অসংখ্য শিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক বাণী

শিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক বাণী
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

শিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক বাণী
শিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক বাণী

শিক্ষামূলক উক্তি বা বাণী বলতে সাধারণত আমরা কি বোঝি? শিক্ষামূলক উক্তি বা বাণী বলতে বোঝায় এমন কোনো একটি স্ট্যাটাস বা উক্তি, যা থেকে একজন জনসাধারণ শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা প্রয়োগের মাধ্যমে উপকৃত হতে পারে। মূলত এটাই হলো শিক্ষামূলক উক্তি, বাণী বা স্ট্যাটাস অথবা এসএমএস।

এখন আমাদের মধ্যে অনেকেই রয়েছি, যারা এরকম শিক্ষণীয় বাণী সম্পর্কে বাহ্যিক জ্ঞান রাখি না। এগুলো এক প্রকার এমন উপকারী জ্ঞান, যা পূর্বে কারো অভিজ্ঞতার আলোকে বলা। সুতরাং এসব উক্তিকে কোনোভাবেই হ্যায় করা বুদ্ধিমানের কাজ নয়। অবশ্যই এসব বাণী বা উক্তিগুলোকে নিয়ে যথেষ্ট চিন্তা করতে হবে পাশাপাশি জীবনে কিভাবে কাজে লাগিয়ে আমারা উপকৃত হতে পারি, সেটাও ভাবতে হবে। এসব শিক্ষণীয় উক্তি যেন শুধুমাত্র আমাদের ফেসবুক স্ট্যাটাস কিংবা যেকোনো সামাজিক মাধ্যমেই আবদ্ধ না থাকে, সে দিকটিকে নজরে রাখতে হবে। অবশ্যই বাস্তিক জীবনে তাঁর প্রতিফলন ঘটাতে হবে। তাহলে চলুন, সে বিখ্যাত শিক্ষামূলক উক্তি বা বাণীগুলো পড়া যাক।

১০০+ শিক্ষামূলক উক্তি বা বাণী

১০০+ শিক্ষামূলক উক্তি বা বাণী

যদিও কারেক্ট ওয়েতে সংখ্যাটি গণনা করা হয় নি, তবে ধরে নেওয়া যায় যে, এখানে ১০০+ শিক্ষামূলক উক্তি তুলে ধরা হয়েছে। এখানে উল্লেখিত সবগুলো উক্তিই মূলত বাস্তবিক জীবনে প্রয়োগকৃত। সুতরাং কোনো ভাবেই এসব উক্তিগুলোকে হ্যায় ভাবা যাবে না। আমাদের জীবনে এগুলোকে কাজে লাগাতে পারলে, আশা করি আমরা আমাদের এই জীবনে অনেকভাবে উপকৃত হতে পারবো।

বিখ্যাত মনীষীদের বিখ্যাত কিছু শিক্ষামূলক উক্তি ও বাণী

বিখ্যাত মনীষীদের বিখ্যাত কিছু শিক্ষামূলক উক্তি ও বাণী

BanglaTeach ওয়েবসাইটের আজকের আর্টিকেলের প্রথমে আমরা বিখ্যাত মনীষীদের বিখ্যাত কিছু শিক্ষামূলক উক্তি বা বাণী দিয়ে শুরু করবো এবং এই সব উক্তিগুলোর শেষে আমরা আরো অনেকগুলো উক্তি বা বাণী তুলে ধরবো। সেখান থেকেও আশা করি একজন শিক্ষার্থী উপকৃত হতে পারবে। যদিও এখানে উল্লেখিত উক্তি ও বানীগুলো দ্ধারাই যেকেউ উপকৃত হতে পারে। তাহলে আলোচনা দীর্ঘায়িত না করে চলুন তাহলে মনীষীদের শিক্ষামূলত  উক্তি বা বাণীগুলো সম্পর্কে জানা যাক-

মহানবী হযরত মুহাম্মদ সা: এর শিক্ষামূলক উক্তি

মহানবী হযরত মুহাম্মদ সা এর শিক্ষামূলক উক্তি
প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। (ইবনে হিব্বান)
রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ( ইবাদতে নিরত ) থাকার চেয়ে উত্তম। (দারমী)
যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। (তিরমিযী)
আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো, অতপর তা ছড়িয়ে দিলো। (বায়হাকী)
সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। (তিরমিযী)
ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও। (সহীহ বুখারী)
প্রতিটি ভালো কাজ একটি দান। (সহীহ বুখারী)
যে খেয়ে শোক আদায় করে, সে ধৈর্যশীল রোযাদারের সমতূল্য। (তিরমিযী)
আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। (সহীহ মুসলিম)
পবিত্রতা ঈমানের অর্ধেক। (সহীহ মুসলিম)
অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। (তিরমিযী)
উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই।[ইবনে হিব্বান)
তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা,যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো।[সহীহ বুখারী)
দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেনো তুমি একজন গরীব কিংবা পথিক। (সহীহ বুখারী)
নিজের জন্যে যা পছন্দ করো, অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। (সহীহ মুসলিম)
প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কার‌ণ, তবে যে সে অনুযায়ী আমল (কাজ) করে তার জন্যে নয়। (তাবরানী)
শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। (আদাবুল মুফরাদ)
অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। (সহীহ বুখারী)
যুলম করা থেকে বিরত থাকা। কেননা, কিয়ামতের দিন যুলম অন্ধকারের রূপ নেবে। (সহীহ মুসলিম)
যে ভালো কাজের আদেশ করেনা এবং মন্দ কাজ থেকে নিষেধ করেনা, সে আমার লোক নয়। (তিরমিযী) বিনয়
যে তোমার সাথে বিশ্বাস ভংগ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভংগ করোনা। [তিরমিযী)
যে আল্লাহর পথে একটি দান করে, আল্লাহ তার জন্যে সাতশ ; গুণ লিখে দেন। (তিরমিযী)
যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহরও কৃতজ্ঞ হয়না। (আবু দাউদ)
যে কাউকেও প্রতারণা করলো সে আমার লোক নয়। (সহীহ মুসলিম)
সাবধান! তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। (আবু দাউদ)
তোমরা একে অপরের প্রতি হিংসা করোনা, ঘৃণা বিদ্বেষ কারো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিয়োনা। (সহীহ মুসলিম) শিশু
তোমাদের মাঝে উত্তম লোক সে, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। (ইবনে মাজাহ)
রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। (সহীহ বুখারী)
তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করোনা। (তিরমিযী)
মুসলমান ব্যক্তির ইসলামনের সৌন্দর্যগুলোর একটি হলো, নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা। (তিরমিযী)
সত্য কথা বলো, যদিও তা তিক্ত। (ইবনে হিব্বান)

কাজী নজরুল ইসলাম এর শিক্ষামূলক উক্তি

কাজী নজরুল ইসলাম এর শিক্ষামূলক উক্তি
কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকে লাভ নেই। এতে কপাল ফোলে, ভাগ্য খোলে না!
“সত্য যদি হয় ধ্রুব তোর কর্মে যদি না রয় ছল,ধর্ম দুগ্ধে না রয় জল সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল।”- কাজী নজরুল ইসলাম (উৎস- ‘সত্য-মন্ত্র’কবিতা)
“সত্যকে অস্বীকার করিয়া ভন্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না।”
“ব্যর্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া।”
“অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে ।”
“বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধকের কঙ্গাল মূর্তি।”

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি ও বাণী

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি ও বাণী
“তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” – রবীন্দ্রনাথ ঠাকুর
”আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।” -রবীন্দ্রনাথ ঠাকুর
“অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। “- রবীন্দ্রনাথ ঠাকুর
“শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত ইস্কুল হইতে হয় না এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাকশক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। “- রবীন্দ্রনাথ ঠাকুর
”শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। “- রবীন্দ্রনাথ ঠাকুর
“শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য—ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। “- রবীন্দ্রনাথ ঠাকুর
মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ” -রবীন্দ্রনাথ ঠাকুর

এ.পি.জে আব্দুল কালাম এর শিক্ষামূলক কিছু উক্তি বা বাণী

এ.পি.জে আব্দুল কালাম এর শিক্ষামূলক কিছু উক্তি বা বাণী
“স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।”
“জীবন একটি কঠিন খেলা।, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার, ধরে রাখার মাধ্যমেই, শুধুমাত্র তুমি সেখানে, জয়ী হতে পারবে।”
“সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।”
“স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে।”
“তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে।”
“সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে, ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে।”
“জীবন হলো এক জটিল খেলা, ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।”

সর্বপল্লী রাধাকৃষ্ণন এর শিক্ষামূলক কিছু উক্তি

সর্বপল্লী রাধাকৃষ্ণন এর শিক্ষামূলক কিছু উক্তি
”সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন
“পাপে নিমগ্ন যে জন, তাঁরও একটা ভবিষ্যৎ আছে। মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। কেউ-ই ভালো-খারাপের অতীত নয়।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন
”ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তাঁর গুণসমূহ, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশিত হয়।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন
”বই হল এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন
”আমরা যে মানবজীবন পেয়েছি তা হল আদর্শ মানবজীবন গড়ে তোলার উপকরণ।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন

মহাত্মা গান্ধীর কিছু শিক্ষামূলক উক্তি

মহাত্মা গান্ধীর কিছু শিক্ষামূলক উক্তি
“দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম।” —মহাত্মা গান্ধী
“একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার চিন্তার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়।” —মহাত্মা গান্ধী
“শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে।” —মহাত্মা গান্ধী
“নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে।” —মহাত্মা গান্ধী
“আমার জিবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়” —মহাত্মা গান্ধী
“পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজ থেকেই শুরু করো।” —মহাত্মা গান্ধী
“দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারন আমাদের প্রতিজ্ঞা এক সময় অভ্যাসে পরিণত হয়। ভাল অভ্যাস করুন, কারন আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয়। মর্যাদা ধরে রাখুন, কারন এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়” —মহাত্মা গান্ধী

আলবার্ট আইনস্টাইন এর কিছু শিক্ষামূলক উক্তি

আলবার্ট আইনস্টাইন এর কিছু শিক্ষামূলক উক্তি
“যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি।” —আলবার্ট আইনস্টাইন
“পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।” —আলবার্ট আইনস্টাইন
​‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’—আলবার্ট আইনস্টাইন
“স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে, তাই হলো শিক্ষা।” —আলবার্ট আইনস্টাইন
​“সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।” —আলবার্ট আইনস্টাইন
“আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করিনা। কারণ এটা যথেষ্ট তাড়াতাড়ি আসে।” —আলবার্ট আইনস্টাইন
“এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।” —আলবার্ট আইনস্টাইন

চাণক্য এর শিক্ষামূলক কিছু উক্তি বা বাণী

চাণক্য এর শিক্ষামূলক কিছু উক্তি বা বাণী
”বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।“-চাণক্য
”বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।“- চাণক্য

এরিস্টটল এর শিক্ষামূলক কিছু উক্তি

এরিস্টটল এর শিক্ষামূলক কিছু উক্তি
”সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।“-এরিস্টটল
“শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ” -এরিস্টটল

সক্রেটিস এর কিছু শিক্ষামূলক উক্তি

সক্রেটিস এর কিছু শিক্ষামূলক উক্তি
দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য।” -সক্রেটিস
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে,আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। – সক্রেটিস

স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কিত কিছু উক্তি

স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কিত কিছু উক্তি
“দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে” —স্বামী বিবেকানন্দ
​“শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ।” —স্বামী বিবেকানন্দ
“অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না” —স্বামী বিবেকানন্দ
“সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন, এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন” —স্বামী বিবেকানন্দ
“মনের শক্তি সূর্যের কিরণের মত,যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।” —স্বামী বিবেকানন্দ
“ঘৃণার শক্তি অপেক্ষা… প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান।
“যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো শিখতে থাকো।

সেরা কিছু বাংলা শিক্ষামূলক বাণী ও উক্তি

সেরা কিছু বাংলা শিক্ষা মূলক বাণী ও উক্তি
”দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য।” -সক্রেটিস
”যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে,আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। ” – সক্রেটিস”তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।” -নেপোলিয়ন বোনাপার্ট
”শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা।“-হেলেন কেলার
“ শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড।“-সংগৃহিত
”মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।“-মুনির চৌধুরী
”মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা তাই হল শিক্ষা।“- ঋষি অরবিন্দ
”একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তি কে
জাগ্রত করতে পারে না।” – শেখ সাদী
”একজন মহান ব্যক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।“– কার্লাইন
”আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।“– শিলার
”অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়।“-এডওয়ার্ড হল
”জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।” – এরিষ্টটল
”যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে।“– টমাস হুড।
”শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া। “– আইভরি ব্রাউন
”শিক্ষা হলো সভ্যতার রূপায়ন।” – উইল এণ্ড এরিয়াল ডুরান্ট
” মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। “– রবার্ট ই লি
”মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির – এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। ” – বাট্রাণ্ড রাসেল
”মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। ” – উইলয়াম আর্থার ওয়ার্ড
”একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। ” – হেনরি এডামস
”একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে সম্পদশালী লোক।“- লা ফন্টেইন
”যে পরিবারে সবাই শিক্ষিত, সে পরিবারে এমন একটা দীপ্তি আছে, যা অন্ধকারকে দূরে সরিয়ে দেয়।“-রবার্ট ফ্রস্ট
”জীবনের ব্যাপক সময় ধরেই শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষার শেষ নেই।“- কুপার
”আমার বিশ্বাস,শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক স্বশিক্ষিত।“- প্রমথ চৌধুরী
”শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে।“- টমাস হুড
”শিক্ষা অলংকারের মত নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই।“- বার্নাস
”শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়।“-জন গে
”প্রতিটি জাতির ভিত্তি মজবুত হবে যদি সে জাতি শিক্ষিত হয়।“-টমাস জেফারসন
”শিক্ষা সুন্দর আলো,কারুকার্যময় ভবিষ্যত এবং আত্মবিশ্বাস দেয়।“- ফ্রান্সিস বেকন
”শিক্ষা মনের একটি চোখ।“- জোনাথন সুইফট
”আনুষ্ঠানিক শিক্ষা তোমাকে জীবিকার নিশ্চয়তা দেবে আর স্বশিক্ষা সৌভাগ্যের দুয়ার খুলে দেবে।“- জিম রন

উপরে উল্লেখিত উক্তিগুলো হলো আজকের আর্টিকেল তথা শিক্ষামূলত উক্তি বা বাণীর মূল আলোচন্য বিষয় এবং উক্তির তালিকা। আশা করি শেষ অবধি যারা যারা সমগ্র তালিকাটি পড়েছেন, তাঁরা চমৎকারভাবে উপৃকত হতে পারবেন।

শিক্ষামূলক কিছু কথা

শিক্ষামূলক কিছু কথা

আজকের আর্টিকেলে যে সমস্ত স্ট্যাটাস বা এসএমএসগুলো তুলে ধরা হয়েছে, আশা করি একজন সচেতন জন-সাধারন কিংবা শিক্ষিত লোক, যথেষ্ট মূল্যায়ণ করতে পারবে। এখানে প্রথমে বিখ্যাত মুনীষীদের শিক্ষামূলক উক্তিগুলোকে তুলে ধরা হয়েছে, এরপর ক্রমান্বয়ে রেন্ডমলি অন্য সকল শিক্ষামূলক বাণীগুলোকে তুলে ধরা হয়েছে। সার্বিকভাবে বললে, একজন রিডার বা পাঠককে অবশ্যই যথাযথ সম্মান দিয়ে নিজের মধ্যে কিছু উক্তি আয়ত্ত করা প্রয়োজন। কেননা এখানে উল্লেখিত সমস্ত তথ্যগুলোই হলো পরীক্ষিত ও বাস্তবিক জীবনে প্রয়োগকৃত।

শিক্ষামূলক উক্তি ও বাণী নিয়ে শেষ কথা

শিক্ষামূলক উক্তি ও বাণী নিয়ে শেষ কথা

শিক্ষামূলক উক্তি বা বাণীগুলোকে যদি কোনোভাবে কাজে লাগিয়ে তাঁর প্রতিফলন ঘটানো যায়, তাহলেই আজকের আর্টিকেলের মূল স্বার্থকতা। অন্যথায়, আজকের আর্টিকেলটি মূলত একটি ভেল্যুলেস। সুতরাং আশা করি আপনারা যারা এখন অবধি পড়ছেন, তাঁরা মনোযোগ সহকারে পুরো সম্পূর্ণ আর্টিকেলটি পড়েছেন। যদি পড়ে থাকনে, তাহলে আশা করি দিনশেষে উপকৃত হতে পারবেন বাস্তব জীবনে। এখানে মনীষীদের সহ সর্বমোট ১০০+ শিক্ষামূলক উক্তি বা বানী নিয়ে আলোচনা হয়েছে, এখান থেকে যদি একটিও আপনার মধ্যে আয়ত্ত করে তা কাজে লাগাতে পারেন, তাহলে আজকের এই আর্টিকেল তথা শিক্ষামূলক উক্তি বা বাণী নিয়ে লিখা স্বার্থক।

শিক্ষামূলক উক্তি বা বাণী নিয়ে প্রশ্ন

শিক্ষামূলক উক্তি বলতে কি বোঝায়?

শিক্ষামূলক উক্তি বা বাণী বলতে বোঝায় এমন কোনো একটি স্ট্যাটাস বা উক্তি, যা থেকে একজন জনসাধারণ শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা প্রয়োগের মাধ্যমে উপকৃত হতে পারে। মূলত এটাই হলো শিক্ষামূলক উক্তি, বাণী বা স্ট্যাটাস অথবা এসএমএস।

মোটিভেশনাল উক্তি বা শিক্ষামূলক উক্তি দ্ধারা কি বোঝায়?

মূলত মোটিভেশনাল উক্তি দ্ধারা কাউকে কোনো কিছুর প্রতি উদ্বুদ্ধ করে তোলা হয় আর অন্যদিকে শিক্ষামূলক উক্তি দ্ধারা জানসাধারণকে বাস্তবধর্মী জ্ঞানের মাধ্যমে উপকৃত করা হয়।

শিক্ষামূলক উক্তি ও বাণী সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *