এই পোস্টে প্রার্থনা কবিতা টি দেওয়া আছে। পার্থনা কবিতা সুফিয়া কামাল, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তবে অষ্টম শ্রেণির বইয়ের প্রার্থনা কবিতা কায়কোবাদ লিখেছেন। এই পোস্টে কায়কোবাদের লিখিতই পার্থনা কবিতা শেয়ার করা হয়েছে। অনেকে কবিতা টি পড়ার জন্য খুজতেছেন। এখানে কবিতার ব্যাখ্যা, মূলভাব, কবি পরিচিতি ও পাঠ পরিচিতি দেওয়া আছে। তাই এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
প্রার্থনা কবিতা কায়কোবাদ
এখানে প্রার্থনা কবিতা কায়কোবাদ লিখিত কবিতা সংগ্রহ করে দিয়েছি। এখান থেকে সম্পূর্ণ কবিতা পড়তে পারবেন। যারা যারা কবিতা টি পড়তে চান, তারা নিচের অংশ থেকে পড়ে নিন।
প্রার্থনা
কায়কোবাদ
না জানি ভকতি , নাহি জানি স্তুতি ,
কী দিয়া করিব , তােমার আরতি
আমি নিঃসম্বল ।
তােমার দুয়ারে আজি রিক্ত করে
দাড়ায়েছি প্রভাে , সঁপিতে তােমারে
শুধু আঁখি জল ,
বিভাে , দেহ হৃদে বলা
দারিদ্র্য পেষণে , বিপদের ক্রোড়ে ,
অথবা সম্পদে , সুখের সাগরে
ভুলি নি তােমারে এক পল ,
জীবনে মরণে , শয়নে স্বপনে
তুমি মাের পথের সম্বল ;
বিভাে , দেহ হৃদে বল ।
কত জাতি পাখি , নিকুঞ্জ বিতানে
সদা আত্মহারা তব গুণগানে ,
আনন্দে বিহ্বল ।
ভুলিতে তােমারে , প্রাণে অবসাদ ,
তরুলতা শিরে , তােমারি প্রসাদ
দেহ হৃদে কল !
বিভাে , দেহ হৃদে বল ।
তােমারি নিঃশ্বাস বসন্তের বায়ু ,
তব স্নেহ কণা জগতের আয়ু ,
তব নামে অশেষ মঙ্গল !
গভীর বিষাদে , বিপদের ক্রোড়ে ,
নিভে শােকানল !
দেহ হৃদে বল !
প্রার্থনা কবিতার মূলভাব
কবি এ কবিতায় সৃষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্বষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে, সুখে, শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তাঁর অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে।
তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সুখেদুঃখে, শয়নে-স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তিভরে তার কাছে প্রার্থনা জানাই: হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও। আমরা যেন তােমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি।
প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
এই একই কবিতা টি কবি রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছেন। তাই আপনারা চাইলে তার লেখা কবিতাটি পড়ে দেখতে পারেন। তবে যারা অষ্টম শ্রেণিতে পড়েন তাদের জন্য উপরের কবিতা টি দেওয়া হয়েছে।
প্রার্থনা
– রবীন্দ্রনাথ ঠাকুর
চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বাসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি-
পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।।
প্রার্থনা কবিতা সুফিয়া কামাল
পার্থনা কবিতা টি কবি সুফিয়া কামাল লিখেছেন। এখানে সুফিয়া কামালের লিখিত পার্থনা কবিতা দেওয়া আছে। আপনারা চাইলে এই কবিতাও পড়তে পারেন।
প্রার্থনা
– সুফিয়া কামাল
তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কন্ঠে গান
সকলি তোমার দান৷
মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ৷
তাই যেন মোরা তোমারে না ভলি
সরল সহজ সত্ পথে চলি
কত ভাল তমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান৷
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে প্রার্থনা কবিতা কায়কোবাদ পিডিএফ সংগ্রহ পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
পাছে লোকে কিছু বলে কবিতা- কামিনী রায়। অষ্টম শ্রেণি