সাথে পারিষদ দল ছিল।

প্রশ্ন-২৷ পাণি’ শব্দের অর্থ কী?
উত্তর: পাণি’ শব্দের অর্থ হাত।

প্রশ্ন-৩৷ কুর’ শব্দের অর্থ কী?
উত্তর: কুর’ শব্দের অর্থ নিষ্ঠুর।

প্রশ্ন-৪৷ ‘ডিক্রি’ শব্দটির অর্থ কী?
উত্তর: ডিক্রি শব্দের অর্থ আদালতের হুকুম বা নির্দেশনামা।

প্রশ্ন-৫৷ আদালতের হুকুম বা নির্দেশনামাকে কী বলে?
উত্তর: আদালতের হুকুম বা নির্দেশনামাকে ডিক্রি বলে।

প্রশ্ন-৬৷ ‘খত’ শব্দের অর্থ কী?
উত্তর: খত’ শব্দের অর্থ ঋণপত্র বা ঋণের দলিল।

প্রশ্ন-৭।  দুই বিঘা জমি’ কবিতায় ‘ঘটে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: দুই বিঘা জমি’ কবিতায় ‘ঘটে’ শব্দটি ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন-৮। দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা?
উত্তর: ‘দুই বিঘা জমি’ একটি কাহিনি কবিতা।

প্রশ্ন-৯। দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: দুই বিঘা জমি’ কবিতাটি চিত্রা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

প্রশ্ন-১০। ‘খত’ কী?
উত্তর: ‘খত’ হচ্ছে ঋণপত্র বা ঋণের দলিল।

প্রশ্ন-১১৷ ‘ললাট’ শব্দের অর্থ কী?
উত্তর: ললাট’ শব্দের অর্থ কপাল।

প্রশ্ন-১২। ‘পঁহুছিনু’ শব্দের অর্থ কী?
উত্তর: পহুছিনু’ শব্দের অর্থ পৌছে গেলাম।

প্রশ্ন-১৩, পারিষদ কারা?
উত্তর: পারিষদ’ হলাে রাজার সহচররা।

প্রশ্ন-১৪, ‘পারিষদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পারিষদ’ শব্দের অর্থ মােসাহেব বা পার্শ্বচর।

প্রশ্ন-১৫। উপেন আম দুটিকে কী মনে করে গ্রহণ করে?
উত্তর: উপেন আম দুটিকে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে।

প্রশ্ন-১৬। ‘দুই বিঘা জমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: “দুই বিঘা জমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য হলাে— এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শশাষকশ্রেণির নিষ্ঠুর শােষণ ও গরিবদের দুর্দশা, সম্পর্কে জানতে পারবে এবং গরিবদের প্রতি তারা সহানুভূতিশীল হবে।

প্রশ্ন-১৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত বগাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৯।  ‘দুই বিঘা জমি’ কবিতায় সমাজে কাদের প্রবল প্রতাপ নিয়ে বাস করার কথা বলা হয়েছে?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতায় সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবানদের প্রবল প্রতাপ নিয়ে বাস করার কথা বলা হয়েছে।

প্রশ্ন-২০।  দুই বিঘা জমি’ কবিতায় সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয় কারা?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতায় সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয় কারা।

প্রশ্ন-২১। দুই বিঘা জমি’ কবিতায় লুটেরা বিত্তবানরা কীসের জোরে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠিত করে?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতায় লুটেরা বিত্তবানরা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠিত করে।

প্রশ্ন-২২।  দুই বিঘা জমি’ কবিতায় কবি কাদের স্বরূপ তুলে ধরেছেন?
উত্তর: দুই বিঘা জমি’ কবিতায় কবি লুটেরা শ্রেণির বিত্তবানদের স্বরূপ তুলে ধরেছেন।

প্রশ্ন-২৩৷ ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন কত দিন পর ভিটে-মাটি ছেড়ে পথে বের হলাে?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন দেড় মাস পরে ভিটে-মাটি ছেড়ে পথে বের হলাে।

প্রশ্ন-২৪৷ দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত?
উত্তর: দরিদ্র মাতা আঁচল ডরে ফল ফুল শাক পাতা ধরে রাখত।

প্রশ্ন-২৫৷ কাকে ভূমী’ বলা হয়?
উত্তর: অনেক জমির মালিক যিনি তাকে ভূস্বামী বলা হয়।

দুই বিঘা জমি কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

প্রশ্ন-২৬৷ উপেনের কথা শুনে জমিদার কেমন হাসি হেসেছিলেন?
উত্তর: উপেনের কথা শুনে জমিদার কুর হাসি হেসেছিলেন।

প্রশ্ন-২৭। রাজা কুর হাসি হেসে উপেনকে কী বলেছিলেন?
উত্তর: রাজা ক্রুর হাসি হেসে উপেনকে বলেছিলেন, “আচ্ছা, সে দেখা যাবে।’

প্রশ্ন-২৮। এ জগতে কে বেশি চায়?
উত্তর: এ জগতে যার ভূরি ভূরি আছে সেই বেশি চায়।

প্রশ্ন-২৯। রাজার হস্ত কার সমস্ত ধন চুরি করে বলে কবিতায় বলা হয়েছে?
উত্তর: রাজার হস্ত কাঙালের সমস্ত ধন চুরি করে বলে কবিতায় বলা হয়েছে।

প্রশ্ন-৩০। উপেন কত বছর পথে পথে ঘােরে?
উত্তর: উপেন পনেরাে-ষােলাে বছর ধরে পথে পথে ঘােরে।

প্রশ্ন-৩১। পল্লবঘন আম্রকানন কোথায়?
উত্তর: পল্লবঘন আম্রকানন রাখালের খেলাঘরে।

প্রশ্ন-৩২। উপেন গ্রামে ফিরতে কোনটিকে বাম পাশে ফেলে আসে?
উত্তর: উপেন গ্রামে ফিরতে রথতলাকে বামপাশে ফেলে আসে।

প্রশ্ন-৩৩।  উপেন তৃষ্ণার্ত অবস্থায় কোথায় পৌছাল?
উত্তর: উপেন তৃষ্ণার্ত অবস্থায় নিজ বাড়ির কাছে পৌছাল ।

প্রশ্ন-৩৪৷ আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া কী?
উত্তর: আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল-ফুল শাক পাতা।

প্রশ্ন-৩৫৷ কখন চোখে উপেনের ঘুম থাকত না?
উত্তর: জ্যৈষ্ঠের ঝড়ের রাতে উপেনের চোখে ঘুম থাকত না।

প্রশ্ন-৩৬। কার দুই বিঘা জমি ছিল?
উত্তর: উপেনের দুই বিঘা জমি ছিল।

প্রশ্ন-৩৭। ভূস্বামী কার জমি কিনে নিতে চাইলেন?
উত্তর: ভূস্বামী উপেনের জমি কিনে নিতে চাইলেন।

প্রশ্ন-৩৮।  জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল কেন?
উত্তর: বাগানের জমি দৈর্ঘ্য-প্রস্থে সমান করার উদ্দেশ্যে জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল।

প্রশ্ন-৩৯৷ উপেন কেমনভাবে জমিদারের কাছে তার ভিটেখানি রক্ষার কথা বলল?
উত্তর: উপেন সজল চোখে জমিদারের কাছে তার ভিটেখানি রক্ষার কথা বলল।

প্রশ্ন-৪০৷ কতটি আম উপেনের কোলের কাছে পড়ল?
উত্তর: দুটি আম উপেনের কোলের কাছে পড়ল।

প্রশ্ন-৪১৷ যমদূতের মতাে কে উপেনের কাছে হাজির হয়েছিল?
উত্তর: যমদূতের মতাে বাগানের মালি উপেনের কাছে হাজির হয়েছিল।

প্রশ্ন-৪২৷ পাঁচরঙ্গ পাতা অঞলে গাঁথা —, শূন্যস্থানে কী বসবে?
উত্তর: উত্ত শূন্যস্থানে বসবে ‘পুষ্পে খচিত কেশ’।

প্রশ্ন-৪৩। উপেন দু’বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে কী পেয়েছিল?
উত্তর : উপেন দু’বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে বিশ্বনিখিল পেয়েছিল।

প্রশ্ন-৪৪। উপেন কী বেশে দেশে দেশে ঘুরে বেড়িয়েছে?
উত্তর: উপেন সন্ন্যাসী বেশে দেশে দেশে ঘুরে বেড়িয়েছে।

প্রশ্ন-৪৫৷ আমগাছের নিচে বসে উপেনের কীসের কথা মনে পড়ল?
উত্তর: আমগাছের নিচে বসে উপেনের বাল্যকালের কথা মনে পড়ল।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকেদুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

দুই বিঘা জমি কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ

দুই বিঘা জমি কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *