তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা MCQ প্রশ্ন উত্তর- পিডিএফ

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা MCQ
ekram145
UX/UI Designer at - Adobe

Sharing is caring!

এই পোস্টে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা mcq পিডিএফ দেওয়া আছে। তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বস্তরের বাঙালি নারী-পুরুষের সংগ্রামী চেতনা এবং তাদের মহান আত্মত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে। এ কবিতায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের চিত্র প্রতিফলিত হয়েছে।

তারা এদেশের নিরীহ বাঙালির ওপর ঝাপিয়ে পড়ে গণহত্যা চালায়। ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ এদেশের সাধারণ মানুষকে তারা নির্বিচারে হত্যা করে, আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি-বন্তি পুড়িয়ে দেয়। নিচে থেকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেখুন।

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা MCQ

এখানে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা mcq প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এই mcq প্রশ্ন গুলো বইয়ের মধ্যে দেওয়া নেই। তাই এই প্রশ্ন গুলো এখান থেকে পড়ে নিবেন অথবা সংগ্রহ করে নিবেন।

১. শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি ছিল?
(ক) এই পথ এই কোলাহল
(খ) প্রেমাংশুর রক্ত চাই
(গ) গৃহযুদ্ধের আগে
(ঘ) নূরুলদীনের সারাজীবন

২. কোনটি শামসুর রাহমানের অন্যতম কাব্যগ্রন্থ?
(ক) মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই
(খ) বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
(গ) প্রেমাংশুর রক্ত চাই
(ঘ) এসেছি নিজের ভোরে

উত্তরঃ ক

৩. শামসুর রাহমানের মৃত্যুতারিখ কোনটি?
(ক) ১৭ই আগস্ট ২০০৪
(খ) ২৪শে অক্টোবর ২০০৪
(গ) ১৭ই আগস্ট ২০০৬
(ঘ) ২৪শে অক্টোবর ২০০৬

উত্তরঃ গ

৪. স্বাধীনতা আসবে বলে কার কপাল ভাঙল?
(ক) হরিদাসীর
(খ) সাকিনা বিবির
(গ) অনাথ কিশোরীর
(ঘ) মোল্লাবাড়ির বিধবার

উত্তরঃ খ

৫. রিকয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র- এখানে কিসের চিত্র প্রকাশিত হয়েছে?
(ক) নির্মম হত্যাযজ্ঞের
(খ) সম্মিলিত প্রতিরোধের
(গ) সামরিক অনুশীলনের
(ঘ) আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার

উত্তরঃ ক

৬. কার সিঁথির সিঁদুর মুছে গেল? [Answer Hints: গ]
(ক) সুমতির
(খ) রেণুমালার
(গ) হরিদাসীর
(ঘ) অঞ্জলীর

উত্তরঃ গ

৭. শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো?
(ক) কালো
(খ) হলুদ
(গ) জলপাই
(ঘ) জাম

উত্তরঃ গ

উত্তরঃ খ

৮. শামসুর রাহমান কোন কাজে একনিষ্ঠভাবে নিয়োজিত ছিলেন?
(ক) কাব্য সাধনায়
(খ) শিক্ষকতায়
(গ) বিজ্ঞান গবেষণায়
(ঘ) মানবসেবায়

উত্তরঃ ক

৯. কাদের জীবনের আশা-আকাক্সক্ষা হতাশার কথা শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে?
(ক) উচ্চবিত্তদের
(খ) মধ্যবিত্তদের
(গ) নিম্নবিত্তদের
(ঘ) উচ্চ মধ্যবিত্তদের

উত্তরঃ খ

১০. শামসুর রাহমান কোথা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
(খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
(গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

উত্তরঃ ক

১১. জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো?
(ক) হাতির মতো
(খ) সিংহের মতো
(গ) দানবের মতো
(ঘ) উন্মত্তের মতো

উত্তরঃ গ

১২. কোনগুলো যত্রতত্র খই ফোটাল?
(ক) রাইফেল, মেশিনগান
(খ) পিস্তল, গ্রেনেড
(গ) স্টেনগান, কামান
(ঘ) হাতবোমা, রকেট লাঞ্চার

উত্তরঃ ক

১৩. নিচের কোনটি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
(ক) বাংলার মাটি বাংলার জল
(খ) বুক তার বাংলাদেশের হৃদয়
(গ) অগ্নি ও জলের কবিতা
(ঘ) মিছিলের সমান বয়সী

উত্তরঃ খ

১৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার পিতামাতা হানাদারদের হত্যাযজ্ঞের শিকার হয়েছে?
(ক) হরিদাসীর
(খ) অবুঝ শিশুর
(গ) থুত্থুরে বুড়োর
(ঘ) রুস্তম শেখের

উত্তরঃ খ

১৫. স্বাধীনতার প্রতীক্ষায় থুত্থুরে বুড়ো কোথায় বসে আছেন?
(ক) বৃদ্ধাশ্রমে
(খ) পথের ধারে
(গ) ঘরের দাওয়ায়
(ঘ) বিধ্বস্ত বাস্তুভিটায়

উত্তরঃ গ

১৬. স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করল?
(ক) ঘোড়া
(খ) কুকুর
(গ) বিড়াল
(ঘ) হাতি

উত্তরঃ খ

১৭. অবুঝ শিশু কিসের ওপর হামাগুড়ি দিল?
(ক) বাস্তুভিটার ভগ্নস্তূপের ওপর
(খ) জলপাই রঙের ট্যাঙ্কের ওপর
(গ) নতুন নিশানের ওপর
(ঘ) পিতামাতার লাশের ওপর

উত্তরঃ ঘ

১৮. শামসুর রাহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে?
(ক) প্রাচীন কাব্যধারার
(খ) মধ্যযুগীয় কাব্যধারার
(গ) আধুনিক কাব্যধারার
(ঘ) অতি আধুনিক কাব্যধারা

উত্তরঃ ঘ

১৯. কবিতায় উপমা ও চিত্রকল্প ব্যবহারে শামসুর রাহমান কোনটিকে অবলম্বন করেছেন?
(ক) বিজ্ঞান
(খ) শহর
(গ) প্রকৃতি
(ঘ) মানুষ

উত্তরঃ গ

২০. স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেল?
(ক) শহরের পর শহর
(খ) গ্রামের পর গ্রাম
(গ) বনের পর বন
(ঘ) মাঠের পর মাঠ

উত্তরঃ খ

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বহুনির্বাচনি

এই অংশে আরও কিছু তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বহুনির্বাচনি শেয়ার করেছি। যারা যারা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পড়ার জন্য খুজতেছিলেন, তারা এখান থেকে এই প্রশ্ন গুলো পড়ে নিবেন।

২১. দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিল?
(ক) পাকসেনা
(খ) ট্যাঙ্ক
(গ) হরিদাসী
(ঘ) স্বাধীনতা

উত্তরঃ খ

২২. উদ্দাম ঝড়ে মতলব মিয়া কী বলে নৌকা চালায়?
(ক) আলী আলী
(খ) গাজী গাজী
(গ) হেঁইয়ো হেঁইয়ো
(ঘ) জয় বাংলা জয় বাংলা

উত্তরঃ খ

২৩. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা
ছাত্রাবাস বস্তি উজাড় হলো – ‘ছাত্রাবাস বস্তি উজাড় হলো’ এ পঙ্ক্তিতে কিসের চিত্র আছে?
(ক) স্বাধীনতার সুর
(খ) ধ্বংসের চিত্র
(গ) গণ-আন্দোলনের রূপ
(ঘ) মুক্তিযুদ্ধের পটভূমি

উত্তরঃ খ

২৪. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯১৯ সালে
(খ) ১৯২৫ সালে
(গ) ১৯২৯ সালে
(ঘ) ১৯৩৫ সালে

উত্তরঃ গ

২৫. শামসুর রাহমানের জন্মতারিখ কোনটি?
(ক) ১৯শে আগস্ট ১৯১৯
(খ) ২৪শে অক্টোবর ১৯১৯
(গ) ২৯শে আগস্ট ১৯২৯
(ঘ) ২৪শে অক্টোবর ১৯২৯

উত্তরঃ ঘ

২৬. শামসুর রাহমানের জন্মস্থান কোনটি?
(ক) ঢাকা
(খ) নরসিংদী
(গ) চট্টগ্রাম
(ঘ) মানিকগঞ্জ

উত্তরঃ ক

২৭. শামসুর রাহমানের বাবার নাম কোনটি?
(ক) মাহমুদুর রহমান
(খ) মোস্তাফিজুর রহমান
(গ) মোখলেসুর রহমান
(ঘ) মাসুদুর রহমান

উত্তরঃ গ

২৮. শামসুর রাহমানের মায়ের নাম কী?
(ক) সালমা বেগম
(খ) আমেনা খাতুন
(গ) রহিমা খাতুন
(ঘ) সালেহা বেগম

উত্তরঃ খ

২৯. বাতাসে উদাস দাওয়ায় বসে থাকা থুত্থুরে বুড়োর কী নড়ছে?
(ক) দাড়ি
(খ) চুল
(গ) রুমাল
(ঘ) গামছা

উত্তরঃ খ

৩০. স্বাধীনতার প্রত্যাশায় দগ্ধ ঘরের খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে?
(ক) মোল্লাবাড়ির বিধবা
(খ) হরিদাসী
(গ) সাকিনা বিবি
(ঘ) হাড্ডিসার অনাথ কিশোরী

উত্তরঃ ক

৩১. স্বাধীনতার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী কী হাতে দাঁড়িয়ে আছে?
(ক) বই-খাতা
(খ) শূন্য থালা
(গ) নতুন নিশান
(ঘ) ফুলের মালা

উত্তরঃ খ

৩২. রুস্তম শেখ কে?
(ক) জোয়ান কৃষক
(খ) সাহসী জেলে
(গ) ঢাকার রিকশাওয়ালা
(ঘ) নৌকার মাঝি

উত্তরঃ গ

৩৩. সগীর আলীর বাড়ি কোথায়?
(ক) জেলেপাড়ায়
(খ) শাহবাজপুরে
(গ) বস্তিতে
(ঘ) ঢাকা শহরে

উত্তরঃ খ

৩৪. সগীর আলীর পরিচয় কোনটি?
(ক) জোয়ান কৃষক
(খ) দক্ষ মাঝি
(গ) ঢাকার রিকশাওয়ালা
(ঘ) মোল্লাবাড়ির কর্তা

উত্তরঃ ক

৩৫. কার ফুসফুস এখন পোকার দখলে?
(ক) সাকিনা বিবির
(খ) কেষ্ট দাসের
(গ) রুস্তম শেখের
(ঘ) হরিদাসীর

উত্তরঃ গ

৩৬. শামসুর রাহমান কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন?
(ক) রেসিডেনসিয়াল মডেল স্কুল
(খ) কলেজিয়েট স্কুল
(গ) পোগোজ স্কুল
(ঘ) আইডিয়াল স্কুল

উত্তরঃ গ

৩৭. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় প্রকাশিত ঘরের দাওয়ায় থুত্থুরে বুড়োর বসে থাকার সময়কাল কোনটি?
(ক) সকাল
(খ) বিকেল
(গ) সন্ধ্যা
(ঘ) রাত

উত্তরঃ খ

৩৮. তেজি তরুণ কী কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়?
(ক) স্টেনগান
(খ) রাইফেল
(গ) শটগান
(ঘ) মেশিনগান

উত্তরঃ খ

৩৯. জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কী?
(ক) সগীর আলী
(খ) হরিদাস
(গ) রুস্তম আলী
(ঘ) কেষ্ট দাস

উত্তরঃ ঘ

৪০. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
(ক) ঢাকা জেলায়
(খ) নরসিংদী জেলায়
(গ) মানিকগঞ্জ জেলায়
(ঘ) মুন্সিগঞ্জ জেলায়

উত্তরঃ খ

৪১. শামসুর রাহমানের গ্রামের নাম কী?
(ক) কাশবন
(খ) বিজয়করা
(গ) পাড়াতলী
(ঘ) মাঝআইল

উত্তরঃ গ

৪২. মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায়?
(ক) পদ্মা
(খ) মেঘনা
(গ) যমুনা
(ঘ) শীতলক্ষ্যা

উত্তরঃ খ

৪৩. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?
(ক) জোয়ান কৃষকের
(খ) মোল্লাবাড়ির বিধবার
(গ) তেজী তরুণের
(ঘ) থুত্থুরে বুড়োর

উত্তরঃ গ

৪৪. মতলব মিয়ার পরিচয় কোনটি?
(ক) দক্ষ রিকশাচালক
(খ) দক্ষ কৃষক
(গ) দক্ষ মাঝি
(ঘ) দক্ষ জেলে

উত্তরঃ গ

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

PDF তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা – শামসুর রাহমান। PDF

রানার কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ -এস এস সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *