প্রার্থী কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর- পিডিএফ

প্রার্থী কবিতার mcq
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে প্রার্থী কবিতার mcq উত্তর সংগ্রহ করে দিয়েছি। এই ধরনের প্রশ্ন গুলো ভিবিন্ন পরিখ্যাত দেওয়া থাকে। মূল্য বইয়ে এই mcq ও বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া নেই। তাই আপনারা এই পোস্টে দেওয়া প্রশ্ন গুলো সঠিক উত্তর সহ জেনেনিন।

প্রার্থী কবিতার mcq

১. সকালের এক টুকরো রোদ, এক টুকরো সোনার চেয়েও-
ক) প্রয়োজনীয়
খ) বাড়া
গ) দরকারি
ঘ) দামি

সঠিক উত্তর: (ঘ)

২. ‘প্রার্থী’ কবিতা পড়ে বস্ত্রহীন ও আশ্রয়হীন মানুষের দুর্দশায় ছাত্রছাত্রীরা-
ক) উল্লসিত হবে
খ) উৎসাহিত হবে
গ) সমব্যথী হবে
ঘ) আনন্দিত হবে

সঠিক উত্তর: (গ)

৩. ‘সারারাত খড়কুটো জ্বালিয়ে শীত আটকায়,’ কারণ-
i. দরিদ্র বলে
ii. বস্ত্রহীন বলে
iii. শীতার্ত বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪. ‘প্রার্থী’ কবিতায় কবি কোন শব্দে সূর্যকে সম্বোধন করেছেন?
ক) হে মার্তন্ড
খ) হে উত্তাপদাতা
গ) হে অগ্নিপিন্ড
ঘ) হে সূর্য

সঠিক উত্তর: (ঘ)

৫. ‘জড়তা’ শব্দের সমার্থক কোনটি?
ক) স্থূলতা
খ) তীক্ষ্ণতা
গ) বিমূর্ততা
ঘ) আড়ষ্টতা

সঠিক উত্তর: (ঘ)

৬. ‘অগ্নিপিন্ড’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) আগুনের চাকা
খ) আগুনরে কারখানা
গ) আগুনের গোলা
ঘ) আগুনের খেলা

সঠিক উত্তর: (গ)

৭. কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে সম্পৃক্ত করেন?
ক) যুবক বয়সে
খ) বৃদ্ধ বয়সে
গ) প্রৌঢ় বয়সে
ঘ) অল্প বয়সে

সঠিক উত্তর: (ঘ)

৮. ‘প্রার্থী’ কবিতার প্রথমে কবি কাকে সম্বোধন করেছেন?
ক) চন্দ্রকে
খ) সূর্যকে
গ) রোদকে
ঘ) জোছনাকে

সঠিক উত্তর: (খ)

৯. ঘর ছেড়ে আমরা এদিক-ওদিকে কেন যাই?
ক) বৃষ্টির আশায়
খ) রোদ্দুরের তৃষ্ণায়
গ) শান্তির আশায়
ঘ) উত্তাপের আশায়

সঠিক উত্তর: (খ)

১০. সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে?
ক) কুঁড়েঘর
খ) এক টুকরো কাপড়
গ) জড়তা
ঘ) ভয়ার্ত

সঠিক উত্তর: (গ)

৪০. সুকান্ত ভট্টাচার্য কেমন পরিবারের সন্তান ছিলেন?
ক) উচ্চবিত্ত
খ) নিম্নবিত্ত
গ) নিম্ন মধ্যবিত্ত
ঘ) উচ্চ মধ্যবিত্ত

সঠিক উত্তর: (গ)

১১. ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন-
ক) প্রার্থনা করা
খ) আবদন করা
গ) প্রার্থনাকারী
ঘ) নিবেদন জানানো

সঠিক উত্তর: (গ)

১২. কবির বর্ণনা অনুযায়ী হিমশীতল রাতে আমরা শীত আটকাই-
i. খড়কুটো জ্বালিয়ে
ii. কাপড়ে কান ঢেকে
iii. গরম কাপড় পরিধান করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

১৩. সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের কোন মাসে জন্মগ্রহণ করেন?
ক) জুন
খ) জুলাই
গ) আগস্ট
ঘ) সেপ্টেম্বর

সঠিক উত্তর: (গ)

১৪. ‘প্রার্থী’ কবিতার প্রার্থী হলো-
i. প্রার্থনাকারী
ii. অনুশোচনাকারী
iii. আবেদনকারী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (খ)

১৫. ‘প্রান্তি’ শব্দটির অর্থ কী?
ক) সময়
খ) পরিবর্তন
গ) বিশেষ মুহূর্ত
ঘ) প্রার্থনা

সঠিক উত্তর: (খ)

প্রার্থী কবিতার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১৬. ঘর ছেড়ে এদিক-ওদিক যাওয়া হয় কেন?
ক) খাবরের জন্য
খ) পানীয়ের জন্য
গ) পোশাকের জন্য
ঘ) রোদের জন্য

সঠিক উত্তর: (ঘ)

১৭. কবি সূর্যের কাছে প্রার্থনা করেছেন-
i. উত্তাপ
ii. জ্বালানি
iii. আলো
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (খ)

১৮. ‘অগ্নিপিন্ড’ অর্থ কী?
ক) আগুনের গোলা
খ) বীভ’সরূপী
গ) কালবৈশাখি
ঘ) কালনাগিনী

সঠিক উত্তর: (ক)

১৯. কবি গরম কাপড়ে ঢেকে দিতে পারবেন রাস্তার ছেলেটিকে-
i. সাম্যবাদী সমাজ তৈরি হলে
ii. সবার অধিকার নিশ্চিত হলে
iii. গণতান্ত্রিক সমাজ তৈরি হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

২০. কিশোর কবি কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) লালন শাহ
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) সুকান্ত ভট্টাচার্য

সঠিক উত্তর: (ঘ)

৯. ‘হিমলীতল’ বলতে বোঝানো হয়েছে-
ক) শীতের মতো ঠান্ডা
খ) শিশিরের মতো ঠান্ডা
গ) শিশিরের মতো ভেজা
ঘ) তুষারের মতো ঠান্ডা

সঠিক উত্তর: (ঘ)

২১. সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন মাসে?
ক) আগস্ট
খ) সেপ্টেম্বর
গ) জানুয়ারি
ঘ) জুলাই

সঠিক উত্তর: (ক)

২২. কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে সম্পৃক্ত করেন?
ক) যুবক বয়সে
খ) বৃদ্ধ বয়সে
গ) প্রৌঢ় বয়সে
ঘ) অল্প বয়সে

সঠিক উত্তর: (ঘ)

২৩. সারারাত খড়কুটো জ্বালানো হয় কেন?
ক) মশা তাড়ানোর জন্য
খ) আবর্জনা পুড়িয়ে ফেলার জন্য
গ) শীত আটকানোর জন্য
ঘ) আলো হওয়ার জন্য

সঠিক উত্তর: (গ)

২৩. হিমসশীতল সুদীর্ঘ রাত সূর্যের প্রতীক্ষায় থাকার কারণ হলো-
i. গরম কাপড়ের অভাবে
ii. উষ্ণ রোদের জন্য
iii. অন্ধকার দূরীভূত হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

২৪. কবি সুকান্ত কোন পত্রিকার সাথে জড়িত ছিলেন?
ক) শিখা
খ) কল্লোল
গ) স্বাধীনতা
ঘ) মাহে নও

সঠিক উত্তর: (গ)

২৫. শুনেছি তুমি এক জ্বলন্ত-
ক) কারখানা
খ) আগ্নেয়গিরি
গ) অগ্‌ন্যুৎপাত
ঘ) অগ্নিপিন্ড

সঠিক উত্তর: (ঘ)

২৬. ‘প্রার্থী’ কবিতায় কবি কেমন রাতের কথা বলেছেন?
ক) হিমশীতল দুর্গীঘ রাত
খ) গরমে অতিষ্ঠ রাত
গ) ক্লান্তিকর সুদীর্ঘ রাত
ঘ) উষ্ণ আরামদায়ক রাত

সঠিক উত্তর: (ক)

২৭. ‘প্রাথী’ কবিতার কবি কে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) শামসুর রাহমান
গ) কবি আল মাহমুদ
ঘ) আবদুল গাফ্‌ফার চৌধুরী

সঠিক উত্তর: (ক)

২৮. ধান কাটার দিন গুলো কৃষকের কাছে কেমন?
ক) দু:খ-কষ্টের
খ) ব্যথাময়
গ) রোমাঞ্চকর
ঘ) বিয়োগ-ব্যথার

সঠিক উত্তর: (গ)

২৯. শীতের সময়ে গরিবদের ঘর থাকে-
ক) ঝকঝকে
খ) স্যাঁতসেঁতে
গ) চকচকে
ঘ) তকতকে

সঠিক উত্তর: (খ)

৩০. ‘প্রার্থী’ কবিতাটির মূল সুর-
i. গরিবদের প্রতি মমত্ব
ii. দনীদের প্রতি বিদ্বেষ
iii. শীতার্তকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (খ)

৩১. সুকান্ত ভট্টাচার্যকে কীভাবে চিত্রিত করা যায়?
ক) বিদ্রোহী কবি
খ) বিপ্লবী কবি
গ) প্রেমিক কবি
ঘ) সমাজমনস্ক কবি

সঠিক উত্তর: (খ)

৩২. রাস্তার ধারের উলঙ্গ ছেলেটা মূলথ কীসের প্রতীক?
ক) ছোট শিশুর প্রতীক
খ) অপ্রাপ্তবয়স্ক কিশোরের প্রতীক
গ) লজ্জা-শরমহীন মানুষের পড্রতীক
ঘ) অবহেলিত, বঞ্চিত শিশুর প্রতীক

সঠিক উত্তর: (ঘ)

৩৩. কৃষকের চঞ্চল চোখ ধানকাটার জন্য প্রতীক্ষা করে-
i. নতুন ফসল পাওয়ার আনন্দে
ii. কাজ শেষে বিশ্রামের আশায়
iii. নতুন ফসল রোপণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii

সঠিক উত্তর: (ক)

৩৪. ‘রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে’ এই চরণটি ‘প্রার্থী’ কবিতায় ব্যবহৃত হয়েছে-
ক) এক বার
খ) দুই বার
গ) তিন বার
ঘ) চার বার

সঠিক উত্তর: (খ)

৩৫. ষড়ঋতুর দেশ বাংলাদেশে ধান কাটার রোমাঞ্চকর দিনগুলো আসে কোন ঋতুতে?
ক) শরতে
খ) হেমন্তে
গ) শীতে
ঘ) বসন্তে

সঠিক উত্তর: (খ)

৩৬. রূপকথার বালিকা ‘প্রার্থী’ কবিতায় কার সদৃশ্য
ক) সূর্যের
খ) কবির
গ) রাস্তার বস্ত্রহীন ছেলেটির
ঘ) শোষিত মানুষের

সঠিক উত্তর: (গ)

৩৭. স্যাঁতসেঁতে ঘরের জন্য সূর্যের কাছে সুকান্ত ভট্টাচার্যের চাওয়া হলো-
i. উত্তাপ
ii. আলো
iii. অতিবেগুনি রশ্মি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

৩৮. কোনটিকে সোনার চেয়ে দামি মনে হয়?
ক) কৃষকের চঞ্চল চোখ
খ) সকালের এক টুকরো রোদ্দুর
গ) জলন্ত অগ্নিপিন্ড
ঘ) গরম কাপর

সঠিক উত্তর: (খ)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *