মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা – Mother and daughter love and mischief

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা
মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা নিয়ে ইন্টারনেটে রয়েছে অনেক রকম গল্প, উপন্যাস, পদ্য, কবিতা সহ ইত্যাদি। আচ্ছা আমাদের জীবনের সহজ কথাগুলো বলা কি অনেক কঠিন? ঠিক একইভাবে মা –র প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশ করাও কি সেইম কঠিন জিনিস? মা মেয়ের খুনসুটি, দুষ্টুমি আর ভালোবাসা একটি স্নেহের বন্ধনে আবদ্ধ।

আমাদের প্রাণী জগত তথা মানুষের মধ্যে কিছু সম্পর্ক থাকে, যা কোনো কিছুর সাথেই তুলনা করা সম্ভব নয়। আর তেমনি একটি হলো মা-বাবার সাথে সম্পর্ক। পৃথিবীর এমন কিছু নেই যা এই সম্পর্কে পরিমাণ করতে পারবে। মা মেয়ের সম্পর্কের কোনো শেষ নেই। ভালোবাসা ভরপুর থাকে এই সম্পর্কে। জরিপ চালালেও পাওয়া দুষ্কর যে, মা-সন্তানের মধ্যে বিষদ দ্বন্ধ রয়েছে। যাইহোক, মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা পর্বে আমরা চলুন একটি গল্পের মাধ্যমে পুরো আর্টিকেলের মূল ভাব-বস্তু বোঝার চেষ্টা করি। ( বাবাকে নিয়ে সেরা কিছু উক্তি সহ ভালোবাসার ডাইরি পড়ুন )

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা

কি রে রেডি হয়ে এই বিকেলে কই যাচ্ছিস..?

— ছেলে দেখতে যাচ্ছি।

— কোথায়??

— ছেলে দেখতে,  ছেলে দেখতে।  এখন শুনেছ..!

— এ আবার কি রকম কথা?  কি সব উল্টা পাল্টা বলছিস।

— কেন?  কাল  ছেলের পরিবার এসে দেখে গেল।  আজ আমরা দেখতে যাব না।  ছেলে কি রকম?

— তাই বলে তুই দেখবি?

— হ্যা, আমি দেখব। বাবা বেঁচে নেই তাই এখন আমাকে দেখতে হবে।  বলা যায় না কি রকম হবে। তুমিও তো অসুস্থ।

— তাই বলে,  তুই ছেলে কে দেখতে যাবি।

— কেন মা  ,  আমি দেখতে পারি না?  ঘরে বাইরের মানুষের সাথে সম্পর্ক করবে দেখে শুনে করতে হবে না।

— কাল ছেলের মা বাবা কে দেখে মনে হল অনেক ভালো।  কি ভালো ব্যবহার।  তাদের মেয়ে নেই তোর সাথে কত সুন্দর করে কথা বলল।

— না,  আজকাল ওসব দিয়ে বিশ্বাস নেই।  বাবা মা ভালো হলেই যে ছেলে ভালো হবে এরকম কিছু না।

— এসব ঠিক না।  তুই মেয়ে হয়ে ছেলে দেখতে যাবি ঠিক নাকি।

— তুমি আগের যুগে পরে আছো মা,  এখন এসব নেই।

— যতই বল,  মেয়ে বলে কথা..!

— মেয়ে হয়েছি বলে কি মাথা কিনে নিয়েছে না কি..?  আশ্চর্য ..!

— যা তোর যা ইচ্ছা কর,  কিছুই বলব না আমি।

— রাগ করছ কেন মা?  আমি কি আমার বিয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছি না কি?  উপরের তলায় ব্যাচেলর ভাড়া দিবে।  খোঁজ খবর নিব না?

— কিসব ছেলের জন্য তুই বাইরে বের হবি।

— ছেলে থাকবে বাসায় একা।  ছেলের মা বাবা এসে বাসা দেখে গেল।  তাহলে আমারও তো দায়িত্ব ছেলের খোঁজ খবর নেওয়া।

— হুম।

— হুম, বিয়ের জন্য ছেলে দেখছি না মা।  তবে চিন্তা করো না,  বিয়ের জন্য ছেলে দেখতে হলে তোমাকে নিয়ে ই দেখব।😉

— কি দুষ্ট একটা মেয়ে।

— গেলাম তোমার জামাই খুজতে, সরি সরি ভাড়াটে খুজতে… 😂

মা মেয়ের ভালোবাসা

উপরোক্ত কথোপোকথন হতে প্রায় একটি পরিষ্কার ধারণা পাওয়া যায় যে, মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা পৃথিবীতে থাকা অন্য সকল সম্পর্কের মধ্যে কেমন আপন ও অকৃত্রিম ভালোবাসা। যাইহোক, মূলত মা-মেয়ের ভালোবাসা যে প্রকৃত একটি ব্যাপার এবং এখানে কৃত্রিমত্তার কিছুই নেই, সেটিকেই বোঝানোর জ্ঞাতে উপরোক্ত সংলাপটি। আশা করি মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা সম্পর্কে মোটামোটি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। ( স্বপ্ন নিয়ে উক্তি জানুন )

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা নিয়ে শেষ কথা

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা নিয়ে শেষ কথা

একটা কথা আছে যে, মাকে ভালোবাসা ছাড়া পৃথিবীর অন্য কিছুকে ভালোবাসা সম্ভব নয়। পৃথিবীর সকল কিছু উর্ধ্বে মা ও বাবার ভালোবাসা। আর এই ভরপুর ভালোবাসাকে কেন্দ্র করেই পৃথিবীতে অন্তত বেঁচে থাকতে হয়। যেমনটা আজকের আর্টিকেলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ মা তাঁর সন্তানকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করা সহ ইত্যাদি।

যাইহোক, যে সকল পাঠকগণ মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা নিয়ে ছোট গল্প চাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আজকের আমাদের এই আর্টিকেলটি। আশা করি মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা সম্পর্কে জানতে পেরে আপনারা উপকৃত হতে পেরেছেন।

মা মেয়ের দুষ্টুমি আর ভালোবাসা সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *