এখানে মানব ধর্ম কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। মানুষ লালনকে তাঁর জাত-পাত সম্পর্কে প্রশ্ন করে জানতে চায়। তারা জানতে চায় তিনি কোন্ ধর্মের লােক বা তাঁর পরিচয়ই বা কী ? এটা মানুষের একটি স্বাভাবিক প্রবণতা সে অন্যের জাত , ধর্ম ইত্যাদি পরিচয় জানতে চায়। মানুষের জিজ্ঞাসার উত্তরে লালন বলেন , তিনি তাঁর নজর বা দৃষ্টি শক্তি দিয়ে বিচার করে জেতের তথা জাতের পরিচয় জানতে সক্ষম হননি। তিনি এ কথা দ্বারা বুঝাতে চেয়েছেন তাঁর কাছে সব মানুষ একই মনে হয়েছে। জাত কীভাবে মানুষকে আলাদা করে তা তিনি বুঝতে পারেননি।
মানব ধর্ম কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
অনেকে মানব ধর্ম কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর খুজতেছিলেন। তারা এই অংশ টুকু পড়ুন। এই অংশে গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর শেয়ার করা হয়েছে। নিচে থেকে প্রশ্ন গুলো সংগ্রহ করুন।
১. মানবধর্ম কবিতায় ‘মালা’ ও ‘তসবি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উপাদান
খ. প্রতীক
গ. যন্ত্র
ঘ. বস্তু
উত্তরঃ খ
২. মানবধর্ম কবিতার মূল বিষয়বস্তু কী?
ক. সমাজের কল্যাণসাধন করা
খ. সমাজে জাতিভেদহীন মনুষ্যধর্ম প্রতিষ্ঠা করা
গ. মানুষের ধর্মভেদ দেখানো
ঘ. মানুষের সম্প্রদায়গত বিভাজন দেখানো
উত্তরঃ খ
৩. ‘মানবধর্ম’ কবিতায় কবি তাঁদের জয়গান গেয়েছেন, যাঁরা—
i. জাত নিয়ে গর্ব করে না
ii. মনুষ্যধর্মকে মূল বলে মনে করে
iii. বংশগত আভিজাত্যে ভোগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৪. ‘লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে।’ এখানে ‘বিকিয়েছে’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অন্তরে স্থান দেওয়া
খ. গুরুত্বহীন মনে করা
গ. ব্যবসায় যোগ দেওয়া
ঘ. বংশের গৌরব করা
উত্তরঃ খ
৫. ‘মানবধর্ম’ কবিতায় ‘লালন’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক. একবার ।
খ. দুবার
গ. তিনবার
ঘ. চারবার
উত্তরঃ গ
৬. ‘জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো’ ‘মানবধর্ম’ কবিতার কোন বক্তব্য উক্তিটিতে ফুটে উঠেছে?
ক. জন্মকুল গুরুত্বহীন
খ. ধর্ম মূল্যবান
গ. জাত গুরুত্বপূর্ণ
ঘ. কর্ম অপ্রয়োজনীয়
উত্তরঃ ক
৭. ‘মানবধর্ম’ কবিতাটির শেষ চরণ কোনটি?
ক. বিকিয়েছে সাত বাজারে
খ. ভিন্ন জানায় পাত্র অনুসারে
গ. জেতের চিহ্ন রয় কার রে
ঘ. জগৎ বেড়ে জেতের কথা
উত্তরঃ খ
৮. ‘জাত গেলো, জাত গেলো বলে; এ কী আজব কারখানা’—উদ্দীপকের সঙ্গে মিল আছে কোন কবিতার?
ক. মানবসমাজ
খ. দুই বিঘা জমি
গ. পাছে লোকে কিছু বলে
ঘ. মানবধর্ম
উত্তরঃ ঘ
৯. সুমনার বাবা মানুষের ধনী-গরিব ভেদাভেদ বিশ্বাস করেন না। সুমনার বাবার মতো ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ কিসে বিশ্বাস করেন না?
ক. ঈশ্বরে
খ. ধনী-গরিবে
গ. ছোটবড়
ঘ. জাতিভেদে
উত্তরঃ ঘ
১০. ‘মানবধর্ম’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ ক
১১. শিক্ষক শ্রেণিকক্ষে বললেন, ‘নারী-পুরুষ কখনো ভেদাভেদ করো না। সকলেই মানুষ।’ উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?
ক. পাছে লোকে কিছু বলে
খ. দুই বিঘা জমি
গ. মানবধর্ম
ঘ. মানবসমাজ
উত্তরঃ গ
মানব ধর্ম কবিতার MCQ প্রশ্নের উত্তর
১২. গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
ক. অভিজ্ঞতা
খ. জ্ঞান
গ. দর্শন
ঘ. রূপ
উত্তরঃ গ
১৩. কোথায় লালন শাহ নিজেকে ফকির হিসেবে উল্লেখ করেছেন?
ক. গঙ্গায়
খ. ধর্মে
গ. গানে
ঘ. সংসারে
উত্তরঃ গ
১৪. ‘কূপজল’ শব্দের অর্থ কী?
ক. কূপ যে জল
খ. কূপের পানি
গ. কুৎসিত কিছু
ঘ. কুয়োর ব্যাঙ
উত্তরঃ খ
১৫. ‘মানবধর্ম’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. অভেদ জাতি
খ. গোত্রের ভেদ
গ. বংশের গৌরব
ঘ. ধর্মের ভিন্নতা
উত্তরঃ ক
১৬. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়।’ এখানে ‘মূলে’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. প্রকৃত স্বরূপে
খ. ধর্ম পরিচয়ে
গ. পাত্র অনুসারে
ঘ. বর্ণ পরিচয়ে
উত্তরঃ ক
১৭. ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’। সব লোকে এ প্রশ্ন করে কেন?
ক. মনুষ্যধর্মই মূল কথা, তারা তা জানে না বলে
খ. জাতপাত নিয়ে বাড়াবাড়ি করে বলে
গ. মানুষের চেয়ে সমপ্রদায়ের পরিচয় বড় ভেবে
ঘ. ধর্মীয়শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেছে বলে
উত্তরঃ ক
১৮. লালন শাহ ‘মানবধর্ম’ কবিতায় জাতের চেয়ে মানবধর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন কেন?
ক. ধর্মশাস্ত্রে বিশেষ জ্ঞানার্জন করায়
খ. সহস্রাধিক গান সৃষ্টি করেছেন বলে
গ. সিরাজ সাঁইয়ের শিষ্য হওয়ায়
ঘ. সর্বদা চিন্তা ও সাধনা মানব নিয়ে করায়
উত্তরঃ ক
১৯. ‘জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা’- লোকে গৌরব করে কেন?
ক. জ্ঞানের অভাব বলে
খ. বংশগৌরবের প্রভাব
গ. আধ্যাত্মবাদী হওয়ায়
ঘ. সাধনহীন বলে
উত্তরঃ ক
২০. ‘যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে।’ এখানে ‘যাওয়া-আসা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অসুখ-বিসুখ
খ. মালা-তসবি
গ. কুয়ো-গঙ্গা
ঘ. জন্ম-মৃত্যু
উত্তরঃ ঘ
২১. লোকে যথা তথা গৌরব করে কেন?
ক. অজ্ঞানতাবশত
খ. শক্তির দম্ভে
গ. রক্তের জোরে
ঘ. ধর্মের তেজে
উত্তরঃ ক
২২. পাত্র অনুসারে জল ভিন্ন জানায় কেন?
ক. জল বর্ণহীন
খ. জল পবিত্র
গ. জল কুয়োয় থাকে
ঘ. জল নানা বর্ণের
উত্তরঃ ক
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে মানব ধর্ম কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
মানব ধর্ম কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ – অষ্টম শ্রেণি
মানব ধর্ম কবিতা – লালন শাহ। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি ২০২৩