এই পোস্টে নদীর স্বপ্ন কবিতার mcq শেয়ার করা হয়েছে। বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতায় নদী এবং নৌকা ভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে। দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে ওঠে তার মনের সাধ পূরণ করতে চায়। নদীর চারপাশের মনোরম দৃশ্যে তার মনে গভীর স্বপ্ন আসে। তার সেই স্বপ্ন পূরণ হয় নৌকায় চড়ে এক নদী থেকে আরেক নদী দেখার মাধ্যমে।
নদীর স্বপ্ন কবিতার mcq
এখানে নদীর স্বপ্ন কবিতার mcq প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে। যারা যারা MCQ প্রশ্নের উত্তর পড়ার জন্য অনুসন্ধান করতেছেন তারা এই অংশ থেকে পড়ুন।
১. বুদ্ধদেব বসু কয়টি পেশা গ্রহণ করেছিলেন?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
২. গান গাওয়া শেষ হলে কানাই মাঝিকে কী বলতে বলেছে?
ক) ছড়া
খ) কবিতা
গ) লোককাহিনি
ঘ) গল্প
সঠিক উত্তর: (ঘ)
৩. মাঝিকে কার বকুনি খেতে হবে না বলে কানাই আশ্বস্ত করছে?
ক) বাবার
খ) মায়ের
গ) বোনের
ঘ) দাদার
সঠিক উত্তর: (ক)
৪. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়টি রঙের পালের কথা উল্লেখ করা হয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৫. কানাই কার বকুনির ভয় পায়?
ক) মায়ের
খ) বাবার
গ) দিদির
ঘ) দাদার
সঠিক উত্তর: (খ)
৬. কোন বানানটি ঠিক?
ক) স্বন্ধ্যা
খ) সন্ধ্যা
গ) সন্ধা
ঘ) সন্ধ্যে
সঠিক উত্তর: (খ)
৭. কানাই কখন মাঝিকে পাল নামাতে বলেছে?
ক) দুপুরে
খ) বিকালে
গ) সন্ধ্যায়
ঘ) রাতে
সঠিক উত্তর: (গ)
৮. কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি, চরণটিতে প্রকাশ পেয়েছে-
ক) আদেশ
খ) নির্দেশ
গ) অনুরোধ
ঘ) অনুনয়
সঠিক উত্তর: (ঘ)
৯. ‘নদীর স্বপ্ন’ কবিতায় সোনা হয়ে জ্বলে-
ক) পদ্মার জল
খ) মায়াবী মানিক
গ) আলোর মানিক
ঘ) সকাল শিশির
সঠিক উত্তর: (ক)
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব বসু কোন বিভাগে পড়াশোনা করেন?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) দর্শন
ঘ) আইন
সঠিক উত্তর: (খ)
১১. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত শব্দগুলো হলো-
i. ঝলমল
ii. ছলছল
iii. ঝুপঝুপ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত নদীর নামগুলো হচ্ছে-
i. পদ্মা
ii. মেঘনা
iii. শোন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. বাবার বকুনি কে একা মাথা পেতে নেবে?
ক) ছোকানু
খ) দিদি
গ) কানাই
ঘ) বাবা
সঠিক উত্তর: (গ)
১৪. বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় প্রকাশিত ‘প্রগতি’ একটি-
ক) মাসিক পত্রিকা
খ) কাব্যগ্রন্ত
গ) গল্পগ্রন্থ
ঘ) দেয়াল পত্রিকা
সঠিক উত্তর: (ক)
১৫. শেষ পর্যায়ে কানািই মাঝিকে কী সম্বোধন করে নৌকায় তুলতে অনুরোধ করেছে?
ক) লক্ষ্মী
খ) ভাইয়া
গ) সোনাভাই
ঘ) দাদাভাই
সঠিক উত্তর: (ক)
১৬. একই সাথে দুরন্ত ও দায়িত্বমীল কারও নাম বলতে বললে তুমি বলবে-
i. নগেনের কথা
ii. বিধুর কথা
iii. কানাইয়ের কথা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭. “কোথায় চলেছো? এদিকে এসো না!” কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে?
ক) কানাইকে
খ) জেলেকে
গ) ছোকানুকে
ঘ) মাঝিকে
সঠিক উত্তর: (ঘ)
১৮. ‘নদীর স্বপ্ন’ কবিতায় সিকি ছাড়াও আনি আছে কার কাছে?
ক) কানাইয়ের
খ) মাঝির
গ) জেলের
ঘ) ছোকানুর
সঠিক উত্তর: (ঘ)
১৯. ‘নদীর স্বপ্ন’ কবিতায় যে যে রঙের পালের কথা রয়েছে-
i. সবুজ, নীল
ii. বেগুনি, বাদামি
iii. লাল, হলুদে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২০. ছোকানুর কাছে কয় আনি ছিল?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
নদীর স্বপ্ন কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
২১. কানাই হালকা নরম হাওয়ায় মাঝিকে কী রঙের পাল তুলে দিতে বলেছিল?
ক) বেগুনি
খ) বাদামি
গ) হলুদ
ঘ) লাল
সঠিক উত্তর: (ঘ)
২২. কানাই-এর দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক) অবাক আকাশে
খ) নৌকার পালে
গ) পাখির ঝাঁকে
ঘ) নদীর বুকে
সঠিক উত্তর: (ক)
২৩. কানাই নৌকায় শুয়ে শুয়ে দেখে-
i. নীল আকাশ
ii. নদীর স্রোত
iii. উড়ন্ত পাখি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৪. বুদ্ধদেব বসুর পেশা ছিল-
i. সাংবাদিকতা
ii. সরকারি চাকুরী
iii. অধ্যাপনা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫. কী দেখে কানািইয়ের চোখ ঝলসে ওঠে?
ক) নীল আকাশ
খ) উড়ন্ত পাখি
গ) রান্নার কারসাজি
ঘ) রূপালি ইলিশ
সঠিক উত্তর: (ঘ)
২৬. বুদ্ধদেব বসু ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় প্রকাশিত মাসিকের নাম কী?
ক) সবুজপত্র
খ) শিখা
গ) প্রগতি
ঘ) কবিতা
সঠিক উত্তর: (গ)
২৭. ধোঁয়া-ওঠা ভাতের সাথে কানাইয়ের কী খুব ভালো লাগে?
ক) ভাপা ইলিশ
খ) ভাজা ইলিশ
গ) সরষে ইলিশ
ঘ) ভুনা ইলিশ
সঠিক উত্তর: (খ)
২৮. রূপালি ইলিশ সাধারণত কোথায় পাওয়া যায়?
ক) পদ্মায়
খ) তিস্তায়
গ) যমুনায়
ঘ) ব্রহ্মপুত্রে
সঠিক উত্তর: (ক)
২৯. কানাই বর্ণিত আকাশের রঙ কেমন?
ক) নীল
খ) আসমানী
গ) গোলাপি
ঘ) বেগুনি
সঠিক উত্তর: (ক)
৩০. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পাওয়া যায়-
i. সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার
ii. উপমার সুনিপুণ ব্যবহার
iii. চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩১. কানাইয়ের বর্ণনায় নদীতে জাল টানলে কী ধরা পড়ে?
ক) বোয়াল মাছ
খ) ইলিশ মাছ
গ) মাগুর মাছ
ঘ) চিতল মাছ
সঠিক উত্তর: (খ)
৩২. গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে কে?
ক) ছোকানু
খ) দিদি
গ) কানাই
ঘ) মা
সঠিক উত্তর: (গ)
৩৩. কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
ক) মায়ের কাছে
খ) বাবার কাছে
গ) ছোকানুর কাছে
ঘ) মাঝির কাছে
সঠিক উত্তর: (ঘ)
৩৪. প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক) বেগুনি
খ) বাদামি
গ) লাল
ঘ) হলুদ
সঠিক উত্তর: (ঘ)
৩৫. মাঝি গান ধরলে তাল দেবে কে?
ক) কানাই
খ) জলের শব্দ
গ) ছোকানু
ঘ) নরম হাওয়া
সঠিক উত্তর: (খ)
৩৬. বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কী?
ক) কল্লোল
খ) কবিতা
গ) নবযুগ
ঘ) ধূমকেতু
সঠিক উত্তর: (খ)
৩৭. বুদ্ধদেব বসু সংশ্লিষ্ট পত্রিকা-
i. প্রগতি
ii. কবিতা
iii. সমকাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৮. গরম ভাত ও ইলিশ ভাজা খাওয়ার সময় ছোকানুকে কল্পনা করা হয়েছে-
ক) আকাশের রানি
খ) নক্ষত্রের রানি
গ) পরীর রানি
ঘ) মাছের রানি
সঠিক উত্তর: (ক)
৩৯. কানাইয়ের হাতের রুপোর সিকিটি ছিল-
ক) ঘষামাজা
খ) বিবর্ণ
গ) ধূসর
ঘ) চকচকে
সঠিক উত্তর: (ঘ)
৪০. ‘নদীর স্বপ্ন’ কবিতাটিতে মোট কতটি রঙের উল্লেখ রয়েছে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
সঠিক উত্তর: (ক)
৪১. “শুয়ে শুয়ে দেখি -” শূন্যস্থানে হবে-
ক) অবাক আকাশ
খ) অবাক পৃথিবী
গ) অবাক দুনিয়া
ঘ) অবাক সাগর
সঠিক উত্তর: (ক)
৪২. কার চোখে ঘুম ঢুলে আসে?
ক) কানাইয়ের
খ) ছোকানুর
গ) মাঝির
ঘ) মায়ের
সঠিক উত্তর: (খ)
৪৩. বুদ্ধেদের বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) বিশ্বভারতী
ঘ) যাদবপুর
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘নদীর স্বপ্ন’ কবিতার সঙ্গে সম্পৃক্ত নয় কে?
ক) ছোকানু
খ) কানাই
গ) দাদা
ঘ) মাঝি
সঠিক উত্তর: (গ)
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে নদীর স্বপ্ন কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
নদীর স্বপ্ন কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর। ৮ম শ্রেণি
নদীর স্বপ্ন কবিতা- বুদ্ধদেব বসু। বাংলা ১ম পত্র ৮ম শ্রেণি
রুপাই কবিতা– জসীমউদ্দীন। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি