বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ

বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। রাজপুতগণ তাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।এ কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা বর্ণিত হয়েছে। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল।

এমন সময় বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে-থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন। রাজপুত যুবক বাবুরের মহত্ত্বে বিস্মিত হয়। সে বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে। মহৎপ্রাণ বাবুর তাকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী নিয়ােগ করেন। নিচে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে দেখেনিন।

বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে। যারা যারা জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করতে চান, তারা এখান থেকে প্রশ্ন গুলো পড়ে নিবেন।

প্রশ্ন-১। বাবুর কোন ব্যাপারটিকে জীবন নেওয়ার চেয়ে কঠিন বলে মনে করেছেন?
উত্তর: বাবুর জীবন দেওয়াকে জীবন নেওয়ার চেয়ে কঠিন বলে মনে করেছেন।

প্রশ্ন-২। ‘খানুয়ার প্রান্তর’ কী?
উত্তর: ‘খানুয়ার প্রান্তর আগ্রার পশ্চিমে অবস্থিত একটি রণক্ষেত্র।

প্রশ্ন-৩। ‘জিনিতে’ শব্দের অর্থ কী?
উত্তর: জিনিতে’ শব্দের অর্থ হলাে জয় করতে।

প্রশ্ন-৪। বাবুর কে ছিলেন?
উত্তর: বাবুর ছিলেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

প্রশ্ন-৫। মসনদ’ শব্দটির অর্থ কী?
উত্তর: মসনদ’ শব্দটির অর্থ সিংহাসন।

প্রশ্ন-৬। করি-শুণ্ড শব্দের অর্থ কী?
উত্তর: করি-শুণ্ড শব্দের অর্থ হাতির শুড়।

প্রশ্ন-৭। গুপ্ত কৃপাণ অর্থ কী?
উত্তর: ‘গুপ্ত কৃপাণ’ অর্থ লুকানাে তলােয়ার।

প্রশ্ন-৮। ‘দণ্ডবিধান’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘দণ্ডবিধান’ শব্দটির অর্থ শাস্তি প্রদান।

প্রশ্ন-৯। সম্রাট বাবুর কত বছর বয়সে সিংহাসনে আরােহণ করেন?
উত্তর: সম্রাট বাবুর ১১ বছর বয়সে সিংহাসনে আরােহণ করেন।

প্রশ্ন-১০। অল্প বয়সে বাবুর কতবার সিংহাসন হারান?
উত্তর: অল্প বয়সে বাবুর দুইবার সিংহাসন হারান।

প্রশ্ন-১১। ‘বাবুর’ শব্দটির অর্থ কী?
উত্তর: বাবুর’ শব্দটির অর্থ সিংহ।

প্রশ্ন-১২। বাবুরের আসল নাম কী?
উত্তর: বাবুরের আসল নাম জহিরউদ্দিন মুহাম্মদ।

প্রশ্ন-১৩। বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: বাবুরের মহত্ত্ব’ কবিতাটি ‘পর্নপুট’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

প্রশ্ন-১৪। বাবুরের মহত্ত্ব’ কবিতায় কার মহানুভবতা বর্ণিত হয়েছে?
উত্তর: বাবুরের মহত্ব’ কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা বর্ণিত হয়েছে।

প্রশ্ন-১৫। লােদি বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: লােদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লােদি।

প্রশ্ন-১৬। পানিপথ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর: পানিপথ যুদ্ধক্ষেত্র দিল্লির উত্তর-পশ্চিমে অবস্থিত।

প্রশ্ন-১৭। পানিপথে কয়টি যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: পানিপথে তিনটি যুদ্ধ সংঘটিত হয়।

প্রশ্ন-১৮। মেবার রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: মেবার রাজ্যের রাজধানীর নাম চিতাের।

প্রশ্ন-১৯। রাজপুত জাতির প্রাচীন শাখার নাম কী?
উত্তর: রাজপুত জাতির প্রাচীন শাখার নাম চৌহান।

প্রশ্ন-২০। বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: বাবুরের মহত্ব’ কবিতাটি লিখেছেন কালিদাস রায়।

প্রশ্ন-২১। রাজপথ থেকে যুবকটিকে উঠিয়ে বাবুর কী বলেছিলেন?
উত্তর: রাজপথ থেকে যুবককে উঠিয়ে বাবুর বলেছিলেন, ‘বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে।

প্রশ্ন-২২। তরুণ যােদ্ধাকে বাবুর কোন পদে নিযুক্ত করেন?
উত্তর: তরুণ যােদ্ধাকে বাবুর তার দেহরক্ষী পদে নিযুক্ত করেন।

বাবুরের মহত্ত্ব কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

প্রশ্ন-২৩। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে কোন রাজপথে ঘুরছিল?
উত্তর: রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল।

প্রশ্ন-২৪। বাবুর রাজপথে পড়ে থাকা মেথুর শিশুকে কীসের কবল থেকে উদ্ধার করেন?
উত্তর: বাবুর রাজপথে পড়ে থাকা মেথর শিশুকে মত্ত হাতির কবল থেকে উদ্ধার করেন।

প্রশ্ন-২৫। কালিদাস রায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২৬। কালিদাস রায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কালিদাস রায় ১৮৮৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২৭। কালিদাস রায় কোন পেশাকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন?
উত্তর: কালিদাস রায় বিদ্যালয়ের শিক্ষকতাকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন।

প্রশ্ন-২৮। কালিদাস তাঁর কবিতায় কীসের সার্থক প্রয়ােগ ঘটিয়েছেন?
উত্তর: কালিদাস তার কবিতায় আরবি-ফারসি শব্দের সার্থক প্রয়ােগ ঘটিয়েছেন।

প্রশ্ন-২৯৷ পাঠান বাদশা ইব্রাহিম লােদি কোথায় মারা যান?
উত্তর: পাঠান বাদশা ইব্রাহিম লােদি পানিপথের যুদ্ধে মারা যান।

প্রশ্ন-৩০। ভারতের লােদি বংশীয় শেষ পাঠান সম্রাটের নাম কী?
উত্তর: ভারতের সােদি বংশের শেষ পাঠান সম্রাটের নাম ইব্রাহিম লােদি।

প্রশ্ন-৩১৷ বাবুর পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেন?
উত্তর: বাবুর পানিপথের যুদ্ধে সুলতান ইব্রাহিম লােদিকে পরাজিত করেন।

প্রশ্ন-৩২। প্রজারঞ্জনে মন দিয়েছিলেন কে?
উত্তর: প্রজারঞ্জনে মন দিয়েছিলেন সম্রাট বাবুর।

প্রশ্ন-৩৩। হিন্দুদের হৃদয় জয় করার জন্য বাবুর কী করেছিলেন?
উত্তর: হিন্দুদের হৃদয় জয় করার জন্য বাবুর সুশাসন করেছিলেন।

প্রশ্ন-৩৪৷ সম্রাট বাবুরকে দেশে ফিরে যেতে বলেছেন কে?
উত্তর: সম্রাট বাবুরকে দেশে ফিরে যেতে বলেছেন সংগ্রাম সিং।

প্রশ্ন-৩৫৷ কোন যুদ্ধে সংগ্রাম সিং-এর পতন হয়?
উত্তর: খানুয়ার যুদ্ধে সংগ্রাম সিং-এর পতন হয়।

প্রশ্ন-৩৬৷ সংগ্রাম সিংকে বাবুর কোথায় পরাজিত করেন?
উত্তর: সংগ্রাম সিংকে বাবুর খানুয়ার প্রান্তরে পরাজিত করেন।

প্রশ্ন-৩৭৷ বাবুরের মহত্ত্ব কবিতায় সম্রাট বাবুর ভারতের কোন অংশ জয় করেছিলেন?
উত্তর: বাবুরের মহত্ত্ব’ কবিতায় সম্রাট বাবুর ভারতের উত্তর অংশ জয় করেছিলেন।

প্রশ্ন-৩৮।  সম্রাট বাবুর কোন জয়কে খাটি জয় বলে মনে করেননি?
উত্তর: সম্রাট বাবুর শুধু রাজ্য জয়কে খাটি জয় বলে মনে করেননি।

প্রশ্ন-৩৯। রণবীর চৌহান কে ছিলেন?
উত্তর: রণবীর চৌহান ছিলেন এক স্বদেশপ্রেমিক রাজপুত যুবক।

প্রশ্ন-৪০। কোন বিশ্ববিদ্যালয় কালিদাসকে ডি.লিট উপাধি প্রদান করে?
উত্তর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কালিদাসকে ডি.লিট উপাধি প্রদান করে।

প্রশ্ন-৪১। ক্ষুদকুঁড়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘ক্ষুদকুঁড়া’ কাব্যগ্রন্থটি কালিদাস রায়ের লেখা।

প্রশ্ন-৪২ রনবীর চৌহন কোথায় তলােয়ার লুকিয়ে রেখেছিলেন?
উত্তর: রনবীর চৌহান কুর্তার নিচে তলােয়ার লুকিয়ে রেখেছিলেন।

প্রশ্ন-৪৩। কালিদাস রায় কবি হিসেবে কোন উপাধিতে ভূষিত হন?
উত্তর: কালিদাস রায় কবি হিসেবে কবিশেখর’ উপাধিতে ভূষিত হন।

প্রশ্ন-৪৪। বাবুরের মহত্ত্বে বিস্মিত হয় কে?
উত্তর: বাবুরের মহত্ত্বে বিস্মিত হয় রাজপুত যুবক।

প্রশ্ন-৪৫। রাজপুত যুবক কার পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে?
উত্তর: রাজপুত যুবক বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে।

পশ্ন-৪৬। বাবুরের মহত্ব’ কবিতায় দিল্লির সিংহাসন দখল করেছিলেন কে?
উত্তর: বাবুরের মহত্ত্ব’ কবিতায় দিল্লির সিংহাসন দখল করেছিলেন সম্রাট বাবুর।

প্রশ্ন-৪৭। বাবুরের ছদ্মবেশে রাজপথে ঘােরার কারণ কী?
উত্তর: প্রজাদের দুঃখ-দুর্দশা, নিজ চোখে অবলােকন করাই বাবুরের ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ।

প্রশ্ন-৪৮। চিতােরের তরুণ যােদ্ধার নাম কী?
উত্তর: চিতােরের তরুণ যােদ্ধার নাম রণবীর চৌহান।

প্রশ্ন-৪৯। কালিদাস রায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কালিদাস রায় ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৫০। বাবুর কীসের ছদ্মবেশ ধরেছিলেন?
উত্তর: বাবুর পর্যটকের ছদ্মবেশ ধরেছিলেন।

শেষ কথা

আশা করছি এই পষ্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

বাবুরের মহত্ত্ব কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ

বাবুরের মহত্ত্ব কবিতা- কালিদাস রায়। অষ্টম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *