হাত-পায়ের মেহেদি ডিজাইন ছবি ২০২৩ (Mahadi Digain)

মেহেদি ডিজাইন
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

মেহেদি ডিজাইন
মেহেদি ডিজাইন

মেহেদি ডিজাইন বা ইংরেজীতে যাকে Mahadi Digain / Design বলে। তবে সামগ্রিকভাবে উভয় প্রকার সার্চ ইন্টেন্ড একই থাকে। অর্থাৎ আমরা সবাই মূলত কিছু গর্জিয়াস মেহেদি ডিজাইন এর ছবি দেখতে চাই। যাইহোক, সেই প্রেক্ষিতেই আজকের আমাদের এই আর্টিকেলটি। অর্থাৎ আজকের আর্টিকেলে আমরা এমন কিছু নরমাল মেহেদী ডিজাইন এর ছবি ক্রমান্বয়ে তুলে ধরবো, আমি নিশ্চিত, সেগুলো দ্ধারা আপনারা খুব সহজেই প্রলুব্ধ হয়ে যাবেন সেগুলো নিজের মধ্যে আর্ট করার জন্য। কি, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আপনার নিকট আমার আকুল আবেদন, শুধু মাত্র ধৈর্য্য সহকারে নিম্নে দেওয়া মেহেদি ডিজাইনগুলো দেখুন এবং পরোক্ষণে কমেন্টে আপনার মতামত জানান। তবে আপনি যদি মেহেদি ডিজাইন করার ক্ষেত্রে নতুন হয়ে থাকেন এবং কোন মেহেদি ভালো কিংবা মেহেদি দেওয়া নিয়ম সম্পর্কে না জেনে থাকেন, তাহলে সেগুলোও আমাদের আর্টিকেলগুলো হতে জানতে পারেন। তাহলে চলুন মেহেদি ডিজাইন  ২০২৩ এর ছবিগুলো অগ্রীম দেখে নেওয়া যাক।

Lack of myostatin results in excessive but impaired force generation stanazolol oral my top 5 supplements for muscle growth

 

মেহেদি ডিজাইন ছবি

মেহেদি ডিজাইন ছবি
মেহেদি ডিজাইন ছবি

ফিজিক্যালি এবং অসংখ্য ইন্টারনেট সোর্স/উৎস হতে আমি বেশ অনেকগুলো আকর্ষণীয় নতুন মেহেদী ডিজাইন ছবি কালেক্ট করেছি। যেগুলো দেখলে আমি নিশ্চিত যে, আপনি পছন্দ করবেন এবং আপনার হাত অথবা পা’য়ে সহজে মেহেদি ডিজাইন করতে সক্ষম হবেন। তাহলে আর দেরী কেন? চলুন এক এক করে ক্রমান্বয়ে সবগুলো মেহেদী ডিজাইন এর ছবিগুলো দেখা যাক এবং সেখান হতে যেকোনো একটি বা একাধিক ডিজাইন পছন্দ করি।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের সুবিধার্থে প্রথমে আমরা বেশ কিছু সিম্পল মেহেদি ডিজাইন এর ছবি দেখবো এবং এরপর আমরা ভালো ভালো মেহেন্দি ডিজাইন ছবি দেখে সর্বপরি মেহেন্দি ডিজাইন ছবি ডাউনলোড করার সুবিধার্থে পিডিএফ – PDF ফাইল এর লিংক শেয়ার করবো।

আপনাদের বোঝার সুবিধার্থে সকল ডিজাইনকৃত ছবিগুলোকে দু’টি ভাগে ভাগ করেছি। আর সেগুলো হলো-

  • হাতের মেহেদি ডিজাইন ও
  • পায়ের মেহেদি ডিজাইন

মূলত উক্ত দুটি বিষয়ের উপর ভিত্তি করেই নিম্নে দেওয়া সকল ডিজাইন। প্রথমে আমরা হাতের মেহেন্দি ডিজাইনগুলো দেখবো এবং পরোক্ষণে পায়ের মেহেন্দি ডিজাইনের ছবিগুলো দেখবো। তাহলে চলুন হাত ও পা উভয়ের মেহেদি ডিজাইনের পিকগুলো দেখি-

হাতের মেহেদি ডিজাইন

হাতের মেহেদি ডিজাইন
হাতের মেহেদি ডিজাইন

সাধারণত আমাদের অধিকাংশই মেহেদি হাতেই ব্যবহার করে থাকি। অধিকাংশ বলতে এখানে মোট ব্যবহারকারীর সংখ্যাগরিষ্ঠদের বোঝানো হয়েছে। আর সেই প্রেক্ষিতে হাতের মেহেদি ডিজাইনের পর্বকে কয়েকটি উপ-পর্বে বিভক্ত করে অনেকগুলো মেহেদি ডিজাইনের ছবি তুলে ধরেছি।

হাতের তালুর মেহেদি ডিজাইন

সাধারণত বিভিন্ন ধরনের উৎসবগুলোতে আমরা হাতের তালুর মেহেদি ডিজাইন টাইপস পিকচার খুঁজে থাকি। সুন্দর ও সাবলীল হাতের তালুতে খুব সহজেই ডিজাইন করা যাবে এমন কিছু মেহিদি ডিজাইন হলো-

হাতের তালুর মেহেদি ডিজাইন
হাতের তালুর মেহেদি ডিজাইন এর ছবি
হাতের তালুর মেহেদি ডিজাইন এর পিক
হাতের তালুর নতুন মেহেদি ডিজাইন

সিম্পল মেহেদি ডিজাইন

ইতিমধ্যে সহজে মেহেদি ডিজাইন করার প্রেক্ষিতে আমরা হাতের তালুতে করা যায় এমন কিছু ডিজাইন দেখেছি। কিন্তু এখন আমরা সিম্পল মেহেদি ডিজাইন এর বেশ কিছু ছবি দেখবো, যেগুলো আপনারা দূর্গা পূজা, ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহা তে ব্যবহার করতে পারেন। এছাড়াও নানা রকম ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক উৎসবগুলোতেও সিম্পল মেহেদি ডিজাইনের দেওয়া ছবিগুলো হাতে অঙ্কন বা আর্ট করতে পারেন। চলুন সেই কাঙ্খিত পিকচারগুলো দেখে নিই-

সিম্পল মেহেদি ডিজাইন
সিম্পল নতুন মেহেদি ডিজাইন
সিম্পল মেহেদি ডিজাইনের ছবি
সিম্পল মেহেদি ডিজাইনের পিক

গর্জিয়াস মেহেদি ডিজাইন

মেয়েদের মেহেদি ডিজাইন এর মধ্যে গর্জিয়াস মেহেদি ডিজাইন হলো অন্যতম। সাধারণত এই গর্জিয়াস ডিজাইনগুলো আপনার হাতে খুব সহজেই আর্ট করতে পারবেন পাশাপাশি যারা যারা সিম্পলের মধ্যে বেস্ট ও আকর্ষণীয় ডিজাইন চাচ্ছেন, তাদের জন্য হলো নিম্নে দেওয়া গর্জিয়াস মেহেদি ডিজাইনগুলো। যাইহোক, চলুন এমন কিছু গর্জিয়াস ডিজাইনের ছবি দেখে নিই-

গর্জিয়াস মেহেদি ডিজাইন
নতুন গর্জিয়াস মেহেদি ডিজাইন
গর্জিয়াস মেহেদি ডিজাইন এর ছবি
গর্জিয়াস মেহেদি ডিজাইন এর পিকচার

নরমাল মেহেদী ডিজাইন

আচ্ছা, নরমাল মেহেদী ডিজাইন মূলত কি? সত্যি বলতে যে মেহেদি ডিজাইনগুলো ছোট-বড় সবাই ‍খুব সহজেই ডিজাইন করতে সক্ষম, সেগুলোকেই এখানে নরমাল ডিজাইন বলে আখ্যা দিয়েছি। উক্ত ডিজাইনগুলো আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের মেহেদি ডিজাইন হিসবেও ইউজ করতে পারেন। বাচ্ছাদের হাতের শেইফ ছোট হওয়াই অনেক ক্ষেত্রে আমাদেরকে আর্ট করতে সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে তাদের হাত অনুযায়ী যদি উপযুক্ত কিছু মেহেদী ডিজাইন পাওয়া যায়, তাহলে তাদের গার্ডিয়ান কিংবা কিছু ক্ষেত্রে তাঁরাও নিজে নিজে মেহেদির ব্যবহার সম্পূর্ণ করতে পারে। যাইহোক, চলুন দেখে নিই এমন কিছু নরমাল মেহেদি ডিজাইন-

নরমাল মেহেদি ডিজাইন
নতুন নরমাল মেহেদি ডিজাইন
নরমাল মেহেদি ডিজাইনের নতুন ছবি
নরমাল মেহেদি ডিজাইনের নতুন পিক

হালকা মেহেদি ডিজাইন

এই পর্বে আমরা এমন কিছু হালকা মেহেদি ডিজাইন এর ছবি দেখবো, যেগুলো প্রকৃত পক্ষে সব ধরনের হাতেই সৌন্দর্য তৈরি করবে। অর্থাৎ হাতের শেইফ যেমনই হোক না কেন, আশা করি সবার ক্ষেত্রে উক্ত ডিজাইনকৃত ছবিগুলো উপযুক্ত হবে। যাইহোক, চলুন এমন কিছু হালকা মেহেদি ডিজাইন এর ছবি দেখা যাক-

হালকা মেহেদি ডিজাইন
হালকা মেহেদি ডিজাইনের ছবি
হালকা মেহেদি ডিজাইন এর নতুন ছবি
হালকা মেহেদি ডিজাইন এর নতুন পিকচার

গোল মেহেদি ডিজাইন

ব্যক্তিগতভাবে আমি যতবার আমার হাতে মেহেদি ডিজাইন করেছি, সব সময়ই ডিজাইনের ক্ষেত্রে গোল মেহেদি ডিজাইন করেছি। আর এর অন্যতম কারণ হলো এই ডিজাইনগুলো হাতে বেশ সুন্দরভাবে ফুঁটে উঠে পাশাপাশি ডিজাইন করাও খুব সহজ। যারা যারা মেহেদি ডিজাইন কিভাবে করতে হয় কিংবা এই বিষয় অদক্ষ, তাদের জন্য গোল বা রাউন্ড শেফের মেহেদি ডিজাইন বেশ কার্যকর। এবার চলুন দেখা যাক তেমন আকর্ষণীয় কিছু গোল মেহেদি ডিজাইন কৃত ছবি-

গোল মেহেদি ডিজাইন
গোল মেহেদি ডিজাইন এর কিছু ছবি
গোল মেহেদি ডিজাইন এর ছবি
গোল মেহেদি ডিজাইন এর পিকচার

বিয়ের মেহেদী ডিজাইন ছবি

নানা রকম উৎসবের মধ্যে বিয়ের মধ্যে মেহেদীর ব্যবহার হলো অন্যতম। হোক সেটা মেয়ে কিংবা ছেলেদের বিয়ে। তবে মেয়ে- ছেলেদের বিয়ের মেহেদি ডিজাইন প্রায় একই ধরনের। তাই কিছু ক্ষেত্রে ভেদে কিছু কমন মেহেদি ডিজাইন রয়েছে, যেগুলো আমরা সবাই বিয়ের সময় হাতে ব্যবহার করতে পারি। যাইহোক, এখন চলুন বেশ চমৎকার টি বিয়ের মেহেদি ডিজাইন এর ছবি দেখে নেওয়া যাক-

বিয়ের মেহেদী ডিজাইন ছবি
বিয়ের মেহেদী ডিজাইন এর ছবি
ছেলেদের বিয়ের মেহেদি ডিজাইন
মেয়েদের বিয়ের মেহেদী ডিজাইন এর ছবি

খুব সুন্দর মেহেন্দি ডিজাইন

এখানে খুব সুন্দর মেহেন্দি ডিজাইন বলতে যে ডিজাইনগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি এবং এখনোও করে আসছি। মূলত ইন্টারনেটে প্রচুর পরিমাণ সার্চ হয়ে থাকে ”মেহেদি ডিজাইন” নামে। আর সার্চকৃত অসংখ্য রেজাল্ট হতে মানুষগণ যে যে ডিজাইনগুলো সবচেয়ে বেশি পছন্দ করে থাকে, সেগুলোকেই নিম্নে ক্রমান্বয়ে তুলে ধরা হয়েছে। যেগুলো দেখলে আপনিও পছন্দ করতে বাধ্য হবেন। তাহলে দেরি না করে চলুন খুব সুন্দর সুন্দর মেহেন্দি ডিজাইনের ছবিগুলো দেখে নিই-

খুব সুন্দর মেহেন্দি ডিজাইন
মেয়েদের জন্য খুব সুন্দর মেহেন্দি ডিজাইন
মেয়েদের খুব সুন্দর মেহেন্দি ডিজাইন
ছেলেদের খুব সুন্দর মেহেন্দি ডিজাইন

নতুন মেহেদী ডিজাইন ছবি

সত্যিকার অর্থে নতুন মেহেদী ডিজাইন ছবি বলতে সচারাচর আমরা যে ডিজাইনগুলো দেখতে পাই, মূলত সেগুলো থেকে কিছুটা আলাদা। তবে এমন কোনো বিষয় নয় যে, উক্ত মেহেদী ডিজাইন মাত্র আবিষ্কার করা বা এখনই আর্ট করার জন্য তৈরি হয়েছে। তবে এতোটুকু সত্য যে, এই মেন্দি ডিজাইন তুলনামূলক অনেকটাই নতুন মনে হবে আপনার নিকট। চলুন এমন কিছু নতুন মেহেদি ডিজাইন ছবি দেখে নিই-

নতুন মেহেদী ডিজাইন ছবি
নতুন মেহেদী ডিজাইন এর ছবি
নতুন মেহেদী ডিজাইন এর পিকচার
নতুন মেহেদী ডিজাইন এর পিকচার

উপরোক্ত সবগুলো ছবি ছিল হাতের মেহেদি ডিজাইন এর ভিত্তি করে। এখানে যতগুলো মেহেদির ছবি দেওয়া হয়েছে, আশা করি আপনারা এখান হতে অন্তত একটি হলেও পছন্দ করবেন। কেননা এখানে দেওয়া প্রায় সবগুলো মেহিদি ডিজাইন হলো পাঠকদের পছন্দের পাশাপাশি আমি নিজেও অনেক পছন্দ করেছি। সেই প্রেক্ষিতে আশা করি, যদি আপনি হাতে ডিজাইন করার উদ্দেশ্য ভালো ভালো মেহেদি ডিজাইনকৃত ইমেইজ খুঁজে থাকেন, তাহলে উপরে দেওয়া অসংখ্য ডিজাইনকৃত ছবি থেকে এক বা একাধিক পিকচার চয়েজ করতে সক্ষম হবেন। এবার আমরা পায়ের মেহেদি ডিজাইনকৃত অনেকগুলো ছবি দেখবো।

হাতের মেহেদি ডিজাইন ভিডিও

আপনারা যারা যারা ভিডিও আকারে মেহেদি ডিজাইনের ফটো দেখতে চান অথবা কিভাবে মেহেদি ডিজাইন করতে হয়, সেই সম্পর্কে জানতে চান, তাদের জ্ঞাতে নিম্নে একটি ভিডিও যুক্ত করে দিয়েছি। উক্ত ভিডিওতে শুধুমাত্র হাতে মেহেদি ডিজাইনের সকল ধরনের পদ্ধতি বা উপায় নিয়ে আলোচনা করেছে পাশাপাশি প্র্যাক্টিক্যালও দেখিয়েছে। তাহলে চলুন অল্প সময়ে ভিডিওটি দেখে নিই-

https://youtu.be/WEHvwxg0pCM

উপরোক্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিশ্চিত আরো কয়েকটি সুন্দর সুন্দর নতুন মেহেদি ডিজাইন সম্পর্কে আইডিয়া পাবেন। পাশাপাশি কিভাবে ডিজাইন করা শুরু করতে হয় কিংবা সামগ্রিকভাবে কিভাবে সুন্দর উপায়ে হাতে মেহেদি ডিজাইন করতে হয়, তা নিয়ে বিস্তারিতি ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি, ভিডিওটি দেখলেও উপকৃত হতে পারবেন। চলুন, এবার পায়ের ডিজাইন নিয়ে ডিটেইলস আলোচনা করা যাক।

পায়ের মেহেদি ডিজাইন

পায়ের মেহেদি ডিজাইন
পায়ের মেহেদি ডিজাইন

উপরে আমরা বেশ অনেকগুলো ডিজাকৃত ছবির মাধ্যমে হাতে আর্ট করা মেহেদি ডিজাইন সম্পর্কে জেনেছি, বোঝেছি এবং দেখেছি। এই পর্বে আমরা পায়ের মেহেদি ডিজাইন দেখবো। অর্থাৎ, এই যাবত কালে পায়ে করা যতগুলো মেহেদি ডিজাইন রয়েছে এবং তার মধ্যে যেগুলো বেশ জনপ্রিয় ডিজাইন, সেগুলো দেখবো। বলে রাখা ভালো যে, পায়ে ডিজাইনের ক্ষেত্রে মেয়েরা বেশি এগিয়ে। প্রায় 100% মেয়েই হবে। কারণ ছেলেদের ক্ষেত্রে দেখা যায়, সবাই হাতে ডিজাইন করে। কিন্তু মেয়েদের ইচ্ছা বা শখ যাই বলেন, পায়ে মেহেদি ডিজাইনের ক্ষেত্রে তাঁরা বেশ অনেক এগিয়ে। আচ্ছা যাইহোক, আজকের আর্টিকেলটি কোনো জরিপের চালানোর জন্য নয়। আমরা যারা যারা এখন অবধি আর্টিকেলটি পড়ছি, তাদের সবাই এখন এমন কিছু পায়ের মেহেদি ডিজাইন কৃত ছবি দেখতে চাচ্ছি, যা খুব আকর্ষণীয় এবং সৌন্দর্যপূর্ণ হবে। আর এমনই অনেকগুলো জনপ্রিয় পায়ের মেহিদী ডিজাইনকৃত ছবি নিম্নে দেওয়া হয়েছে। চলুন এক এক করে সবগুলো ছবি দেখে নিই।

মেহেদি ডিজাইন পায়ের

পায়ের মেহেদি ডিজাইন পিক দেখতে আমাদের মাঝে অনেকে হয়তো ইন্টারনেট সার্চ করে থাকে। আর তাদেরকে উদ্দেশ্য করেই আজকের আর্টিকেলের এই পর্ব। মূলত মেহেদি ডিজাইন পায়ের অনেকগুলো ছবি আছে ইন্টারনেটে। কিন্তু আপনি আকর্ষণীয় এবং সাবলীল খুব কম ছবি পাবেন। আর সেইগুলোকে কালেক্ট করেই নিম্নে বেশ অনেকগুলো পায়ে করা মেহেদি ডিজাইন ছবি দেওয়া হলো-

মেহেদি ডিজাইন পায়ের
নতুন মেহেদি ডিজাইন পায়ের

পায়ের সিম্পল মেহেদি ডিজাইন

বর্তমান দিনে ইন্টারনেটে প্রচুর পরিমাণে পায়ের সিম্পল মেহেদি ডিজাইন এর ছবি রয়েছে। আপনি সেখান হতেও যেকোনো একটি বা একাধিক ডিজাইন চয়েজ করে আপনার পায়ে ডিজাইন বা আর্ট করতে পারেন। তবে একটি সুন্দর ও আকর্ষণীয় মেহেদি ডিজাইন যা পায়ে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এমন সিম্পল ডিজাইন পাওয়া বেশ দুষ্কর। যাইহোক, নিম্নে আমি পায়ে ডিজাইন করা যাবে এমন কয়েকটি সিম্পল মেহেদি ডিজাইন তুলে ধরেছি। এবার চলুন সেই ছবিগুলো দেখে নিই-

পায়ের সিম্পল মেহেদি ডিজাইন
পায়ের সিম্পল মেহেদি ডিজাইন এর ছবি

পায়ের মেহেদি ডিজাইন ২০২৩

পায়ের মেহেদি ডিজাইন ২০২৩, ২০২২, ২০২১, ২০২০ কিংবা ২০২৪ সালেও উক্ত ডিজাইনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে সাল মূলত একটি সংখ্যা। যদি কোনো নতুন ডিজাইন সংযুক্ত হয়, তাহলে অবশ্যই আমরা সেগুলো সাল আকারে যুক্ত করে দিবো। যাইহোক, চলুন এখন দেখে নেওয়া যাক ২০২৩ এর আকর্ষণীয় পায়ের মেহেদি ডিজাইন এর ছবিগুলো-

পায়ের মেহেদি ডিজাইন ২০২৩
পায়ের মেহেদি ডিজাইন ২০২৩ এর ছবি

এখানে যে যে পায়ের ডিজাইনগুলোর ছবি দেওয়া হয়েছে, আপনারা এগুলো কোনো রকম দ্ধিধাগ্রস্থতা ছাড়াই আপনাদের পায়ে ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন সহজ ও সুন্দর একটি ডিজাইন চয়েজ করতে।

পায়ের মেহেদি ডিজাইন ভিডিও

আমরা অনেকেই জানি না যে, কিভাবে পায়ে মেহেদি ডিজাইন করতে হয়। আর এই জন্যই অনেকেই রিকোয়েস্ট করেন যে, ভালো ও বোধগম্য পায়ের মেহেদি ডিজাইন ভিডিও সাজেস্ট করতে। ইউটিউব সহ ফেসবুকে অনেক খুঁজাখুজির পর পায়ের মেহেন্দি ডিজাইনের একটি কার্যকারী ভিডিও পেয়েছি। চলুন এবার মনোযোগ সহকারে দেখে নিই সেই ভিডিওটি-

https://youtu.be/eq3sH3fflqQ

আজকের আর্টিকেলে আমরা প্রথমে হাত এবং পরোক্ষণে পায়ে মেহেদি ডিজাইন এর অসংখ্য পিকচার দেখেছি। সেই সাথে কিছু কিছু সাজেশানও পেয়েছি। এবং একই সাথে কিভাবে সুন্দর করে আপনি-আমি ডিজাইন করতে পারবো, সেটি বোঝার প্রেক্ষিতে ভিডিও দেখেছি। পরিশেষে বলা চলে যে, উপরোক্ত  মেহেদির ছবি ও ভিডিও হতে আমরা পা ও হাতে মেহেদি ডিজাইনের ক্ষেত্রে ভালো একটি ধারণা পেয়েছি।

Mahadi Digain নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা

Mahadi Digain নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা

Mahadi Digain বা Mehndi Design অথবা বাংলা যাকে মেহেদি ডিজাইন বলা হয়ে থাকে। বছর নয়, মাসে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে একটি অংশ ইন্টারনেট তথা গুগলে এই টার্মগুলো লিখে সার্চ করে থাকে। আর অবশ্য খুব ভালো ভালো ও আকর্ষণীয় অনেক ছবি/ফটোও রয়েছে একে কেন্দ্র করে। তবে ধারাবাহিকভাবে সাজানো কোনো সোর্স নেই। যে বিধায় বিশাল একটি জনগণের অংশকে কেন্দ্র করে মেহেদি ডিজাইন সম্পর্কিত সকল ধরনের ছবি নিয়ে আজকের আমাদের এই আর্টিকেল। আজকের আর্টিকেলে আমি ২০২২-২০২৩ সালের নতুন মেহেদী ডিজাইন, পায়ের ও হাতের মেহেদি ডিজাইন (leg পায়ের মেহেদি ডিজাইন), ঈদের মেহেদি ডিজাইন ও বিয়ের মেহেদি ডিজাইন, পুজার মেহেদি ডিজাইন, সুন্দর মেহেদি দেওয়ার ডিজাইন, ছোট মেয়েদের মেহেদি ডিজাইন, ছোট মেয়েদের হাতের মেহেদি ডিজাইন, ছোট বাচ্চাদের মেহেদী ডিজাইন, বাচ্চাদের হাতের মেহেদি ডিজাইন, সহজ মেহেদী ডিজাইন ছবি, হাতে মেহেন্দি ডিজাইন, মেহেন্দি ডিজাইন ছবি দেখাও, মেহেন্দি ডিজাইন ছবি ভিডিও, মেহেন্দি ডিজাইন ফটো ছবি, gorgeous mehndi design, arabic mehndi design, bangle mehndi design, সুন্দর মেহেন্দি ডিজাইন সিম্পল সহ ইত্যাদি ধরনের মেহেদি ডিজাইন নিয়ে আলোচনা করেছি। এখানে আমাদের আলোচনাই সীমিত নয়, বরং প্রত্যেকটির সাথে সাথে একটি ভিডিও অ্যাড করেছি এবং একই সাথে 4টি করে অসম্ভব সুন্দর ছবি যুক্ত করেছি।

মেহেন্দি আর্টের ধারাবাহিক পোস্টের পরপর্তী আর্টিকেলগুলো আমরা mehndi design, mehendi design pic, pics of mehndi designs, easy mehndi design, simple mehndi design এই টার্ম বা কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করবো। যাইহোক, মেহেদি ডিজাইন নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। সেগুলো নিম্নে তুলে ধরে এক এক করে উত্তরও দিয়েছি। এবার চলুন কমন কয়েকটি প্রশ্ন যা মেহেদি ডিজাইনকে কেন্দ্র করে জিজ্ঞাসা করে থাকে, সেগুলোর প্রশ্ন-উত্তর সম্পর্কে জানা যাক।

মেহেদি ডিজাইন – Mahadi Digain  নিয়ে প্রশ্ন-উত্তর

মেহেদি সংক্রান্ত আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আর সেগুলোর উত্তরও আমরা খুঁজছি। রাইট? তবে এক সাথে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া বেমানান। তাই নিম্নে আমি কমন কয়েকটি প্রশ্ন নিয়েছি এবং এর উত্তর দিয়েছি, যেগুলোর উত্তর আমাদের অধিকাংশেরই অজানা। যাইহোক, চলুন এক এক করে এসব প্রশ্নের উত্তর জেনে নিই-

কত সময় মেহেদি হাতে রাখা উচিত?

ক্ষেত্রভেদে মেহেদির কার্যকারী রং পেতে ৭-৯ ঘন্টা হাতে রাখা উচিত। তবে বর্তমানে বাজারে অনেক ধরনের কৃত্রিম মেহেদি পাওয়া যায়। যার প্রত্যেকটির আলাদা আলাদা কার্যকারী ক্ষমতা রয়েছে। কিছু কিছু আছে, যার থেকে ইনস্ট্যান্ট রং পাওয়া যায়। যদি আপনি মেহেদির পাতা ব্যবহার করে থাকেন, তাহলে মেহেদি ব্যবহারের পর কমপক্ষে ৮ ঘন্টা হাতে রাখুন। এতে করে আপনি গাঢ় রং পাবেন।

পায়ে মেহেদি দেওয়া কি হারাম?

ইসলামিক শরীয়াহ মোতাবেক, পায়ে মেহেদি দেওয়া জায়েজ। সাধারণত নারীরা সৌন্দর্য বৃদ্ধিকরণে মেহেদি ব্যবহার করে থাকে। আর মেহেদির ব্যবহার শুধু হাতেই নয়, পায়ে, হাতে, মাথায় ও গায়েও ব্যবহার করতে পারেন। অর্থাৎ পায়ে মেহেদি দেওয়া হারাম নয়।

মেহেন্দি দেওয়ার পর হাতে রং হওয়ার কারণ কী?

মেহেদি পাতা যার অন্য আরেকটি নাম হলো হেনা পাতা। বিশেষ করে এটি গ্রামে বেশ পরিচিত। যাইহোক, মেহেদি বা হেনা পাতায় থাকে লসোন বা হেনোট্যানিক অ্যাসিড নামে একটি রঞ্জন উপাদান। যখন আমরা মেহেদি চুলে, নখে বা ত্বকে ব্যবহার করি, তখন ত্বকের কেরাটিন প্রোটিনের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং তা রঙিন করে তোলে। এখন প্রশ্ন করতে পারেন, এই রং কত দিন স্থায়ী থাকবে? এর উত্তর হলো যতদিন না আমাদের ত্বকের উপরিভাগের কোষ মারা যাবে বা চুল/নখ কাটা না হবে ততদিন তা রঙিন থাকবে।

মেহেদি কি চুলের জন্য সত্য উপকারী?

মাথার ত্বক ও চুলের ধরণের উপর ভিত্তি করে কারো চুলের জন্য মেহেদি উপকারী এবং কারো জন্য ক্ষতিকর। যাইহোক, আপনি কিসের জন্য মেহেদি চুলে ব্যবহার করছেন? চুল পড়া নাকি চুল কালার করার জন্য নাকি মাথা হতে খুঁশকি দূর করার জন্য, সেটি হলো দেখার বিষয়। তবে মেহেদি আমাদের মাথা ঠান্ডা রাখে, চুলের মধ্যে প্রাকৃতিক কালার নিয়ে আসে এবং পাশাপাশি মাথার ত্বক হতে খুশকি দূর করে। সামগ্রিকভাবে মেহেদি আমাদের মাথা তথা চুলের জন্য উপকারী।

মাসিক অবস্থায় হাতে মেহেদী লাগানো যায় কি?

ছেলে-মেয়ে উভয়ে সর্ব-অবস্থায় মেহেদি ব্যবহার করতে পারবে। এতে কোনো সমস্যা নেই। তবে যদি আপনি হারাম-হালালের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে থাকেন, তাহলে এর উত্তর হবে- মাসিক অবস্থায়ও হাতে মেহেদী লাগানো যাবে। এতে কোনো সমস্যা বা গুনাহ হবে না।

মেহেদি সবচেয়ে ভালো কোনটি?

সবচেয়ে ভালো মেহেদি জাস্টিফাই করা বেশ কঠিন। তবে বর্তমানে বাজারে বেশ অনেকগুলো মেহেদি প্রচলিত রয়েছে। যার সবগুলোর দামই ৫০ টাকার আশে-পাশে এবং ভুক্তাদের তথ্যমতে, সবগুলোই মেহেদিই ভালো ও কার্যকারী । এমন কয়েকটি ভালো মেহেদির নাম হলো মমতাজ মেহেদি, স্মার্ট, রাঙ্গাপরি, আলমাস, এলিট গোল্ড সহ ইত্যাদি। এগুলো থেকে যেকোনো একটি মেহেদি আপনি ব্যবহারের জন্য পছন্দ করতে পারেন।

এখানে আমরা মাত্র কয়েকটি মেহেদি ডিজাইন – Mehndi Design সংক্রান্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। যদিও আমাদের মনে আরো অনেক ধরনের এই সম্পর্কিত প্রশ্ন রয়েছে। এবং বলা বহুল্য যে, আমরাও আরো অনেকগুলো প্রশ্ন নোট করে রেখেছি। যা পর্যাক্রমে অন্য আর্টিকেলে সংযুক্ত করে দিবো।

মেহেদি ডিজাইন তথা Mehndi Design আর্টিকেলের শেষ পর্যায়ে চলে এসে বলতে চাই যে, উপরোক্ত হাত ও পায়ে ডিজাইন করা যে সমস্ত ছবিগুলো এখানে শেয়ার করেছি, সেগুলো থেকে আশা করি আপনারা একটি বা একাধিক পছন্দ করে আর্ট করতে পারবেন। এতোক্ষণ ধৈর্য সহকারে বাংলাটিচ এর সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ এবং ছেলে ও মেয়েদের মেহেদি ডিজাইন নিয়ে আমাদের পরবর্তী আর্টিকেলগুলো পড়ার আমন্ত্রণ রহিল।

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *