এই পোস্টে ভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি, তাহা নহে; ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কব্জায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁওয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব-পাগলা দেশে। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মন্ত বদ-খেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। নিচে থেকে MCQ প্রশ্নের উত্তর সংগ্রহ করুন।
ভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন
১. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন?
ক.ভাবকে
খ.পরিকল্পনাকে
গ.উদ্যোগকে
ঘ.কাজকে
উত্তরঃ ক
২. কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙাতে হতো?
ক.মন্দিরা-বাঁশি বাজিয়ে
খ.ঢোল-কাঁসি বাজিয়ে
গ.নুপুর-চুরি বাজিয়ে
ঘ. শঙ্খ সানাই বাজিয়ে
উত্তরঃ খ
৩. ভাব ও কাজের তফাৎ কেমন?
ক.রাত-দিন
খ.প্রাণ-নিষ্প্রাণ
গ.যোগ-বিয়োগ
ঘ.আসমান-জমিন
উত্তরঃ গ
৪. নজরুলের মতে ভাবকে নিজের কী হিসেবে তৈরি করে নিতে হবে?
ক.বন্ধু
খ.শত্রু
গ.দাস
ঘ.প্রভু
উত্তরঃ গ
৫. সাময়িক ভাবাবেগের বশে পরিণতি বিচার না করে কাজ করলে কি হয়?
ক.আত্মার শক্তির অপমান হয়
খ.আত্মার শক্তি জাগ্রত হয়
গ.আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয়
ঘ. ক-গ
উত্তরঃ খ
৬. ‘বানভাসি’ শব্দের বাচ্যার্থ কী?
ক.উত্তেজনা
খ.আন্দোলন
গ.সাময়িক গুজব
ঘ. ন্যায় ভাসানো
উত্তরঃ গ
৭. আজ যাহারা মুখে চাদর জড়াইয়া- এখানে কাদের কথা বলা হয়েছে?
ক.যুবসমাজ
খ.স্কুল-কলেজের ছাত্রদল
গ.তরুণসামজ
ঘ. নিঃস্বার্থ-ত্যাগীর দল
উত্তরঃ খ
৮. ‘ভাব ও কাজ’প্রবন্ধে ‘বেচারা’ বলা হয়েছে কাদের?
ক.মহাপুরুষদের
খ.স্কুল-কলেজের ছাত্রদল
গ.ত্যাগী মহাপুরুষদের
ঘ. সত্যিকার দেশকর্মী
উত্তরঃ ঘ
৯. আমাদের দেশটা কেমন?
ক.শস্য শ্যামলা
খ.নদীমাতৃক
গ.মুণী-ঋষী বেষ্টিত
ঘ. ভাব-পাগলা
উত্তরঃ ক
১০. ‘দাদ’ শব্দের অর্থ কী?
ক.বিভোর
খ.নিষ্ফল
গ.প্রতিশোধ
ঘ.প্রতিজ্ঞা
উত্তরঃ ঘ
১১. কুম্ভকর্ণ কে ?
ক.রাবণের পিতা
খ.ইন্দ্রজিতের বাবা
গ.রামের ছোট ভাই
ঘ. রাবণের ছোট ভাই
উত্তরঃ ক
১২. দেশের প্রাণশক্তি কী?
ক.ত্যাগী যারা
খ.রাষ্ট্রনায়করা
গ.তরুণসমাজ
ঘ. দেশপ্রেমিক কর্মী
উত্তরঃ ক
১৩. সহজ জনসাধারণ কোনটি ধরতে পারে না?
ক.সত্যিকার দেশকর্মীদের কর্মকাণ্ড
খ.তরুণসমাজের চিন্তাচেতনা
গ.মুখোশ-পরা ত্যাগী মহাপুরুষদের হঠকারিতা
ঘ.বাঁশীঁ বাদকদের বাঁশীর সুর
উত্তরঃ ঘ
১৪. ‘ভাব ও কাজ’ প্রবন্ধের মূলকথা কী?
ক. ভাবের স্রোতে গা ভাসিয়ে দেয়া
খ.ভাবে উদ্বেল হওয়ার পাশাপাশি কর্মে নিয়োজিত হওয়া
গ.বাস্তব উদ্যোগ গ্রহণ করা থেকে বিরত থাকা
ঘ.পরিকল্পিত কর্মশক্তি সম্পর্কে সচেতন পদক্ষেপ নেয়া
উত্তরঃ ঘ
১৫. কোনটি বস্তুজগতের বিষয়?
ক.ভাব
খ.সাহস
গ.উচ্ছ্বাস
ঘ.কাজ
উত্তরঃ ক
১৬. উদ্দীপকের ইফরানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক.ভাবের দাসে পরিণত হইয়াছে
খ.ভাব ও কাজের সমন্বয় করে নাই
গ.জাগিয়া ঘুমাইয়াছে
ঘ.কুম্ভকর্ণের নিদ্রা ভাঙিয়াছে
উত্তরঃ ক
১৭. সাধারণ দৃষ্টিতে ভাব ও কাজের সম্বন্ধটা কেমন ঠেকে?
ক.ভালো
খ.মন্দ
গ.নিকট
ঘ. দূর
উত্তরঃ খ
১৮. ‘ভাব’কে বাস্তব রূপ দেয় কোনটি?
ক.কল্পনা
খ.প্রেরণা
গ.কাজ
ঘ. সিদ্ধান্ত
উত্তরঃ খ
১৯. ইফরানের জন্য লেখকের কি পরামর্শ হতে পারে?
ক.স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়ে তোল
খ.নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগাইয়ে তোল
গ.ভাবের সুরা পান করো, কিন্তু জ্ঞান হারাইও নো
ঘ. ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাসি করিয়া লও
উত্তরঃ ঘ
২০. ‘স্পিরিট’ শব্দের অর্থ কি?
ক.আত্মার শক্তি
খ.উদ্দীপনা
গ.উৎসাহ
ঘ. উপরের সবগুলোই সঠিক
উত্তরঃ গ
ভাব ও কাজ MCQ
২২. ‘ভাব ও কাজ’ লেখাটি কোন ধরনের সাহিত্য?
ক.ছোটগল্প
খ.প্রবন্ধ
গ.কাহিনি কাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ক
২৩. লেখকের মতে ‘ভাব’ কী?
ক.বাস্তব উল্লাস
খ.অবাস্তব উচ্ছ্বাস
গ.বাস্তব আকাঙ্ক্ষা
ঘ.অবাস্তব আকাঙ্ক্ষা
উত্তরঃ ঘ
২৪. নজরুল ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক.পুষ্পবিহীন সৌরভ
খ. সৌরভবিহীন পুষ্প
গ.পত্রশূন্য-বৃক্ষ
ঘ. বৃক্ষচ্যুত পত্র
উত্তরঃ খ
২৫. যারা অগ্র-পশ্চাৎ বিবেচনা ছাড়াই কাজ করে ‘ভাব ও কাজ’ রচনায় তাদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. কুম্ভকর্ণ
খ. উদমো ষাঁড়
গ.সৌরভবিহীন পুষ্প
ঘ.ত্যাগী ঋষি
উত্তরঃ খ
২৬. ভাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী?
ক.উন্নতি
খ.উত্থান
গ.অমর্যাদা
ঘ.পতন
উত্তরঃ গ
২৭. লোক প্রবাদ অনুযায়ী কত চক্রে ভগবান ভূত?
ক. পাঁচ চক্রে
খ.দশ চক্রে
গ. শত চক্রে
ঘ.হাজার চক্রে
উত্তরঃ খ
২৮. লেখকের মতে সাপ নিয়ে খেলা করতে গেলে দস্তুর মতো কী হওয়া চাই?
ক. বাঁশিবাদক
খ.সাপুড়ে
গ.ওঝা
ঘ. বলবান
উত্তরঃ খ
২৯. কাজী নজরুল ভাবের ঘরে কী করতে নিষেধ করেছেন?
ক.চুক্তি করতে
খ.ঘা দিতে
গ.উঁকি দিতে
ঘ. ঢু মারতে
উত্তরঃ খ
৩০. ভাবের সার্থকতা কিসে?
ক. কল্পনা জগতে অবস্থান করায়
খ. নতুন ভাব উত্পন্ন করায়
গ.কাজে পরিণত হওয়ায়
ঘ. কাজে বাধা সৃষ্টি করায়
উত্তরঃ খ
৩১. মানুষের উত্সাহ স্বল্প স্থায়ী—এই সত্য আমরা কিভাবে শিখেছি?
ক. ঠকে শিখেছি
খ.ঠেকে শিখেছি
গ.জিতে শিখেছি
উত্তরঃ ক
৩২. ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলে কখন কাজ আদায় করে নিতে হবে?
ক.ধীরে-সুস্থে
খ.অনেক দেরিতে
গ.যখন ইচ্ছে হবে
ঘ.যত দ্রুত সম্ভব
উত্তরঃ ক
৩৩. জনগণের মাঝে কোনো বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে কোনটি উদ্দেশ্য হিসেবে থাকা উচিত?
ক.ব্যক্তিগত স্বার্থসিদ্ধি
খ.মানব কল্যাণ
গ.ভাব জগতের উন্নয়ন
ঘ.দ্রুততম সময়ে কার্যসিদ্ধি
উত্তরঃ গ
৩৪. ‘ভাব ও কাজ’ রচনা অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য কী করতে হবে?
ক.কল্পনা বিলাসী হতে হবে
খ.মানসিক শক্তিকে সঠিক পথে চালিত করতে হবে
গ.ভাব জগেক প্রাধান্য দিতে হবে
ঘ.চোখ বন্ধ করে কাজে নামতে হবে
উত্তরঃ খ
৩৫. যিনি মানুষের মাঝে চেতনা জাগিয়ে তুলতে ব্রতী হবেন, তাঁকে হতে হবে কি?
ক. সত্সাহসী
খ. স্বার্থত্যাগী
গ.মহত্প্রাণ
ঘ.উপরের সবগুলোই সঠিক
উত্তরঃ ক
৩৬. হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বের হয়ে এসেছিল-
ক.আত্মত্যাগের উন্মাদনায়
খ.সাময়িক উত্তেজনায়
গ.হুজুগে মেতে
ঘ.খ-গ
উত্তরঃ ক
৩৭. ‘শিক্ষার সফলতা ফলাফলে’ সে অনুযায়ী ভাবের সফলতা কোথায়?
ক.ভাবকে ভাবের মধ্যে রাখলে
খ.ভাবকে ধ্যানে পরিণত করলে
গ.ভাবকে কাজে পরিণত করলে
ঘ.অন্যকে প্রভাবিত করলে
উত্তরঃ ঘ
৩৮. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘দশচক্রে ভগবান ভূত’ এই প্রবাদ বাক্যের ‘দশচক্র’ প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক.অসাধু কর্মী
খ.কর্মবিমুখ মানুষ
গ. কাপুরুষ
ঘ. হঠকারী
উত্তরঃ ঘ
৩৯. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাব-সাধনা করতে বলা হয়েছে কেন?
ক.অন্ধের মতো কাজ করার জন্য
খ.এগিয়ে চলার জন্য
গ. কর্মে শক্তি আনার জন্য
ঘ. ভাবের মাধ্যমে কার্য সাধনের জন্য
উত্তরঃ গ
৪০. ‘ভাবকে তোমার দাস করিয়া লও’ বলতে কী বোঝানো হয়েছে?
ক.ভাবের দ্বারা কার্যসিদ্ধি
খ. ভাবের দাসত্ব বরণ
গ.কাজকে ভাবের দাস বানানো
ঘ.ভাবকে কাজের দাস বানানো
উত্তরঃ খ
৪১. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘কুম্ভকর্ণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. রাবণের বড় ভাইকে
খ.রাবণের ছোট ভাইকে
গ.রাবণের পুত্রকে
ঘ.রাবণের সারথিকে
উত্তরঃ ক
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকেভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। যাদের কঠিন শব্দ গুলো বুঝতে অসুবিধা হয়েছে, তারা উপরের অংশ থেকে শব্দার্থ গুলো পড়ে নিবেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
পিডিএফ ভাব ও কাজ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি
ভাব ও কাজ সৃজনশীল প্রশ্ন উত্তর PDF। ৮ম শ্রেণি
ভাব ও কাজ- কাজী নজরুল ইসলাম। বাংলা গল্প ৮ম শ্রেণি