পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম (২৫০+ পাকিস্তানি মেয়েদের নাম)

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম
পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম

একজন মুসলিম হিসেবে সন্তানের নাম রাখার ক্ষেত্রে সাধারণত আমাদেরকে বেশ অনেকগুলো নিয়ম ও রুল মান্য করতে হয়। অন্যথায়, ইসলামিক নাম রাখার ক্ষেত্রেও একজন সচেতন গার্ডিয়ান বেশ অনেকগুলো ভুল করতে পারে। যাইহোক, এসব ভুল এড়ানোর জন্য অনেকে ইসলামিক দেশের মধ্যে থাকা ইসলামিক নামগুলোতে বেশি ফোকাস দেয়। আর সেই বিধায় আমাদের মধ্যে অনেকে রয়েছে, যারা পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম জানতে চায়। বিশেষ করে আজকের আর্টিকেলে আমরা বেশ অনেকগুলো পাকিস্তানি মেয়ের ইসলামিক নাম নিয়ে আলোচনা করবো।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, অনেকগুলো দেশ থাকতে কেন পাকিস্তানি? আসলে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে একজন ব্যক্তির উপর। ইতিপূর্বে আমরা সৌদি মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে জেনেছি। যেহেতু পাকিস্তান হলো একটি ইসলামিক দেশ এবং সংখ্যাঘরিষ্ঠই হলো মুসলিম, মূলত সেই কারণে নামের উপর নির্ভরতা তৈরি করতেই বেশির ভাগ মানুষই মেয়ে কিংবা ছেলের নাম রাখার ক্ষেত্রে পাকিস্তানের প্রতি বেশি নজর দেয়। যাইহোক, আলোচনা অন্য দিকে না নিয়ে, আসুন জেনে নিই পাকিস্তানি মিষ্টি মেয়েদের নামের তালিকা

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

নাম রাখার তখনই সার্থক হয়, যখন একজন গার্ডিয়ান অর্থসহ তাঁর সন্তানের জন্য নাম রাখতে পারে। আর তাই নিম্নে যে সকল মেয়েদের নামগুলো তুলে ধরা হবে সবগুলো নামের সাথে অর্থসহ বাংলা, ইংরেজি বানান থাকবে। অর্থাৎ পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম অর্ষসহ থাকবে। সাধারণত আমরা ইন্টারনেটে যে সমস্ত নামগুলো দেখি বা পড়ি, তাঁর অধিকাংশই নাম রাখার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মান্য করতে হয়, তাতে তা গ্রহণ করা হয় নি। আর এই কারণেই অনেকে দেখা যায় যে, মুসলিম হওয়া স্বর্ত্তেও সন্তানের জন্য অর্থবহ একটি সুন্দর ইসলামিক নাম রাখতে ব্যর্থ হয়। আবার অনেকে আবার এমন একটি নাম চয়েজ করে থাকে, যার সাথে শিরকের সংস্পর্শতা থাকে। ঠিক একই ভাবে নামের অর্থ ইতিবাচক নাকি নেতিবাচক, উক্ত দিকটিকেও প্রাধান্য দিতে হবে। এভাবেই ছেলে কিংবা মেয়ের নাম রাখার ক্ষেত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে প্রাধান্য দিতে হবে। যাইহোক, এরকম সবগুলো রুলস বা নিয়মকে প্রাধান্য দিয়েই নিম্নোক্ত পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম গুলো তুলে ধরা হয়েছে। আর সবগুলো নামের সাথে সেই নামের অর্থও তুলে ধরা হয়েছে। আশা করি একজন গার্ডিয়ান, তাঁর মেয়ের জন্য একটি সুন্দর পাকিস্তানি নাম চয়েজ করতে সক্ষম হবে। আলোচনা বিলম্বিত না করে, চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ-

  • জেবা রেজওয়ান   =  Jeba Rezwan  = যথার্থ সন্তোষ
  • জেবা সাবিহা   =  Jeba Sabiha  = যথার্থ রূপসী
  • জহিরুন্নিসা  = Jahirun Nisa  = সাহায্যকারী নারী
  • জামিলা মোহসিন  = Jameela Mubasin  = সুন্দরী আকর্ষণীয়া
  • জহুরা হামীদা  = Jahra Hamida  = প্রকাশ্য প্রশংসাকারিণী
  • জাবীন দিবা = Jabin Deeba  = সোনালী ললাট / সোনার কপাল
  • তাসকীনা  = Taskina =  সান্ত্বনা
  • তাবাসসুম   = Tabassum = মুচকি হাসি
  • তাসলিমা   = Taslima = সম্পূর্ণ
  • তাসমিয়া  = Tasmia = নামকরণ
  • তুবা  = Tuba =   খাঁটি
  • তাসনিম  = Tasnim = ঝর্ণা
  • তাইয়বা  = Taiba = আনন্দদায়ক, ভাল
  • তাবাসসুম  = Tabassum = হাসি, সুখ, একটি ফুল
  • তুব্বা  = Tubba = ধন্যতা, সদাচরণ, পরমানন্দ, স্বর্গের একটি গাছ
  • তানজিলা  = Tanjila = বেটিড
  • তামান্না = Tamanna = আকাঙ্ক্ষা, শুভেচ্ছা
  • তেহরিম  = Tehrim = শ্রদ্ধা, পবিত্রতা
  • তাহিরা  = Tahira = খাঁটি, পবিত্র সম্প্রীতি, ঘনিষ্ঠতা, পারস্পরিক স্নেহ
  • তাইকুল  = Taikul = বুদ্ধিমান চিন্তাভাবনা
  • তায়েস = Tayes = সূচনা, ভিত্তি
  • তাবা  = Taba = চাস্ট
  • শারীফা খাতুন =  Sharifa Khatun  = ভদ্রসম্ভ্রান্ত মহিলা
  • শামীম আফরোজ  = Shamim Afroz =  সুগন্ধি যুক্ত
  • শিরিন আখতার  = Shirin Akhtar  = মিষ্টি / প্রিয় তারা
  • শারমীলা তাহিরা  = Sharmila tahira  = লজ্জাবতী পবিত্রা
  • রামিস মুবাশশিরা  = Ramish Mubasshira  = নিরাপদ সুসংবাদ দেওয়া
  • শামা  = Shama  = শিশির
  • শামসুন নাহার =  Shamsun Nahar =  দিনের সূর্য
  • শাকীলা হাসনা =  Shakila Hasna  = চমৎকার প্রেমিকা
  • শামলা  = Shamla =  পোশাক
  • শামিমা =  Shamima  = সুবাস
  • শায়েলা  = Shaila =  জ্বলন্ত মোমবাতি
  • শাহামা =  Shahama =  উদার
  • শাহিরা  = Shahira  = বিখ্যাত

উপরোক্ত সমস্ত নামগুলো হলো পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম এবং যদি কোনো গার্ডিয়ান তথা পিতা-মাতা তাদের মেয়ে সন্তানের জন্য একটি সুন্দর পাকিস্তানি নাম রাখতে চান, তাহলে কোনো রকম সংকোচন বোধ ছাড়াই উপরোক্ত নামগুলো থেকে যেকোনো একটি নাম রাখতে পারেন।

পাকিস্তানি মেয়ে শিশুর নাম অর্থসহ

যারা যারা পাকিস্তানি মেয়ে শিশুর নাম অর্থসহ জানতে চান অথবা জেনে নাম চয়েজ করে রাখতে চান, তাদের জন্য মূলত আজকের আর্টিকেলটি বেশ উপকারক হবে। কেননা এখানে উল্লেখিত সমস্ত নামগুলো হলো ইসলামিক নাম এবং একই সাথে নামগুলো বেশি ব্যবহার হয়ে থাকে পাকিস্তানে মেয়েদের ক্ষেত্রে। যে বিধায় এখানে যে সমস্ত মেয়েদের নাম উল্লেখ করা হয়েছ, তাদের প্রায় সবগুলো নামই মুসলিমদের জন্য ব্যবহারযোগ্য। সুতরাং আপনি যদি আপনার কণ্য বা মেয়ে সন্তানের জন্য নাম চয়েজ করতে চান, তাহলে নিম্নোক্ত নামগুলো থেকে যেকোনো একটি নাম পিক করতে পারেন।

  • রামিস মালিয়াত =  Ramish Maliyat  = অত্যন্ত  নিরাপদ সম্পদ
  • রামিস লুবনা =  Ramish Lubna  = অতি নিরাপদ বৃক্ষ
  • রামিস ফারিহা  = Ramish Fariha  = নিরাপদ সুখী
  • রামিস বাশারাত =  Ramish Basharat  =অত্যন্ত  নিরাপদ শুভসংবাদ
  • রামিস আতিয়া  = Ramish Atiya  = অতি নিরাপদ উপহার
  • রানা আতিয়া  = Rana Atiya  = সুন্দর উপহার এমন কিছু
  • রানা আনজুম  = Rana Anjum  =  অত্যন্ত  কমনীয় তারা
  • রানা আদিবা  = Rana Adiba  = অত্যন্ত  সুন্দর শিষ্টাচারী
  • আজরা আসিমা = Ajra Asima = স্পষ্ট কুমারী সতী নারী
  • আজরা গালিবা = Ajra Galiba = স্পষ্ট কুমারী বিজয়ীনি
  • আজরা জামীলা = Ajra Jamila = স্পষ্ট কুমারী সুন্দরী
  • আজরা তাহিরা = Ajra Tahira = স্পষ্ট কুমারী সতী
  • আজরা ফাহমিদা = Ajra Fahmida = স্পষ্ট কুমারী বুদ্ধিমতী
  • আজরা বিলকিস = Ajra Bilkis =স্পষ্ট কুমারী রানী
  • আজরা মাবুবা = Ajra Mahbuba = স্পষ্ট কুমারী প্রিয়া
  • আজরা মায়মুনা = Ajra maymuna = স্পষ্ট কুমারী ভাগ্যবতী
  • আজরা মালিহা = Ajra Maliha = স্পষ্ট কুমারী নিষ্পাপ মেয়ে
  • আজরা মাসুদা = Ajra Masuda = স্পষ্ট কুমারী সৌভাগ্যবতী মেয়ে
  • আজরা মাহমুদা = Ajra Mahmuda = স্পষ্ট কুমারী প্রশংসিতা মেয়ে
  • আজরা মুকাররামা = Ajra Mukarrma = স্পষ্ট কুমারী সম্মানিত মেয়ে
  • আজরা মুমতাজ = Ajra Mumtaj = স্পষ্ট কুমারী মনোনীত মেয়ে
  • সাবিন = Sabin = উভয়কাল (ইহকাল ও পরকালকে বুঝানো হয়)।
  • সারয়া = Sarya = ধার্মিক নারী।
  • সার্ভিয়া = Sarbia = অর্থের দিক দিয়ে যে অনেক ধনী।
  • তানজীম  = Tanjim = সুবিন্যস্ত
  • তাহিরা  = Tahira = পবিত্র / সতী
  • তাহেরা  = Tahera = পবিত্র
  • জহুরুন্নিসা  = Jahurn nisa  = প্রকাশিত মহিলা
  • জমিলা খাতুন  = Jamila Khatun  = সুন্দরী মহিলা
  • জিবলা নাবাত  = Zabla nabat  = নিসর্গ সবুজ ঘাস
  • জাবীন লায়লা  = Jabin Laila  = শ্যামলা কপাল
  • জাহনাহ মুর্শিদা  = Jafnah Mursdidah  = দানশীলা পথপ্রদর্শনকারিনী
  • জুহানাত মানসূরা  = Juhanat Monsura  = বিজেতা যুবতী মেয়ে
  • জিন্নাহ মামদূহা  = Jinnat Mamduha  = প্রশংসিতা সম্ভ্রান্ত স্ত্রীলোক
  • তাখমীনা  = Takhmina = অনুমান
  • তাসমীম  = Tasmim = দৃঢ়তা
  • তাশবীহ  = Tasbih = উপমা
  • তাকমিলা  =Taklima = পরিপূর্ণ
  • তামান্না  = Tamanna = ইচ্ছা
  • তামজীদা  = Tamjidah = মহিমা কীর্তন
  • তাহযীব  = Tahjib = সভ্যতা
  • তামান্না  = Tamanna = ইচ্ছা-আখাংকা
  • তানজিম  = Tanjim = সুবিনাসত
  • তাসলিমা  = Taslima = সর্ম্পণ
  • তাসনীম / তাসনিম  = Tasnim = বেহেশতের ঝর্ণা
  • তাসফিয়াহ  = Tasfiyah = বিশুদ্ধকারিনী
  • তাসফিয়া  = Tasfia = পবিত্রতা
  • তবিয়া  = Tobiya = প্রকৃতি
  • তরিকা  = Torika = রিতি নীতি
  • তাহামিনা = Tahamina = মূল্যবান
  • তাহমিনা  = Tahmina = বিরত থাকা
  • তাসকীনা  =Taskina = সান্ত্বনা
  • তাযকিয়া  = Tajkia = পবিত্রতা

ইতিমধ্যে আমরা বেশ অনেকগুলো পাকিস্তানি মেয়েদের নাম সম্পর্কে জানলাম। আশা করি অধিকাংশ পাঠক উক্ত নামগুলো থেকে যেকোনো একটি চয়েজ করতে সক্ষম হয়েছেন। আর যদি এখনো কোনো একটি সিঙ্গেল নামও চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে নিম্নের দেওয়া নামগুলো অনুসরণ করুণ।

পাকিস্তানি মেয়ে শিশুর নাম

যদিও এখানে বেশ অনেকগুলো পাকিস্তানি মেয়ে শিশুর নাম তুলে ধরা হয়েছে, তবে সত্যিকার অর্থে যারা ‍যারা তাঁর মেয়ের নাম রাখার ক্ষেত্রে পাকিস্তানি মুসলিম নাম ফলো করতে চান, আশা করি তাঁরা খুব সহজেই একটি সুন্দর পাকিস্তানি মেয়ে শিশুর নাম চয়েজ করতে পারবেন। এখানে প্রায় ২৫০+ পাকিস্তানি মেয়েদের নাম তালিকা আকারে দেওয়া হয়েছে। তাই সুন্দর একটি মেয়ের নাম খুঁজতে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে কিছুটা সময় ব্যয় করতে হবে। আবার একই সময়ে নাম চয়েজ করার দায়িত্ব যেহেতু আপনারই, তাই নামের অর্থের দিকেও অবশ্যই নজর দিবেন। যাইহোক, নিম্নে আরো অনেকগুলো পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম তুলে ধরা হয়েছে। চলুন সেগুলো জানা যাক-

  • তাসসীনা  = Tassina = উত্তম
  • তাসনিয়া  = Tasnia = প্রশংসিত
  • তুরফা  = Turfa = বিরল বস্তু
  • শাহানা আনিকা  = Shahana aniqa  = রাজকুমারী রূপসী
  • শবনম  = Shobnom  = অশ্রুর ফোঁটা / পানি মেশানো
  • শুজাইয়া =  Shujaia  = দৃঢ় সাহসিনী
  • শুমায়ছা =  Shumaisa  = সৌর
  • শাবানা =  Shabana  = মধ্য রাত্রি
  • শাজীয়া =  Shazia  = ভদ্র সম্ভ্রান্ত
  • শাফীকা =  Shafiqa =  স্নেহ  শীলা
  • শাহীদা =  Shahida  = সাক্ষী
  • শাহীরা  = Shahira  = প্রসিদ্ধ
  • শামা  = Shama =  প্রদীপ
  • শাহলা =  shahla =  সুন্দরী
  • রানা নাওয়ার  = Rana Nawar  = সুন্দর ফুল
  • রানা নাওয়াল =  Rana Nawal  = অত্যন্ত  সুন্দর উপহার
  • রানা লামিসা =  Rana Lamisa  = সুন্দর অনুভূতি কে বোঝায়
  • রানা গওহার  = Rana Gauhar  = অত্যন্ত  কমনীয় মুক্তা
  • রামিস সালমা =  Ramish Salma  = অত্যন্ত  নিরাপদ প্রশান্ত
  • রামিস রাওনাক  = Ramish Raunaq  = নিরাপদ সৌন্দর্য কে বোঝায়
  • রামিস নুজহাত =  Ramish Nuzhat  = অত্যন্ত  নিরাপদ প্রফুল্ল
  • রামিস নাওয়াল  = Ramish Nawal = অতি নিরাপদ উপহার
  • রামিস মুনিয়াত =  Ramish Muniyat  = নিরাপদ ইচ্ছা পোষণ করা
  • তহুরা  = Tohura = পবিত্রা
  • তরিকা  = Torika = রিতিনীতি
  • তানজীম  = Tanjim = সুবিন্যস্ত
  • তাহিরা  = Tahira = পবিত্র
  • তবিয়া  = Tobia = প্রকৃতি
  • তাওবা  = Tawba = অনুতাপ
  • তামজীদা  = Tamjida =  মহিমা কৃর্তন
  • তাহযিব  = Tahjib = সভ্যতা
  • তাকিয়া  = Takia = চরিত্রবান
  • তাসমীম  = Tasmim = দৃঢ়তা
  • তাশবীহ  = Tashbih = উপমা
  • তাহিয়া = Tahia = অভিবাদন
  • তাহমিনা  = Tahmina = মূল্যবান
  • সারস = Saras = শুভ খবর দেওয়া নারী।
  • সারুর = Sarur = যে নারী সুখের অধিকারী হয়ে থাকে।
  • সাবের = Saber = ভোরবেলা বা সকালের শুরুর অংশ।
  • সতিলা = Satila = রাজকীয় বংশ অর্থাৎ এক কথায় রাজবংশ।
  • সওয়াবী =Sawyabi = পুরুষ্কার পাওয়াকে বুঝানো হয়েছে।
  • সাওদা = Sawda = অন্ধকার বা কালো কিছুকে বোঝানো হয়।
  • সামরা = Samra = একজন সাহয্যকারী।
  • সাহিরা = Sahira = এমন এক মহিলা যে অত্যন্ত প্রিয় এবং খ্যতিসম্পন্ন।
  • সোহানা =Sahana = কোমল হৃদয় সম্পন্ন নারী।
  • সারফিনা = Sarpina = পরিষ্কার পরিচন্ন পছন্দ করা নারী।

আমরা ইতিমধ্যে পাকিস্তানি মেয়েদের ১৫০+ ইসলামিক নাম সম্পর্কে জেনেছি। যা সংখ্যায় অনেক। তারপর এখানে থেকে একটি ভালো ও সুন্দর মেয়েদের নাম চয়েজ করুণ, এটাই আমাদের টিমের কাম্য। যাইহোক, নিম্নে আরো অনেকগুলো পাকিস্তানি মেয়ে বাবুর ইসলামিক নাম তুলে ধরা হয়েছে। চলুন নিম্নের মেয়েদের নামগুলো জেনে নেওয়া যাক।

পাকিস্তানি মুসলিম মেয়েদের নাম

একজন মানুষের মধ্যে নামেই নিয়ে আসে বৈচিত্র্যতা এবং সেই বৈচিত্র্যতা তৈরি করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিশু থাকতে পিতা-মাতা বা গার্ডিয়ানের রাখা নাম। তাই যখনই কোনো একটি শিশুর নাম রাখবে, তখন কর্তব্যরত ব্যক্তির উচিত এই ক্ষেত্রে আরো সচেতন হওয়া। কেননা নামের অর্থের যদি নেতিবাচক শব্দ তৈরি হয়, তাহলে পুরো নামটাই বৃথা হয় কোনো কোনো ক্ষেত্রে। যাইহোক, এখানে যে সমস্ত নামগুলো তুলে ধরা হয়েছে, প্রায় সবগুলো নামই হলো ইসলামিক নাম এবং ইতিবাচক অর্থবহ। ঠিক এই কারণেই নিম্নে আরো অনেকগুলো ইতিবাচক পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম তুলে ধরা হলো-

  • সুহেলা = Suhela = সাবলীল নারী বা প্রসিদ্ধ ভদ্র নারী।
  • রানা আবরেশমী  = Rana Abreshmi  = সুন্দর কমনীয় প্রভাত
  • রামিস যাহরা =  Ramish Zahra  = অত্যন্ত  নিরাপদ ফুল
  • রামিস তারাননুম =  Ramish Tarannum  = নিরাপদ গুঞ্জরন
  • রামিস তাহিয়া =  Ramish Tahiya  = নিরাপদ শুভেচ্ছা
  • রামিস আনজুম =  Ramish Anjum  = অতি  নিরাপদ তারা
  • রামিস আনান =  Ramish Anan  = অত্যন্ত  নিরাপদ মেঘ
  • রামিসা মালিহা  = Ramisa Maliha =  নিরাপদ সুন্দরী
  • রামিসা গওহর =  Ramisa Gauhar  = নিরাপদ মুক্তা
  • রামিসা ফারিহা = Ramisa Fariha  = অনেক নিরাপদ সুখী
  • মুজাইনা  = Mujaina  = এক পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘামালা
  • মুফিদাহ  = Mufidah  = উপকারী মহিলা
  • মুশতারী  = Mushtari  = একজন ক্রেতা
  • মুতীআ  = Mutiah  = অতি অনুগতা
  • মাহমুদা খাতুন  = Mahmuda Khatun  = প্রশংসিতা সম্ভ্রান্ত মহিলা কেউ
  • মাহফুজা লুবনা =  Mahfuza Labana  = একজন নিরাপদ বৃক্ষ
  • মাহফুযা মোতাহারা  = Mahfuza Motahara  = নিরাপদ পবিত্রা মহিলা
  • মাশীআত =  Mashial  = ইচ্ছা পোষণ
  • মাহবুবাহ  = Mahbubah  = প্রিয়া
  • মালেকাহ =  Malekah =  রাণী কে বোঝায়
  • মুলকুন =  Mulkun =  দেশ কে বোঝায়
  • মিন্নাতুন  = Minnatun =  অনুগ্রহ হওয়া
  • মাকছুরাহ  = Maksurah  = গৌপনীয়া নারী
  • মুজাররামাহ  = Mukarramah =  সম্মানিতা হওয়া
  • মুনতাহা  = Muntaha =  চূড়ান্ত কোনো কিছু
  • মুহসিনা তায়্যিবা  = Mohsia Taiyeba  = অনুগ্রহঞ্জকারিনী পবিত্রা মহিলা
  • মাইমুন =  Maimun  = আনন্দময়ী একজন
  • মাকনুনা  = Maknuna  = সুপ্ত প্রাপ্ত
  • মাননাত =  Mannat = অতি  দৃঢ়তা
  • মুলায়কাহ   = Mulaikha = ফেরেশতা রূপ নারী
  • মুখতারী   = Mukhtari = স্বাধীন প্রকৃতির  
  • মুখলিসা   = Mukhlisa = খুবই ভালো মনের মানুষ  
  • মুকার্রামা   = Mukarrama = খুবই সৎ এমন একজন মহিলা
  • মুকাইদাসা   = Mukaidasa = খুবই বিখ্যাত শিল্পী  
  • আজরা আনতারা = Ajra Antara = স্পষ্ট কুমারী বীরাঙ্গনা মেয়ে
  • আজরা আফিয়া = Ajra Afia = স্পষ্ট কুমারী পুণ্যবতী
  • সুমিরাহ = Sumira = রাজার কণ্যা বা রাজকুমারী।
  • সাফিখা = Shafia = অতি দয়ালু এবং বিবেক সম্পন্ন একজন মহৎ নারী।
  • সাহাদা = Shahada = মহিয়সী নারী।
  • সাগুফতা = Shagufota = সুখময় জীবন-যাপন করা নারী।
  • সারমিন = Sarmin = বিনয়ী ও সংযম নারী।
  • সানজা = Sanja = অতিব মর্যাদা ও ভালো চরিত্রের নারী।
  • সামিমা = Samima = সুমিষ্ট গন্ধ।
  • সামিলা = Samila = বন্ধুসুলভ চরিত্রের নারী।
  • সামিসা = Samisa = আকাশের উজ্জ্বল নক্ষত্র।
  • সাকিরা = Sakira = কৃতজ্ঞতা জ্ঞাপন করা নারী।
  • সাহিস্তা = Sahista = বিনয়ী ও ভদ্র নারী।
  • সাহাজানা = Shahajana = রাজার সাথে বিবাহ হওয়া রাজকুমারী।
  • সাহিমা = Sahima = চটপটে ও চালাক নারী।
  • সেহেদ = Sahed = সুন্দর কণ্ঠে কথা বলা নারী।
  • সানিকা = Sanika = দৃঢ়ভাবে  সংকল্পকারী নারী অথবা নরম হৃদয়ের নারী।
  • সারসারিল = Sarsaril = রূপবতী।
  • সেহৃশা = Shehusha = নতুন বছরের/দিনের উদীয়মান সূর্য।
  • সালমা-ফাওজিয়া = Salma Faojia= সফল
  • সাকেরা = Sakera = কৃতজ্ঞতা প্রকাশকারী।
  • সুমাইয়া = Sumiya =উচ্চ উন্নত বিশিষ্ট নারী।
  • সেহের = Shera = উজ্জ্বল আলোক রশ্নি।
  • সিরাহ = Sirah = পবিত্র নারী।

উপরোক্ত সবগুলো নাম ছিল মেয়েদের জন্য ইসলামিক নাম এবং সবগুলো নামই হলেঅ পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম। তাই আপনি যদি সদ্য জন্ম নেওয়া একজন মেয়ের গার্ডিয়ান হোন এবং মেয়ের জন্য সুন্দর ও অর্থবহ একটি পাকিস্তানি নাম রাখতে চান, তাহলে অবশ্যই উপরোক্ত সবগুলো নাম পড়ুন এবং অর্থ বোঝার চেষ্টা করুণ। তাহলে আশা করি এখানে হতে আপনি যেকোনো একটি সুন্দর পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম চয়েজ করে পিক করতে পারবেন।

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম নিয়ে শেষ কথা

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম নিয়ে শেষ কথা

আপনারা যে সকল পাঠকগণ পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম জানতে চেয়ে প্রচুর পরিমাণে গুগল করে থাকেন, তাদের জ্ঞাতার্থেই আজকের আমাদের এই আর্টিকেলটি। আশা করি, যে সকল পাঠক বিশেষ করে যারা যারা সদ্য জন্ম বা ভূমিষ্ঠ হওয়া মেয়েদের নাম রাখার ক্ষেত্রে ভালো একটি পাকিস্তানি মেয়ের নাম খুঁজছেন, তারা আজকের আর্টিকেল হতে যেকোনো একটি নাম পিক করতে পেরেছন।

তবে যারা এখনো অবধি একটি নামও চয়েজ করতে পারেন নি, তাঁরা দয়া করে পুনরায় সম্পূর্ণ পোস্টটি এবং নামের তালিকাটি পড়ুন। আশা করি এখান হতে সুন্দর ও ভালো একটি ইসলামিক নাম আপনি পেয়ে যাবেন।

আর যখনই আপনি একটি নাম চয়েজ করতে চাইবেন, তখন অন্তত ৩টি জিনিসের প্রতি নজর বা ফোকাস বেশি দিবেন। হোক সেটা পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম কিংবা পাকিস্তানি ছেলেদের ইসলামিক নাম। কোন ৩টা বিষয়? আর্টিকেলে উপরের অংশে এই নিয়ে বিস্তারিত বলা হয়েছে। সুতরাং মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি আবার পড়ুন। আশা করি এখান হতে যেকোনো একটি পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম খুঁজে পাবেন। সর্বপরি বলা চলে যে, আজকের আর্টিকেলেটি দ্ধারা পাঠকগণ বেশ চমৎকারভাবে উপকৃত হতে পেরেছে।

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *