সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ

সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন  দেওয়া আছে। বাংলা বাঙালির কাছে মায়ের মতাে, অত্যন্ত শ্রদ্ধা ও ভালােবাসার বস্তু। পাকিস্তানি বর্বর হানাদাররা পদ্ম- বুড়িগঙ্গার তীরে এসে দস্যুর মতাে এদেশে যে হানা দিয়েছিল বাঙালিরা তার প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে রুখে পঁড়িয়েছে। বাঙালিরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

রূপকথার রাজপুত্র নীলকমল যেমন করে মহাশক্তিধর রাক্ষসের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে রাজকন্যাকে উদ্ধার করেছিল, বাঙালিরা তেমনই যুদ্ধ করে প্রিয় জন্মভূমিকে শত্রুর শাসন-শােষণ থেকে রক্ষা করেছে। পাকিস্তানিরা এদেশে মধ্যরাতে ঘুমন্ত মানুষদের ওপর যে তাণ্ডব চালিয়েছিল, বাঙালি নয় মাস যুদ্ধ করে বিজয় অর্জনের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিয়েছে। নিচে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেখুন।

সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন  ও উত্তর শেয়ার করেছি। এই প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই ছোট প্রশ্ন গুলো পড়ে নিবেন।

১। কামাল চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : কামাল চৌধুরী ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন।

২। কাদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছে?
উত্তর : হানাদারদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছে।

৩। বাঙালির প্রধান খাদ্য কী?
উত্তর : বাঙালির প্রধান খাদ্য ভাত।

৪। বাঙালিকে কারা ভিতু মনে করত?
উত্তর : বাঙালিকে পাকিস্তানিরা ভিতু মনে করত।

৫। রক্তাক্ত হাত মুচড়ে দিতে কত মাস লেগেছে?
উত্তর : রক্তাক্ত হাত মুচড়ে দিতে নয় মাস লেগেছে।

৬। অনার্য অর্থ কী?
উত্তর : অনার্য অর্থ যারা আর্য নয় এমন জাতি।

৭। বর্ণমালা কোথায় ঘােরে?
উত্তর : বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘােরে।

৮। গ্রেনেড কোথায় উঠেছে?
উত্তর : বাঙালির হাতে গ্রেনেড উঠেছে।

৯। প্রতিশােধের দ্বারা কী হবে?
উত্তর : প্রতিশােধের দ্বারা ভােজ হবে।

১০। উদ্বাস্তু অর্থ কী?
উত্তর : উদ্বাস্তু অর্থ বসতবাড়ি থেকে বিতাড়িত বা যার থাকার স্থায়ী আবাসন নেই।

১১। “তােদের অসুর নৃত্য”- কাদের?
উত্তর : পাকিস্তানি সেনাদের।

১২। রক্তাক্ত হাত কাদের?
উত্তর : রক্তাক্ত হাত পাকিস্তানি সেনাদের।

১৩। বুড়িগঙ্গা কোথায় অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা ঢাকার পাদদেশে অবস্থিত।

সাহসী জননী বাংলা কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১৪। ‘সাহসী জননী বাংলা কবিতায় চির কবিতার দেশ বলা হয়েছে কাকে?
উত্তর : ‘সাহসী জননী বাংলা কবিতায় বাংলাদেশকে চির কবিতার দেশ বলা হয়েছে।

১৫। মধ্যরাতে কারা জাগে?
উত্তর : মধ্যরাতে নীলকমলেরা জাগে।

১৬। সাহসী জননী বাংলা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি ‘ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত।

১৭। বাঙালি কী ধরনের জাতি?
উত্তর : বাঙালি অনার্য জাতি।

১৮। কার্তুজ শব্দের অর্থ কী?
উত্তর : কার্তুজ শব্দের অর্থ হলাে বন্দুকের টোটা।

১৯। মৃতের আগুন’ কোথায় চাপা?
উত্তর : মৃতের আগুন বুকে চাপা।

২০। কখন হানাদার আসে?
উত্তর : মধ্যরাতে হানাদার আসে।

২১। ‘কার্তুজ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : কার্তুজ শব্দটি কাটিজ শব্দ থেকে এসেছে।

২২। আপন মনের পাঠশালাতে’ কামাল চৌধুরীর কী ধরনের রচনা?
উত্তর : ‘আপন মনের পাঠশালাতে’ কামাল চৌধুরীর কিশাের কবিতা।

২৩। কবি কামাল চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি কামাল চৌধুরী কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।

২৪। কবিতার হাতে কী উঠেছে?
উত্তর : কবিতার হাতে রাইফেল উঠেছে।

২৫। কামাল চৌধুরী বাংলা কবিতায় কোন ধারার প্রধান প্রতিনিধি?
উত্তর : কামাল চৌধুরী বাংলা কবিতায় পরিত ধারার প্রধান প্রতিনিধি।

২৬। কামাল চৌধুরী কী নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
উত্তর : কামাল চৌধুরী গারাে জনগােষ্ঠীর মাতৃসূত্ৰীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সাহসী জননী বাংলা কবিতার অনুধাবনমূলক প্রশ্ন

এখানে সাহসী জননী বাংলা কবিতার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সংগ্রহ করে দিয়েছি। এই অনুধাবনমূলক প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের খ অংশের জন্য তৈরি করা হয়েছে। এই প্রশ্ন অনুশ্লিন করার মাধ্যমে খ নাম্বারের উত্তর সম্পর্কে জানতে পারবেন।

 ১। ‘ডাকাত পড়েছে গ্রামে’ বলতে কী বােঝানাে হয়েছে?

উত্তর : ‘ডাকাত পড়েছে গ্রামে’ বলতে গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলা চালানােকে বােঝানাে হয়েছে।

হানাদারদের ‘ডাকাত’ বলার কারণ হলাে- ডাকাতরা যেভাবে হঠাৎ করে এসেই মানুষের ওপর হামলা চালায়, হানাদাররাও সেভাবে এলে বর্বরতা চালিয়েছিল। ডাকাতরা সাধারণত দিনে আসে না। যথাযথ খোঁজখবরের মাধ্যমে নিশ্চিত হয়ে রাতের আঁধারে চুপিসারে আসে। তারপর নির্দিষ্ট স্থানে হামলা করে সব লুটে নিয়ে যায়। পাকিস্তানি হানাদাররা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে অতর্কিতে মানুষের ওপর ঝাপিয়ে পড়ে হামলা চালায়। এ কারণেই পাকিস্তানি হানাদারদের ডাকাতের সঙ্গে তুলনা করা হয়েছে।

২। অসুর নৃত্য আর ঠা ঠা হাসি কীভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে?

উত্তর : অসুর নৃত্য আর ঠা ঠা হাসি প্রতিশােধের মাধ্যমে শত্রুদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানি হানাদাররা এদেশের মধ্যে অসুরের “মতাে তাণ্ডব চালিয়েছে। তারা, সমস্ত দেশকে ধ্বংসস্থূপে পরিণত করেছে। অসংখ্য মানুষের প্রাণ হরণ করেছে। মানুষ হত্যার ক্ষেত্রে তারা কোনাে ভেদাভেদ মানেনি। বাঙালির রক্তে তাদের হাত লাল হয়ে গেছে। বাঙালিও তাদেরকে এর উপযুক্ত জবাব দিয়েছে। কঠোর প্রতিরােধের মাধ্যমে তাদের অসুর নৃত্য থামিয়ে দিয়েছে। বন্দুকের গুলি দিয়েই তাদের বন্দুকের গুলির প্রতিবাদ করেছে। এভাবেই তারা অসুর নৃত্য আর ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছে।

৩। “জাগে, নীলকমলেরা জাগে।”- এখানে নীলকমল’। বলতে কী বােঝানাে হয়েছে?

উত্তর : “জাগে, নীলকমলেরা জাগে।”- এখানে নীলকমল’ বলতে মুক্তিযােদ্ধাদের বােঝানাে হয়েছে।

১৯৭১ সালে পাকিস্তানি বর্বর হানাদাররা পদ্মা-বুড়িগঙ্গার তীরে তীরে দস্যুর মতাে হানা দিয়েছে। হত্যা করেছে মানুষ, ধ্বংস করেছে লােকালয়। কিন্তু বাংলার বীর সন্তানেরা রূপকথার রাজকুমারদের মতাে প্রতিবাদ করেছে, প্রতিশােধ নিয়েছে। বীর মুক্তিযােদ্ধারা দীর্ঘদিন লড়াই করেছে, বহু রাত জেগে জনজীবন পাহারা দিয়ে কাটিয়েছে। এদেশকে শত্রুমুক্ত করতে তারা নিঘুম রাত কাটিয়েছে। তাদের ত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে। তারা আমাদের স্বাধীনতার নায়ক, রূপকথার রাজকুমারদের মতাে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ  সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

পিডিএফ সাহসী জননী বাংলা mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর –

সাহসী জননী বাংলা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর -PDF

সাহসী জননী বাংলা – কামাল চৌধুরী। বাংলা কবিতা

বোশেখ কবিতা – আল মাহমুদ। বাংলা ১ম পত্র এস এস সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *