কালো মেয়েদের কোন রং বেশি মানায়?

BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

কালো মেয়েদের কোন রং বেশি মানায়
কালো মেয়েদের কোন রং বেশি মানায়

কালো মেয়েদের কোন রং বেশি মানায় বা খাপ খায়, সেই বিষয়টি অনেকেরই অজানা। যাইহোক, সবাই সব বিষয়ে জ্ঞাত থাকে না এবং সবাইকে সব রং মানায় না, এটাই স্বাভাবিক। আর আপনাদেরকে জ্ঞাত করতেই আজকের আমাদের এই আর্টিকেল। সচারাচর আমরা যে পোশাকগুলো পরিধান করে থাকি অর্থাৎ যে রঙ্গের পোশাকগুলি পরিধান করি, সেগুলোর কালার আমরা এমনিতেই পছন্দ করে ফেলি। আমাদের সংখ্যাঘরিষ্ঠই কিন্তু কালারের দিকটি বিবেচনা করি না। তবে আপেক্ষিকভাবে আমার নিজের অভিজ্ঞতা হলো অধিকাংশ কালো রং এর মানুষেরা কাপড় সিলেক্ট করার ক্ষেত্রে লাল কালারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ( খাটো মেয়েদের পোশাকের ছবি দেখে নিন )

আমাদের যাদের গায়ের রং কালো, তাঁরা কাপড় মার্কেটে গিয়ে কাপড়ের রং এবং নিজের সাথে ম্যাচ করার বিষয়টিকে ভাবতে ভাবতেই সময় নষ্ট করে ফেলি। অনেকে তো শপিংমলে গিয়ে কাপড় ট্রাই করতেও লজ্জা বোধ করে। যাইহোক, যদি আপনি আপনার গায়ের রঙ্গের সাথে খাটিয়ে কাপড়ের রং সিলেক্ট করতে পারেন, তাহলে আশা করি মনের মধ্যে সংকোচনতাবোধ অনেকাংশে কমে যাবে।

এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে, কালো মেয়েদের কোন রং বেশি মানায়? চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

কালো মেয়েদের কোন রং বেশি মানায়?

কালো মেয়েদের পোশাকের রঙ্গের ক্ষেত্রে প্রধানত ৬টি রং বেশি মানায়। সেগুলো হলো- গ্রে, নীল, সবুজ, লাল, হলুদ ও কালো। এই ছয়টি রং কালো মেয়েদের বেশি মানায়। এছাড়াও নানা রকম ডিজাইনের ঢোলা কাপড় সহ জামাটা এক রঙ্গের গাঢ় রাখতে হবে। বেশি পিটিংস/টাইট কাপড় পড়া হতে বিরত থাকতে হবে।

এখন আমরা কালো মেয়েদের কিছু পোশাকের ছবি দেখবো, যেগুলো তাদের জন্য বেশ উপযু্ক্ত এবং আপনারা আপনাদের জন্য ছবিগুলো হতে যেকোনো একটি পছন্দও করতে পারেন। যেহেতু কালো মেয়েদের তাদের স্কিনের টোনের উপর ভিত্তি করে কাপড় পড়লে বেশি মানায়, তাই রঙ্গের উপর মানান সই করে পোশাক পছন্দ করা একটা শৌল্পিক ব্যাপার।

কালো মেয়েদের বিভিন্ন রঙ্গের পোশাক

প্রতিটি মেয়ে মানুষের উচিত তাদের স্কিন টোনের উপর ভিত্তি করে কাপড়ের রং চয়েজ করা। পাশাপাশি কালার অ্যানালাইসিস করাও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এখানে কালার অ্যানালাইসিস বলতে চুলের কালার, গায়ের কালার/স্কিন টোন, চোখের কালার সহ ইত্যাদির উপর ভিত্তি করে পোশাকের রং নির্ণয় করা। যাইহোক, আলোচনা দীর্ঘায়িত না করে চলুন কালো মেয়েদের যে রং বেশি মানায়, সেটির উপর ভিত্তি করে কয়েকটি পোষাকের ছবি দেখে নিই-

কালো মেয়েদের পোশাক
কালো মেয়েদের পোশাকের ছবি
কালো মেয়েদের নতুন পোশাক
কালো মেয়েদের নতুন পোশাকের ছবি

উপরের ছবিগুলো মূলত কালো মেয়েদেরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। তাই আপনারা একজন কালো মেয়ে হিসেবে আপনি উপরোক্ত পোষাকগুলো হতেও যেকোনো একটি চয়েজ করতে পারেন।

কালো মেয়েদের কোন রং বেশি মানায় নিয়ে শেষ কথা

যেহেতু আজকের আর্টিকেলটিই মূলত কালো মেয়েদের কালার চয়েজের দিকটিকে ফুটিয়ে তোলার জন্যই, তাই কালারের পাশাপাশি কিছু পোশাকেরও ছবি অ্যাড করে দিলাম। যাতে করে কালো মেয়েদের ক্ষেত্রে পোশাক সিলেক্ট করাটা সহজ হয়ে যায়।

আলোচনার শেষার্ধে বলা চলে যে, আজকের আর্টিকেল তথা কালো মেয়েদের কোন রং বেশি মানায়, উক্ত প্রশ্নে উত্তর পেয়ে আমাদের পাঠকগণ উপকৃত হয়েছে। পাশাপাশি আমরা কালো মেয়েদের পোশাকের ছবিগুলো যে তুলে ধরেছি, সেগুলো হতেও আপনারাও যেকোনো একটি চয়েজ করে উপকৃত হবেন।

Leave a Comment