কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৩

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

কুড়িগ্রাম এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন, যা বাংলাদেশের রাজধানী শহর ঢাকা ও উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রাম কে একত্রিত করেছে। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও কুড়িগ্রামের কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। ট্রেনটি যাত্রাপথে নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও রংপুর জেলাকে সংযুক্ত করেছে।

কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২০ সালের ১৬ই অক্টোবর ট্রেনটি উদ্বোধন করা হয়, এবং এর পরের দিন থেকে ট্রেনটি রেলসেবায় যুক্ত হয়। কুড়িগ্রাম জেলার নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয়। ঢাকা-কুড়িগ্রাম রুটে যাত্রীবাহী ট্রেন হিসেবে একমাত্র কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করে। ট্রেনটির বেজ কমলাপুর রেলওয়ে স্টেশন।

প্রিয় যাত্রীগণ আজকের এই পোস্টে আমরা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানব। অনেক যাত্রীগণ ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা সময় এই সময়সূচী ও ভাড়ার তালিকাটি খুঁজে থাকে। তাহলে চলুন আজকের এই পোষ্টের মাধ্যমে কুড়িগ্রাম এক্সপ্রেস সম্পর্কিত সকল যাবতীয় তথ্য জেনে নেই।

কুড়িগ্রাম এক্সপ্রেস

পোষ্টের এই অংশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। আপনি যদি এই ট্রেনের একজন যাত্রী হয়ে থাকেন তাহলে তথ্যগুলো আপনার উপকারে আসতে পারে।

  • পরিষেবা ধরন – আন্তঃনগর ট্রেন
  • বর্তমান পরিচালক – বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল
  • যাত্রা শুরু – কমলাপুর রেলওয়ে স্টেশন
  • যাত্রা শেষ – কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন
  • দূরত্ব – ৪০৫ কিলোমিটার (২৫২ মাইল)
  • গড় যাত্রার সময় – 10 ঘণ্টা 10 মিনিট
  • পরিষেবা ফ্রিকোয়েন্সি – ৬ দিন
  • অপারেটিং গতি – ৯৫ কিলোমিটার পার ঘন্টা

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা শহরের কমলাপুর রেলস্টেশন হতে সপ্তাহে ছয় দিন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশের অনেক যাত্রীগণ ঢাকা থেকে কুড়িগ্রামে যাতায়াত করে থাকে। তাদের জন্য এই ট্রেনটি বেশ উপযোগী। আমি লক্ষ্য করেছি যে অনেকে ইন্টারনেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চেয়েছে।

কমলাপুর রেল স্টেশন থেকে বুধবার ব্যতীত প্রতিদিন রাত ৮ টা ৪৫ মিনিটে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের দিন ভোর 6:15 মিনিটে কুড়িগ্রাম রেল স্টেশনে পৌঁছায়। অল্প কিছু সময় বিরতি নিয়ে ট্রেনটি পুনরায় কুড়িগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৭:১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বিকেল  ৫ টা ২৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

স্টেশনের  নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু কুড়িগ্রাম বুধবার ২০ঃ৪৫ ০৬ঃ১৫
কুড়িগ্রাম টু ঢাকা বুধবার ০৭ঃ১৫ ১৭ঃ২৫

কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধ কবে?

বাংলাদেশের আন্তঃনগর প্রায় সকল ট্রেনেরই সপ্তাহে একদিন বন্ধ থাকে। অনেক সম্মানিত যাত্রীগণ জানতে চেয়েছে যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কবে বন্ধ থাকে। তাই আপনাদেরকে জানাতে চাই যে এ ট্রেনটি প্রতি বুধবার যাতায়াত বিরতি নিয়ে থাকে। ঢাকা থেকে কুড়িগ্রাম অথবা কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা সময় প্রতি বুধবার এ ট্রেন বিরতি নিয়ে থাকে। সুতরাং বুধবার ব্যতীত চাইলে আপনি সপ্তাহের বাকি ছয়দিনের যে কোন দিন এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

কুড়িগ্রাম এক্সপ্রেস কোথায় কোথায় থামে?

ঢাকা থেকে কুড়িগ্রাম জেলার দূরত্ব প্রায় 405 কিলোমিটার। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যাত্রাকালে প্রায় ১০ ঘণ্টার মতো সময় নিয়ে থাকে। দীর্ঘ এ যাত্রায় এই ট্রেনটি চলার পথে বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নেয়। অনেক যাত্রীগণ ইন্টারনেটে কুড়িগ্রাম এক্সপ্রেস কোথায় কোথায় থামে তা জানতে চেয়েছে। তাই আপনাদের সুবিধার্থে নিচের টেবিলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে তার তালিকা শেয়ার করেছি।

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭৯৭) কুড়িগ্রাম থেকে (৭৯৮)
বিমান বন্দর ২১ঃ১২ ১৬ঃ৫০
মাধনগর ০১ঃ২৬ ১২ঃ১০
সান্তাহার ০২ঃ০৫ ১১ঃ৩৫
জয়পুরহাট ০২ঃ৫০ ১০ঃ৪৯
পার্বতীপুর ০৪ঃ০০ ০৯ঃ৩০
বদরগঞ্জ ০৪ঃ২৭ ০৮ঃ৫৭
রংপুর ০৪ঃ৫৫ ০৮ঃ২৬
কাউনিয়া ০৫ঃ১৯ ০৮ঃ০৪

কুড়িগ্রাম এক্সপ্রেস ভাড়ার তালিকা

ভ্রমন করার পূর্বে অবশ্যই আপনাকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে অবগত হওয়া জরুরী। এ ট্রেনে বেশ কয়েক ক্যাটাগরির সিট রয়েছে। এ কারণে টিকিটের ধরন অনুযায়ী ভাড়ার তালিকাটি বিভিন্ন রকম হয়ে থাকে। এই ট্রেনে মূলত শোভন চেয়ার, প্রথম সিট, এসি সিট ও এসি বার্থ সিট রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী যে কোন টিকিট ক্রয় করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে পারেন।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার ৫১০ টাকা
প্রথম সিট ১০১৫ টাকা
এসি সিট ১০১০ টাকা
এসি বার্থ ১৫৭৫ টাকা

সর্বশেষ কথা

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পোস্টে আমি আপনার সাথে ঢাকা থেকে কুড়িগ্রাম জেলা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই ট্রেন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *