রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট সহ স্পেশাল কলরেট অফার

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি
রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি সহ আনুসাঙ্গিক আরো কিছু তথ্য নিয়ে আজকের আলোচনা। কিভাবে একজন রবি ব্যবহারকারী ৯ টাকায় ১জিবি ইন্টারনেট পেতে পারে এবং রবি বন্ধ সিমে এই অফারটি Robi internet offer চলমান রয়েছে কি-না, সে সম্পর্কেও জানবো। ( সকল সিমের প্রয়োজনীয় কোড সহ রবি থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে জেনে নিন )

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল সিম কোম্পানি হলো রবি। এর গ্রাহক সংখ্যা প্রায় ৫কোটি ৩৭ লাখ। যা দিন দিন বাড়তেছে। আশা করি বোঝতেই পারছেন যে রবি সিমের জনপ্রিয়তা কেমন। যাইহোক, এমন একটি বড় আকৃতির জনগণকে প্রতিনিয়ত ইন্টারনেট তথা ডাটা সেবা Data service দিয়ে আসছে রবি এবং বেশ কিছু অফারও চালু রেখেছে। যেমন এর মধ্যে অন্যতম একটি হলো রবি বন্ধ সিমের ডাটা অফার Data offer। রবি বন্ধ সিমে ৯টাকা রিচার্জেও ১জিবি ইন্টারনেট পাওয়া যায়। এখন আর কি কি সুযোগ সুবিধা রয়েছে? এবং একজন গ্রাহক কি বর্তমানে তাঁর রবি সিমে উক্ত সেবা পেতে পারে? কিভাবে? চলুন তাহলে এই সব প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। ( রবি এস এম এস চেক কোড সম্পর্কে জানুন )

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

একটি বিষয় স্পষ্ট যে, সব বন্ধ সিম কিন্তু উক্ত অফারে আয়ত্তে নেই। তাই আপনার রবি সিমে ৯ টাকা রিচার্জ করার পূর্বে অবশ্যই একটু চেক করে নিবেন। কিভাবে চেক করবেন? প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশানে যেতে হবে। এরপর আপনাকে A(space)018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে পাঠিয়ে দিন।

এখন আপনি যদি রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে রিপ্লাই মেসেজের মাধ্যমে আপনি বিষয়টি সিউর হয়ে নিতে পারবেন। যাইহোক, ধরে নেওয়া যাক আপনার বন্ধ রবি সিমটি ১জিবি পাওয়ার জন্য সক্ষম। তাহলে এবার কিভাবে পেতে পারেন ১জিবি ইন্টারনেট। চলুন তাহলে রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়ার উপায় সম্পর্কে জেনে নিই।

  • রবি বন্ধ সিমে ৯ টাকায় ১ জিবি পেতে প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশানে চলে যান।
  • এবার বন্ধ সিমে ইন্টারনেট এক্টিভ করতে ডায়াল *৮৪৪৪*০৯#।
  • ডাটা প্যাকেজের মূল্য ৯ টাকা +( ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট)।
  • উক্ত বন্ধ সিমের অফার মেয়াদ হলো ১০ দিন।
  • ইন্টারনেট ব্যবহারের সময়সীমা রাত ১২ টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন।
  • এখানে উল্লেখ্য যে, ক্যাম্পেইন চলাকালে, গ্রাহকরা ১০ দিনে এই প্যাকটি শুধুমাত্র ১ ক্রয় করতে পারবেন।
  • আপনার রবি বন্ধ সিমে কেনা ডাটা প্যাকের রিমেনিং ডাটা দেখতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮

মূলত উপরোক্ত স্পেটগুরো অনুসরণ করার মাধ্যমে আপনারা রবি বন্ধ সিম অফারটি পেতে পারেন। আর রবির এই বন্ধ সিম অফারটি হলো ১ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাকেজ। আশা করি এখন হতে প্রায় সব রবি গ্রাহক তাঁর বন্ধে সিমে উক্ত ডাটা অফারটি পেতে পারে খুব সহজেই।

রবি বন্ধে সিমের যখন ৯টাকা রিচার্জ করবেন, তখন গ্রাহকরা কিছু স্পেশাল কলরেট পেতে পারে। তাহলে সেগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।

রবি বন্ধ সিমে ৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার

রবি বন্ধ সিমে ৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার
রবি বন্ধ সিমে ৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার

যখন কোনো একজন গ্রাহক রবির বন্ধে সিমে ডাটা নেওয়ার উদ্দেশ্য ৯টাকা রিচার্জ করবে, তখন সেই গ্রাহক রবির কলরেট অফারও একই সাথে উপভোগ করতে পারে। মূলত রবি কোম্পানি তাদের ইউজারদের জন্য বিশেষ এই সুবিধা রেখেছে। তাহলে কিভাবে আপনারা রবি বন্ধ সিমে ৯টাকা রিচার্জের মাধ্যমে এই স্পেশাল কলরেট অফারটি কি? চলুন রবি স্পেশাল কলরেট অফার সম্পর্কে জেনে নিই-

  • অফার পাওয়ার পর যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড।
  • অন্য যেকোনো সিম অপারেটরের নম্বরে ১ পয়সা/সেকেন্ড।
  • তবে স্পেশাল কলরেট অফারের ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে, অবশ্যই আপনাকে ৯টাকা রিচার্জ করতে হবে। তবে যদি কোন গ্রাহক ৯ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৬ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।
  • উক্ত এই রবির স্পেশাল কলরেটের মেয়াদ সর্বমোট (রিচার্জের দিনসহ) ১০ দিন।

আশা করি রবির কি সেই বন্ধ সিমের স্পেশাল কলরেট অফার special call rate offer, সেটি সম্পর্কে মোটামোটি বিস্তারিত জেনেছেন। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারে কিছু শর্তসমূহ সম্পর্কে।

শর্ত সমূহ:

  • সার্বিকভাবে রবির সব গ্রাহক উক্ত অফার উপভোগ করতে পারবে  না। তাই আপনারা ৯টাকা রিচার্জ করার পূর্বে অবশ্যই উপরের দেওয়া নিয়মে নিশ্চিত হয়ে নিবেন উক্ত অফার আপনার জন্য অ্যাভেইলঅ্যাভেইল আছে কি-না।
  • রবির এই বন্ধ সিম ইন্টারনেট অফার অব্যবহৃত সকল প্রিপেইড (টিউনপেইড, এসএমএস, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পরেট ব্যতীত) গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • রবি সর্বপ্রথম ২৮ই অগাস্ট, ২০১৫ এই বন্ধ সিম অফারে ঘোষণা দেন। তাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই বন্ধ অফার প্রযোজ্য থাকবে।
  • কোনো গ্রাহক ক্যাম্পেল চলা-কালীন সময়ে একাধিক বার উক্ত অফার নিতে পারবে না। সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবে।

সার্বিকভাবে উপরোক্ত তথ্যগুলোই হলো রবি বন্ধ সিমের চলমান বর্তমান ইন্টারনেট অফার এবং একই সাথে উক্ত অফার পেতে হলে যে সকল শর্তসমূহ আছে, সেগুলো সম্পর্কেও অবগত হওয়া গেল। তারপরও পুনরায় পোস্টটি পড়ার অনুরোধ রহিল।

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি নিয়ে শেষ কথা

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি নিয়ে শেষ কথা

ইতিমধ্যে আমরা রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট বা ডাটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আশা করি যে সকল পাঠকগণ তাদের রবি বন্ধ সিমটি চালু করেছেন এবং এই সুযোগটি ব্যবহার করে ৯টাকায় ১ জিবি ইন্টারনেট পেতে চান, সেই সকল পাঠক বিশেষ করে উপকৃত হতে পারবে।

যাইহোক, বারবার যে বিষয়টি এখানে বলা হচ্ছে, তা হলো অবশ্যই আপনারা টাকা রিচার্জ করার পূর্বে আপনার সিমের কন্ডিশন চেক করে নিবেন। অফার গ্রহণের জন্য প্রযোজ্য হলে ‍উল্লেখিত কোড ব্যবহার করে ৯ টাকায় রবিতে ১জিবি ইন্টানেট পেতে পারেন।

সর্বপরি, আপনি যদি একজন রবি গ্রাহক হোন এবং সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন, তাহলে আশা করি উক্ত আর্টিকেলের মাদ্যমে রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট পেয়ে  উপকৃত হতে পারবেন।

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি নিয়ে প্রশ্ন-উত্তর

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটি সব গ্রাহকের জন্য গ্রহণযোগ্য?

এর উত্তর হলো না। কেননা রবি উক্ত এক জিবি অফারটি শুধু মাত্র তাদের সিলেক্টকৃত কিছু ব্যবহারকারীদে জন্য প্রযোজ্য করে রেখেছে। আর তাই জ্ঞাতে আপনি প্রথমে কোড ডায়াল করার মাধ্যমে সিউর হয়ে নিবেন।

সর্বোচ্চ কত বার ৯ টাকায় ১ জিবি নেওয়া যাবে?

রবি অফিসিয়্যালি বলেছে যে, একজন গ্রাহক সর্বোচ্চ ১বার উক্ত বন্ধ সিমের ডাটা তথা ইন্টারনেট অফারটি নিতে পারবে। এর থকে বাড়ানোর কোনো উপায় নেই।

আরও পড়ুনঃ

রবি সিমের দাম কত? রবি 4G সিমের আজকের দাম

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি সম্পর্কে আরো জানতে

https://youtu.be/MvFUi_F8Uks
BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *