E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...
মেয়েদের আনকমন নামের তালিকা হোক সেটা ধর্মীয় দিক বিবেচনা করে কিংবা সমাজিক বা ব্যক্তি জীবন। সামগ্রিকভাবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নাম রাখা অনেকটাই টাপ ব্যাপার, তবে যদি আমরা চলমান বিভিন্ন ট্রেন্ডকে অনুসরণ করতে পারি, তবে তা খুব সহজেই মেয়েদের আনকমন নাম খুঁজে বের করতে সক্ষম হবো। আর তারই প্রেক্ষিতে আজকের আর্টিকেলে আমরা এমন কিছু মেয়েদের আধুনিক মিষ্টি নাম দেখবো, যেগুলো যেকেউ, যেকোনো ধর্মের লোক কোনো রকম সংকোচনবোধ ছাড়াই তাঁর মেয়ের জন্য চয়েজ করতে পারবে।
এখানে উল্লেখ্য যে, যদিও আমরা সবাই নানা ধরনের ট্রেন্ড দ্ধারা প্রবাবিত, কিন্তু সেই ক্ষেত্রেও আমাদেরকে অন্তত কিছু বিষয় নাম রাখা/সিলেক্ট করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে কি সেই বিষয়গুলো? মূলত ৩ বিষয়কে এই ক্ষেত্রে প্রাধান্য দিতে পারেন। যদিও এর মধ্যে একটি হলো কম গুরুত্বপূর্ণ। যাইহোক, সেই তিনটি বিষয় হলো-
- নামটি স্ব-ধর্মীয় দিক থেকে বিবেচ্য কি-না
- নামটির অর্থ ইতিবাচক নাকি নেতিবাচক এবং
- উক্ত নামের পূর্ব ইতিহাস কেমন
আপনারা নাম রাখার ক্ষেত্রে জাস্ট উপরোক্ত তিনটি বিষয়ের উপর জোর দিতে পারেন। তবে এই ক্ষেত্রে বলা বাহুল্য যে, লাস্ট ওয়ান অর্থাৎ ”উক্ত নামের পূর্ব ইতিহাস কেমন” এই পয়েন্টটিকে তুলনামূলক কম গুরুত্ব দিতে পারেন। কেননা নামের মধ্যে দিয়ে কেউ পরিচয় বহন করে না। যাইহোক, ক্রমশ আমাদের মূল আলোচনা বিলম্বিত হয়ে যাচ্ছে। তাই চলুন এবার আকর্ষণীয় এমন কিছু মেয়েদের আনকমন নাম অর্থসহ জানা যাক।
মেয়েদের আনকমন নাম অর্থসহ
আপনি যদি সিম্পলি ইন্টারনেটে সার্চ করেন যে, মেয়েদের আনকমন নাম অথবা নামের তালিকা, তাহলে আপনি ইরিলেভেন্ট নামের বেশ অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন। যে বিধায় মানুষ সার্চ করেও কিছু কিছু ক্ষেত্রে হতাশ হচ্ছে। যাইহোক, বিভিন্ন রিসোর্স, নানা রকম তথ্য থেকে ও ব্রেইন স্ট্রোমিং করে এখানে আমি বেশ কিছু আনকমন নাম নোট করেছি এবং সেগুলো সম্পূর্ণরূপে আধুনিক। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন মেয়েদের আনকমন নামের তালিকাটি দেখে নিই-
- ফারওয়াহ = Farowa = সম্পদ ধন সমৃদ্ধি
- ইরতিজা = Ertija = অনুমতি
- নিশাত আনান = Nishat Anan = আনন্দ মেঘ
- খায়রুন নিসা = Khairun Nisa = উত্তম রমণী
- নুদার = Nudar = স্বর্ণ
- কিঞ্জল = Kinjol = নদীর তীর জ্ঞানের গঙ্গা
- কুসুমিতা = Kusumita = ফুটেছে এমন ফুল
- কুনিকা = Kunika = ফুল
- নিহিরা = Nihira = সমৃদ্ধি সম্পন্নতা
- সাজেদা = Shajeda = ধার্মিক
- সাদীয়া = Sadia = সৌভাগ্যবর্তী
- সালমা = Salma= প্রশন্ত
- তাসনিম = Tasnim = বেহশতী ঝর্ণা
- হুমায়রা = Humaira = রূপসী
- ফাইরুজ গওহর = Fairuj gawhor = সমৃদ্ধিশীলা মুক্তা
- ফাইরুজ হোমায়রা = Fairuj Humaira = সমৃদ্ধিশীলা
ইতিপূর্বে আমরা বেশ অনেকগুলো সুন্দর সুন্দর আনকমন নাম দেখেছি। আশা করি সবগুলো নামই আপনারা পছন্দ করেছেন এবং এখান হতে যেকোনো একটি বা একাধিক নাম আপনারা চয়েজ করতে সক্ষম হবেন। যাইহোক, যদি এখনো কোনো একটি সিঙ্গেল নামও চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে নিম্নে আরো কিছু মেয়েদের নাম তুলে ধরেছি তালিকা আকারে, সেগুলোও দেখতে পারেন। আশা করি, সেগুলোর মধ্যে একটি নাম পছন্দ করতে পারবেন। চলুন এমন কিছু মেয়েদের নাম দেখে নিই-
- লুবাবা = Lubaba = বিশুদ্ধ পরিষ্কার
- আরওয়া = Aruya = চঞ্চল সুন্দর লালিত্যযুক্ত
- মরিয়া = Moriya = বিশুদ্ধতা সতীত্ব
- সাকিনা = Sakina = শান্ত সুস্থির প্রশান্ত ধর্মপ্রাণ
- আতিয়া = Atiya = দান অনুদান উপহার
- হাবিবাহ = Habiba = প্রিয় অত্যন্ত প্রিয় নবীর একজন আত্মীয়
- সারাহ = Sarah = মহিমা বা গৌরবপূর্ণ মহিলা
- নীলা = Nila = নীল রং
- নীলিমা = Nilima = নীল আকাশ
- কায়রা = Kayra = শান্তিপূর্ণ অদ্বিতীয়
- নীলূফার / নিলুফা = Nilupa = পদ্ম
- নীপা = Nipa = কদম্ব
- আসমা আতিকা = Asma Atika = অতুলনীয় সুন্দরী
- আসমা আতিয়া = Asma Atiya= অতুলনীয় দানশীল
- আফিয়া মাসুমা =Afia Masuma= পুণ্যবতী নিষ্পাপ
- আফিয়া মাজেদা = Afia Majeda = পুণ্যবতী মহতি
- নাফিসা আয়মান = Nafisa Ayman = মুল্যবান শুভ
- নাফিসা গওহার = Nafia Gawhar = মুল্যবান মুক্তা,
- নাফিসা লুবাবা = Nafisa Lubaba = মুল্যবান খাঁটি
ক্রমান্বয়ে আমরা আরো অনেকগুলো নাম সম্পর্কে জেনেছি। ব্যাসিক্যালি নাম চয়েজ করার ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি নজর রাখতে হয়, এখানে সেইগুলো আপনারা এড়িয়ে যেতে পারেন। কারণ এখানে উল্লেখিত সবগুলো আনকমন নাম হলো ক্রাইটেরিয়া ভিত্তিক। অর্থাৎ উপরে যে পয়েন্টগুলো আমরা তুলে ধরেছি, সবগুলো নাম উক্ত ক্রাইটেরিয়ার উপর বেজড করেই তৈরি করা। আর এমন নামই আজকের মেয়েদের আনকমন নামের মধ্যে জায়গা পেয়েছে। তাই কোনো রকম দ্ধিধাগ্রস্থতা ছাড়াই নাম পিক করতে পারেন। যাইহোক, যদি এখনো কোনো একটি সিঙ্গেল নামও চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে নিম্নে আরো্ কিছু আ্নকমন নাম তুলে ধরেছি, যেগুলো আপনি আপনার কণ্যা সন্তানের ক্ষেত্রে নাম রাখার জন্য ব্যবহার করতে পারেন।
- কামরুন = Kamrun = ভাগ্য
- সায়িমা = Sayima = রোজাদার
- শাহানা = Shhina = রাজকুমারী
- শাফিয়া = Shafia = মধ্যস্থতাকারিনী
- নিবাল = Nibal = তীর
- খাদেমা হুসনা = Khadema Husna = পূণ্যবতী সেবিকা
- নিশাত = Nishat = আনন্দ
- নিশাত আফাফ = Nishat Afaf = চারিত্রিক শুদ্ধতা
- নিশাত আফলাহ = Nishat Alfah = আনন্দ অধিক কল্যাণকর
- খুরশিদা জাহান = Khurshida Jahan = সুর্য রশ্মিনী পৃথিবী
- নুজহাত তাবাসসুম = Nujhat Tabassum = প্রফুল্ল হাসি
- কবিতা = Kobita = কবির রচনা
- নায়রা = Nayara = দীপ্তিমান উজ্জ্বল
- কাজল = Kajol = চোখের কাজল কালো বর্ণ
- কিয়ারা = Kiyara = স্পষ্ট উজ্জ্বল
- নুসরাত = Nusrat = সাহায্য
- নিশাত আফাফ = Nishat Afaf = চারিত্রিক শুদ্ধতা
- নিশাত আফলাহ = Nishat Alfa= আনন্দ অধিককল্যাণকর
- নিশাত আনান = Nishat Anan = আনন্দ মেঘ
- নিশাত আনবার = Nishat Anbar = আনন্দ সুগন্ধী
- নিশাত আনজুম = Nishat Anjum = আনন্দ তারা
ইতিমধ্যে আমরা অনেকগুলো আনকমন নাম বাংলা অর্থসহ জেনেছি, যেগুলো মেয়েদের জন্য প্রোপার নাম। আধুনিক মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও উক্ত আনকমন নামগুলো চয়েজ করতে পারেন। যে সকল গার্ডিয়ানরা তাদের মেয়ে সন্তানের জন্য বর্তমান দুনিয়া/বিশ্বের সাথে তাল মিলিয়ে নাম রাখতে চায়, অর্থাৎ মেয়েদের আধুনিক নাম খুঁজে থাকে, তাদের জ্ঞাতার্থেও আজকের আর্টিকেলটি। আপনারা এখানে উল্লেখিত আনকমন নামগুলো মেয়েদের আধুনিক নাম হিসেবে ব্যবহার করতে পারেন। এবার চলুল আরো কিছু এমন নাম সম্পর্কে জাানা যাক-
- তানজুম = Tanjum = তারকা
- মুনতাহা = Muntaha = পরিক্ষিত
- লতিফা = Lotifa = ঠাট্টা
- আনতারা আজিজাহ = Antara Ajijah = বীরাঙ্গনা সম্মানিতা
- সালমা ফাওজিয়া = Salma Fawjia = প্রশান্ত সফল,
- সালমা মাহফুজা = Salma Mahfuja = প্রশান্ত নিরাপদ,
- নাফিসা আতিয়া = Nafisa Atia = মুল্যবান উপহার
- আফিয়া হুমায়রা = Afia Humaira = পুণ্যবতী রূপসী
- আফিয়া ইবনাত = Afia Ebnat = পুণ্যবতী কন্যা
- আফিয়া মাহমুদা = Afia Mahmuda = পুণ্যবতী প্রশংসিতা,
- আফিয়া মালিহা = Afia Maliha = পুণ্যবতী রূপসী
- আসমা আনিকা = Asma Anika = অতুলনীয় রূপসী
- আসমা আনিসা = Asma Anisa = অতুলনীয় কুমারী
- আসমা আকিলা = Asma Akila = অতুলনীয় বুদ্ধিমতী
- রিমা = Rima = সাদা হরিণ
- পাপিয়া = Papiya = সুকণ্ঠি নারী
- নাসরিন = Nasrin = সাহায্যকারী
- মনিরা = Monira = জ্ঞানী
- আফসানা = Afsana = উপকথা
- জারা = Jara = গোলাম
- ফারিয়া = Faria = আনন্দ
- সুলতানা = Sultana = মহারানী
- নাদিরা = Nadia = বিরল
- হালিমা = Halima = দয়ালু
- আকলিমা = Aklima = দেশ
- ইসমাত আফিয়া = Ismat Afia = পূর্ণবতী
আপনারা চাইলেই একটি মেয়েদের একটি আনকমন নাম চয়েজ করে ফেলতে পারেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনি ব্রেইন বা আপনার কনসেপ্ট ব্যবহার করে দেখে নিবেন যে, উক্ত নামটি মেয়েদের ক্ষেত্রে আনকমন নাম কি-না এবং নামের অর্থের সাথে কোনো রকম নেগেটিভিটি সংযুক্ত আছে কি-না। জাস্ট এই জিনিসগুলো মাথায় রেখে কোনো রকম সংকোচন ছাড়াই আপনি আপনার কণ্যা সন্তানের জন্য যেকোনো একটি আনকমন নাম পছন্দ করতে পারেন। চলূন ক্রমান্বয়ে আরো কিছু মেয়েদের আনকমন নাম পড়ে নিই-
- আনিসা তাবাসসুম = Anisha Tabassum = সুন্দর হাসি
- আনিসা তাহসিন = Anisha Tahsin = সুন্দর উত্তম,
- আনতারা আসীমা = Antara Asima = বীরাঙ্গনা সতীনারী
- আনতারা আনিকা = Antara Anika = বীরাঙ্গনা সুন্দরী
- আনতারা আনিসা = Antara Anisha = বীরাঙ্গনা কুমারী,
- আসমা আতেরা = Asma Atera = অতুলনীয় সুগন্ধী
- ফওজিয়া আফিয়া = Fawjia Afia = অর্থ – সফর পূণ্যবতী
- ফওজিয়া ফারিহা = Fawjia Fariha = সফল সুখী
- ফাইরুজ আনিকা = Fawruj Anika = সমৃদ্ধিশীল সুন্দরী
উপরে আমরা মেয়েদের আনকমন নামের তালিকা পড়েছি এবং আশা করি ইতিপূর্বে আমরা মেয়েদের নাম হোক সেটা আধুনিক কিংবা আনকমন, সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়েছি। তাই আরো আশা করি যে, আপনারা মেয়েদের নামের তালিকা হতে যেকোনো একটি নাম পিক করতে সক্ষম হবেন। যাইহোক, মেয়েদের আনকমন নাম রাখার ক্ষেত্রে আরো কিছু বিষয় আমাদেরকে প্রাধান্য দিতে হয়, আর সেগুলো আমরা এখন জানার চেষ্টা করবো। চলুন সেগুলো ধীরে ধীরে জেনে নিই।
মেয়েদের আনকমন নামের তালিকা ইসলামিক
যেহেতু আমাদের আর্টিকেল পড়ার পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি হলো মুসলিম, তাই মেয়েদের আনকমন নামের তালিকা ইসলামিক ওয়েতে ব্যাখ্যা করাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। সাধারণত আমরা সব গার্ডিয়ান চাই যে, আমাদের ছেলে মেয়েদের ইসলামিক নাম হোক আকর্ষণীয় ও আধুনিক। যাইহোক, উপরে যতোগুলো নাম আমি উল্লেখ করেছি, তার অধিকাংশই হলো ইসলামিক নাম। অর্থাৎ, এই ক্ষেত্রে আপনারা সেটি মেয়েদের ইসলামিক আনকমন নাম হিসেবে সেগুলো থ্রেট করতে পারেন। এখানে বলে রাখা ভালো যে, উক্ত নামগুলোর অধিকাংশই সৌদি মেয়েদের ইসলামিক নাম হিসেবেও গণ্য।
সাধারণত বাংলাদেশীদের অধিকাংশ গার্ডিয়ান বর্তমানে তাদের মেয়ে সন্তানের নাম রাখার ক্ষেত্রে নামটি সৌন্দর্যপূর্ণ কি-না, নামটি আধুনিক কি-না সহ ইত্যাদি রিসার্চ করে থাকে। আর সেই জন্যই, আধুনিক নামের মধ্যে মেয়েদের যে নামগুলো ইসলামিক নাম, সেগুলো তুলে ধরেছি। এখন এই আর্টিকেলের মাধ্যমে মেয়েদের জন্য ইসলামিক আনকমন নাম খুঁজে পেতে চাইলে আপনাকে আজকের আর্টিকেলের পুরো তথ্যগুলো মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর আপনি এখান হতে সুন্দর ও আকর্ষণীয় একটি মেয়ের নাম খুঁজে পাবেন।
ইসলামিক আনকমন নাম খুঁজে পাওয়া যদিও অনেক টাপ বা কষ্টকর ব্যাপার, তবে পাঠকদের সুবিধার্থে এখানেও কিছু মেয়েদের ইসলামিক আনকমন নাম সংযু্ক্ত করে দিলাম। চলুন এমন কিছু ইসলামিক আনকমন নাম পড়ে নিই-
- আজরা রাশীদা = Ajra Rashida = কুমারী বিদুষী
- আজরা রুমালী = Ajra Rumali = কুমারী কবুতর
- আজরা সাবিহা = Ajra Sabiha = কুমারী রূপসী
- আজরা সাদিয়া = Ajra Sadia = কুমারী সৌভাগ্যবতী,
- মায়িশা মুমতাজ = Mayisha Mumtaj= সুখী জীবন যাপনকারী মনোনীত
- মায়িশা মুনাওয়ারা = Mayisha Munawara = সুখী জীবন যাপনকারী দীপ্তিমান
- মায়িশা সামিহা = Mayisha Samiya = সুখী জীবন যাপনকারী দানশীল
- মাহফুজা আসিমা = Mahfuja Asima = নিরাপদ সতী নারী
- মাহফুজা আনজুম = mahfuja Anjum = নিরাপদ তারা
- মাহফুজা আনাম = Mahfuja Anam = নিরাপদ মেঘ
- আজরা সাদিকা = Ajra Sadika = কুমারী পুন্যবতী
- আজরা সাজিদা = Ajra Shajida = কুমারী ধার্মিক
- আজরা শাকিলা = Ajra Shakila = কুমারী সুরূপা
- সালমা আফিয়া = Salma Afiya = প্রশান্ত পূণ্যবতী
- সালমা আনিকা = Salma Anika = প্রশান্ত সুন্দরী
- সালমা আনজুম = Salma Anjum = প্রশান্ত তারা
- সালমা ফারিহা = Salma Faria = প্রশান্ত সুখী
- আনিসা শার্মিলা = Anisha Sharmila = সুন্দর লজ্জাবতী
অনলাইন পোর্টাল ও বিভিন্ন ফোরাম হতে উপরোক্ত ইসলামিক নামগুলোই পেয়েছি, যেগুলো একজন ব্যক্তি চাইলেই তার মেয়েদের নাম রাখার ক্ষেত্রে ব্যবহর করতে পারে। যেহেতু এখানে যে সমস্ত মেয়েদের আধুনিক নাম দেওয়া হয়েছে, তার প্রত্যেকটিই ইসলামিক, তাই আপনি বা আমি ইচ্ছা করলেই সদ্য জন্ম নেওয়া মেয়ে বাচ্চার জন্য যেকোনো একটি নাম চয়েজ করে রাখতে পারি। মেয়েদের আনকমন নাম নিয়ে চলুন আরো কিছু তথ্য জানা যাক।
মেয়েদের আনকমন নামের তালিকা নিয়ে শেষ কথা
যেহেতু আজকের আমাদের সম্পূর্ণ আর্টিকেলটিই হলো মেয়েদের আনকমন নামের তালিকা নিয়ে, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নামের লিস্ট তথা তালিকাতে ইউনিক এবং আধুনিক বিশ্বের সাথে খাপ খাবে, এমন নাম তুলে ধরার। আশা করি আপনারা আপনাদের মন মতো করে কিছু নাম সিলেক্ট করে নিবেন।
সাধারণত নাম রাখার ক্ষেত্রে যে কয়েকটি দিক অবশ্যই বিবেচনায় আনতে হবে, সেই দিকগুলো মাথায় রেখেই এখানে উল্লেখিত সমস্ত নামগুলো লিস্ট করেছি। প্রথমত, এখানে সবগুলো নাম হলো মেয়েদের। উক্ত নামগুলো হলো আনকমন নাম যা আধুনিক নাম হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। আর্টিকেলের শেষে দিকে আরো কিছু আনকমন নাম সংযুক্ত করে দিয়েছি। যেগুলো মূলত ইসলামিক নাম। আপনি যদি সবগুলো নামের উপর একবারও মনোযোগ সহকারে চোখ বোলান, তাহলে দেখবেন, সবগুলো নাম হলো ইতিবাচক অর্থবহ নাম। অর্থাৎ সবগুলো নামের অর্থ ইতিবাচক।
যাইহোক, সর্বপরি বলতে চাই যে, আপনি যদি মনোযোগ সহকারে আজকের আর্টিকেল তথা আনকমন নামের তালিকাটি পড়ে থাকেন, তাহলে এখান হতে আপনার মেয়ের জন্য অন্তত একটি নামও চয়েজ করতে সক্ষম হবেন। এবং পাশাপাশি মেয়েদের আনকমন নামের তালিকা টি পড়ে ও নাম চয়েজ করে উপকৃত হতে পারবেন।
মেয়েদের আনকমন নামের তালিকা সম্পর্কে আরো জানতে
E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.