প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। MCQ PDF

প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে। কবি এ কবিতায় সৃষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্বষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সুখেদুঃখে, শয়নে-স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তিভরে তার কাছে প্রার্থনা জানাই: হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও। আমরা যেন তােমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। নিচে থেকে mcq প্রশ্নের উত্তর গুলো পড়ুন।

প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

এখানে প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এর সাথে সঠিক উত্তর গুলো পেয়ে যাবেন। আপনাদের পাঠ্য বইয়ে এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া নেই। তাই অতিরিক্ত প্রশ্ন অনুশীলন করতে নিচের দেওয়া mcq গুলো পড়ে নিবেন।

১. কার আসল নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী?

ক. মমতাজ উদ্দীন আহমদ
খ. কবির আহমেদ
গ. মুস্তাফা মনোয়ার
ঘ. কায়কোবাদ

উত্তরঃ ঘ 

২. কায়কোবাদ নিজ গ্রামে কিসের দায়িত্ব পালন করেন?

ক. শিক্ষকতা
খ. পোস্টমাস্টার
গ. গ্রামের সভাপতি
ঘ. জমিদারি

উত্তরঃ খ 

৩. কবি কায়কোবাদের মৃত্যু হয় কত সালে?

ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৫৩
ঘ. ১৯৫৪

উত্তরঃ ক 

৪. কবি কায়কোবাদ বিপদে-আপদে সুখের সময়ে বিধাতার কাছে কোনটি চান?

ক. শক্তি
খ. সাহস
গ. শান্তি
ঘ. করুণা

উত্তরঃ ক 

৫. কবি প্রভুকে কী সঁপিতে দাঁড়িয়েছেন?

ক. আবেদন-নিবেদন
খ. স্তুতি
গ. ভক্তি
ঘ. আঁখিজল

উত্তরঃ ঘ 

৬. ‘অশ্রুমালা’ কাব্যটি কার রচনা?

ক. জসীমউদ্​দীনের
খ. জীবনানন্দ দাশের
গ. মাইকেল মধুসূদন দত্তের
ঘ. কায়কোবাদের

উত্তরঃ ঘ 

৭. ‘মহাশ্মশান’ কবি কায়কোবাদের কোন ধরনের রচনা?

ক. মহাকাব্য
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. ছোটগল্প

উত্তরঃ ক 

৮. ‘প্রার্থনা’ কবিতায় ‘আমি নিঃসম্বল’-এর পরের চরণ কোনটি?

ক. তুমি মোর পথের সম্বল
খ. তোমারি দুয়ারে আজি রিক্ত করে
গ. তোমারি নিশ্বাসে বসন্তের বায়ু
ঘ. তব স্নেহকণা জগতের আয়ু

উত্তরঃ খ 

৯. ‘প্রার্থনা’ কবিতায় বিধাতার দুয়ারে কবি কী নিয়ে দাঁড়িয়েছেন?

ক. শূন্য হাতে
খ. সম্বল নিয়ে
গ. শোকানলসহ
ঘ. অবসাদ নিয়ে

উত্তরঃ ক 

১০. ‘প্রার্থনা’ কবিতায় কবি স্রষ্টাকে কী সমর্পণ করেছেন?

ক. স্তুতি
খ. ভক্তি
গ. অশ্রু
ঘ. আরতি

উত্তরঃ গ 

১১. ‘চারু’ শব্দের অর্থ কী?

ক. তরুলতা
খ. সুন্দর
গ. চঞ্চল
ঘ. বৃক্ষ

উত্তরঃ খ 

১২. ‘প্রার্থনা’ কবিতায় পাখিরা কী করে?

ক. কিচিরমিচির করে
খ. ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়
গ. স্রষ্টার গুণগান করে
ঘ. কুঞ্জন করে

উত্তরঃ গ 

১৩. ‘প্রার্থনা’ কবিতায় ‘জীবনে–মরণে, শয়নে–স্বপনে’-এর পরের চরণ কোনটি?

ক. তুমি মোর পথের সম্বল
খ. তোমারি দুয়ারে আজি রিক্ত করে
গ. আনন্দে বিহ্বল
ঘ. নিভে শোকানল

উত্তরঃ ক 

১৪. ‘ক্রোড়’ শব্দের অর্থ কী?

ক. কোল
খ. মাথা
গ. আঁচল
ঘ. ফুলের কুঁড়ি

উত্তরঃ ক  

প্রার্থনা কবিতার MCQ প্রশ্ন

এখানে প্রার্থনা কবিতার MCQ প্রশ্ন হয়েছে। অনেকে গুগলে MCQ প্রশ্ন পড়ার জন্য খুজতেছিলেন। তারা এখান থেকে সঠিক উত্তর সহ প্রশ্ন গুলো পড়ে নিন।

১৬. কবি কায়কোবাদের ছেলেবেলা থেকেই কবিতা লেখায় হাতেখড়ি হয়। এখানে ‘হাতেখড়ি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. কোনো কিছুতে প্রথম হস্তক্ষেপ
খ. শিখিয়ে পড়িয়ে মানুষ করা
গ. কারও দ্বারা বিশেষভাবে শিক্ষা
ঘ. স্বহস্তে কাজ করে এমন

উত্তরঃ ক 

১৭. প্রার্থনা কবিতায় ‘আমি নিঃসম্বল!’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. দরিদ্রতা
খ. অসহায়ত্ব
গ. সম্বলহীন
ঘ. অভাবগ্রস্ত

উত্তরঃ খ 

১৮. ‘দেহ হৃদে বল’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. দেহ ও মনে বল
খ. দেহ, হৃদয় ও বল
গ. মনে শক্তি দাও
ঘ. দেহ হৃদয়ের কথা বলে

উত্তরঃ গ 

১৯. ‘ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. স্রষ্টাকে তিনি ভুলে যেতে চান
খ. স্রষ্টাকে ভুলে যাওয়া উচিত নয়
গ. স্রষ্টাকে ভুলতে হৃদয়ে ব্যথা অনুভব করেন
ঘ. হৃদয় তাঁর স্রষ্টার প্রেমে পাগল

উত্তরঃ গ 

২০. ‘তুমি মোর পথের সম্বল’—এখানে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. সৃষ্টিকর্তা
খ. আবিষ্কারক
গ. উত্পাদক
ঘ. উদ্ভাবক

উত্তরঃ ক 

২১. নিকুঞ্জ বিতানে পাখিরা কেন সদা আত্মহারা?

ক. বিধাতার গুণকীর্তনে
খ. নিজেদের গুণকীর্তনে
গ. মানুষের গুণকীর্তনে
ঘ. প্রকৃতির গুণকীর্তনে

উত্তরঃ ক 

২২. কবি কায়কোবাদ ক্রমাগত লিখে গেছেন—

ক. জ্ঞানচর্চার মাধ্যমে
খ. আপন সাধনার মাধ্যমে
গ. আপন স্বভাবে
ঘ. আপন মনে

উত্তরঃ গ 

২৩. ‘একাগ্র হৃদয়ে স্মরিলে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. নীরবে
খ. একনিষ্ঠভাবে
গ. আড়ালে
ঘ. প্রার্থনায়

উত্তরঃ ক 

২৪. ‘মানুষ সবকিছু ত্যাগ করলেও তার মনের গহীনে স্রষ্টার ভালোবাসা লুক্কায়িত থাকে, তাই বিপদে–আপদে সে তাঁকেই কামনা করে।’—উদ্দীপকের সঙ্গে কোন কবিতার সাদৃশ্য রয়েছে?

ক. নারী
খ. রুপাই
গ. প্রার্থনা
ঘ. মানবধর্ম

উত্তরঃ গ 

২৫. ‘ভুলিনি তোমারে এক পল’—এখানে ‘এক পল’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. প্রতিমুহূর্তে
খ. প্রতিদিন
গ. প্রতি সময়ে
ঘ. নিশ্বাসে-প্রশ্বাসে

উত্তরঃ ক 

২৬. ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী।’

উদ্দীপকের ভাবটি নিচের কোন পঙ্​ক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. সদা আত্মহারা তব গুণগানে
খ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
গ. তরুলতা শিরে, তোমারি প্রসাদ
ঘ. তোমারি নিশ্বাস বসন্তের বায়ু

উত্তরঃ গ  

শেষ কথা

এই পোস্টে প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। আশা করছি এই পষ্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে প্রার্থনা কবিতার বহুনির্বাচনী mcq  প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে।

আরও দেখুনঃ

প্রার্থনা কবিতা কায়কোবাদ। বাংলা ১ম পত্র অষ্টম শ্রেণি- PDF

পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *